সাবিনা পার্ক তিন বছরেরও বেশি সময় ধরে টেস্ট ম্যাচের আয়োজন হয় না। তবে অন্য দুই ফরম্যাটে এই ভেন্যুতে নিয়মিতই খেলে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাদের সিরিজ জয়ের কাজটা এতে কিছুটা সহজ হতেও পারে। আর বাংলাদেশের জন্য এই ম্যাচটি হতে যাচ্ছে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ হার এড়ানোর লড়াই। ২০২২ সালে বাংলাদেশের মাটিতে জেতা সিরিজটি আবার ছিল ওয়েস্ট ইন্ডিজের সবশেষ লাল বলের সিরিজেও জয়। দুই দলের জন্যই তাই ম্যাচটি হতে যাচ্ছে বিশেস উপলক্ষ্যের।
বাংলাদেশের জন্য কাজটা সবদিক থেকেই কঠিন। কারণ, ফর্মের সাথে ধুঁকতে থাকা ব্যাটিং অর্ডার প্রথম টেস্টেও পারেনি নিজেদের সেরাটা দিতে। প্রথম ইনিংসে কয়েকজন কিছুটা ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন বটে। তবে দ্বিতিয় ইনিংসে ৩৩৪ রান তাড়া করতে গিয়ে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় মেহেদি হাসান মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ব্যাটাররা।
চোটের কারণে এমনিতেই এই সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ের শক্তি আগেই কমে গেছে বেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম না থাকায় অন্যদের ওপর দায়িত্ব ছিল বেশি। প্রথম ইনিংসে মুমিনুল হক, জাকের আলি অনিক, লিটন দাসরা সেই কাজটা কিছুটা করলেও কাজের কাজ, অর্থাৎ সেট হয়ে বড় ইনিংস আর খেলতে পারেননি। ফলে ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে ২৬৯ রান করে প্রথম ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
দুই ইনিংসেই বাংলাদেশের রানের একটা বড় অংশ এসেছে পাঁচ, ছয় ও সাত নম্বর ব্যাটারের কাছ থেকে। সাম্প্রতিক সময়ে যা হয়ে আসছে নিয়মিতভাবেই। ওপেনিং জুটিতে বদল এনেও কিছুতেই যেন কিছু হচ্ছে না। মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান দুজনই খেলে ফেলেছেন বেশ কয়েকটি টেস্ট। তবে তাদের ব্যাটে সেটার ছাপ নেই। ধারাবাহিকতার অভাবের সাথে রয়েছে একই ভুল বারবার করা, বাজে শটে উইকেট ছুড়ে আসার প্রবণতা।
ওপেনারদের ব্যর্থতা তাই চাপ বাড়িয়ে দিচ্ছে অন্যদের ওপর। প্রতি ইনিংসেই সেই চাপ সামাল দেওয়া সম্ভব নয় বলেই প্রথম টেস্টে বিশাল পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে ঘুরে দারাতে হলে ওপেনারদের শুরুটা ভালো শুরু এনে দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ ব্যাটারদের বড় ইনিংস খেলার কোনো বিকল্প নেই।
ব্যাটারদের কারণে হারলেও প্রথম টেস্টে বাংলাদেশের মূল সর্বনাশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে। যেখানে অষ্টম উইকেটে রেকর্ড ১৪০ রান যোগ করেন জাস্টিন গ্রিভস ও কেমার রোচ। দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদের ফাইফারে প্রতিপক্ষকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দিয়েও তাই শেষ রক্ষা হয়নি।
উইকেট বিবেচনায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে তাই কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। দুই ইনিংসেই দারুণ করা পেস আক্রমণে তাই যুক্ত হতে পারেন গতিময় পেসার নাহিদ রানা। জায়গা হারাতে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর ব্যাটিং লাইনআপে একাদশে দেখা যেতে পারে ওপেনার শাদমান ইসলাম ও টপ অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে। বাদ পড়তে পারেন দুই ওপেনার জাকির ও জয়। অথবা দুই ওপেনারের একজন এবং শাহাদাত হোসেন দীপু, যিনি বড় স্কোর পাননি প্রথম টেস্টে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায়। ম্যাচটি দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।
১৭ এপ্রিল ২০২৫, ৬:৩২ পিএম
আইপিএলে অবিক্রিত থাকার পর ব্যস্ত সময় কাটাচ্ছেন পিএসএলে। এরই মধ্যে নতুন লিগে দল পেয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। মেজর লীগ ক্রিকেট (এমএলসি) এর তৃতীয় আসরের জন্য সিয়াটল অরকাসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।
ওয়ার্নার বর্তমানে পিএসএলে করাচি কিংসের অধিনায়কত্ব করছেন। এবারই প্রথম খেলবেন যুক্তরাষ্ট্র-ভিত্তিক টি-টোয়েন্টি লীগ এমএলসিতে। আগামী ১২ জুন শুরু হবে টুর্নামেন্টটি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসের অন্যতম অভিজ্ঞতার এক নাম ওয়ার্নারের অন্তর্ভুক্তি এমএলসিতে যোগ করবে নতুন মাত্রা। তিনি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, যার মধ্যে আইপিএল, পিএসএল ছাড়া বিপিএলও।
আরও পড়ুন
উইন্ডিজের কাছে হেরে এবার সমীকরণের মারপ্যাচে বাংলাদেশ |
![]() |
ওয়ার্নার এখন পর্যন্ত মোট ৪০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৪০.২৭ স্ট্রাইক রেটে রান করেছেন ১২ হাজার ৯৫৬।
গত বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা ওয়ার্নার ২০০৯ সাল থেকে আইপিএলে ছিলেন এক নিয়মিত মুখ। তবে চমক জাগিয়ে গত বছরের নিলামে অবিক্রিত থাকা বড় নামগুলোর মধ্যে তিনিও ছিলেন।
ওয়ার্নার আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ১৮৪ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৬ হাজার ৫৬৫ রান করেছেন।
সবশেষ বিগ ব্যাশ লিগে ওয়ার্নার সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে ফিরে এসে দলটিকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ১২ ইনিংসে করেন ৪০৫ রান, যা ছিল লিগের দ্বিতীয় সর্বোচ্চ।
ওয়ার্নার এই বছরের শুরুতে হওয়া আইএলটি২০ তে শিরোপাজয়ী দুবাই ক্যাপিটালস দলেরও অংশ ছিলেন। এবার পা রাখছেন যুক্তরাষ্ট্রের লিগেও।
আরও পড়ুন
এক ইনিংসে যত রেকর্ড গড়লেন নিগার |
![]() |
২০২৩ সালে প্রথম মৌসুমে সিয়াটেল এমএলসি টেবিলের শীর্ষে থাকার পর ফাইনালে এমআই নিউ ইয়র্কের কাছে পরাজিত হয়। এরপর দক্ষিণ আফ্রিকান তারকা হেনরিখ ক্লাসেনের নেতৃত্বে দ্বিতীয় মৌসুমে তারা সাতটি ম্যাচে মাত্র একটি জয় নিয়ে টেবিলের সবার নিচে থেকে শেষ করে।
কিছুটা চমক জাগিয়েই অবিক্রিত থেকে গিয়েছিলেন আইপিলের মেগা নিলামে। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে ভাগ্য খুলে গেল ডিওয়াল্ড ব্রেভিসের। দক্ষিণ আফ্রিকার তরুণ এই ব্যাটারকে দলভুক্ত করেছে চেন্নাই সুপার কিংস।
শুক্রবার আইপিলের দেওয়া এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, চোটে আক্রান্ত ভারতীয় ব্যাটার গুরুজাপিত সিংয়ের বদলি হিসেবে চেন্নাই দলে যোগ দেবেন ‘বেবি এবি’ খ্যাত ব্রেভিস।
আরও পড়ুন
ইন্তার বাধায় শেষ আটেই থামল বায়ার্নের পথচলা |
![]() |
আগ্রাসী ব্যাটিংয়ের কারণে স্বদেশী এবি ডি ভিলিয়ার্সের সাথে মিলের কারণেই ব্রেভিস পেয়েছেন বিখ্যাত ডাকনাম। ছোট এক ক্যারিয়ারে দারুট কিছু পারফরম্যান্স দেখালেও যেভাবে উন্নতির আশা ছিল, তা করতে পারেননি।
এখন পর্যন্ত ৮১টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ব্রেভিস। রান করেছেন ১ হাজার ৭৮৭। সর্বোচ্চ স্কোর ১৬২। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে অভিষেক হয়েছে ২০২৩ সালে, খেলেছেন দুটি টি-টোয়েন্টি ম্যাচ।
ব্রেভিস আর আগে আইপিএলে খেলেছেন কেবল একটি দলে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ম্যাচ ছিল ১০টি। এমএলসি এবং এসএ-২০-তেও এই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করছেন তিনি। এবার আইপিএলে চেন্নাইয়ে যোগ দিচ্ছেন ২.২০ কোটি রুপিতে।
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা বাড়ল বাংলাদেশ নারী দলের। টানা তিন জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে টাইগ্রেসরা। তবে সুযোগ থাকছে এখনো। নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই মিলে যাবে বিশ্বকাপে অংশগ্রহণের নিশ্চয়তা।
ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই হারাতে হয় সোবহানা মোস্তারিকে। দলীয় ১৬ রানে ৬ রান করে ফেরেন সোবহানা। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ফারজানা হক ও শারমিন আক্তার। গড়েন ১১৮ রানের জুটি।
দারুণ এই জুটি অবশেষে ভাঙে ফারজানা বিদায় নিলে। দলীয় ১৩৪ রানে দ্বিতীয় উইকেটের পতনের আগে ৭৮ বলে ৪২ রান করেন তিনি। শারমিন তুলে নেন অর্ধশতক। ৭৯ বলে ৬৭ রান করে তিনি বিদায় নেন ফারজানা সাজঘরে ফেরার ঠিক দু বল পর। আর তাতেই খেই হারায় বাংলাদেশ।
আরও পড়ুন
এক ইনিংসে যত রেকর্ড গড়লেন নিগার |
![]() |
এরপরের কারো ইনিংস পার হতে পারেনি ত্রিশের ওপর। নাহিদা আক্তারের ৩৯ বলে ২৫ ও রাবেয়া খানের ২০ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। শেষদিকে মাত্র ১ উইকেট হাতে রেখেই পাঁচটি চার হাঁকান রাবেয়া। ৪ উইকেট শিকার করা উইন্ডিজ পেসার আলিয়াহ অ্যালেইনের করা শেষ ওভার থেকে আসে ১৭ রান। এছাড়া দুটি করে উইকেট পান হেলি ম্যাথিউস ও অ্যাফি ফ্লেচার।
২২৮ রানের টার্গেটে নেমে দলীয় ৭৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের চাপে রেখেছিল বাংলাদেশের বোলিং ইউনিট। তবে এরপর চাপ সামলে খেলতে থাকে ক্যারিবীয়রা। অধিনায়ক হেলি ম্যাথিউস ৩৩ ও স্টেফানি টেইলর করেন ৩৬ রান। শেষমেশ চিনেলে হেনরির ব্যাটে জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ চার ও ২ ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৫১ রান করেন হেনরি।
৩ উইকেটে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার নেন জোড়া উইকেট। সুমনা, নাহিদা, রাবেয়া, ফাহিমা ও রিতু মনির শিকার ১ টি করে।
এই হারে টানা ৩ ম্যাচ জেতা বাংলাদেশের জন্য বিশ্বকাপে জায়গা করার পথটা কঠিন হলো কিছুটা। শেষ ম্যাচে শনিবার পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে হারলেও নেট রানরেটে উতরে যাওয়ার সম্ভাবনা থাকবে জ্যোতিদের। তবে চেয়ে থাকতে হবে অন্যদের দিকে।
আরও পড়ুন
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে জিম্বাবুয়ে দল |
![]() |
আসরের অন্যতম ফেভারিট দল হোস্ট পাকিস্তান। তাই ওদের সাথে জিততে ঘাম ঝড়াতে হতে পারে বাংলাদেশকে। তবে সমীকরণের মারপ্যাচে না পড়ে বিশ্বকাপে জায়গা করে নিতে পাকিস্তানকে হারাতেই হবে টাইগ্রেসদের।
চলমান আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে শুরু থেকেই ছন্দে আছেন নিগার সুলতানা জ্যোতি। এরই মধ্যে একটি শতক করে ফেলা বাংলাদেশ অধিনায়ক স্কটল্যান্ডের সাথে ৩৯ বলে করেছেন ফিফটি, যা বাংলাদেশের নারী ওয়ানডেতে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড।
এর আগে রেকর্ডটি ছিল শারমিন সুপ্তার। ২০২৪ সালে আয়ারল্যান্ডের সাথে তিনি পঞ্চাশে পা রেখেছিলেন ৪১ বলে।
তাকে পেছনে ফেলতে লাহোরে মঙ্গলবার স্কটল্যান্ডের সাথে ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন নিগার। স্ট্রাইক রেট ১৪০.৬৭! কমপক্ষে ১৫ বল খেলা যেকোনো বাংলাদেশ নারী ব্যাটারের ইনিংসে এটাই ওয়ানডেতে সর্বোচ্চ স্ট্রাইক রেট।
ওয়ানডেতে অধিনায়ক-উইকেটকিপার হিসেবে নিগারের ৫ম ফিফটি এটি। নারীদের ওয়ানডে ইতিহাসেই এটি সর্বোচ্চ সব দল মিলিয়ে।
ওয়ানডেতে অধিনায়ক-উইকেটকিপার হিসেবেও সেঞ্চুরি রয়েছে কেবল নিগারেরই। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটাও আজকের অপরাজিত ৮৩। তিনে আছেন অজি তারকা অ্যালিসা হিলি (৮২ রান)।
ওয়ানডেতে টানা তিনটি ফিফটি পার করা ইনিংস খেলা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার এখন নিগার। এর আগে এই কীর্তি ছিল কেবল ফারজানার।
নিগারের দিনে অর্জন রয়েছে আরও। বাংলাদেশের প্রথম জুটি হিসেবে ওয়ানডেতে এক হাজার রান করার রেকর্ড আজ গড়লেন ফারজানা ও শারমিন।
তাদের ব্যাটে চড়ে স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করা বাংলাদেশ ২৭৬ রান করেছে, যা বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বিমানবন্দরে পা রাখাই মাত্র যতোই হাতে ফুল দেওয়া হোক, মাঠে তেমন কিছুই হয়ত পাবে না জিম্বাবুয়ে। দুই টেস্টের সিরিজ, আর টেস্টকে বলা হয় নিষ্ঠুরতার খেলা। সেই ক্রিকেটে কি আর ফুল মিলে!
৫ বছর পর টেস্ট খেলেতে ঢাকায় বাংলাদেশ। ক্রেইগ এরভিন, শন উইলিয়ামস, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভাসহ শক্তিশালী দল নিয়েই মঙ্গলবার বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে দল।
মঙ্গলবার সন্ধায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা। রাতে ঢাকায়ই অবস্থান করবে গেস্টরা। বুধবার সকালের ফ্লাইটে প্রথম টেস্টের শহর সিলেটে যাবে জিম্বাবুয়ে স্কোয়াড।
লম্বা সময় পর বাংলাদেশের মাঠে সাদা পোশাকের ক্রিকেট খেলবে জিম্বাবুয়ে। সময়টা ৫ বছর পর। একমাত্র ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল ক্রেইগ আরভাইনের নেতৃত্বাধীন দল।
গত বছর অবশ্য বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে। এবারের টেস্ট সিরিজটিও গত বছরই হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া সিরিজটি খেলতে এবার বাংলাদেশে এল আরভাইনের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার শুরু হবে প্রথম টেস্ট। জিম্বাবুয়ের সাথে ১৮ টেস্টের সাথে ৮টি জিতেছে টাইগাররা, আর ৭টিতে জয় জিম্বাবুয়ের।
দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম চলে যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে এই মাসের ২৮ তারিখ।
২ দিন আগে
২ দিন আগে
১২ দিন আগে
১২ দিন আগে
১৩ দিন আগে
১৬ দিন আগে
১৭ দিন আগে
১৭ দিন আগে
২৮ দিন আগে
২৮ দিন আগে