১১৯ বছরের ক্লাবের ইতিহাসে ক্রিস্টাল প্যালেসের প্রথম বড় সাফল্য-মর্যাদার এফএ কাপ জেতা এবং সেটাও পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে। এবেরেচি এজের দেওয়া গোলের জবাব হলান্ড-মারমুশরা মিলে দিতে পারেননি পুরো ৯০ মিনিটে। তবে তার বড় কৃতিত্বটা পাবেন ঈগলসদের গোলকিপার ডিন হেনডারসন। প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে মারমুশের নেওয়া পেনাল্টি ঠেকিয়েছেন, করেছেন ম্যাচ বাঁচানো কিছু সেভ।
তবে মাঠে থেকে যে পুরো ৯০ মিনিট খেলেছেন–সেখানে কপালের ছোঁয়া আছে বলতে হয়। মারমুশের পেনাল্টি ঠেকানোর আগে ১২ মিনিট আগেই এমন ঘটনা ঘটেছে, যেখানে তাকে দেখতে হতে পারত লাল কার্ড। হলান্ড বল নিয়ে বক্সে ঢোকার আগমুহূর্তে বলে হাত দিয়ে বসেন ২৮ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার।
আরও পড়ুন
৬ গোলের মহারণে বার্সা-ইন্তার উপহার দিলো মৌসুম সেরা ম্যাচ |
![]() |
পরিষ্কার গোলে সুযোগ বঞ্চিত করার সম্ভাবনার প্রেক্ষিতে ভিএআর হস্তক্ষেপ করলেও লাল কার্ড দেখা থেকে বেঁচে যান হেন্ডো। সেটাকে ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে সরাসরি না বললেও আকার ইঙ্গিত করেছেন মৌসুমে কোনো ট্রফি না জিতে শেষ করা পেপ গার্দিওলা।
‘ওটা রেফারিকে জিজ্ঞেস করুন,’- ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া ইন্টারভিউতে ওই সিদ্ধান্ত নিয়ে তির্যক মন্তব্য করেন পেপ। ম্যাচ শেষে হেনডারসনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতেও দেখা যায় গার্দিওলাকে।
অবশ্য এসব ঘটনাকে একদম গায়ে মাখছেন না ক্রিস্টাল প্যালেসের নাম্বার ওয়ান শট স্টপার। উল্টো বলছেন, নিজেদের ভাগ্য গড়ে নেওয়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সিটি পেয়েছিল, তাতে তারা ব্যর্থ হয়েছে। আর লাল কার্ড দেওয়া-না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মাথাও ঘামাচ্ছেন না হেনডারসন, কারণ শিরোপাটা তারা জিতেই ফেলেছেন।
‘বল বক্সের ভেতর ঢুকে গিয়েছিল আর আমি জানতাম এতে কোনো অসুবিধা নেই–আর কার কী যায় আসলো! আর পেনাল্টিটাতো হলান্ডও নিতে পারত। ও মারমুশকে দিয়ে দিল আর আমি জানতাম ও কোন দিকে বলটা মারবে।’
আরও পড়ুন
জয় দিয়েই মৌসুম শেষ করতে হবে, শিষ্যদের বার্তা ফ্লিকের |
![]() |
২০ মিলিয়ন ডলার ট্রান্সফার ফিতে ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টাল প্যালেসে এসেছিলেন ডিন হেনডারসন। এবছরের শুরুতে বাবাকে হারিয়েছেন। তবে ক্রিস্টাল প্যালেসের ঐতিহাসিক এফএ কাপ জয়ের দিন বাবার আশীর্বাদ অনুভব করেছেন ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হেনডারসন।
২০ জুন ২০২৫, ১২:১৮ পিএম
১৯ জুন ২০২৫, ৭:৫১ পিএম
১৮ জুন ২০২৫, ৭:২৬ পিএম
১৭ জুন ২০২৫, ২:৪১ পিএম