কলম্বো বাংলাদেশ দল নামার ৪০ মিনিটের মধ্যে হাজির ভারত দলও। আরও অনেক ক্ষেত্রের মতো এখানেও দলটির তারকা ওপেনার স্মৃতি মান্ধানা প্রথম বিমানবন্দরেও প্রথম। শুধু এই প্রথমে না ব্যাট হাতেও এশিয়া কাপে প্রথম (এক নম্বর) হতে চাইবেন তিনি।
একে একে গোটা ভারতীয় দলের দেখাই মিলল বিমানবন্দরে। শেফালি ভার্মা থেকে সবাই। অধিনায়ক হারমানপ্রীত কৌরকে অবশ্য দেখা গেলো শেষেই। তবে ব্যাট হাতে ভারতকে এগিয়ে রাখলে বড় দায়িত্ব তো তাকেই নিতে হবে।
ডাম্বুলায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু। তারপর ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিপক্ষে। এই গ্রুপ থেকে ভারতের সেমিফাইনাল খেলাট নিশ্চিতই বলা যায়। শুধুমাত্র ‘গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেট’ বাক্যটাই ঠেকাতে পারে ভারতের শেষ চারে খেলাটা।
এশিয়া কাপ মানেই ভারতের দাপুটে ক্রিকেট। টুর্নামেন্টের ৮ আসরের ৭বারই ভারতের মেয়েদের। অন্য একবার শিরোপা জেতে বাংলাদেশ, সেবার রামার্সআপ ছিল ভারত। টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান, উইকেট সবই দলটির খেলোয়াড়দের দখলে।
লঙ্কায় এসে এখনো হুঙ্কার না ছাড়লেও ভারতই এবারও তাই এশিয়া কাপের বড় দাবিদার। তবে মাঠের ক্রিকেটে করে দেখা হবে কাজটা। শক্তি-সামর্থ্য, অভিজ্ঞতা বলছে ভারতের এই দল তেমনটা না করতে পারলেই বরং তা হবে অঘটন।
বাংলাদেশ বা অন্য কোনো দল কী পারবে ভারতকে আরও একবার শিরোপাবঞ্চিত করতে? প্রশ্নের উত্তর মাঠেই পেয়ে যাবেন বোধকরি।
১৪ নভেম্বর ২০২৪, ৬:৪৩ পিএম
ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রানে হেরেছে পাকিস্তান । ৭ ওভারের ম্যাচে প্রায় অলআউটই হয়ে যাচ্ছিল রিজওয়ানের দল। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৬৪ রানে থামে তারা।
বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচটি নেমে আসে ৭ ওভারে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই তোলে ১৬ রান। পরের ওভারে নাসিম শাহর ওভারে আরও ১৭। পুরোদমে ঝড়ো ইনিংস চলছিল দলটার। তবে ৩ ওভারের মাঝেই ২ ওপেনারকে ফেরান হারিস রউফ ও নাসিম শাহ।
আরও পড়ুন
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে বাবর-শাহিন-নাসিম |
এরপর কাজের কাজটা মূলত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ টি চার ও ৩ টি ছক্কায় ১৯ বলে খেলেন ৪৩ রানের ঝড়ো ইনিংস। তাকে সঙ্গ মার্কাস স্টোইনিস। ৭ বলে করেন ২১। ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বোর্ডে ওঠে ৯৩ রান।
৪২ বলে ৯৪ রানের লক্ষ্যটা পাকিস্তানের জন্য হয়ে পড়ে কঠিন। একের পর এক উইকেট হারিয়ে রিজওয়ানরা পড়েন আরো চাপে। পাকিস্তানের ইনিংসে হাসিবুল্লাহ খানের ১২, আব্বাস আফ্রিদির ২০ ও শাহিন শাহ আফ্রিদির ১১ ছাড়া বাকি সবার রান এক অঙ্কের ঘরে।
৭ ওভারেই ৯ উইকেট হারিয়ে দল থামে ৬৪ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি উইকেট নেন দুই পেসার জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস। অ্যাডাম জ্যাম্পা ২ টি ও স্পেন্সার জনসন নেন ১ টি উইকেট।
আরও পড়ুন
শাহিন-নাসিম-রউফ তোপে উড়ে গেল অস্ট্রেলিয়া, সিরিজ জয় পাকিস্তানের |
২৯ রানের এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০–তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
অস্ট্রেলিয়া: ৯৪/৪ (৭); (গ্লেন ম্যাক্সওয়েল ৪৩(১৯), মার্কাস স্টয়নিস ২১(৭)
আব্বাস আফ্রিদি ২/৯, হারিস রউফ ১/২১)
পাকিস্তান: ৬৪/৯ (৭); আব্বাস আফ্রিদি ২০*(১০), হাসিবউল্লাহ খান ১২(৮)
নাথান অ্যালিস ৩/৯, জাভিয়ের বার্টলেট ৩/১৩
পাকিস্তানে অনুষ্ঠিত হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। এবছরের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে এই ট্রফি ঘুরবে একাধিক দেশ। যেখানে থাকবে বাংলাদেশও।
এর আগে ক্রিকেট বিশ্বকাপের সময় একাধিক ট্রফি এসেছে ক্রিকেট জনপ্রিয়তার বাংলাদেশে। এবারও চ্যাম্পিয়ন ট্রফি আসবে বাংলাদেশে।
১০ ডিসেম্বর চ্যাম্পিয়নস ট্রফি আসবে ঢাকায়। থাকার কথা তিন দিন। ১১ ডিসেম্বর থেকে শুরু ১৩ ডিসেম্বর পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে থেকে ঘুরবে ঢাকা আর কক্সবাজার। বিসিবি সূত্র নিশ্চিত করেছে টি-স্পোর্টসকে।
৮ বছর পর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগ। এর আগে সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।