২১ নভেম্বর ২০২৪, ৫:৫৫ পিএম
পার্থে রোহিত শর্মা নয়, ভারতের হয়ে টস করতে নামবেন জাসপ্রীত বুমরাহ। আর টান টান উত্তেজনার সিরিজের শুরুতে মজা করেছেন তিনি, সাংবাদিকের প্রশ্নের জবাবে হাস্যরস তৈরি করেছেন সংবাদ সম্মেলন কক্ষে।
বোর্ডার-গাভাস্কার ট্রফির শুরুর দিনে ভারতের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন বুমরাহ। আর সেই ম্যাচেই তিনি দলকে নেতৃত্ব দেবেন। ম্যাচের আগেরদিন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনের পর সংবাদ সম্মেলনে হাজির হন বুমরাহ।
এক সাংবাদিক বুমরাহকে মিডিয়াম পেস বোলার সম্বোধন করে প্রশ্ন করেন। এ সময় বুমরাহ রসিকতা করে বলেন, ‘আমাকে মিডিয়াম পেসার ডাকলেন? আরে, আমি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারি। অন্তত ফাস্ট বোলার অধিনায়ক ডাকুন (হাসি...)!’ এসময় সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল ওঠে। তবে পরক্ষণেই বদলে যান বুমরাহ! বলেছেন, ‘আমি ফাস্ট বোলার অধিনায়কদের একজন। তবে আমিই প্রথম না, এমন অনেক উদাহরণ আছে। ফাস্ট বোলাররা চটপটে হয়। প্যাট কামিন্সও সাফল্য পেয়েছে। এর আগে কপিল দেব সফল হয়েছেন।’
বুমরাহ আগেও তিনবার ভারতকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিবারই রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ও গত বছর আয়ারল্যান্ডে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। রোহিত এবার পিতৃত্বকালীন ছুটিতে আছেন। তবে অধিনায়ক হিসেবে তিনি রোহিত বা কোহলি কাউকেই অনুসরণ করবেন না বলে জানিয়েছেন।
আর্ন্তজাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৩১১! তিন সংস্করণেই তাঁর বোলিং ইকোনমি, গড়, স্ট্রাইক রেট দুর্দান্ত। এখন পর্যন্ত ৪০টি টেস্ট খেললেও, ৩০ বছর বয়সী পেসারের ম্যাচে কোন ১০ উইকেট নেই। পার্থের বাউন্সি উইকেটে তিনি কি পারবেন দশ উইকেট নিতে?
২১ নভেম্বর ২০২৪, ৪:১০ পিএম
২১ নভেম্বর ২০২৪, ৪:০২ পিএম
ঘরের মাঠে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে নানা জটিলতায় শেষ পর্যন্ত সেই চাওয়া পূরণ হয়নি। এরপর আর বাংলাদেশের জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়েও কিছু জানাননি সাকিব। আবার কবে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন এই অলরাউন্ডার সেটাও অনিশ্চিত এখন। তিনি নিজেও কিছু জানেন না বলে জানিয়েছেন।
বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটের সিরিজই খেলবে টাইগাররা। অন্যদিকে সাকিব ব্যস্ত আবুধাবি টি-টেন লিগে। সেখানে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলা টাইগার্স।
তাঁর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব। কবে আবার বাংলাদেশের হয়ে মাঠে নামবে সেই প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে তাকে। সাকিব অবশ্য এখনই তা নিয়ে ভাবতে রাজি না। আপাতত টি-টেনেই রাখছেন পুরো মনোযোগ। জানিয়েছেন,’ এই টুর্নামেন্টের পরে দেখা যাবে।'
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নিজেকে একরকম সরিয়েই ফেলেছেন সাকিব। তবে ওয়ানডে ফরম্যাটটা খেলে যাবার কথা সাকিবের। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তবে সেই আশা পূরণ হবে কিনা এমন প্রশ্ন করা হলেও তা এড়িয়ে যান সাকিব,
'এখন এই টুর্নামেন্ট (আবুধাবি টি-টেন) নিয়ে পুরো ফোকাস করছি আমি।'
এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলেননি সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব মাঠে নামবেন কিনা তাও নিশ্চিত নয়। ফলে আবার কবে সাকিবে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে সেই ধোঁয়াশা কাটছেই না।
রাত পোহালেই পার্থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়বে দুদলের ৫ ম্যাচের বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে। অস্ট্রেলিয়া সফরে পারিবারিক কারণে ভারতের না থাকার দলে নাম ছিল অধিনায়ক রোহিত শার্মার। তাই স্বাভাবিক ভাবেই এই গুরু দায়িত্ব কাঁধে পড়েছে সহ-অধিনায়ক জাসপ্রীত বুমরাহর। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবেই সেই ঘোষণা আসে তার মুখ থেকে। জানান, অধিনায়কত্বকে উপভোগই করছেন বুমরাহ।
‘’যেহেতু রোহিত ভাই নেই, তো দলকে নেতৃত্ব দেবার ভারটা আমার কাঁধেই। আর এটা করতে আমি মুখিয়ে আছি। আগেও এই কাজটা করেছি। সবটুকু দায়িত্ব ভালোভাবে পালন করতে চাই। আমি ফাস্ট বোলার অধিনায়কদের একজন। এমন অনেক উদাহরণ আছে। ফাস্ট বোলাররা চটপটে হয়। প্যাট (কামিন্স) সাফল্য পেয়েছে। এর আগে কপিল দেব সফল হয়েছেন। আশা করি এটা একটা নতুন ট্রেন্ডের শুরু।’
অস্ট্রেলিয়ায় আসার আগে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সেই প্রসঙ্গ আসলে তার উত্তরও বেশ ভালোভাবেই দেন এই পেসার।
“দেখুন ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কিন্তু কোনও বোঝা বয়ে নিয়ে যেতে চাই না। ওখানে পরিস্থিতি আলাদা ছিল এখানে আলাদা।‘’
রোহিত শার্মা ছাড়াও চোটের কারণে অনিশ্চয়তা ছিল মোহাম্মদ শামিকে নিয়েও। এই সিরিজে ভারত তাঁকে পাচ্ছেন নাকি পাচ্ছেন না সে বিষয়েও জানান বুমরাহ।
‘শামি আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ম্যানেজমেন্ট তাঁর উপর নজর রেখেছে। যদি সব কিছু ঠিক থাকে তবে তাঁকে এখানে দেখতেই পারেন।‘’
অধিনায়ক হিসেবে নামার পর আরো একটি রেকর্ড গড়তে যাচ্ছেন জাসপ্রীত বুমরাহ। পার্থে প্রথম টেস্ট দিয়ে ভারতের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নামবেন তিনি। নিজের মত করেই এগিয়ে জয় উপহার দিতে চান সবাইকে।
‘
আপনাকে নিজের পথ খুঁজে নিতে হবে; আপনি কাউকে হুবহু অনুকরণ করতে পারেন না। অবশ্যই রোহিত ও কোহলি সফল ছিল এবং দল তাদের অধিনায়কত্বের সুফল পেয়েছে। কিন্তু কাউকে অনুকরণ নয়. আমি সহজাত প্রবৃত্তিতে আস্থা রাখি এবং এভাবেই খেলে যাচ্ছি।’
বুমরা আগেও তিনবার ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ও গত বছর আয়ারল্যান্ডে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। প্রতিবারই রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন। এবারকার দায়িত্বটা পালন করতে চান সিরিজ জিতেই।
ক্রিকেটে বরারের মত গেল কয়েক বছরেও সাফল্যের চূড়ায় অস্ট্রেলিয়া। টেস্ট, ওয়ানডে আর টি টুয়েন্টি তিন ফরম্যাটেই শিরোপা জেতা এ দলটার এই মুহুর্তে সবচেয়ে বড় ক্ষুধা বোর্ডার-গাভাস্কার ট্রফির। ১০ বছর ধরে যে এই শিরোপাটি নেই তাঁদের ক্যাবিনেটে।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের আগে সেই চাওয়ার কথাই বলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বসেরার তকমাটা থাকলেও এই লড়াইয়ে সবশেষ চার সিরিজে জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেই অভাব মেটানোর কথাই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানান কামিন্স।
“আমার মনে হয়, ড্রেসিং রুমের অর্ধেক সদস্যই বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতেনি। আমাদের জন্য তাই এটি শেষ একটি লক্ষ্য, যেটি পূরণ করার বাকি আছে। আর এটা দুই-তিন মৌসুমের ব্যাপার নয় শুধু, প্রায় অর্ধেক প্রজন্মের ব্যাপার। এই সুযোগ আমরা অবশ্যই কাজে লাগাতে চাই। বিশ্বের সেরা দলগুলির একটি ভারতকে এখানে পেয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত।”
পারিবারিক কারণে প্রথম টেস্টে ভারতে থাকছেন না অধিনায়ক রোহিত শার্মা। তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। চোটের কারণে দলে নেই পেসার মোহাম্মদ শামি। অনুশীলনে চোটে পড়ে অনিশ্চিত শুবমান গিলও। এরপরও ভারতকে সমীহ করতে ভুলছেন না কামিন্স।
‘’আমাদের দলের প্রায় সবাই আইপিএলে খেলেছি। আর সেখানে দেখেছি, নতুনরা কীভাবে এসে সরাসরিই মানিয়ে নেয়। ওরা হয়তো নিয়মিত দু-একজনকে পাচ্ছে না, তবে আমরা খুব ভালো করেই জানি, যাদেরকে তাঁরা বেছে নেবে, তাঁরা টেস্ট ক্রিকেট খেলার মতো যথেষ্টই ভালো।”
অস্ট্রেলিয়া দলেও আছে নতুন এক মুখ। পার্থ টেস্ট দিয়েই অভিষেক হবে ওপেনার ন্যাথান ম্যাকসুয়েনির। ডেভিড ওয়ার্নারের অবসরের পর চার টেস্টে ওপেন করেছেন স্টিভেন স্মিথ। সেই পরীক্ষা শেষে তিনি এখন ফিরছেন চেনা জায়গায়। সব মিলিয়ে এবারের বোর্ডার গাভাস্কার ট্রফিকে স্বরণীয় করে রাখতে চায় অস্ট্রেলিয়া।
বেশ কিছুট সময় ধরেই ভারতের পাকিস্তানে গিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে চলছে নানা বিতর্ক। এরই মাঝে পাকিস্তানে বসতে যাওয়া ভিন্ন আরেকটি টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণে দেশটির সরকার ছাড়পত্র দেয়নি। ফলে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের চতুর্থ সংস্করণ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত।
এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী শুক্রবার থেকে। চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ভারত বোর্ড একটি বিবৃতিতে বলেছে,
“পুরো দলের জন্য এটা একটা বড় ধাক্কা হলেও তারা সরকারের উদ্বেগ এবং এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সম্মান করে। আমরা সরকারের নির্দেশনাকে অগ্রাধিকার দিই এবং ভারতে ব্লাইন্ড ক্রিকেটের ক্রমাগত উন্নয়নে আমাদের প্রতিশ্রুতিতে অবিচল থাকব আগামীতে।”
প্রথম তিনটি টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। তিনবারই শিরোপাও জিতেছিল তারা। এর মধ্যে প্রথম দুটি সংস্করণের ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল দলটি। আর সবশেষ আসরে বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অংশই নিচ্ছে না।
টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতের পাকিস্তানে যা যাওয়ার এই ঘোষণা এল এমন একটা সময়ে, যখন মূল আলোচনা চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই আসরের জন্য পাকিস্তানে গিয়ে খেলতে আগেই অস্বীকৃতি জানিয়েছে ভারত ক্রিকেট বোর্ড। জানিয়ে দিয়েছে আইসিসিকেও। এর কারণ হিসেবে তারা বলেছে ভারত সরকারের অনুমতি না পাওয়ার কথা।
আর পাকিস্তানও রয়েছে তাদের অবস্থানে অনড়। টুর্নামেন্ট আয়োজন করতে হবে পাকিস্তানেই এবং হাইব্রিড মডেল, মানে ভারতের ম্যাচগুলো ভিন্ন আরেকটি দেশে তারা আয়োজন করবে না। প্রয়োজনে ভারতকে ছাড়াই খেলা চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সাকিব আল হাসানের সাথে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা নেই ইউনিস খানের। তবে বাংলা টাইগার্সের নতুন প্রধান কোচ ঠিকই জানেন, তার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন বাংলাদেশ তারকা। আর তাই সাকিবদের প্রথম দিনের অনুশীলনে সাবেক পাকিস্তান অধিনায়ক আর সাকিবের আলোচনা জমেছে বেশ। দুজনের যুগলবন্দীতে এর আগে চ্যাম্পিয়ন না হওয়া টাইগার্স এবার চাইবে ট্রফিটা উঁচিয়ে ধরতে।
দলটিকে সেই কঠিন কাজ করতে হলে অবশ্যই ব্যাটে-বলে চেনা ছন্দে দেখা দিতে হবে সাকিবকে। সাম্প্রতিক সময়ে যে ব্যাটিংয়ে সমস্যা প্রবল। রান পাচ্ছেন না ধারাবাহিকভাবে। দেশের মাটিতে হোক বা বিদেশে, সাাকিবের ব্যাটে বড় নাই। বোলিংটাও যেন কিছুটা অচেনা। নেই সেই চেনা ছন্দ। আবুধাবি টি-টেন তাই সাকিবের জন্য বড় এক পরীক্ষার মঞ্চই হতে যাচ্ছে।
আরও পড়ুন
জিম আফ্রো টি-১০ এ চ্যাম্পিয়ন বাংলাদেশী মালিকানাধীন জোবার্গ বাংলা টাইগার্স |
সাকিব ছাড়াও এবার দলে আছেন রশিদ খান, দাসুন শানাকা, লিয়াম লিভিংস্টোনদের মত আন্তর্জাতিক তারকারা। আছেন সাবেক ভারত কিপার-ব্যাটার দীনেশ কার্তিকও। একই দলে সাকিব ছাড়া থাকার কথা ছিল তাওহীদ হৃদয়েরও। তবে ভিসা জটিলতায় এখনো দলের সাথেই যোগ দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাটারের।
এরপরও দল নিয়ে দারুণ আশাবাদী বাংলা টাইগার্স টিম ম্যানেজমেন্ট। বড় স্বপ্ন টুর্নামেন্ট শুরুর আগে, অপেক্ষা অধরা শিরোপা জেতার।
আরও পড়ুন
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স, বাংলা টাইগার্সের রোমাঞ্চকর জয় |
বৃহস্পতিবার থেকে শুরু এবারের আবুধাবি টি টেন। সব ম্যাচ দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসে।
টুর্নামেন্টের শুরুর দিনেই মাঠে নামবে সাকিব-রশিদদের বাংলা টাইগার্স। ৬ দলের ৪০ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে ২ ডিসেম্বর।