বয়স চল্লিশ পেরোলেও থামার কোনো আভাস নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার পরিচয় দিয়ে নতুন আরেকটি মৌসুমে যাত্রা শুরু করতে চলেছেন পর্তুগিজ এই সুপারস্টার।
হংকং স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সৌদি সুপার কাপের সেমি-ফাইনাল ম্যাচে আল ইত্তিহাদের মুখোমুখি হবে রোনালদোর আল নাসর। এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতা মূলক ফুটবলে দুই যুগ পূর্ণ হতে চলেছে রোনালদোর।
পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির হয়ে ২০০২-০৩ মৌসুমে স্বীকৃত ফুটবলে যাত্রা শুরু করেছিলেন রোনালদো। সর্বোচ্চ পর্যায়ে ২৩ মৌসুম কাটিয়ে এখন হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে তিনি। সৌদি সুপার কাপের ম্যাচ দিয়ে নতুন করে হাঁটতে শুরু করবেন সেই পথে।
প্রতিযোগিতামূলক খেলা শুরুর আগে আল নাসরের প্রাক-মৌসুম প্রস্তুতিতে দুর্দান্ত ছন্দে ছিলেন রোনালদো। এক ম্যাচে হ্যাটট্রিকসহ সবশেষ তিন ম্যাচে তিনি করেছেন ৬টি গোল। স্পেনের ক্লাব আলমেরিয়ার বিপক্ষে করেছেন ২টি গোল।
দারুণ এক মাইলফলক সামনে রেখে আল ইত্তিহাদের মুখোমুখি হবেন রোনালদো। সব ধরনের ম্যাচ মিলিয়ে আল নাসরের হয়ে তার গোল এখন পর্যন্ত ৯৯টি। সুপার কাপের সেমি-ফাইনালে জালের দেখা পেলেই হয়ে যাবে তার গোলের সেঞ্চুরি, মাত্র ১১২ ম্যাচে।
তবে প্রতিপক্ষের শক্তি বিবেচনায় কাজটি সহজ হবে না। কারণ ওই দলে আছেন রোনালদোর সাবেক সতীর্থ করিম বেনজেমাসহ বেশ কয়েকজন মানসম্পন্ন ফুটবলার। আল নাসরের যেমন পোস্টার বয় রোনালদো, তেমনি ইত্তিহাদের ক্ষেত্রে বেনজেমা।
তাই দুই দলের ম্যাচের আগে রোনালদো-বেনজেমা লড়াইয়ের আলোচনাও চলছে জোরেশোরে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বেনজেমা বলেছেন, এটি নিয়ে ভাবতে চান না তিনি।
“এই ম্যাচটি হবে আল ইত্তিহাদ ও আল নাসরের মধ্যে, আমার আর ক্রিশ্চিয়ানোর মধ্যে নয়। আমরা আগে সতীর্থ ছিলাম এবং অবশ্যই সে গ্রেট ফুটবলার। তবে এখন মনোযোগ সার্বিকভাবে পুরো দলের ওপর।”
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত বেশ এগিয়ে আল ইত্তিহাদ। প্রতিযোগিতামূলক ৭৪ ম্যাচে আল ইত্তিহাদের জয় ৩৫ ম্যাচে আর আল নাসর জিতেছে ২০টি। ড্র হয়েছে বাকি ১৯ ম্যাচ। দুই দলের সবশেষ ৬ ম্যাচে নাসরের জয় ২টি।
সুপার কাপের পরিসংখ্যান থেকে প্রেরণা পেতে পারে আল নাসর। টুর্নামেন্টে দুবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর আল ইত্তিহাদ শিরোপা জিতেছে একবার। এছাড়া গত আসরসহ সব মিলিয়ে ৩ বার রানার্স-আপ হয়েছে আল নাসর।
তবে অতীত যা-ই হোক, নতুন মৌসুমে প্রথম ম্যাচে রোনালদো জ্বলে উঠলে আল নাসরকে বেশি কিছু ভাবতে হবে না।
নির্ধারিত সময়ের খেলা তখন শেষ। চতুর্থ রেফারি তার বোর্ডে দেখালেন, অতিরিক্ত খেলা হবে আরও ৭ মিনিট। প্রথম মিনিটেই উনাই এলগেসাবালের ভুল। আত্মঘাতী গোলে এগিয়ে গেল বার্সেলোনা। তাতেই পেল দারুণ এক জয়।
স্প্যানিশ লা লিগায় রোববারের ম্যাচে লেভান্তেকে ৩-২ গোলে হারায় বার্সেলোনা। প্রায় তিন বছর পর লিগে ফেরা প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া কাতালান ক্লাবটি দ্বিতীয়ার্ধে পায় তিন গোল।
আরও পড়ুন
জয়ে ফেরার চ্যালেঞ্জ, আজ মেয়েদের সামনে নেপাল |
![]() |
চমক জাগিয়ে প্রথমার্ধে লেভান্তেকে ২-০ গোলে এগিয়ে দেন ইভান রোমেরো ও হোসে লুইস মোরালেস। ম্যাচের দ্বিতীয়ভাগে ফেররান তোরেস ও পেদ্রির গোলে শুরুতেই সমতায় ফেরে বার্সেলোনা। পরে আত্মঘাতী গোলে পেয়ে যায় জয়।
ম্যাচ জুড়ে অবশ্য বার্সেলোনারই ছিল একক আধিপত্য। পুরো ম্যাচে ৮৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের কাছে। গোলের জন্য মোট ২৬টি শট করে তারা। এর মধ্যে ১০টি লক্ষ্যে।
আক্রমণাত্মক শুরু করা বার্সেলোনা একের পর এক হতাশায় গোলবঞ্চিত হয়। খেলার ধারার বিপরীতে ১৫ মিনিটে লেভান্তেকে এগিয়ে দেন ইভান রোমেরো।
এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পেদ্রি, লামিন ইয়ামালরা৷ উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মোরালেস। ডি-বক্সের ভেতরে বালদে হ্যান্ড-বল করায় পেনাল্টিটি পায় লেভান্তে।
আরও পড়ুন
রোনালদোর বিরল রেকর্ডের দিনে শিরোপা হাতছাড়া আল নাসরের |
![]() |
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচে সমতা আনতে সময় লাগেনি বার্সেলোনার। ডি-বক্সের বাইরে ইয়ামালের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন পেদ্রি। তিন মিনিট পর রাফিনহার কর্নারে দারুণ ভলিতে গোল করেন তোরেস।
এরপর দীর্ঘ অপেক্ষা। বেশ কিছু সুযোগ এলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। পরে অতিরিক্ত যোগ করা সময়ে বক্সের ভেতরে ইয়ামালের ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো হেড দিয়ে জালে জড়ান লেভান্তের ডিফেন্ডার এলগেসাবাল।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচের দুটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। লেভান্তে হারল প্রথম দুই ম্যাচেই।
হাইলাইন ডিফেন্স সাজিয়েও ভারতকে রুখতে পারেনি বাংলাদেশ। প্রশ্ন ওঠে হেড কোচ মাহবুবুর রহমান লিটুর কৌশল নিয়েও। সেই ম্যাচের আগে বৃহস্পতিবার সহকারী কোচ আবুল হোসেন বলেছিলেন ভারতের সঙ্গে ভুল করতে চায় না বাংলাদেশ। কিন্তু মাঠে ভুলের খেসারত দিয়েই হারতে হয়েছে ২-০ গোলে। অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
নেপাল ম্যাচের আগেও ভুল থেকে শুধরে নেওয়া, ভুলগুলো নিয়ে কাজ করার কথা শুনিয়েছেন দলের সঙ্গে থাকা আরেক সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন,
‘দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আগের ম্যাচে ছোট-খাটো যে ভুল হয়েছে সেগুলো নিয়ে কাজ করেছি। আশা করছি কালকের (আজকের) ম্যাচটা ভালোভাবে শেষ করে মাঠ ছাড়তে পারব।’
বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচ জিতেছে বটে, হেরেছে ভারতের বিপক্ষে দ্বিতীয় খেলায়। তাতে শিরোপার দৌড়ে এগিয়ে গেল ভারত। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ। এর আগে বিকেল ৩টায় ভারতকে মোকাবিলা করবে ভুটান। বাংলাদেশের খেলা শুরু হবে রাত ৮টায়। টানা দু্ই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে বাংলাদেশ। ভুটানকে ২-১ ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট নেপালেরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে বাংলাদেশের মেয়েরা।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সর্বোচ্চ পয়েন্টধারী দল জিতবে শিরোপা। দুই দলের পয়েন্ট সমান হলে সেক্ষেত্রে দেখা হবে হেড টু হেড জয়। এই জায়গায় সমীকরণ একই হলে দেখা হবে গোল ব্যবধান। যেখানে দুই ম্যাচ শেষে অনেকটাই এগিয়ে ভারত। প্রতিপক্ষের জালে ৯ বার বল পাঠিয়ে এক গোলও হজম করেনি তারা।
আরও পড়ুন
হার্ডলসে স্বর্ণ জিতলেন রোকসানা-তানভীর |
![]() |
বাংলাদেশ প্রথম ম্যাচে তিন গোল দিলেও এক গোল হজম করে, আর ভারতের বিপক্ষে কোনো গোল না দিয়ে হজম করতে হয় দুই গোল। প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে ম্যাচ খেলবে দুটি করে। এখন পর্যন্ত টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল ভারত। নেপালের বিপক্ষে পরপর দুটি ম্যাচের পর ভুটানকে হারিয়ে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। তার আগে অবশ্য নেপাল ও ভুটানের বিপক্ষে গোল ব্যবধানেও এগিয়ে থাকতে হবে।
সেই চেষ্টা যে বাংলাদেশ করবে তা অনুমেয়। একদিন বিরতি দিয়ে ম্যাচ। সাধারণত ম্যাচের আগের দিন রিকভারি সেশনের পর সন্ধ্যায় থাকে টিম মিটিং। যদিও আজকের ম্যাচকে সামনে রেখে পরিকল্পনা বদলেছে। গতকাল ম্যাচ ভেন্যুতে অনুশীলনও করেছেন অর্পিতা-প্রীতিরা। এবার মাঠে নিজেদের নিংড়ে দেওয়ার পালা।
রোমাঞ্চের সর্বোচ্চ মাত্রা! ফাইনাল যেমনটা হওয়া উচিত, ঠিক তার সব রসদই যেন পেলেন দর্শকেরা। সৌদি সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোল সমতায়। পেনাল্টি শুটআউটে আল আহলির কাছে ৫-৩ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয় আল নাসরের। তাতে ক্রিস্টিয়ানো রোনালদোর অনন্য রেকর্ডও যেন ম্লান হয়ে গেল।
৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এর মাধ্যমে আল নাসরের হয়ে ১০০তম গোল করেন পর্তুগিজ মহাতারকা। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে রোনালদো চারটি ক্লাব এবং জাতীয় দলের হয়ে শতাধিক গোল করার রেকর্ড গড়লেন।
আরও পড়ুন
সেঞ্চুরির হাতছানি নিয়ে নতুন মৌসুমে নামছেন রোনালদো |
![]() |
প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে সমতায় ফেরে আল আহলি। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করেন ফ্র্যাঙ্ক কেসিয়ে।
৮২তম মিনিটে আবারও এগিয়ে যায় আল নাসর। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে যান মার্সেলো ব্রোজোভিচ। তিনি নিজেই বক্সে ঢুকে দারুণ শটে গোল করেন।
জয়টা যেন নিশ্বাস দূরে, ঠিক তখনই হংকং স্টেডিয়াম স্তব্ধ করে দেন রজার ইবানেজ। ৮৯তম মিনিটে হেড থেকে গোল করে আল আহলিকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ৫-৩ ব্যবধানে জয় পায় আল আহলি।
ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে দাপুটে জয়ে নতুন মৌসুম শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। তবে দ্বিতীয় ম্যাচেই বদলে গেল দৃশ্য। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে টটেনহাম হটস্পারের কাছে ২-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। স্পার্সরা তুলে নিয়েছে মৌসুমে টানা দ্বিতীয় জয়।
সিটির বিপক্ষে টানা চার ম্যাচে জিতল টটেনহাম। গত মৌসুমেও স্পার্সদের কাছে দুই দেখায় হেরেছে সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল ম্যানসিটি। তবে গোলের জন্য লক্ষ্যে শট রাখায় এগিয়ে ছিল টটেনহাম। ব্রেনান জনসন ও হোয়াও পালিনহার গোলে প্রথমার্ধেই জয়ের ভিত পেয়ে যায় অতিথিরা।
আরও পড়ুন
জয়ে ফেরার চ্যালেঞ্জ, আজ মেয়েদের সামনে নেপাল |
![]() |
ম্যাচের ৩৫তম মিনিটে ম্যানচেস্টার সিটির আক্রমণ ভেঙে কাউন্টার-অ্যাটাকে ওঠে টটেনহাম। মাঝমাঠ থেকে বল পেয়ে রিচারলিসন ডানদিকে ছুটে গিয়ে নিচু কাটব্যাক দেন; জনসন ফার্স্ট-টাইম শটে সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন। ভিএআরে অনসাইড নিশ্চিত হয়ে গোলের বৈধতা দেন রেফারি।
টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন জনসন। আগের ম্যাচে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে একটি গোল করেন ওয়েলসের এই ফরোয়াড।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান পালিনহা। কর্নার থেকে তৈরি হয় গোলের সুযোগ। বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় সিটির ডিফেন্স। সেই ফাঁকেই মাঝমাঠের নতুন তারকা পালহিনহা দূরপাল্লার শটে বল জালে জড়ান।
তারপর আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে সিটি একাধিকবার সুযোগ পেলেও স্পার্সের দুর্দান্ত ডিফেন্স ও গোলকিপার দৃঢ়তায় শেষ বাঁশি পর্যন্ত লিড ধরে রাখে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টটেনহাম।
বাহরাইনে অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুক্রবার রাতে হওয়া ম্যাচটিতে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে সাইফুল বারী টিটুর দল।
প্রথম ম্যাচে ১-০ গোলে হারার পর এ ম্যাচে জয়ের জন্য বাড়তি চেষ্টা ছিল বাংলাদেশের। সেই মিশনে আবাহনীর মিরাজুল ইসলামের জোড়া গোলে শুরুতে দারুণভাবে এগিয়েও যায় সফরকারীরা।
ম্যাচের প্রথমার্ধের খেলা শেষেও ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল হজম করে ম্যাচটা শেষপর্যন্ত ৪-২ গোলে হেরে মাঠ ছাড়ে টিটুর শিষ্যরা।
আরও পড়ুন
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ |
![]() |
ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলার আগে বাহরাইনে প্রস্তুতি ম্যাচ এবং ১২ দিনের ক্যাম্প করছে দল। ম্যাচ দুটিই ছিল ক্লোজ-ডোর। ম্যাচের ফল আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)। বিভিন্ন মাধ্যমে জানা যায় ফল।
শনিবার সকালে বাফুফের দেওয়া ভিডিওবার্তায় অনূর্ধ্ব-২৩ দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু জানান ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া।
“বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। প্রত্যেকেই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য।”
রোববার বাহরাইন থেকে ফেরার কথা বাংলাদেশ দলের।
১ দিন আগে
১ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে