সিলেটের আকাশে তখন মাত্রই রোদ উঠতে শুরু করেছে। সকাল নয়টার খানিক বাদেই উইকেট দেখতে এলেন বাংলাদেশের অধিনায়ক। টেস্টের দিন সকালে উইকেট কেমন আচরণ করবে সেটাই বোঝার চেষ্টা।
আর সিলেটের এই উইকেট বোঝাটাই যেন বাংলাদেশ দলের জন্য সবচেয়ে কঠিন কাজ। তাইতো টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে প্রথমবারের মত নেতৃত্ব দিতে যাওয়া নাজমুল হোসেন শান্ত লম্বা সময় ধরে উইকেটটা বোঝার চেষ্টা করলেন।
সিলেটে বাংলাদেশের খেলা হয় কালেভদ্রে। আর এই মাঠে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলছে ঠিক পাঁচ বছর পর। আর সেই ম্যাচের ফলাফল ভুলে যেতেই চাইবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে ১৫১ রানে হেরেছিল বাংলাদেশ।
ফলে সিলেটের উইকেট বোঝাটা তো একটু কঠিনই হবার কথা শান্তদের জন্য। তাইতো উইকেটের পাশে দাঁড়িয়ে লম্বা মিটিং চললো অধিনায়ক ও হেড কোচের। সেখানে দাড়িয়েই যেন পুরো ম্যাচের পরিকল্পনা আটলেন দুজন।
শুধু কোচের সাথেই নয়, নির্বাচকদের সাথেও লম্বা আলোচনা হয়েছে অধিনায়কের। সেই আলোচনায় হয়তো এসেছে উইকেটের প্রসঙ্গও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও শান্ত অকপটেই বললেন সিলেটের উইকেট তাদের জন্য একটু অচেনা।
'এখানে টেস্ট খুব কম হয়েছে। প্রথম শ্রেণির ম্যাচ যা হয়েছে ধারণা বলতে এতটুকুই। উইকেট নিয়ে খুব লম্বা আলোচনা হয়েছে তা না। উইকেট কীরকম বোঝার চেষ্টা করেছি। হোম এডভান্টেজ এই কথা বলতে চাই না। প্রত্যেক দলই যখন হোমে খেলে অটোমেটিক কিছু এডভান্টেজ থাকে। আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। কাল ম্যাচ শুরু হলে আরও স্পষ্ট বোঝা যাবে, উইকেট কেমন আচরণ করছে। তবে কিছুটা হলেও ধারণা হয়েছে। কী ধরনের উইকেট হবে এটা বলা তো ঠিক হবে না।'
সিলেটের উইকেট খুটিয়ে খুটিয়ে দেখেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। দলের আরেক গুরুত্বপূর্ণ ব্যাটার মুমিনুল হকও ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করলেন উইকেটের চরিত্র। তবে শান্ত-মুমিনুলরা উইকেট ঠিক কতটা বুঝতে পারলেন সেটা বোঝা যাবে আগামীকাল ম্যাচ শুরু হলেই।
১৪ নভেম্বর ২০২৪, ৬:৪৩ পিএম
ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রানে হেরেছে পাকিস্তান । ৭ ওভারের ম্যাচে প্রায় অলআউটই হয়ে যাচ্ছিল রিজওয়ানের দল। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৬৪ রানে থামে তারা।
বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচটি নেমে আসে ৭ ওভারে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই তোলে ১৬ রান। পরের ওভারে নাসিম শাহর ওভারে আরও ১৭। পুরোদমে ঝড়ো ইনিংস চলছিল দলটার। তবে ৩ ওভারের মাঝেই ২ ওপেনারকে ফেরান হারিস রউফ ও নাসিম শাহ।
আরও পড়ুন
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে বাবর-শাহিন-নাসিম |
এরপর কাজের কাজটা মূলত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ টি চার ও ৩ টি ছক্কায় ১৯ বলে খেলেন ৪৩ রানের ঝড়ো ইনিংস। তাকে সঙ্গ মার্কাস স্টোইনিস। ৭ বলে করেন ২১। ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বোর্ডে ওঠে ৯৩ রান।
৪২ বলে ৯৪ রানের লক্ষ্যটা পাকিস্তানের জন্য হয়ে পড়ে কঠিন। একের পর এক উইকেট হারিয়ে রিজওয়ানরা পড়েন আরো চাপে। পাকিস্তানের ইনিংসে হাসিবুল্লাহ খানের ১২, আব্বাস আফ্রিদির ২০ ও শাহিন শাহ আফ্রিদির ১১ ছাড়া বাকি সবার রান এক অঙ্কের ঘরে।
৭ ওভারেই ৯ উইকেট হারিয়ে দল থামে ৬৪ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি উইকেট নেন দুই পেসার জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস। অ্যাডাম জ্যাম্পা ২ টি ও স্পেন্সার জনসন নেন ১ টি উইকেট।
আরও পড়ুন
শাহিন-নাসিম-রউফ তোপে উড়ে গেল অস্ট্রেলিয়া, সিরিজ জয় পাকিস্তানের |
২৯ রানের এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০–তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
অস্ট্রেলিয়া: ৯৪/৪ (৭); (গ্লেন ম্যাক্সওয়েল ৪৩(১৯), মার্কাস স্টয়নিস ২১(৭)
আব্বাস আফ্রিদি ২/৯, হারিস রউফ ১/২১)
পাকিস্তান: ৬৪/৯ (৭); আব্বাস আফ্রিদি ২০*(১০), হাসিবউল্লাহ খান ১২(৮)
নাথান অ্যালিস ৩/৯, জাভিয়ের বার্টলেট ৩/১৩
পাকিস্তানে অনুষ্ঠিত হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। এবছরের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে এই ট্রফি ঘুরবে একাধিক দেশ। যেখানে থাকবে বাংলাদেশও।
এর আগে ক্রিকেট বিশ্বকাপের সময় একাধিক ট্রফি এসেছে ক্রিকেট জনপ্রিয়তার বাংলাদেশে। এবারও চ্যাম্পিয়ন ট্রফি আসবে বাংলাদেশে।
১০ ডিসেম্বর চ্যাম্পিয়নস ট্রফি আসবে ঢাকায়। থাকার কথা তিন দিন। ১১ ডিসেম্বর থেকে শুরু ১৩ ডিসেম্বর পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে থেকে ঘুরবে ঢাকা আর কক্সবাজার। বিসিবি সূত্র নিশ্চিত করেছে টি-স্পোর্টসকে।
৮ বছর পর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগ। এর আগে সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।