১৭ সেপ্টেম্বর ২০২৪, ৫:৩৩ পিএম
অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের মহারণ। মঙ্গলবার রাত থেকে মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টটি। প্রথম দিনেই দেখা মিলবে বেশ কিছু বড় ক্লাবের ম্যাচ। যেখানে রয়েছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল বা ইন্তার মিলানের মত শীর্ষ ক্লাবগুলো। নতুন মৌসুমে নতুন আঙ্গিকে তাদের শুরুটা কেমন হয়, সেদিকেই তাকিয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকরা।
মঙ্গলবার রাতে সব মিলিয়ে মাঠে গড়াবে ছয়টি ম্যাচ। প্রথম দিনে কোন দল কার বিপক্ষে খেলবে এবং দলগুলোর খুঁটিনাটি কী, লড়াইয়ে কোন দল এগিয়ে আছে, সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
লিভারপুল-এসি মিলান
প্রথম দিনের সবচেয়ে বড় ম্যাচই এটি। ভিন্নভাবে বললে ২০০৫ সালে ইস্তাম্বুলের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের রিপিট। সেই ফাইনাল এখনো কোটি কোটি ফুটবল সমর্থকের মনে জায়গা করে আছে। চলতি মৌসুমে অবশ্য দুই দলের সাক্ষাৎ হচ্ছে একেবারে প্রথম ম্যাচেই।
দুই দলের জন্যই এবারের আসরটা একটু ভিন্নরকম। গত মৌসুমে এসি মিলান বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই, অন্যদিকে অল-রেডরা তো গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গাই করে নিতে পারেনি।
অবশ্য লিভারপুলের জন্য এই মৌসুমটা অন্য আরেকটা কারণেও নতুন। ইয়ুর্গেন ক্লপের পর চলতি মৌসুমে তারা পা দিয়েছে আর্নে স্লটের যুগে। প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে টানা জয় পেলেও শেষ ম্যাচে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে তারা।
ম্যাচটা মাঠে গড়াবে মিলানের মাঠ সান সিরোতে।
অজানা তথ্য
রিয়াল মাদ্রিদ- স্টুটগার্ট
১৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে আবারও ফিরেছে জার্মান ক্লাব স্টুটগার্ট। লম্বা সময় পর তাদের ফেরাটা হচ্ছে বেশ রোমাঞ্চকর। সান্তিয়াগো বার্নাব্যু-তে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ দিয়েই তারা শুরু করবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন যাত্রা। যা নিয়ে দলটির কোচ ও খেলোয়াড়দের মধ্যে কাজ করছে বাড়তি রোমাঞ্চ।
ঘরের মাঠে ‘পুঁচকে’ স্টুটগার্ট রিয়ালের জন্য খুব একটা হুমকি হুওয়ার কথা না। লা লিগায় শুরুটা নড়বড়ে হলেও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ সবসময়ই ভিন্ন। ঘরের মাঠে টানা ১৩ ম্যাচ ধরে অপরাজিত থাকা কার্লো আনচেলত্তির দল সেই ধারা বজায় রাখতে মুখিয়ে থাকবে। চোটে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেলেও রিয়াল কোচ আনচেলত্তি জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফিরতে পারেন মিডফিল্ডার জুড বেলিংহাম ও ডিফেন্ডার এদের মিলিতাও।
যা জানতে চাইবেন
বায়ার্ন মিউনিখ–দিনামো জাগরেব
দুই দল শেষবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল ২০১৫ সালে। সেবার বায়ার্ন মিউনিখ ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল দিনামো জাগরেবকে। লম্বা সময় পর দেখা হলেও প্রথম ম্যাচে ফেভারিটের তকমাটা থাকছে বায়ার্নের গায়েই।
গেল মৌসুমে বাভারিয়ানসরা সেমিফাইনালে রিয়ালের সাথে হেরে বাদ পড়েছিল। চলতি মৌসুমে দলটির দায়িত্ব নিয়েছেন সাবেক বেলজিয়াম অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। নতুন কোচের অধীনে নতুন ফরম্যাটে নতুন শুরুটা কেমন হয় সেদিকেই নজরটা থাকবে সবার।
যা জানতে চাইবেন
য়্যুভেন্তুস–পিএসভি আইন্দহফেন
এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে য়্যুভেন্তুস। ঘরের মাঠে প্রথম ম্যাচে তারা লড়বে ডাচ ক্লাব পিএসভি আইন্দহফেনের বিপক্ষে। যারা কিনা গেল মৌসুমে শেষ ষোলোতে ডর্টমুন্ডের সাথে হেরে বিদায় নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। এবারও তারা আছে ভালো ছন্দে। শেষ কোনো ম্যাচ হেরেছে গত মার্চে। অন্যদিকে য়্যুভেন্তুসও নতুন কোচ থিয়াগো মাত্তার অধীনে শুরু করতে যাচ্ছে নতুন অধ্যায়ের।
যা জানতে চাইবেন
ইয়ং বয়েজ–অ্যাস্টন ভিলা
চোট সমস্যায় বেশ বেগ পেতে হচ্ছে ইয়াং বয়েজকে। তবে ঘরের মাঠে খেলা যা সুইস ক্লাবটার জন্য বড় পাওয়া। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর থেকে চলতি মৌসুমেই প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতাটাতে খেলবে অ্যাস্টন ভিলা। উনাই এমরির দল অভিষেকের আগে অবশ্য আছে ভালো ফর্মেই। লিগে ৪ ম্যাচে তিন জয় আর এক হারে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে তারা।
যা জানতে চাইবেন
স্পোর্টিং লিসবন–লিল
টানা পাঁচ জয়ে লিগে শুরুটা দারুণ করেছে লিসবন। এবার পালা সেই ধারা ধরে রাখা চ্যাম্পিয়ন্স লিগে। যেখানে তারা প্রথম ম্যাচে লড়বে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে। নিজেদের শেষ দুই ম্যাচে হেরে চাপে থেকেই স্পোর্টিং লিসবনের বিপক্ষে খেলতে নামবে তারা।
যা জানতে চাইবেন
১৩ নভেম্বর ২০২৪, ৬:৫৮ পিএম
আরেকবার গোল করতে না পারার আক্ষেপ সঙ্গী বাংলাদেশ। আরেকবার ঘরের মাঠে হার বাংলাদেশের। মালদ্বীপের সাথে বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার ০-১ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।
২০২১ সালের ১৩ নভেম্বরে ১৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কলম্বোতে মালদ্বীপকে হারিয়েছিল ২-১ গোলে। তবে আরেকবার সেই ১৩ নভেম্বরে মালদ্বীপকে ঘরের মাঠে পেয়ে হারাতে পারেনি বাংলাদেশ।
গেলো বছরের অক্টোবরে এই কিংস অ্যারেনায় মালদ্বীপকে বাংলাদেশ হারিয়েছিল ২-১ গোলে। এবার আর পারেনি স্বাগতিকরা। আক্ষেপ ঐ গোল না পাওয়াই।
আরও পড়ুন
হাফ ডজন অ্যাটাকের বাংলাদেশের হাফ-টাইমে মালদ্বীপের গোল |
প্রথমার্ধের দারুণ ফুটবল খেলেও গোল পায়নি বাংলাদেশ। উল্টো ১৮ মিনিটে ফাঁকায় হেড গোলে বাংলাদেশ দর্শকদের হৃদয় ভাঙেন এই ফরোয়ার্ড। গোলকিপার মিতুলের তাকিয়ে থাকা ছাড়া যে গোলে করার ছিলনা কিছুই।
এরপরে বার কয়েক চেষ্টা চালিয়ে গোলবারের খোঁজই মেলেনি স্বাগতিকদের।
৬৩ মিনিটে রাকিব বাঁচিয়েছেন বাংলাদেশকে। অথচ যার গোল করার উচিত ছিল। আলি ফাসিরের গোল না হওয়ার পুরো কৃতিত্ব রাকিবের।
৬৪ মিনিটে হাভিয়ের কাবরের আনেন তিন পরিবর্তন। যদিও তিন পরিবর্তন কাজের কাজ কিছুই করতে পারেননি।
৬৯ মিনিটে শাহরিয়ার ইমনের হেড জাল খুঁজে পায়নি। ৭৮ মিনিটে মোরসালিনও খুঁজলেন জাল তবে গল্পটা ঐ একই।
৮৬ মিনিটে মালদ্বীপ গোলকিপারের দারুণ সেইভে রক্ষা পায় সফরকারীরা। মোরসালিনের গোল না পাওয়ার পুরো কৃতিত্ব মালদ্বীপ গোলকিপার হুসেন শরিফের।
আরও পড়ুন
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বসুন্ধরায় মেমোরিয়াল কাপ |
৯০ মিনিটে আবারও বাংলাদেশ সামনের বাধার নাম ঐ শরিফ। রাকিবের এগিয়ে যাওয়া বলে মালদ্বীপ গোলকিপার ঠেকালেন দারুণভাবে। যোগ করা সময়েও রাকিবের গোল পাওয়া হয়নি।
পরের ম্যাচটা ১৬ নভেম্বর সন্ধ্যা ছয়টায় একই মাঠে নামবে দুদল। যেখানে বাংলাদেশের মেটাতে হবে গোল ক্ষুধা।
ঘরের মাঠে মালদ্বীপকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচের প্রথমার্ধে দারুন ফুটবল খেললেও কাজের কাজ গোলটা পাওয়া হয়নি বাংলাদেশের। তবে ঠিকই প্রথমার্ধে গোল আদায় করে নেয় সফরকারীরা।
কোচ হাভিয়ের কাবরেরা আজ প্রথম একাদশে রেখেছেন বাংলাদেশ পুলিশের মিডফিল্ডার কাজেম শাহ কিরমানিকে। আনিসুর রহমান জিকো থাকলেও কোচের আস্থা মিতুল মারমায়। সাথে একাদশে অভিষিক্ত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী শাকিল আহাদ।
আরও পড়ুন
যেভাবে পাবেন বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের টিকিট |
প্রথম পাঁচ মিনিটে অ্যাটাকিং বাংলাদেশের দেখাই মিলেছে। শেখ মোরসালিনের হেড ততক্ষণে বসুন্ধরা কিংস অ্যারেনার দর্শকদের দিচ্ছিল আশার বাতাস। গেলো এক বছরের গোল আক্ষেপের বাংলাদেশ কী তবে এবার পাবে গোল?
১৩ মিনিটে ছোট কর্ণারে এগিয়ে যাওয়ার পথেই ছিল মালদ্বীপ। মিতুলের হাত ফসকে গেলেও গোলটা জালে জড়ায়নি বাংলাদেশ ডিফেন্ডারদের কল্যাণে।
পরের মিনিটে বাংলাদেশের হয়ে নিজের পঞ্চম গোলটা করা হয়নি রাকিব হোসেনের। হেডে গোল মিসের আক্ষেপের রাকিবকে দেখে বোঝাই যাচ্ছিল, গোলটা করা উচিত ছিল!
ম্যাচের ডেডলক ভাঙা গোল আলি ফাসিরের। ১৮ মিনিটে ফাঁকায় হেড গোলে বাংলাদেশ দর্শকদের হৃদয় ভাঙেন এই ফরোয়ার্ড। গোলকিপার মিতুলের তাকিয়ে থাকা ছাড়া যে গোলে করার ছিলনা কিছুই।
আরও পড়ুন
জয়ের লক্ষ্য রেখেই মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, বললেন কাবরেরা |
ঠিক পরের মিনিটে গোল শোধের সুযোগ পেলেও কাজের কাজ গোল পাওয়া হয়নি বাংলাদেশের।
২৯ মিনিটে ম্যাচে সেরা সুযোগটা পেয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। হাফভলি বলে ফাহিমের চেষ্টা ছিক দেখার মতো। তবে এমন দারুণ শটেও আক্ষেপ বলের জাল খুঁজে না পাওয়া।
৩৪ মিনিটে আবারও সুযোগ বাংলাদেশের। রাকিবের বল দারুণভাবে ব্লক করেছেন মালদ্বীপ ডিফেন্ডার ইরুফান।
আরও পড়ুন
১ বছর ফুটবলের বাইরে থাকা মালদ্বীপকে আনছে বাংলাদেশ |
প্রথমার্ধের ঠিক আগে সোহেল রানার দারুণ সুযোগ ঠেকিয়ে দেন মালদ্বীপ গোলকিপার। প্রথমার্ধে দারুণ খেলা বাংলাদেশ কী পারবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে?
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে