ফুটবল

দলবদলের শেষ দিনেও বাফুফে ভবনে নেই উত্তাপ

 
ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ১১:২৭ পিএম

news-details
সন্ধ্যার পর এমনিতেও এখন মতিঝিলের ক্লাব পাড়া থাকে অনেকটাই শুনসান, নীরব। দিনের প্রায় সময়টা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে সাংবাদিকদের আনাগোনা থাকলেও বিশেষ কারণ ছাড়া সন্ধ্যা নেমে আসলে দেখা যায় না। ঘরোয়া মৌসুমের দলবদলের শেষ দিনেও হলো তাই। বৃহস্পতিবার বাফুফে ভবনের সামনের উঠানেও রাত ৮টার পরই যেন নেমে আসল গভীর রাত! অথচ দল বদলের শেষ দিনের অনেক গৌরাবান্বিত ইতিহাস শোনা যায় সাবেক ফুটবলারদের কণ্ঠে। অন্ধকারেই যেন মিলিয়ে গেল সোনালী অতিতের সেই দলবদলের চিত্র। ফিরে এসেছে অনলাইনে দলবদলের দিন।
আজ বৃহস্পতিবার ছিল ২০২৫-২৬ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফুটবলার নিবন্ধনের শেষ দিন। কিন্তু সন্ধ্যা ৯টা পর্যন্ত এই প্রতিবেদক বাফুফে ভবনের সামনে থাকলেও ক্লাব সংশ্লিষ্ট কাউকে খুজে পায়নি। মতিঝিল পাড়াতেই অবস্থিত ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। এই ক্লাব সংশ্লিষ্ট একজনকে রাত ৮টার দিকে ফোন করলে জানা যায় নিজ এলাকাতেই ব্যস্ত তিনি। দলবদলে কোনো চমক আছে কি না জানতে চাইলেও নির্লিপ্তই থাকলেন তিনি। 
এই মৌসুমে কাগজে-কলমে বসুন্ধরা কিংস ভালো দল গড়েছে। সেই চেষ্টা দেখা গেছে ঢাকা আবাহনীর মধ্যেও। কিংসের শেখ মোরসালিন ও আর পুলিশ এফসির ফরোয়ার্ড আল আমিন ও মিডফিল্ডার কাজেম শাহ কিরমানিকে দলে ভিড়িয়েছে ধানমন্ডি পাড়ার ক্লাবটি। 
গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান এবার প্রত্যাশিত মানের দল গড়তে পারেনি। মোহামেডানের গুরুত্বপূর্ণ তিন বিদেশি খেলোয়াড় নিয়েছে আবাহনী ও কিংস। আবাহনীর জার্সি গায়ে দিয়েছেন মোহামেডানের অধিনায়ক সুলেমানা দিয়াবাতে। আর কিংসে যোগ দিয়েছেন এমানুয়েল সানডে ও টনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবে গিয়েও দেখা যায়নি দলবদল নিয়ে কোনো বাড়তি উন্মাদনা। খোঁজ নিয়ে যায় নিজেদের খেলোয়াড়েরা ক্লাবে আসবেন আগামীকাল শুক্রবার থেকে। 
অথচ দেশের ফুটবলে দলবদলের কি দারুণ গল্পই শোনা যায় আশি বা নব্বই দশকের ফুটবলারদের থেকে। তবে এখন ঢাকায় দলবদল নিয়ে নেই কোনো উন্মাদনা। সেটি দেখে হতাশই যেন কিংবদন্তি সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, 
‘আগে দলবদল নিয়ে নাটক হতো। আবাহনী মোহামডোনের বড় বড় খেলোয়াড় এদিক-ওদিক যাতে না যেতে পারে সেজন্য তালা মেরে রাখা হতো। পঙ্গপালের মতো আমার সঙ্গে সমর্থকদেরা থাকতো, আমি গিয়ে সই করতাম।’
ঘরোয়া মৌসুমের আগে দলবদলের ওই উন্মাদনা থাকার কারণেই সেই সময়ে লিগ জমজমাট হতো, মানুষ খেলা দেখতে আসতো, মনে করেন সাবেক এই স্ট্রাইকার, 
‘দলবদলের আমেজটা লিগে গিয়ে পড়ত। এখন কিছুই দেখা যায় না, এটা আমাকে অবাক করে, হতাশ করে, ফুটবলটা কোথায় যাচ্ছে?’
নিজের সময়কার দলবদলের একটা ঘটনা উল্লেখ করে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক আসলাম বলেন, 
‘একবার আমি চিটাগং ছিলাম। মোহামেডান আমাকে ফোন করে, টাকা নিয়ে বলে তারা এখানে আছে। চিটাগং গেছে আমাকে সই করতে। ওখানে শাহ আলম চৌধুরী (আবাহনীর কট্টর সমর্থক) ছিলেন, উনি আমাকে নিয়ে গাড়িতে করে নিয়ে আসলেন আবাহনীতে। কিন্তু সেই দিন আর নেই।’

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

আরেকটি সাফ মিশনে শুক্রবার ভুটান যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ৬:২১ পিএম

news-details

গত জুনে অনূর্ধ্ব-২০ নারী সাফের আসর বসে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায়। চার দলের অংশগ্রহণে হওয়া ওই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার আরেকটি সাফের মিশন শুরু হচ্ছে মেয়েদের। ‎ অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে শুক্রবার ভুটান যাবে বাংলাদেশ। 


সাফ মিশনের আগে বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত বছর অনূর্ধ্ব-১৬ সাফে খেলা ১৫ জনই আছেন এই দলে। 


আরও পড়ুন

জতার পরিবারকেও ক্লাব বিশ্বকাপের বোনাস দেবে চেলসি জতার পরিবারকেও ক্লাব বিশ্বকাপের বোনাস দেবে চেলসি


নতুন আটজন হলেন- রিয়া, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনী চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা, আমেনা খাতুন। এই দলে আছেন সিনিয়র দলে অভিষেক হওয়া ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। তবে দলটির অধিনায়ক করা হয়েছে অর্পিতা বিশ্বাসকে।


নারী দলের কোচ পিটার বাটলার গত ১১ আগস্ট লাওসে অনূর্ধ্ব-২০ দলের খেলা শেষে ছুটিতে গেছেন। আগস্টের বাকি সময় তিনি ছুটিতে থাকবেন। অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে কোচ হিসেবে ভুটান যাবেন মাহবুবুর রহমান লিটু।


‎বাংলাদেশসহ চার দেশ অংশ নেবে সাফের এই আসরে- ভারত, ভুটান ও নেপাল বাকি তিন দল। ২০ থেকে ৩১ আগস্ট থিম্পুর সবগুলো ম্যাচ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে খেলা। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে ট্রফি। 


২০ আগস্ট ভুটান ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশের মেয়েরা। একদিন বিরতি দিয়ে ২২ আগস্ট দলটির প্রতিপক্ষ ভারত। ২৪ ও ২৭ আগস্ট পরপর দুই ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ। ২৯ আগস্ট ভুটান এবং ৩১ আগস্ট শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। 


আরও পড়ুন

ইউয়েফার জোরালো বার্তা, ‘শিশু ও বেসামরিক হত্যা বন্ধ করো’ ইউয়েফার জোরালো বার্তা, ‘শিশু ও বেসামরিক হত্যা বন্ধ করো’


এই টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সমান দুবারের চ্যাম্পিয়ন ভারতও। 


‎২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মত আলমিনা, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, সুরভী আকন্দ প্রীতি, ক্রানুচিং মারমা, রিয়া, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনি চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন।

bottom-logo

ফুটবল

জতার পরিবারকেও ক্লাব বিশ্বকাপের বোনাস দেবে চেলসি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ৬:১২ পিএম

news-details

লিভারপুলের প্রয়াত তারকা ফুটবল দিয়োগো জতার স্মরণে মহৎ এক উদ্যোগ নিলো ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার প্রাইজমানি থেকে বড় একটি অংশ তারা তুলে দেবে জতার পরিবারের হাতে। 


গত মাসের ৩ তারিখ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান জতা ও তার ভাই পর্তুগিজ ক্লাব পেনাফিলের ফুটবলার আন্দ্রে সিলভা। এর দশ দিন পরই প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে চেলসি। 


ফিফার নতুন ফরম্যাটের ওই টুর্নামেন্ট জিতে ১১৪.৬ মিলিয়ন ডলার প্রাইজমানি পায় চেলসি। সেখান থেকে ফুটবলার ও ক্লাব স্টাফদের জন্য বোনাস হিসেবে ১৫.৫ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের ক্লাবটি।


আরও পড়ুন

লিভারপুলকে হারিয়ে শিল্ডেও চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস লিভারপুলকে হারিয়ে শিল্ডেও চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস


সেই একই পরিমাণ (১৫.৫ মিলিয়ন ডলার) অর্থ জতার পরিবারের হাতেও তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেলসি। দা অ্যাথলেটিকের প্রতিবেদনে জানানো হয়েছে এই খবর। 


জতার স্মৃতিকে সম্মান জানাতে লিভারপুল এর মধ্যেই একাধিক উদ্যোগ ঘোষণা করেছে। তাদের ঘরের মাঠে এনফিল্ডে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এছাড়া ২০২৫-২৬ মৌসুমজুড়ে জার্সি ও জ্যাকেটে ‘ফরেভার ২০’ লোগো ব্যবহার করবে লিভারপুল।


এর বাইরেও জতার নামে তৃণমূল ফুটবল প্রোগ্রাম চালু করা হবে। বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে এক মিনিট নীরবতা ও ফ্যান মোজাইক প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে। এছাড়া জতার ২০ নম্বর জার্সি ক্লাবের সব স্তরে স্থায়ীভাবে তুলে রাখা হয়েছে।

bottom-logo

ফুটবল

বসুন্ধরা কিংসের সাফল্যে কাতারে বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ২:৫৩ পিএম

news-details

সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নেওয়ার পর প্রশংসার জোয়ারে ভাসছে বসুন্ধরা কিংস। তাদেরকে বিশেষ সংবর্ধনা দিয়েছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 


আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এএফসির এই প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবটির এমন কৃতিত্ব অর্জন শুধু দেশের ফুটবলের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।


কিংসের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বুধবার বসুন্ধরা কিংসকে সংবর্ধনা জানায় কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সেখানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। 


কিংসকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলি খানসহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।


সংবর্ধনা অনুষ্ঠানে বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘আমরা আশানুরূপ পারফরম্যান্স করতে পেরেছি। এখন চাই দেশের মানুষের দোয়া ও সহযোগিতা।’ 


কিংসের ম্যানেজার এস. এম. ওয়াসিমুজ্জামান রাষ্ট্রদূত ও দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জয়ের সময় যেমন পাশে থাকেন, তেমনি হারের সময়ও সমর্থন চাই।’


রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলি খান বসুন্ধরা কিংসের এমন অর্জন নিয়ে বলেন, ‘এই জয় শুধু একটি ক্লাবের নয়, পুরো বাংলাদেশের। আমরা তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।’

bottom-logo

ফুটবল

ইউয়েফার জোরালো বার্তা, ‘শিশু ও বেসামরিক হত্যা বন্ধ করো’

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ১:৩৯ পিএম

news-details

ইউয়েফা সুপার কাপের ম্যাচের আগে বেসামরিক নাগরিক ও শিশু হত্যার ব্যাপারে নিজেদের অবস্থান জানান দিল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা- ইউয়েফা। ম্যাচ শুরুর আগে বিশাল এক ব্যানারে জোরাল বার্তা দিয়েছে তারা। 


ইতালির উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে বুধবার সুপার কাপের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও টটেনহ্যাম হটস্পার। যেখানে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ফরাসি ক্লাব পিএসজি। 


আরও পড়ুন

হামজার দুর্দান্ত গোল, তবু হেরে বিদায় লেস্টারের হামজার দুর্দান্ত গোল, তবু হেরে বিদায় লেস্টারের


ম্যাচ শুরুর আগে ইতালিতে আশ্রয় নেওয়া ইরাক, নাইজেরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, ইউক্রেইনের ৯ শরণার্থীকে মাঠে নেওয়া হয় বিশাল এক ব্যানার নিয়ে। যেখানে লেখা ছিল, ‘স্টপ কিলিং চিলড্রেন, স্টপ কিলিং সিভিলিয়ান (শিশু হত্যা বন্ধ করো, বেসামরিক হত্যা বন্ধ করো)।’


সেই ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউয়েফার পেইজ থেকে লেখা হয়েছে, ‘উদিনেতে ইউয়েফা সুপার কাপের পক্ষ থেকে বার্তাটি জোরালো ও পরিষ্কার। একটি ব্যানার, একটি বার্তা।’


এছাড়া ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে আমন্ত্রণ জানানো হয় ফিলিস্তিনের দুই শরণার্থী শিশু ১২ বছর বয়সী তালা ও ৯ বছর বয়সী মোহাম্মদকে। ইউয়েফা প্রধান আলেক্সান্ডার সেফেরেইনের পাশে সাদা টি-শার্ট পরে দাঁড়িয়ে ছিল ওই দুই শিশু।


আরও পড়ুন

দুর্দান্ত কামব্যাকে সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি দুর্দান্ত কামব্যাকে সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি


ম্যাচের আগের দিন দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তালার ব্যাপারে উয়েফা জানায়, ‘ভঙ্গুর স্বাস্থ্যের ফিলিস্তিনি মেয়ে, যাকে চিকিৎসার জন্য মিলানে পাঠানো হয়েছে। যুদ্ধ শুরুর পর গাজায় (চিকিৎসার) সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে।’ 


আর মোহাম্মদ গাজায় বিমান হামলায় তার বাবা-মাকে হারিয়েছে। সৌভাগ্যক্রমে দাদীকে নিয়ে ইতালির মিলানে পালিয়ে যেতে সক্ষম হয় তারা। সেখানেই এখন চলছে মোহাম্মদের উন্নত পরিচর্যা।


bottom-logo

ফুটবল

হামজার দুর্দান্ত গোল, তবু হেরে বিদায় লেস্টারের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ১১:১৮ এম

news-details

অধিনায়কত্ব পাওয়ার ম্যাচে দ্বিতীয়ার্ধে চোখধাঁধানো এক গোল করলেন হামজা চৌধুরি। এগিয়ে গেল লেস্টার সিটি। কিন্তু সেটি ধরে রাখতে পারল না তারা। হাডার্সফিল্ড টাউনের কাছে হেরে ইংলিশ লিগ কাপ (ক্যারাবাও কাপ) থেকে বিদায় নিল লেস্টার।

হাডার্সফিল্ডের মাঠে বুধবার রাতে লিগ কাপের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে গিয়েছিল লেস্টার। ম্যাচে দুবার লিড নিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। 

নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকেট পায় হাডার্সফিল্ড। 

অথচ ম্যাচে দাপট দেখিয়েই খেলে লেস্টার। প্রথমার্ধে তাদের আধিপত্য ছড়ানো ফুটবলের সামনে কোনোমতে নিজেদের জাল রক্ষা করে স্বাগতিক ক্লাব। 

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে হামজার দুর্দান্ত গোল। ডি-বক্সের ভেতরে সতীর্থ কেসি ম্যাকাটিকে পাস দিয়েছিলেন তিনি। ফিরতি বল পেয়ে রিসিভ করতেই মাটিতে ড্রপ পড়ে একটু ওপরে ওঠে বল।

ওই বলেই আচমকা এক জোরালো ভলিতে দুরের পোস্ট দিয়ে গোল করেন হামজা। 

পেশাদার ক্যারিয়ারে বাংলাদেশের তারকা ফুটবলার হামজার এটি দ্বিতীয় গোল। এর আগে ২০২০ সালে লেস্টারের জার্সিতেই নিজের প্রথম গোল করেছিলেন বেশিরভাগ সময় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা ফুটবলার।

হামজার গোলের ১১ মিনিট পর সমতা ফেরায় হাডার্সফিল্ড। তবে ৬৮ মিনিটে আবার এগিয়ে যায় লেস্টার সিটি। পরে ৭৬ মিনিটে স্কোরলাইন ২-২ করে স্বাগতিকরা। 

পরে টাইব্রেকারে লেস্টারের তিন ফুটবলার গোল করতে ব্যর্থ হলে হেরে বিদায় নেয় লেস্টার।

bottom-logo