ক্রিকেটপ্রেমীদের অন্যতম পছন্দের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পছন্দ করেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও। তবে সেই বিগ ব্যাশের একটি ম্যাচই বন্ধ হয়ে গেল অনিরাপদ পিচের কারণে।
মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্করচার্সের মধ্যকার ম্যাচে ঘটে এমন ঘটনা। মেলবোর্নের জিলং স্টেডিয়ামে আগের রাতে বৃষ্টি হওয়ায় পিচ শুকানোর যথেষ্ট সময় পাননি মাঠকর্মীরা। যদিও এই উইকেটেই শুরু হয় মেলবোর্ন ও পার্থের ম্যাচ।
তবে সেই ম্যাচ খুব বেশি সময় চালানো সম্ভব হয়নি। ম্যাচের শুরু থেকেই অপ্রত্যাশিত ও ব্যাটারদের জন্য অনিরাপদ বাউন্স করছিল বল। ফলে ব্যাটাররা এই উইকেটে ব্যাটিং করার জন্য নিরাপদ ছিলেন না। ইনিংসের সপ্তম ওভার চলাকালীন সময়ে খেলা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
৬.৫ ওভার খেলার পর আগে ব্যাট করতে নামা পার্থ স্করচার্স করেছে ৩০ রান। দলটা উইকেট হারিয়েছে দুইটা। মেলবোর্ন রেনেগেডসের ক্রিকেটার অ্যারোন ফিঞ্চ বলেন,’ এখানে খুব বাজে ভাবে বাউন্স হচ্ছিল। এটা যদি ব্যাটারের শরীর বা মাথায় দিকে যায় তাহলে বড় বিপদও হতে পারতো।‘
২৪ মে ২০২৫, ৪:০৩ পিএম
রোহিত শর্মার পর আচমকাই বিরাট কোহলি অবসর নেওয়ায় ইংল্যান্ড সফরের ভারত দল নিয়ে ছিল নানা আলোচনা। সবচেয়ে বড় বিষয় ছিল অধিনায়কত্ব, যা জাসপ্রিত বুমরাহকে পাশ কাটিয়ে দেওয়া হয়েছে ব্যাটার শুবমান গিলকে। সিনিয়র কয়েকজন ক্রিকেটারের অবসরের কারণে স্বাভাবিকভাবেই স্কোয়াডে এসেছে বড়সড় পরিবর্তন, ডাক পেয়েছেন কিছু নতুন মুখ।
ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের ১৮ সদ্যস্যের টেস্ট স্কোয়াডে প্রথমবারের মত জায়গা হয়েছে হয়েছেন ব্যাটার সাই সুদর্শন এবং আর্শ্বদীপ সিংয়ের। বিরতি দিয়ে প্রত্যাবর্তন হয়েছে ডানহাতি ব্যাটার করুণ নায়ার এবং বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের।
সহ-অধিনায়ক করা হয়েছে কিপার-ব্যাটার রিশাভ পান্তকে। আর গিল স্থলাভিষিক্ত হলেন রোহিতের, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে পারফরম্যান্সের জেরে চলতি মাসে টেস্ট ক্রিকেত থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে ২৫ বছর বয়সী গিলের অধিনায়কত্ব অধ্যায়। যদিও সবশেষ অস্ট্রেলিয়ার সফরে সহ-অধিনায়ক থাকা বুমরাহ দুই ম্যাচে নেতৃত্ব দেওয়ায় তাকেই এগিয়ে রাখা হচ্ছিল। তবে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই তারকার পেসারের সবগুলো টেস্টে খেলার সম্ভাবনা কম। আর এটাই তাকে অধিনায়ক না করার বড় কারণ।
পান্ত ও লোকেশ রাহুল বাদে দলের তৃতীয় দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আছেন ধ্রুব জুরেল। জায়গা ধরে রেখেছেন দুইজন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
এই সিরিজটি রোহিত, রবীনন্দন অশ্বিন ও কোহলির লাল বলের ক্রিকেট থেকে অবসরের পর ভারতের প্রথম টেস্ট সিরিজ। মোহাম্মদ শামিও নেই এই সফরে, যিনি গত ফেব্রুয়ারিতে গোড়ালির সার্জারির পর এখনও টেস্ট ম্যাচ খেলার মতো ফিটনেসে ফিরতে পারেননি।
ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ২০ জুন থেকে। এটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের প্রথম সিরিজ।
ভারত টেস্ট স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক) ইয়াশাশভি জয়সওয়াল, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ ইয়াদাভ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রাসিধ কৃষ্ণ, সাই সুদর্শন, আভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, আর্শদ্বীপ সিং।
প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথম তিন দিনেই শেষ হতে পারেনি দুই দলের প্রথম ইনিংস। দুই দলের ব্যাটাররাই পেলেন রানের দেখা। ফলে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের চারদিনের ম্যাচের ফলাফল শেষ দিনের আগেই হয়ে গিয়েছিল প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত অমীমাংসিতই থাকল ম্যাচটি। তাতে অবশ্য শেষ হাসি হাসল সফরকারীরারাই। সিরিজ জয় যে কিউইদেরই।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ড্রয়ের মাধ্যমে ১-০ ব্যবধানে দুই ম্যাচের আনঅফিশিয়াল সিরিজ জিতেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। প্রথম ম্যাচে সিলেটে জিতেছিল ৭০ রানে।
এই ম্যাচ দিয়ে শেষ হল তাদের বাংলাদেশ সফর। টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে জয় পেয়েছিল নুরুল হাসানের সোহানে দল, জয় ছিল ২-১ ব্যবধানে।
বাংলাদেশের করা ৩৫৭ রানের জবাবে ব্যাটিং উইকেটে নিউজিল্যান্ডও জবাব দেয় দারুণ। চতুর্থ দিন তারা শুরু করে ৪ উইকেটে ২৭৭ রানে। আগেরদিন শতরানের জুটি গড়া নিক কেলি ও ম্যাথুই বয়েলে এদিন বেশিদূর যেতে পারেননি। তাদের ১২৩ রানের জুটি ভাঙে বয়েলের রান আউটের মধ্য দিয়ে। তার আগে করেন ৫৮ রান।
এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশের বোলাররা। শেষ ৫ উইকেট তুলে নেয় মাত্র ৮০ রান দিয়ে। সেঞ্চুরি করার পরই অফ স্পিনার নাঈম হাসানের বলে ক্যাচ দিয়ে ফেরেন কেলি। এরপর একে একে আরও তিনটি উইকেট নেন জাতীয় দলের এই স্পিনার।
৩৭৯ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস, ২২ রানের লিড নিয়ে।
দলীয় সর্বোচ্চ ৪৪.২ ওভার বল করে ১০ মেডেন সহ ১০২ রানে চার উইকেট নিয়ে নাঈমই ছিলে সেরা বোলার। ১০০ রানে তিন উইকেট পেসার খালেদ আহমেদের। একটি করে উইকেট যায় দুই স্পিনার হাসান মুরাদ ও সাইফ হাসানের ঝুলিতে।
নিউজিল্যান্ডের ইনিংস শেষের পরও দিনের খেলা বাকি থেকে যায় অনেকটা। ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটারদের সামনে সুযোগ মেলে ফলাফলের কথা না ভেবে ব্যাটিং করার। নাঈম শেখের জায়গায় ওপেন করেন জাকির হাসান। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে এনামুল হক বিজয় আভাস দেন ভালো কিছুর। তবে পারেননি সেই সুরটা ধরে রাখতে।
অন্যপ্রান্তে জাকিরকে দর্শক বানিয়ে ৩ চার ও এক ছক্কায় ২৪ রান করেন মাত্র ২৪ বলে। তার বিদায়ের সময় দলের স্কোর ছিল ২৯। প্রথম ইনিংসে দারুণ এক ফিফটি করা সাইফকে এই দফায় থামতে হয় ১৬ রানে।
এরপর জুটি গড়েন জাকির ও অমিতে হাসান মিলে। বাংলাদেশের লিডও ধীরে ধীরে হয় বড়। শেষ পর্যন্ত ২৪ ওভারে দলীয় স্কোর যখন ২ উইকেটে ৮৭, তখন দুই দলের অধিনায়ক মেনে নেন ড্র। জাকির অপরাজিত থাকেন ২৪ রানে, আর অমিতে ২১ রানে।
চোটের খবর প্রথমে যেভাবে এসেছিল, তাতে জশ হ্যাজেলউডের এবারের আইপিএলে আর খেলার সম্ভাবনা ছিল না বললেই চলে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্লে-অফে খেলার জন্য তার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে, খবর ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর।
চলতি মাসের শুরুতে আইপিএল স্থগিত হওয়ার আগে হ্যাজেলউড চোটের কারণে শেষ ম্যাচটি মিস করেছিলেন। এরপর কাঁধের চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার জন্য ফিরে যান দেশে। এখন ব্যস্ত আছেন অস্ট্রেলিয়ার আগামী জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিসবেনে ট্রেনিং সেশনে।
ইএসপিএনক্রিকইনফো দাবি, হ্যাজেলউড ফিটনেস ফিরে পাওয়ার ট্রেনিং সেশনগুলো সফলভাবে সম্পন্ন করেছেন। ফলে তার ভারতে ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করেনি।
চলতি আইপিএল বেঙ্গালুরুর হয়ে অসাধারণ পারফর্ম করেছেন হ্যাজেলউড। ১০ ম্যাচে মাত্র ১৭.২৭ গড়ে শিকার করেছেন ১৮ উইকেট। ফলে প্লে-অফে তিনি ফিরলে সেটা দলটির জন্য হবে দারুণ এক খবর।
লিগ পর্বে বেঙ্গালুরুর আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, আর আগামী ২৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। এই ম্যাচগুলোর ফলাফল নির্ধারণ করবে প্লে-অফে বেঙ্গালুরুর অবস্থানে।
১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ এই অলরাউন্ডার। আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে অবসরে যাবেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ম্যাথিউস নিশ্চিত করেছেন তার অবসরের খবর। সাথে এটাও জানিয়েছেন, দলের প্রয়োজনে সামনে সাদা বলের ক্রিকেটে খেলতে প্রস্তুত থাকবেন তিনি।
২০০৯ সালে অভিষেকের পর থেকে শ্রীলঙ্কা টেস্ট দলের নিয়মিত সদস্যই ছিলেন ম্যাথিউস। এখন পর্যন্ত খেলেছেন ১১৮টি টেস্ট। চাইলেই হয়ত আরও খেলতে পারতেন, তবে শ্রীলঙ্কার ভবিষ্যৎ টেস্ট সূচি এক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
আগামী এক বছরে শ্রীলঙ্কার টেস্ট সূচি অনেকটাই ফাঁকা থাকবে। ফলে আগামী সপ্তাহে ৩৮ বছরে পা দিতে যাওয়া ম্যাথিউসের কাছে এটাই অবসরের সঠিক সময় মনে হয়েছেন বলে জানিয়েছেন বিবৃতিতে।
ম্যাথিউস টেস্টে ৩৪টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়, যেখানে দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে ১৬০ রানের ইনিংস।
অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও টেস্টে ম্যাথিউস মূলত খেলেছেন স্পেশালিষ্ট ব্যাটার হিসেবে। আর সেই ভূমিকায় তিনি ছিলেন দারুণ সফল। ১৬টি সেঞ্চুরি ৪৪.৬২ গড়ে তার নামের পাশে রয়েছে ৮ হাজার ১৬৭ রান। তার চেয়ে শ্রীলঙ্কার হয়ে বেশি রান আছে কেবল দুই গ্রেট কুমার সাঙ্গাকারা (১২ হাজার ৪০০ রান) ও মাহেলা জয়বর্ধনের (১১ হাজার ৮১৪ রান)।
ইনজুরিতে পাকিস্তানের সঙ্গে হতে যাওয়া টি টুয়েন্ট সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য সরকার। সৌম্য সরকারের ইনজুরিতে। প্রায় এক সপ্তাহ ধরে পিঠের চোটে ভুগছেন সৌম্য। ওই চোটের কারণেই আরব আমিরাতের বিপক্ষে কোনো ম্যাচেও মাঠে নামা হয়নি তাঁর। এবার ছিটকে গেলেন পাকিস্তান সিরিজ থেকেও। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়,
‘মেডিকেল বিভাগের মূল্যায়নের পর আমরা বুঝতে পেরেছি সৌম্যের পুনর্বাসনে আরও ১০-১২ দিন সময় লাগতে পারে। এর মানে হলো আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাঁকে পাওয়া যাবে না।’
আরও পড়ুন
উড়ন্ত জয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় আমিরাতের |
![]() |
সৌম্য সরকারের বদলি হিসেব দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। পাকিস্তান সিরিজে শুরুতে স্কোয়াডে জায়গা পাননি মিরাজ। তবে ইতোমধ্যেই তিনি পাকিস্তানে রয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে। ২০১৬ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার ৮ বছর পর আবারও কোন ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন।
আর এরই মধ্যে জাতীয় দলে মিলল সুযোগ। মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব পূরণ ও দলে একজন অফস্পিনারের অপশন তৈরিতে সৌম্যের পরিবর্তে দলে নেয়া হলো মিরাজকে।
পিএসএল শেষ করে দলের সঙ্গে লাহোরে যোগ দেবেন মিরাজ। ২৭ বছর বয়সী অলরাউন্ডার এখন পর্যন্ত দেশের হয়ে ২৯ টি-টোয়েন্টি খেলে ১৪ টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩৫৪ রান।
৩ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
২৪ দিন আগে
২৬ দিন আগে