ক্রিকেট

আইপিএলে স্লো-ওভার রেটের শাস্তি থেকে অধিনায়কের মুক্তি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ মার্চ ২০২৫, ২:৩৩ পিএম

news-details

চলতি আইপিএলেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে স্লো-ওভার রেটের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন হার্দিক পান্ডিয়া। তবে এখন থেকে এমনটা আর হবে না ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। দলের তিন ম্যাচের স্লো-ওভার রেটের কারণে অধিনায়কের নিষিদ্ধ হওয়ার নিয়মটি সরিয়ে নিয়েছে আইপিএল কতৃপক্ষ। 


ফলে এই আইপিএল থেকে কোনো অধিনায়ক তার দলের এমন ঘটনার জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা আর পাবেন না। তবে আগের বছর পাওয়া শাস্তি ভোগ করতে হবে তাদের। আর এই বছর থেকে স্লো-ওভার রেটের শাস্তি কেবল জরিমানা ও ম্যাচ চলাকালীন পেনাল্টির মধ্যেই সীমাবদ্ধতা থাকবে।


আরও পড়ুন

ইংরেজি নিয়ে কটাক্ষ, হগকে একহাত নিলেন জামাল ইংরেজি নিয়ে কটাক্ষ, হগকে একহাত নিলেন জামাল


গত বছর একই কান্ডের জন্য এই আসরের প্রথম ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এর পরিবর্তে আইপিএলে এখন দেখা যাবে ডিমেরিটস পয়েন্ট।


খেলোয়াড়দের ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা মানে তাদের নামের পাশে যোগ হবে একটি ডিমেরিটস পয়েন্ট। এটি প্রযোজ্য হবে খেলোয়াড় ও দলের স্টাফদের জন্য। এই ডিমেরিটস পয়েন্ট ৩৬ মাস ধরে জমা থাকবে রেকর্ডে।


ডিমেরিটস পয়েন্টগুলি জমা হওয়ার পর সেটি নির্দিষ্ট সংখ্যা স্পর্শ করলেই সেই খেলোয়াড় বা স্টাফ পাবেন এক বা একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা। এই শাস্তির বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজি আপিল করতে পারবে, তবে গুনতে হবে ৯০ লাখ রুপি। কেবল আপিলে সফল হলেই ফেরত পাওয়া যাবে এই অর্থ।

ক্রিকেট থেকে আরও পড়ুন

No posts available.

bottom-logo

ক্রিকেট

রংপুর রাইডার্সের ‘বিশ্বজয়ের’ এক বছর

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ ডিসেম্বর ২০২৫, ৬:০২ পিএম

news-details

ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি এনে দিয়েছিলেন সৌম্য সরকার। আর বল হাতে চমৎকার প্রদর্শনীতে প্রতিপক্ষ ব্যাটিং অল্পেই থামিয়ে রেখেছিলেন শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসানরা। ঠিক এক বছর আগে এই সব কিছু মিলিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স।


ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির বৈশ্বিক আসর হিসেবেই গত বছর প্রথমবার আয়োজন করা হয় গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। পাঁচ দেশের ভিন্ন পাঁচটি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের পর্দা নামে গত বছরের ঠিক এই তারিখেই।


গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে প্রথম মৌসুমের শিরোপা জেতে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৭৮ রান করে রংপুর। জবাবে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।


ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ৭ চার ও ৫ ছক্কায় ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। এছাড়া তার উদ্বোধনী সঙ্গী স্টিভেন টেলরের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৬৮ রান। দুজন মিলে ওপেনিংয়ে যোগ করেন ১২৪ রান। 


বল হাতে এরপর হারমিত সিং ১৯ রানে ৩ উইকেট, শেখ মেহেদি হাসান ২০ রানে ২ উইকেট, সাইফ হাসান ২১ রানে ২ উইকেট ও রিশাদ হোসেন নেন ২৬ রানে নেন ২ উইকেট। সব মিলিয়ে মাত্র ১৮.১ ওভারে অল আউট হয়ে যায় ভিক্টোরিয়া।


ফাইনাল ম্যাচটি অনায়াসে জিতলেও, টুর্নামেন্টে রংপুরের পথচলা অত সহজও ছিল না। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে সুপার ওভারে হেরে শুরু করে তারা। এরপর ভিক্টোরিয়ার বিপক্ষে ১০ রানে হেরে বিদায়ের কাছে চলে যায় নুরুল হাসান সোহানের দল।


সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ২০১৭ বিপিএল চ্যাম্পিয়নরা। গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারায় রংপুর। পরে লাহোর কালান্দার্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বৃষ্টির আশঙ্কায় পড়ে যায় ম্যাচ। 


শেষ পর্যন্ত ৯ ওভারে হয় খেলা। যেখানে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ২৩ রানে জিতে নেট রান রেটে এগিয়ে থেকে ফাইনালের টিকেট পায় রংপুর। আর পরে ফাইনাল জিতে তারা গড়ে ইতিহাস, জিতে নেয় শিরোপা।

bottom-logo

ক্রিকেট

দুই বাউন্ডারি মেরে ‘ট্যাকটিক্যাল আউট’ সাকিব

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ ডিসেম্বর ২০২৫, ৫:৩৬ পিএম

news-details

১২তম ওভারে ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলেই প্রথম চার মারলেন সাকিব আল হাসান। দুই বল পর তিনি মারলেন আরেকটি বাউন্ডারি। কিন্তু এরপর বেশিক্ষণ ব্যাটিং করতে পারলেন না বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তাকে ‘ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট’ করে উঠিয়ে নিলো এমআই এমিরেটস।

 

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) ম্যাচে রোববার দেখা গেল এমন ঘটনা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ইনিংসের ১৬তম ওভারে আউট না হয়েও ক্রিজ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

 

তখন তার নামের পাশে ২ চারে ১২ বলে ১৬ রান। আর এমআই এমিরেটসের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১২৯ রান। সাকিব ফিরে যাওয়ার পর গোল ক্যাপ মাথায় পরে ব্যাট করতে নামেন এমআই অধিনায়ক কাইরন পোলার্ড। 

 

এদিন টস হেরে ব্যাট করতে নামে এমআই। ১১তম ওভারের শেষ বলে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন ২৯ বলে ৩৯ রান করা মোহাম্মদ ওয়াসিম। এর আগেই ড্রেসিং রুমে ফেরেন জনি বেয়ারস্টো (২৪ বলে ৩৭) ও নিকোলাস পুরান (১২ বলে ৫)।

 

তৃতীয় উইকেট পতনের পর ব্যাট করতে নামেন সাকিব। সিকান্দার রাজার দুটি বল ডট খেলার পর তিন নম্বর ডেলিভারিতে কাট করে বাউন্ডারি মারেন তিনি। পরে রশিদ খানের বলে লফটেড ড্রাইভে কাভার দিয়ে মারেন দ্বিতীয় চার।

 

এরপর আরও ৬ বল খেলে ৭ রান নেন সাকিব। তবে কোনো বাউন্ডারি মারতে পারেননি। ১৬তম ওভার শেষ হওয়ার পর দেখা যায় বের হয়ে যাচ্ছেন তিনি। ধারাভাষ্য কক্ষ থেকে তখন মাইক হেইসমেন বলেন, সাকিবকে ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট করে নিয়েছে এমআই।

 

সাকিবের জায়গায় নেমে অবশ্য পোলার্ডও সুবিধা করতে পারেননি। প্রথম বলে চার মারলেও দ্বিতীয় বলে ক্যাচ আউট হয়ে যান ক্যারিবিয়ান অলরাউন্ডার।

 

দলের পক্ষ থেকে ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট করার ঘটনা এখন টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় নিয়মিতই দেখা যায়। ২০২২ সালের আইপিএলে রবিচন্দ্রন অশ্বিনকে তুলে নিয়ে হইচই ফেলে দিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে এরপর ক্রমেই স্বাভাবিক হয়ে এসেছে এটি।

 

টুর্নামেন্টে এমআইয়ের এটি দ্বিতীয় ম্যাচ। গালফ জায়ান্টসের কাছে ৬ উইকেটে হেরে যাত্রা শুরু করেছে তারা। তবে সেই ম্যাচটিতে একাদশে ছিলেন না সাকিব।

 

শারজাহ ওয়ারিয়র্স স্কোয়াডে আছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। তবে পরপর দুই ম্যাচে তাকে বেঞ্চেই রাখল শারজাহ।

bottom-logo

ক্রিকেট

পাকিস্তানকে আবার হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

৭ ডিসেম্বর ২০২৫, ৫:০৮ পিএম

news-details

পরাজয়ে সিরিজ শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে উল্টো লিড নিলো বাংলাদেশের মেয়েরা। 


কক্সবাজার একাডেমি মাঠে রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে তারা এখন এগিয়ে গেল ২-১ ব্যবধানে।


ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। অধিনায়ক ইমা নাসের ঝড়ো ব্যাটিংয়ে আভাস দেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে ২৩ রান করে ফেরেন তিনি।


এছাড়া টপ-মিডল অর্ডার থেকে আর তেমন কিছু পায়নি পাকিস্তান। ১৪ রান করতে ৩৩ বল খেলেন জুফিশান আয়াজ। শেষ দিকে মেমুনা খালিদ ১৮ ও মাহনুর জেব ১২ রান করে পাকিস্তানকে ৮৬ রানে নিয়ে যান।

বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি ও অতশি মজুমদার।


পরে রান তাড়ায় মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে পাল্টা আক্রমণ করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। ৩টি করে চার-ছক্কায় ২৮ বলে করেন ৩৫ রান।


সাদিয়া ফেরার পর মাইমুনা নাহারকে নিয়ে দলকে জেতান অচেনা জান্নাত। তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩০ রান।


অধিনায়ক সাদিয়ার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। 


একই মাঠে বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

bottom-logo

ক্রিকেট

স্টোকসের লড়াই থামিয়ে বড় জয়ে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ ডিসেম্বর ২০২৫, ৩:৫৪ পিএম

news-details

গাস অ্যাটকিনসনের শর্ট বল পুল করে দিলেন স্টিভ স্মিথ। বল সীমানার ওপারে আছড়ে পড়তেই গর্জে উঠলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। কারণ তার এই ছক্কায়ই নিশ্চিত হয়ে গেল জয়। অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।


ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টে চার দিনের মধ্যে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৫ রানের লক্ষ্য ১০ ওভারেই ছুঁয়ে ফেলেছে স্মিথের দল। 


ম্যাচের চতুর্থ দিন খানিক লড়াই করেন বেন স্টোকস। তবে তাকে থামিয়ে দিয়ে অনায়াসেই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। 


প্রথম ইনিংসে জো রুটের অপরাজিত সেঞ্চুরিতে ৩৩৪ রান পর্যন্ত যেতে পেরেছিল ইংল্যান্ড। এর জবাবে ৫ ব্যাটারের ফিফটিতে ৫১১ রান করে অস্ট্রেলিয়া। ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৪১ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। 


ম্যাচের তৃতীয় দিনই একরকম নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের পরাজয়। ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। তখনও তারা পিছিয়ে ৪৩ রানে।


সপ্তম উইকেটে স্টোকস ও উইল জ্যাকস মিলে গড়েন লম্বা জুটি। যে কারণে রোববার প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারেনি অস্ট্রেলিয়া।


আরও পড়ুন

দ্রাবিড়কে ছুঁয়ে রুটের ঘাড়ে স্মিথের নিঃশ্বাস দ্রাবিড়কে ছুঁয়ে রুটের ঘাড়ে স্মিথের নিঃশ্বাস


দ্বিতীয় সেশনে মাইকেল নেসারের বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে জ্যাকসের বিদায় নিশ্চিত করেন স্মিথ। ৯২ বলে জ্যাকসের ব্যাট থেকে আসে ৪১ রানের ইনিংস। তার বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটি।


এক ওভার পর স্টোকসকে কট বিহাইন্ড করেন নেসার। ১৫২ বলে ৫০ রান করে ফেরেন ইংল্যান্ডের অধিনায়ক। পরে আর বেশিক্ষণ টেকেনি ইংল্যান্ডের ইনিংস।


৪২ রানে ৫ উইকেট নেন নেসার। এটিই তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।


রান তাড়ায় শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেন ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড। তবে ষষ্ঠ ওভারে বোল্ড হয়ে যান ২২ বলে ২২ রান করা হেড। এক ওভার পর মার্নাস লাবুশেনকেও ফিরিয়ে দেন অ্যাটকিনসন।


এরপর বেশি সময় নেননি স্মিথ। ২টি করে চার-ছক্কায় মাত্র ৯ বলে ২৩ রান করেন স্মিথ। ওয়েদারাল্ডের ব্যাট থেকে আসে ১৭ রান।


অ্যাডিলেইডে আগামী ১৭ ডিসেম্বর তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

bottom-logo

ক্রিকেট

অবশেষে ভেঙেই গেল স্মৃতি মান্ধানার বিয়ে

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ ডিসেম্বর ২০২৫, ৩:১৭ পিএম

news-details

নানান জল্পনা-কল্পনা, গুঞ্জন, আলোচনা-সমালোচনার পর অবশেষে ভেঙেই গেল স্মৃতি মান্ধানার বিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ওপেনার নিজেই জানিয়েছেন এই খবর।


গত ২৩ নভেম্বর সংগীতজ্ঞ পলাশ মুচ্ছলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল মান্ধানার। সেই আয়োজন ঘিরে ভারতের ক্রিকেটাঙ্গনে উৎসবের আমেজ তৈরি হয়। বিশেষ করে মাসের শুরুতে ঘরের মাঠে বিশ্বকাপ জেতায় বিয়ের আনন্দ যেন বেড়ে যায় আরও কয়েকগুণ। 


কিন্তু বিয়ের দিনই তার বাবা অসুস্থ হয়ে পড়ায় তখন স্থগিত করা হয় সব আয়োজন। পরে পলাশ মুচ্ছলও হাসপাতালে ভর্তি হন। তখন আবার গুঞ্জন ছড়িয়ে পড়ে মান্ধানার বন্ধু ও বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে ভিন্ন সম্পর্কে জড়িয়ে মান্ধানাকে ধোঁকা দিয়েছেন পলাশ।


শুরু থেকেই এই গুঞ্জন উড়িয়ে দিচ্ছিলেন পলাশ ও তার পরিবার। মান্ধানার তরফ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি কখনও। তবে বিয়ে স্থগিত হওয়া দুই সপ্তাহ পর এবার সেটি বাতিলই করে দেওয়ার খবর জানালেন ২৯ বছর বয়সী ওপেনার নিজেই।   


সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দেওয়া বার্তায় অবশ্য কোনো কারণ পরিষ্কার করেননি মান্ধানা। একনজরে দেখে নেওয়া যাক তার বিশদ বার্তা।


“গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে এবং আমি মনে করি এই সময়ে আমার কথা বলা জরুরি। আমি খুব অন্তঃমুখী মানুষ, আমি সেটাই রাখতে চাই। কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে যে, বিয়ে বাতিল করা হয়েছে।” 


“আমি এখানেই এটি বন্ধ করতে চাই, আপনাদের সকলের কাছেও একই অনুরোধ করছি। দয়া করে এই সময়ে উভয় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজেদের মতো করে পরিস্থিতি সামলানোর এবং এগিয়ে যাওয়ার সুযোগ দিন।”


“আমি বিশ্বাস করি আমাদের সবার জীবনে একটি উচ্চতর উদ্দেশ্য কাজ করে এবং আমার ক্ষেত্রে সেটি সবসময়ই দেশের জার্সি গায়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা। আমি আশা করি যতদিন সম্ভব ভারতের হয়ে খেলতে এবং ট্রফি জিততে থাকব এবং সেটাই চিরকাল আমার মূল লক্ষ্য থাকবে। সমর্থনের জন্য ধন্যবাদ। এখন এগিয়ে যাওয়ার সময়।”


পরে ভিন্ন এক বার্তায় পলাশ মুচ্ছলও নিজের অবস্থান পরিষ্কার করেন। তবে তিনিও বিয়ে বাতিল হওয়ার কোনো কারণ জানাননি।


“আমি জীবনে এগিয়ে যাওয়ার ও ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি, যেটি আমার কাছে সবচেয়ে পবিত্র ছিল। সেটি নিয়ে ভিত্তিহীন গুজবের ওপর মানুষের এত সহজ প্রতিক্রিয়া দেখা আমার জন্য অত্যন্ত কষ্টকর।”


“এটি আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। আমি এটিকে মর্যাদার সঙ্গে সামলাব, বিশ্বাসকে আঁকড়ে ধরে। আমি সত্যিই আশা করি সমাজ হিসেবে কারও সম্পর্কে ভিত্তিহীন গালগল্পের ভিত্তিতে মন্তব্য করার আগে থামতে শিখব- যার উৎস কখনও জানা যায় না। আমাদের কথাগুলো এমনভাবে আঘাত করতে পারে, যা আমরা কখনও বুঝতেও পারি না। আমরা যখন এসব নিয়ে ভাবছি, তখন বিশ্বের বহু মানুষ ভয়াবহ পরিণতির মুখোমুখি হচ্ছে।”


“আমার টিম তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে যারা মিথ্যা ও মানহানিকর কনটেন্ট ছড়াচ্ছে। এই কঠিন সময়ে যারা আমার পাশে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ।”

bottom-logo