২১ মার্চ ২০২৫, ২:৩৩ পিএম
চলতি আইপিএলেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে স্লো-ওভার রেটের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন হার্দিক পান্ডিয়া। তবে এখন থেকে এমনটা আর হবে না ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। দলের তিন ম্যাচের স্লো-ওভার রেটের কারণে অধিনায়কের নিষিদ্ধ হওয়ার নিয়মটি সরিয়ে নিয়েছে আইপিএল কতৃপক্ষ।
ফলে এই আইপিএল থেকে কোনো অধিনায়ক তার দলের এমন ঘটনার জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা আর পাবেন না। তবে আগের বছর পাওয়া শাস্তি ভোগ করতে হবে তাদের। আর এই বছর থেকে স্লো-ওভার রেটের শাস্তি কেবল জরিমানা ও ম্যাচ চলাকালীন পেনাল্টির মধ্যেই সীমাবদ্ধতা থাকবে।
আরও পড়ুন
ইংরেজি নিয়ে কটাক্ষ, হগকে একহাত নিলেন জামাল |
![]() |
গত বছর একই কান্ডের জন্য এই আসরের প্রথম ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এর পরিবর্তে আইপিএলে এখন দেখা যাবে ডিমেরিটস পয়েন্ট।
খেলোয়াড়দের ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা মানে তাদের নামের পাশে যোগ হবে একটি ডিমেরিটস পয়েন্ট। এটি প্রযোজ্য হবে খেলোয়াড় ও দলের স্টাফদের জন্য। এই ডিমেরিটস পয়েন্ট ৩৬ মাস ধরে জমা থাকবে রেকর্ডে।
ডিমেরিটস পয়েন্টগুলি জমা হওয়ার পর সেটি নির্দিষ্ট সংখ্যা স্পর্শ করলেই সেই খেলোয়াড় বা স্টাফ পাবেন এক বা একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা। এই শাস্তির বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজি আপিল করতে পারবে, তবে গুনতে হবে ৯০ লাখ রুপি। কেবল আপিলে সফল হলেই ফেরত পাওয়া যাবে এই অর্থ।
১ এপ্রিল ২০২৫, ৪:২৫ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা ছিল সম্ভাব্য সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। ভারতের বিপক্ষে সিরিজে তাতে দারুণভাবে উতরে যাওয়া স্যাম কনস্টাস এবার পেয়েছেন এর স্বীকৃতি। প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কেন্দ্রীয় চুক্তির তালিকায়।
মঙ্গলবার সিএ-এর ঘোষিত কেন্দ্রিয় চুক্তির তালিকায় চমক কুপার কনলি এবং জ্যাক ফ্রেজার-ম্যাকগুয়েরের না থাকা। সাদা বলের ক্রিকেটে দুজনই অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ের স্কোয়াডগুলোতে ছিলেন নিয়মিতই।
গত বছরের শেষের দিকে ঘরোয়া ক্রিকেটে খুব বিশেষ কিছু না করলেও, মাত্র ১৯ বছর বয়সেই টেস্ট অভিষেক হয়ে যায় কনস্টাসের, যা অস্ট্রেলিয়ার বাস্তবতায় বেশ চমক জাগানিয়াই বটে। তবে সেটা যে ভুল ছিল না, সেটা তিনি প্রমাণ করেন সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহর চোখে চোখ রেখে লড়াই করে। টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ঝাঁজে অভিষেকেই করেন ফিফটি, আর দিয়ে রাখেন আগমনী বার্তা।
তালিকায় ফ্রেজার-ম্যাকগুরকের অনুপস্থিতি উল্লেখযোগ্য, কারণ তিনি ২০২৪-২৫ মৌসুমে অজিদের হয়ে পাঁচটি ওয়ানডে এবং সাত টি-টোয়েন্টি খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি। তাকে দেখা হচ্ছে সাদা বলে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ের ডেভিড ওয়ার্নারের উত্তরসূরি হিসেবে।
কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস, ম্যাট কুহানম্যান ছাড়া নতুন মুখ অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। বাদ পড়েছেন শন অ্যাবট, অ্যারন হার্ডি ও টড মারফি।
চুক্তিতে জায়গা হয়নি নাথন ম্যাকসুইনির, যিনি ভারত সিরিজের প্রথম তিনটি টেস্টে খেলেছিলেন। রানের দেখা না পাওয়ায় বাদ পড়েন সিরিজের শেষ দুই ম্যাচে। এরপর শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে থাকলেও সুযোগ পাননি।
টি -টোয়েন্টি স্পেশালিষ্ট মার্কাস স্টোইনিস এবং টিম ডেভিডও জায়গা করে নিতে পারেননি কেন্দ্রীয় চুক্তিতে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরুষদের চুক্তি তালিকা ২০২৫-২৬ :
জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার, অ্যাডাম জাম্পা।
নতুন হোম মৌসুমকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। বোর্ডের সাথে সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে এই ঘোষণা দিলেও তার স্থলাভিষিক্ত কে হবেন, তা জানায়নি। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শাই হোপকে, যিনি সামলাচ্ছেন ওয়ানডের দায়িত্বও।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তানের সফল সফর শেষ হওয়ার আগে এই বছরের শুরুর দিকেই বোর্ডইকে নেতৃত্ব ছাড়ার আভাস দিয়েছিলেন ব্র্যাথওয়েট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা লাল বলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করবেনন।
ব্র্যাথওয়েট ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে ৩৯ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দিয়েছেন। দশটিতে জিতেছেন, আর হেরেছেন ২২টি ম্যাচে। স্থায়ীভাবে অধিনায়ক হন ২০২১ সালে। সেরা অর্জনের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মাটিয়ে সিরিজ ড্র (১-১)।
আর টি-টোয়েন্টি দলের দায়িত্ব ২০২৩ সাল থেকে ছিল রোভমান পাওয়েলের কাছে। বিবৃতিতে বলা হয়েছে, তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এসেছে প্রধান কোচ ড্যারেন স্যামির পরামর্শে।
গত ছয় মাস ধরে সব ফরম্যাট মিলিয়েই রান খরায় ভুগছেন। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার ওপর তাই চাপ বাড়ছেই। সেটা আরও বাড়ছে চলতি আইপিএলে এখন পর্যন্ত রানের দেখা না পাওয়ায়। সাবেক ভারত ব্যাটার সঞ্জয় মাঞ্জারেকার মনে করছেন, ক্যারিয়ারের এমন একটা ধাপে আছেন রোহিত, যেখানে তাকে প্রতিনিয়তই প্রমাণ করতে হবে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চার বলে ডাক মেরে আউট হন রোহিত। এরপর ডানহাতি এই ব্যাটার গত শনিবার গুজরাট টাইটানসের বিপক্ষে করতে পারেন মাত্র ৮ রানে।
রোহিতের রানের জন্য লড়াই নিয়ে জিওস্টারের এক অনুষ্ঠানে বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা মাঞ্জারেকার তুলে ধরেন তার অবস্থান।
“রোহিত শর্মা স্পষ্টভাবে একটা ধাপে আছেন। তিনি আর সেই তিন থেকে চার বছর আগে রোহিত শর্মা নন। তিনি তার ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে রয়েছেন, যেখানে তাকে প্রতিদিন সকালে নিজেকে তাড়না দিতে হয়। তাকে কঠোর প্রশিক্ষণ করতে হবে এবং সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ সবকিছু তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তিনি এখনও নিজের প্রতিভা এবং খেলার স্টাইলের ওপর নির্ভর করে খেলছেন।”
রোহিত আন্তর্জাতিক ক্রিকেটেও একটা কঠিন সময় পার করছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে শুরু করে এখন টেস্টে তার ফিফটি মাত্র একটি। গড় মাত্র ১০.৯৩। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে তো নিজেকেই সরিয়ে নেন অভিজ্ঞ এই ব্যাটার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ের পথে ফাইনালে খেলেন ৭৬ রানের দারুণ এক ইনিংস। তবে ওই ম্যাচের আগ পর্যন্ত বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না লম্বা সময় ধরেই। তবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত ওয়ানডে থেকে অবসরের চিন্তা নেই তার।
নতুন কোচ খুঁজে নিল নেপাল ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার স্টুয়ার্ট ল আগামী দুই বছরের জন্য নেপালের ছেলেদের জাতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন।
নেপালের ডাগআউটে ল স্থলাভিষিক্ত হয়েছেন মন্টি দেশাইয়ের, যার দুই বছরের মেয়াদ এই বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।
কোচ হিসেবে ল-এর রয়েছে অনেক অভিজ্ঞতা রয়েছে। সবশেষ তিনি সামলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্ব। এর আগে ছিলেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রধান কোচ।
বাংলাদেশের জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও কাজ করেছেন ল। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও কোচের দায়িত্ব সামলেছেন। আর জাতীয় দলের হয়ে তার সেরা সাফল্য ২০১২ সালে। সেবার প্রথমবার বাংলাদেশ খেলেছিল এশিয়া কাপের ফাইনালে।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ওয়ানডে এবং একটি টেস্ট খেলা ল নিজ দেশেও কোচ হিসেবে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় দলের ব্যাটিং কোচ, ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সে চাকরি এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচিংয়ের দায়িত্ব।
২০২৪ সালের অক্টোবরে ল-কে যুক্তরাষ্ট্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার কোচিংয়েই দলটি ইতিহাস গড়ে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে দেয় বাংলাদেশকে। এরপর নিজেদের ইতিহাসে প্রথমবারের মত জায়গা করে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-এইটে।
নতুন চাকরি পেলেন রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই কোচকে আসছে পিএসএলের আসরের জন্য নিয়োগ দিয়েছে লাহোর কালান্দার্স। প্রাথমিকভাবে এই চাকরিটি পেয়েছিলেন সাবেক ইংলিশ পেসার ড্যারেন গফ। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
গফকে শুরুতে গত বছর গায়ানায় গ্লোবাল সুপার লিগের জন্য কালান্দার্সের কোচ করা হয়েছিল। টুর্নামেন্টে পাকিস্তানের দলটি চতুর্থ হলেও তার কাজের ধরন নিয়ে খুশি ছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাই চুক্তি বাড়িয়েছিল পিএসএলের দশম আসরের জন্য।
তবে গফ শেষ সময়ে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কারণে কালান্দার্স এক বিবৃতিতে হতাশা প্রকাশ করেছে। তবে এটাও বলেছে যে, তারা গফের দেওয়া অতীতের প্রতিশ্রুতিগুলো না রাখার কারণ বুঝেছে এবং তারা সেটা সম্মান করে।
তার জায়গায় এখন দায়িত্ব সামলাবেন কোচিং জগতের অন্যতম জনপ্রিয় ও অভিজ্ঞ নাম ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক এই কোচ এরপর জাতীয় দলের মধ্যে হয়েছিল বাংলাদেশের কোচও। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কাজ করার পর স্বেচ্ছায় সরে দাঁড়ান দায়িত্ব থেকে। এরপর দায়িত্বে ছিলেন ক্লাব পর্যায়ে।
এবার ডোমিঙ্গো পিএসএল অধ্যায়ের পালা। আগামী ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে পিএসএলের প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে।
১০ দিন আগে
১০ দিন আগে
২৩ দিন আগে
২৮ দিন আগে
২৮ দিন আগে
২৮ দিন আগে
২৯ দিন আগে