পিএসজির দায়িত্ব নিয়ে শুনিয়েছিলেন শহর হিসেবে প্যারিসের প্রতি ভালোবাসা আর আবেগের কথা। যেখানে লুইস এনরিক স্মরণ করেন তার প্রয়াত কন্যা এক্সানার কথা, যিনি মাত্র ৯ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে। মেয়ের জন্য তাই পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চেয়েছিলেন স্প্যানিশ এই কোচ। শেষ পর্যন্ত প্রথম মৌসুমেই সেটা অর্জন করেছেন এনরিকে, যা তার পাশাপাশি পুরো মিউনিখের অ্যালিয়ান্জ অ্যারেনায় তৈরি করে অন্যরকম আক আবহ।
ঘটনাটির প্রেক্ষাপট জানতে ফিরে যেতে হবে ২০১৫ সালে। সেবার বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জয় এনরিকে তার মেয়ে এক্সানাকে নিয়ে মাঠে উদযাপন করেছিলেন। সেখানে এক পর্যায়ে এক্সানা মাঠে বার্সেলোনা পতাকা গেঁথে দেন, যা পরে হয়ে ওঠে ফুটবলের একটি স্মরণীয় মুহূর্ত।
আরও পড়ুন
আমাদের লক্ষ্য ছিল ইতিহাস গড়ার : এনরিকে |
![]() |
কারণ, এর চার বছর পর ২০১৯ সালে ৯ বছর বয়সে এক্সানা হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। কন্যার মৃত্যুর শোকে এনরিকে ছেড়ে দেন স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে আসেন।
বিরতি কাটিয়ে আবার কোচিংয়ে ফেরা এনরিকে এই মৌসুমে নেন পিএসজির দায়িত্ব। ইন্তার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে বলেন,
“আমার কাছে ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্লিনে তার (এক্সানা) অসাধারণ একটা ছবি আছে, যেখানে সে বার্সেলোনা পতাকা গেঁথে দিচ্ছে। আমি আশা করি পিএসজির হয়েও আমি সেই কাজটা করতে পারব। শারীরিকভাবে সে মাঠে না থাকলেও মিশে থাকবে আমার আত্মায়।”
কথা রাখেন এনরিকে। ফাইনালে ইন্তারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। ম্যাচের পর এনরিকে তার প্রয়াত মেয়ের স্মরণে একটি বিশেষ টি-শার্ট পরেন, যেখানে ২০১৫ সালের এক্সানার সেই বার্সেলোনার পতাকা গেঁথে দেওয়ার ছবি ছিল।
পিএসজির সমর্থকরাও ধারণ করেন এক্সানাকে। স্টেডিয়ামের একটা অংশে তারা তুলে ধরে এনরিকে ও এক্সানার ২০১৫ সালের ফাইনালের সে ছবিটির বিশাল এক পোস্টার, যা সামাজিক যোগাযোগধ্যমে প্রশংসা কুড়াচ্ছে বেশ।
২০ জুন ২০২৫, ১২:১৮ পিএম
১৯ জুন ২০২৫, ৭:৫১ পিএম
১৮ জুন ২০২৫, ৭:২৬ পিএম
১৭ জুন ২০২৫, ২:৪১ পিএম