২১ ডিসেম্বর ২০২৩, ৯:০৫ পিএম
২০১৯ সালে ফুটবলকে বিদায় বলেছিলেন এজেকিয়েল লাভেৎজি । তারপর আর্জেন্টিনা ছেড়ে খুঁটি গেড়েছেন আরেক লাতিন আমেরিকান দেশ উরুগুয়েতে। সেখানেই নিজ বাড়িতে ভয়ংকর এক নৃশংসতার হয়েছেন সাবেক আর্জেন্টাইন এই ফুটবলার। তাঁরই পরিবারের কোন এক সদস্যের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলে ধারণা করছে দেশটির গণমাধ্যম।
তাঁর আহত হওয়ার খবর নিয়ে অবশ্য ধোঁয়াশা জমাট বেঁধেছে জোরেশোরে। কোন কোন সংবাদমাধ্যম দাবি করছে লাভেৎজি তাঁর পারিবারিক কোন্দলের শিকার লাভেৎজি। আবার কেউবা দাবী তুলছেন টাকার জন্যই নিজ পরিবারেরই কারো রোষানল পড়ে এমন হাল তাঁর।
উরুগুয়ের পত্রিকা এল অবজারভাদর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, পার্টিতে পরিবারেরই কেউ লাভেৎজিকে ছুরিকাঘাত করেছেন। ঘটনার আকস্মিকতায় গতকাল স্থানীয় সময় ভোর ৫টায় জরুরি সেবা সংস্থাকে ফোন করে ঘটনাটি জানায় লাভেৎজির প্রেমিকা।
তবে পুলিশ এখনো এ ব্যাপারে কোনকিছুই খোলাসা করেনি। আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিন জানিয়েছে, স্থানীয় পুলিশ লাভেৎজির ছুরিকাহত হওয়ার ঘটনা নিশ্চিত করতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষও এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
অবশ্য লাভেৎজি পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, লাভেৎজিকে কেউ ছুরিকাঘাত করেনি। লাইট পরিবর্তন করতে গিয়ে মই থেকে পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি।
আরো পড়ুনঃ ফারজানার রেকর্ড গড়া শতকে বাংলাদেশের ২২২
২০০৮ অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াদের সঙ্গে স্বর্ণপদক জিতেছেন লাভেৎজি। ২০১৪ বিশ্বকাপ ফাইনালের পাশাপাশি দুই কোপা আমেরিকা ফাইনালেও দলের অংশ ছিলেন তিনি। ২০১৬ কোপা আমেরিকায়ই শেষবার আর্জেন্টিনার হয়ে তাঁকে দেখা গেছে খেলতে।
আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ক্লাব ক্যারিয়ারে খেলেছেন পিএসজি, নেপোলির মতো ক্লাবের হয়ে। এরপর পাড়ি জমিয়েছিলেন চীনে। সেখানেই ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেন তিনি।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে
২৯ দিন আগে