২১ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ পিএম
মাঠের ক্রিকেটে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপটা জিম্বাবুয়ের ক্রিকেটাররা দেখতে হয়েছে ঘরে বসেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বও উতরাতে পারেনি আফ্রিকান দেশটি। তার মধ্যে নতুন করে দুংসংবাদ পেলো দেশটির সমর্থকেরা। দেশটির দুই ক্রিকেটার অ্যান্টি ডোপিং টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। যদিও এখনও সেই নিষিদ্ধের মেয়াদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নিষেধাজ্ঞার কবলে পড়া ওই দুই ক্রিকেটার হচ্ছেন অলরাউন্ডার ওয়েসলি মাধভেয়ার ও ব্র্যান্ডন মাভুতা। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো নিশ্চিত করেছে এই তথ্য। তাদের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার অভিযোগ ওঠার পর তাৎক্ষণিক অভ্যন্তরীণ পরীক্ষা করা হয়। সেখানে ফলাফল পজিটিভ আসার পরই দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
তবে সব ধরনের ক্রিকেট-কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়া দুই ক্রিকেটার ঠিক কী ধরনের ওষুধ নিয়েছেন আর পরীক্ষা কবে হয়েছে, সেটি নির্দিষ্ট করে জানায়নি জেডসি।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, দুই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও এখনও তাদের শুনানি বাকি আছে, আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। জেডসির শৃঙ্খলা কমিটির সঙ্গে ওই ক্রিকেটারদের সভা হবে, সেখানে তাদের নিষেধাজ্ঞার মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরো পড়ুনঃ হাফ ডজনের বেশি নতুন মুখে অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ
২৩ বছর বয়সী অলরাউন্ডার মাধেভেরেকে ধরা হয় জিম্বাবুয়ে জাতীয় দলের অন্যতম উদীয়মান খেলোয়াড়। ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত খেলেছেন দুটি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি। অন্যদিকে মাভুতা জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৪ টেস্ট ১০ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই দুজনই।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে