একজন লিওনেল মেসি, একজন স্বপ্নদ্রষ্টা। কোটি সমর্থকদের আশার আলো, যার জায়গা কেবলই হৃদয়ে। যার জন্য ঘন্টার পর ঘন্টা করা যায় ঝগড়া, যাকে সেরা প্রমাণ করতে গিয়ে নষ্ট হয়েছে যে কত সম্পর্ক!
ফুটবল মাঠে যার তুলনা শুধু তিনিই। ৫ ফুট ৭ ইঞ্চির একটা লোক। দেহের গঠনেও খুব একটা শক্তপোক্ত না। তারপরও দুনিয়ার সব কেন্দ্রে এই লোকটাকে সবাই চেনে। যাকে অনেকেই মানেন ফুটবলের সর্বকালের সেরা। যার জন্য সীমা ছাড়ায়। যার খেলা দেখতে কত পাগলামিই না চলে।
মাঠে নামার আগেই যাকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা। সেই ছোট্ট ছেলেটাই এখন মেসি। পরেন ১০ নম্বর জার্সি। যার বাঁ পা-কে মানুষ জাদুঘরে রাখতে বলে। যে বাঁ পা অনেকটা চুম্বকের মতো। একবার বলটা পেলে আর ছাড়তে চায় না। এমন একজন জাদুকরকে ভালো না বেসে উপায় কী?
আরও পড়ুন: কানাডার সাথে জয় সহজ হবে না, জানতেন মেসি-স্কালোনি
বার্সেলোনায় রোনালদিনিয়োর কাঁধে চড়ে শুরুটা হয়েছিল। এরপর কত গল্প কত অপমান, কত হাসি, কত তামাশা। কত রেকর্ড, আবার টানা তিন ফাইনাল হারের বেদনা। সেই কষ্টে অবসর, আবার ফিরে আসা। এরপর? ‘পারফেক্ট ইন্ডিং’। যাকে বলা যায় গ্রেটেস্ট ইন্ডিং অফ অল-টাইম।
২৮ বছর পর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ঘরে তুললেন আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপা। যেই মারাকানায় জার্মানরা হৃদয় ভেঙেছিল, সেখানেই শিরোপা উদযাপন। অভিষেকের পর থেকে আর্জেন্টিনা জার্সিতে শিরোপার যেই ক্ষুধা নিয়ে ঘুরে বেড়িয়েছেন, সেটি মারকানায় এসে মিটিয়েছেন।
শিরোপাটা এখন জেতা হয়ে গেছে। এবার মেসি খেলবেন শুধুই আনন্দ দেওয়ার জন্য। পাশে পেয়েছেন দারুণ একটা দল, যারা খেলতে নামেন ঐ এক মেসির জন্যই তো। যারা রাত জেগে কিংবা পেছনে মেসির জার্সি পরে ঘুরে বেড়িয়েছেন তারাই হয়েছেন সতীর্থ।
একেকজন মেসির জন্য যেন প্রাণটা দিয়ে দিবেন। কাতারে গিয়ে দিয়েছেন প্রমাণ। একের পর এক রোমাঞ্চ ছড়িয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন বিশ্বকাপ। ৩৬ বছরের অবসাধ, একটা জাতির বেদনা, কষ্ট সবই মিটিয়েছেন লুসাইলে।
তাইতো পিটার ডুরির মতো করে বলতে হয় ‘লিওনেল মেসি শেকেন হ্যান্ড উইথ প্যারাডাইজ’। আর তো কিছু বাকি রাখলেন না। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যেখানে জায়গা কেবলই সেরাদের।
কত কিছুই তো পাইয়ে দিলেন মেসি। তবে আফসোস তারও হয়তো আছে। দিয়াগো ম্যারাদোনা যে এই সব সাফল্যের কিছুই দেখে যেতে পারেননি। আর্জেন্টিনার ঈশ্বর যে বড় দুংখ নিয়েই ছেড়েছেন দুনিয়া। হয়তো ফুটবলের স্বর্গ থেকে সবই দেখেছেন প্রিয় ম্যারাদোনা। হয়তো পাশে থাকা বন্ধুদের বলছেন, ‘আমি নেই তো কি হয়েছে তোমাদের জন্য এই মেসিকে তো রেখে এসেছি।’
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে