দিনের হিসেবে একদিন, তারপরেই বেজে যাবে ইউরো শুরুর ঘণ্টা। ইউরোর উদ্দেশ্যে জার্মিনিও সেজেছে নতুন রূপে। ২০০৬ বিশ্বকাপের পর আবারও দেশটিতে শুরু হতে যাচ্ছে ফুটবলীয় মহরণ। তার আগে কাঁটাছেড়া করে নেওয়া যাক গ্রুপ গুলোর।
দ্বিতীয় পর্বে থাকছে গ্রুপ ‘সি’ :
ইংল্যান্ড
দারুণ ফুটবলে সবশেষ আসরে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড। শক্তিমত্তার বিবেচনায় এবারও তারা শিরোপার অন্যতম দাবিদার। গ্যারেথ সাউথগেটের হাতে আছে দারুণ একটা স্কোয়াড। মিডফিল্ড কিংবা আক্রমণভাগ সমখানেই তারকার ছড়াছড়ি। লা লিগা কিংবা প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলারদের জায়গাও ইংল্যান্ড দলেই। তবে দলটির মূল সমস্যা ডিফেন্সে। তার মাঝে হ্যারি ম্যাগুয়েরের ছিটকে যাওয়া যুক্ত হয়েছে বাড়তি চিন্তা। তবে হ্যারি কেইন, জুড বেলিংহামদের নিয়ে গড়া ইংল্যান্ড দলকে ধরা হচ্ছে অন্যতম ফেভারিট হিসেবেই।
ডিফেন্সে তারা কেমন করবে সেটাই হয়তো শেষ পর্যন্ত গড়ে দিবে ইংল্যান্ডের ভাগ্য। তবে গ্রুপ ‘সি’ তে অন্তত সেরা হয়ে শেষ ষোলোতে যাওয়ার কথা ইংলিশদের।
ডেনমার্ক
গেল আসরে সবাইকে চমকে দিয়েছিল ডেনমার্ক। পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। তবে ইংল্যান্ডের বাঁধা টকপানো হয়নি তাদের। এবার অবশ্য ডেনিশ দলকে নিয়ে তত বড় আশা তাদের সমর্থকরাই দেখছেন না। কোচ ক্যাসপার হুলমান্দের ঘোষিত দল নিয়েও তৈরি হয়েছে সমালোচনা। তরুণদের তুলনায় অভিজ্ঞদের দিকে ঝুকা নিয়ে সমালোচনা হয়েছে বেশ।
দলের মূল তারকা ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রাজমুস হয়লুন ও মিডফিল্ডে তার আরেক সতীর্থ ক্রিস্টিয়ান এরিকসেন। গ্রুপে সেরা দুইয়ে থেকে তাদের শেষ করার সম্ভাবনাই বেশ।
সার্বিয়া
স্বাধীন দেশ হিসেবে প্রথমবারের মতো ইউরো খেলবে সার্বিয়া। শক্তিমত্তার বিচারে গ্রুপ পর্ব পার করা তাদের জন্য কঠিনই বটে। দলের মূল তারকা জুভেন্টাস স্ট্রাইকার দুসান ব্লাহোভিচ, আর মিডফিল্ডে সার্গে মিলিঙ্কোভিচ সাভিচ।
স্লোভেনিয়া
২০০০ সালের পর এই আসর দিয়ে ইউরোতে দ্বিতীয়বারের মতো খেলবে স্লোভেনিয়া। গোল কিপারের দায়িত্ব থাকবে বিশ্বফুটবলের অন্যতম নাম জন ওবালক। সেই সাথে স্ট্রাইকিং পজিশনে মূল নজর কাড়বেন বেনজামিন সেসকো। গ্রুপে তৃতীয় হয়েই দলটির শেষ করার সম্ভাবনা বেশি তাদের। তবে সামর্থ্য আছে চমক দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ারও।
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে