অস্ট্রেলিয়ার পেশাদার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে নাম লেখালেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৫তম মৌসুমে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ভারতের ইতিহাসে প্রথম ক্রিকেটার (পুরুষ) হিসেবে বিবিএলে খেলবেন অশ্বিন। এর আগে উন্মুক্ত চাঁদ ও নিখিল চৌধুরী বিগ ব্যাশে খেললেও জাতীয় দলের জার্সি পরা হয়নি তাদের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম, দেশটির জাতীয় দল কিংবা ঘরোয়া অর্থাৎ যেকোনো পর্যায়ের ক্রিকেটে যুক্ত ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে অংশ নিতে পারবেন না। তবে অশ্বিন এ বছর ভারতের সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বৈশ্বিক লিগে খেলতে তার বাধা রইল না।
আরও পড়ুন
ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত নোংরামি কখনও হয়নি: তামিম |
![]() |
অশ্বিন বলেন,
'থান্ডার শুরু থেকেই জানিয়ে দিয়েছে তারা আমাকে কীভাবে ব্যবহার করবে। ডেভিড ওয়ার্নারের মানসিকতার সঙ্গে আমার মিল রয়েছে। তার সঙ্গে কথা হয়েছে।’
বিগ ব্যাশের শুরু থেকে পাওয়া যাওয়া না অশ্বিনকে। সে সময় সংযুক্ত আরব আমিরাতে আইএলটি২০ খেলবেন তিনি। জানুয়ারির শুরুতে থান্ডারের হয়ে মাঠে নামবেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর হোবার্ট হারিকেনসের বিপক্ষে প্রথম ম্যাচ সিডনি থান্ডারের।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট তুলেছেন অশ্বিন। টেস্টে তার উইকেট সংখ্যা ৫৩৭টি। আর আইপিএলে ১৮৭ উইকেট।
No posts available.
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৮ পিএম
শেখ মেহেদি হাসানের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে বড় শটের চেষ্টায় মিড অফে ক্যাচ দিলেন সাইম আইয়ুব। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারলেন না পাকিস্তানি ব্যাটার। একইসঙ্গে তিনি গড়লেন শূন্যের এক বিব্রতকর রেকর্ড।
ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো এশিয়া কাপে এ নিয়ে ছয় ম্যাচের চারটিতেই ‘ডাক’ মেরেছেন সাইম। যার ফলে এখন আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে কোনো টুর্নামেন্টে এটিই সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড।
এর আগে গ্রুপ পর্বের তিন ম্যাচে ওমান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। সুপার ফোরে এসে ভারতের বিপক্ষে ২১ ও শ্রীলঙ্কার সঙ্গে ২ রান করতে পারেন ২৩ বছর বয়সী ব্যাটার।
আরও পড়ুন
বিশ্বকাপের আগে ধাক্কা খেল ভারত |
![]() |
সুপার ফোরের শেষ ম্যাচে আবারও শূন্য রানে আউট হয়ে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, তানজিদ হাসান তামিম, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও জিম্বাবুয়ের রেগিস চাকাভাকে মুক্তি দিলেন পাকিস্তানের তরুণ বাঁহাতি ব্যাটার।
২০০৯ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে ৫ ইনিংসে ৩টি ডাক মারেন ফ্লেচার। ২০১৬ সালের এশিয়া কাপে ৫ ইনিংসে ৩টি ডাক মারেন মাশরাফি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৩ বার শূন্য রানে আউট হন চাকাভা।
গত বছরের বিশ্বকাপে ৭ ইনিংস ব্যাটিং করে তিনবার খালি হাতে ফেরেন বাংলাদেশের জুনিয়র তামিম। চলতি এশিয়া কাপেও ৫ ইনিংসে দুইবার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
নারী ওয়ানডে বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেলেন দলটির পেসার অরুন্ধতী রেড্ডি। চোট এতটাই গুরুতর যে হুইলচেয়ারে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।
ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইটের ক্যাচ নেওয়ার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান রেড্ডি। তড়িৎ চিকিৎসকরা ছুটে যান মাঠে। প্রাথমিক চিকিৎসার পর হুইলচেয়ার মাঠের বাইরে নিয়ে যাওয়া তাকে। ওয়ানডে বিশ্বকাপে রেড্ডির অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আরও পড়ুন
ছন্দময় তাসকিনের দারুণ সেঞ্চুরি |
![]() |
গত বছর ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হয় রেড্ডির। জাতীয় দলের জার্সিতে ১১ ম্যাচ ১৫ উইকেট তুলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজে ২ ম্যাচে ৪ উইকেট নেন রেড্ডি। চলতি বছরে ৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ৭।
২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে রানারআপ ভারত এবার ঘরের মাঠে শিরোপার লক্ষ্যে নামছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে ২-১ ব্যবধানে হারের পর কিছুটা চাপে তারা। এমন সময়ে অরুন্ধতী রেড্ডির চোট মড়ার উপর খাঁড়ার ঘা বলা যায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত কয়েক মাস ধরেই দারুণ সময় পার করছেন তাসকিন আহমেদ। সেই ধারাবাহিকতায় এবার অসাধারণ এক অর্জন ধরা দিল তার ঝুলিতে। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি করে ফেললেন অভিজ্ঞ পেসার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে আউট করে মাইলফলক স্পর্শ করেন ৩০ বছর বয়সী পেসার। ৯৯ উইকেট নিয়ে ম্যাচটি খেলতে নেমেছিলেন বাংলাদেশের এই পেস বিভাগের নেতা।
একশ উইকেটের মাইলফলক ছুঁতে ৮২ ম্যাচ ও ৮০ ইনিংস লাগল তাসকিনের। বাংলাদেশের বোলারদের মধ্যে এই ফরম্যাটে তার আগে একশ উইকেট নিতে পেরেছেন শুধু সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন
মারুফার তোপ থেকে বৃষ্টি বাঁচাল প্রোটিয়াদের |
![]() |
পাকিস্তান ম্যাচের আগপর্যন্ত মুস্তাফিজের নামের পাশে ছিল ১৫০ উইকেট। আর ১৪৯ উইকেট নিয়ে ঠিক তার পরেই সাকিব।
উইকেটের সেঞ্চুরি করার পথে এখন পর্যন্ত ৩ বার ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তাসকিন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নেওয়া ১৬ রানে ৪ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। পাকিস্তান ম্যাচের আগে সবশেষ ৭ ম্যাচে তিনি নিয়েছিলেন ১৭ উইকেট।
২০১৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তাসকিনের ২০২৩ সাল পর্যন্ত ছিল মাত্র ৫২ রান। ২০২৪ ও ২০২৫ সাল মিলিয়ে এরই মধ্যে তিনি নিয়ে ফেলেছেন ৪৮ উইকেট। গত বছর ১৯ ম্যাচে নিয়েছিলেন ৩০ উইকেট। চলতি বছর এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৮ উইকেট তার।
সব মিলিয়ে ১০০ উইকেট নেওয়া বিশ্বের ২৬তম বোলার তাসকিন। এই তালিকায় সবার ওপরের নামটি আফগানিস্তানের রশিদ খানের। এখন পর্যন্ত ১০৩ ইনিংসে ১৭৩ উইকেট পেয়েছেন আফগানদের এই তারকা লেগ স্পিনার।
নারী বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর। তার আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী আট দল। বাংলাদেশ নারী দল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে আম্পায়ার।
কলম্বোতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া আধিনায়ক লরা ওলভার্ট। ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা পালে শুরুতেই ধাক্কা লাগে। পেসার মারুফা আক্তারের বলে বোল্ড হয়ে দলকে বিপদে ফেলেন লরা। এরপর আর অস্বস্তি থেকে বের হতে পারেনি প্রোটিয়া নন্দিনীরা। মূলত তাদের চেপে ধরেন মারুফা। অ্যানরি ডার্কসেনকে ফেরান খানিকবাদে। দুই রানের বেশি করতে পারেননি ডান হাতি এই ব্যাটার।
আরও পড়ুন
১৫ ক্লাবের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তামিম |
![]() |
মারুফার সঙ্গে পাল্লা দিয়ে মারিজান ক্যাপকে ফেরান নাহিদা আক্তার। দলীয় ৪৪ রানে ফেরেন তিনি। তবে এরপরই বৃষ্টির হানা। তাতে অন্তত রক্ষা প্রোটিয়াদের।
মারুফা ৪ ওভার তোপ তাগিয়ে তোলেন ২ উইকেট। রান খরচ করেন ৮টি।
বাংলাদেশ তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ২৭ সেপ্টেম্বর। নিগার সুলতানাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বিসিবির আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচনকে সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তবে বৃহস্পতিবারই প্রথম তিন সদস্যের নির্বাচন কমিশনের সঙ্গে পরিচিত হতে পেরেছে গণমাধ্যম। খসড়া ভোটার তালিকার উপর দিনব্যাপী শুনানী শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারা।
এদিন অভিযোগকারীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সামনে শুনানীতে হাজিরা দিয়েছেন ৩২ জন। যার মধ্যে ৪ জন জেলাও বিভাগীয় ( ক্যাটাগরি-১) পর্যায়ের। অন্য ২৮টির মধ্যে দুদকের এনফোর্সমেন্ট টিমের সুপারিশের আলোকে খসড়া ভোটার তালিকায় নাম না থাকা ১৫ ক্লাবের প্রতিনিধি, নির্ধারিত সময় পেরিয়ে কাউন্সিলর ফরম প্রেরণ করা বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ।
আরও পড়ুন
বিগ ব্যাশে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন অশ্বিন |
![]() |
বিসিবির বিদ্যমান গঠণতন্ত্র লঙ্ঘন করে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলরশিপ পেয়েছেন বলে তামিম ইকবালের বিপক্ষে বুধবার অভিযোগ দাখিল করেছিলেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। সাদা কাগজে লেখা তার এই অভিযোগ গ্রহন করেনি সেদিন নির্বাচন কমিশনের প্রতিনিধি। তারপরও শুনানীতে হাজিরা দিয়ে এই ইস্যুতে গণমাধ্যমের সঙ্গ কথা বলেছেন তামিম ইকবাল। বলেছেন-
‘যিনি আমার নামে অভিযোগ করেছেন, তিনিই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছেন যে, আমি কমপ্লেইন করিনি। আমি সাইন করিনি। যে বা যারা আমার বিপক্ষে অভিযোগ এনেছেন, তারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, ওখানে কিন্তু দুটি জিনিস উল্লেখ করা আছে। অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার। আমি যে অর্গানাইজার না, এটা কেউ প্রমাণ করতে পারবে? আমি তিনটা টিম ওন করি। দুইটা টিমের কমিটিতে আছি। আমার বিপক্ষে যে আপত্তি তোলা হয়েছে, তাতে লিখা আছে আমার সাথে ওল্ডডিওএইচএসের কোন সম্পর্ক নেই। প্লিজ আমি যে কাগজ জমা দিয়েছি, সেখানে দেখেন আমি ওল্ডডিওএইচএসের কমিটিতে আছি কি না!’
আরও পড়ুন
ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত নোংরামি কখনও হয়নি: তামিম |
![]() |
সাবেক ক্রিকেটার না হলে বিসিবির কাউন্সিলর হওয়া যাবে না বলে তার বিপক্ষে যে অভিযোগ তোলা হয়েছে, সেই অভিযোগ খন্ডন করেছেণ তামিম-
‘সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা গঠনতন্ত্রে নেই। আমার অফিসিয়াল রিটায়ারমেন্ট বা অবসরের আনুষ্ঠানিক ঘোষণা করতে হবে, এমন কোনো কথাও লিখা নেই গঠনতন্ত্রে। অবসরের ঘোষণা দিয়ে খেলা ছাড়াই যদি মানদণ্ড হতো এবং বিসিবির গঠনতন্ত্রে যদি সেটাই লিখা থাকতো যে, নির্দিষ্ট দিনক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অবসর না নিলে সাবেক ক্রিকেটারের তকমা গায়ে লাগবে না, তাহলে বিসিবি বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ‘সি’ ক্যাটাগরিতে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে কাউন্সিলর হওয়া মোহাম্মদ আশরাফুলের কাউন্সিলরশিপও বৈধ নয়। আশরাফুল ভাই মাত্র ক'দিন আগে ইংল্যান্ড থেকে খেলে আসলো। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের বিসিবি প্রেসিডেন্ট। উনিও অফিসিয়ালি অবসরের কথা ঘোষণা করেননি। তারা যদি আমাকে সেভাবে ধরার চেষ্টা করেন, তাহলে তারাও ধরা খাবেন। আমি রিসেন্ট টাইমে ক্রিকেট খেলেছি ৫ মাস আগে। গঠনতন্ত্রে যদি লিখা থাকতো অমুক তারিখের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অবসরে যেতে হবে, তাহলে আমি মানতাম; কিন্তু এমন কোনো কথা লিখা নেই।’
আরও পড়ুন
বিপিএলে চোখ রেখে এনসিএলে নতুন শুরুর আশা অধিনায়কদের |
![]() |
ওল্ড ডিওএইচএস কাউন্সিলর হলেও তামিম শুনানিতে এসেছিলেন মূলত গুলশান ক্রিকেট ক্লাবের সহসভাপতি হিসেবে। দুদকের এনফোর্সমেন্ট টিমের রিপোর্টের প্রেক্ষিতে যে ১৫টি ক্লাবকে খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি, তার একটি তামিমের গুলশান ক্রিকেট ক্লাব। এই ১৫ টি ক্লাবের হয়ে তামিম শুনানীতে তার অবস্থান পরিস্কার করেছেন-
‘আমি ওনাদের স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন, এখানে ১৫টা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন না কেনো, আপনার ৩০০ ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। এই ১৫টা ক্লাব বিভিন্ন বিভাগে নিয়মিত ক্রিকেট খেলে, খেলোয়াড়দের পেমেন্ট করে। ওই টাকা দিয়েই কিন্তু তাদের একটা বছরের ৭০-৮০% আয় হয়। তাদের সঙ্গে তাদের পরিবারও জড়িত। সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। আপনাদের যদি কোনো আপত্তি থাকত, তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন?’
আরও পড়ুন
বাইশ গজে সম্পর্কের বন্ধন নাকি প্রতিদ্বন্দ্বিতার বিষবাষ্প |
![]() |
বিসিবির নির্বাচনকে সামনে রেখে সরকারের হস্তক্ষেপ নিয়ে শঙ্কিত তামিম-
‘ক্রিকেটে ১৮ কোটি মানুষের আবেগ জড়িত। এখানে এই নোংরামিগুলো করবেন না। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। এই মুহূর্তে যে সরকার আছে, এই সরকারের দায়িত্বের মধ্যে কি এটা নাই যে সংস্কার করা? সরকারের একটা অংশ যদি এভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে এটা কি একটা ভালো উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে?’
নির্ধারিত সময় পেরিয়ে আড়াই ঘন্টা পর বিসিবির সাবেক সভাপতির কাউন্সিলর ফরম গৃহিত হওয়ায় ১২টি ক্লাবের আপত্তির শুনানীতে লিখিত যৌক্তিক কারণ উপস্থাপন করেছে ফারুক আহমেদ। আইনগত জটিলতা থাকায় ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রেঞ্জার্স ক্রিকেট একাডেমী পেয়েছে কাউন্সিলর ফরম। ওই দিন রাত ৯টায় অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পরিষদের সভার আগে ফরম জমা দেয়ার যে নির্দেশনা দেয়া হয়েছে বিসিবি থেকে, সেই নির্দেশনা অনুযায়ী ফরম জমা দিয়েছেন বলে লিখিত ব্যাখ্যায় জানিয়েছেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আলী খান পুরো ঘটনার স্বাক্ষী বলে লিখিত ব্যাখ্যায় জানিয়েছেন ফারুক আহমেদ।
আরও পড়ুন
‘আম্পায়ার ভুল করতেই পারেন’, ফাখারের ক্যাচের ব্যাপারে পাকিস্তান অধিনায়ক |
![]() |
এদিন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মিশু আলী সুহাস, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সৈয়দ ফজলে এলাহী, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম এবং সিরাজগঞ্জের মামুন সশরীরে নির্বাচন কমিশনের সামনে শুনানীতে হাজিরা দিয়েছেন।
তামিম ইকবালের বিরুদ্ধে ভুতুড়ে অভিযোগ গৃহিত হয়নি। সংবাদ সম্মেলনে তা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেইন-
‘আমরা এ ব্যাপারে একটি আপত্তি পেয়েছি। তবে যিনি এই আপত্তি জানিয়েছেন, তিনি আজ শুনানিতে উপস্থিত থেকে বিষয়টি উত্থাপন করেননি। আমরা তাঁকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেছি। সঙ্গত কারণে আপত্তিটি আর আমলে নেয়া হবে না।’
শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। সে কারণেই যে ১৫টি ক্লাবের কাউন্সিলরদের নাম ভোটার তালিকায় ওঠেনি, গণমাধ্যমের কৌতুহল ওই ১৫টি ক্লাবকে ঘিরে। এ ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে নিজেদের মধ্যে কথা বলে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে চান প্রধান নির্বাচক-
‘১৫টি ক্লাবের ব্যাপারে যে অভিযোগ উঠেছে,সে ব্যাপারে আমরা তাদের আইনজীবী, মালিক ও কাউন্সিলরদের বক্তব্য শুনেছি। আমরা প্রত্যেকের বক্তব্য নোট নিয়েছি এবং সেগুলো পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেব।’
নির্বাচন কমিশনের তিন সদস্যের একজন অতিরিক্ত আইজিপি ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান সিবগাত উল্লাহ পুলিশ এসি ক্লাবের ভোটার। নির্বাচন কমিশনে এমন একজনকে রাখা হলে সেই নির্বাচন প্রভাবমুক্ত হবে কীভাবে ? এ প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশন বলেছেন-
‘বিসিবির নির্বাচনে আগে রিটার্নিং, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা বিসিবির কর্মী হতেন। কিন্তু এবার বিসিবির বাইরে থেকে এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছি এবং কোনো চাপের মধ্যে নেই।’