বাস্তবতা বিবেচনায় আসছে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার নেই কোনো সম্ভাবনা। তবে কিছুটা চমকের জন্মই দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রাখঢাক না রেখেই দাবি করেছেন, এই টুর্নামেন্টে খেলার জন্য কয়েকটি ক্লাবের সাথে নাকি আলোচনাও চলছে পর্তুগাল তারকার!
প্রথমবারের মত হতে যাওয়া ৩২ দলের ক্লাব বিশ্বকাপে সৌদি আরব থেকে প্রতিনিধিত্ব করবে কেবল আল হিলাল। তবে টুর্নামেন্টের জন্য ফিফা সুযোগ করে দিয়েছে খেলোয়াড়দের জন্য স্বল্পমেয়াদী চুক্তির, যার ফলে তারা ক্লাব বদল করতে পারবেন স্রেফ ক্লাব বিশ্বকাপ খেলার জন্যই।
জনপ্রিয় ইউটিউবার স্পিড-এর পডকাস্টে এসে ফিফা সভাপতি শুনিয়েছেন সেই সম্ভাবনার কথাই।
“ক্রিস্তিয়ানো রোনালদো ক্লাব বিশ্বকাপে ভিন্ন একটি দলের হয়েও খেলতে পারে। সেই আলোচনা কিন্তু চলছে। আমি ক্রিস্তিয়ানো ও মেসি একসাথে খেলতে দেখতে পছন্দ করব। একবার খালি ভাবুন যে তারা এই টুর্নামেন্টে একই দলে খেলছে? এটা বিশেষ কিছুই হবে।”
আল নাসরের সাথে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ আসছে গ্রীষ্মে। চুক্তি নবায়ন নিয়ে আলোচনার মধ্যে তার সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে ভিন্ন ভিন্ন মহাদেশের ক্লাবের খবর৷ এর মধ্যে উল্লেখযোগ্য ব্রাজিলের ক্লাব বিশ্বকাপ খেলা চারটি দল ও মরোক্কান ক্লাবও।
এসব নিয়ে প্রতিক্রিয়া না দেখালেও ইনফান্তিনোর এভাবে রোনালদোর ক্লাব পরিবর্তনের কথা প্রকাশ্যে নেওয়াটা ভালোভাবে নেয়নি তার প্রতিনিধি দল। তাদের মতে, ফিফা প্রধান কোনোভাবেই এমন একটি স্পর্শকাতর বিষয়ে আলোচনা করতে পারেন না।
২০ জুন ২০২৫, ১২:১৮ পিএম
১৯ জুন ২০২৫, ৭:৫১ পিএম
১৮ জুন ২০২৫, ৭:২৬ পিএম
১৭ জুন ২০২৫, ২:৪১ পিএম