২৯ অক্টোবর ২০২৪, ১:৪৩ পিএম
মঞ্চটা ভিনিসিয়ুস জুনিয়রের জন্যই যেন প্রস্তুত ছিল মাসখানেক ধরে। এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড, এটা সবাই একরকম ধরেই নিয়েছিলেন। ব্রাজিলিয়ানরাও তাতে আশায় বুক বেঁধেছিল, কারণ ২০০৭ সালের পর যে দেশটির আর কেউই বর্ষসেরার এই পুরস্কার জিততে পারেননি। তবে নাটকীয়ভাবে শেষ পর্যন্ত ভিনিসিয়ুসকে টপকে ব্যালন ডি’অর জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এতে অনেকের মত চটেছেন রিচার্লিসন। ব্রাজিল ফরোয়ার্ড মনে করেন, তার স্বদেশীর সাথে রীতিমত অন্যায় করা হয়েছে।
গত বছর রিয়ালের জার্সিতে স্বপ্নময় একটা সময় কাটান ভিনিসিয়ুস। জেতেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। ২৬টি গোল করার পাশাপাশি গোল করান ১৩টি। চ্যাম্পিয়ন্স লিগের হন সেরা খেলোয়াড়রা। কোপা আমেরিকা ভালো না গেলেও তাই ভিনিসিয়ুসকেই ব্যালন ডি’অরের জন্য ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল।
তবে সেটা না হওয়ায় কোটি কোটি রিয়াল ও ব্রাজিল সমর্থকদের মত হতাশা ঘিরে ধরেছে রিচার্লিসনকেও। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে প্রকাশ করেছেন ক্ষোভ।
“এতদিন পর আমাদের দেশের অন্য একজন খেলোয়াড়কে বিশ্বের সেরা পুরষ্কার জিততে দেখার আশায় বসে ছিল। তবে দুর্ভাগ্যবশত, এটা কোন বিচারে দেওয়া হল, তা কেউই বুঝতে পারে না, পুরস্কারটা আসেনি আমাদের কাছে। আমাকে ভুল বুঝবেন না, রদ্রি সেরাদের মধ্যে থাকার যোগ্য। কিন্তু ভিনির এই খেতাব জিততে না পারাটা বিব্রতকর। আজকে ফুটবল পরাজিত হয়েছে। আমার মনে আছে, ভিনি বলেছিল যে তার স্বপ্ন ছিল গোটা ব্রাজিল তার জন্য উল্লাস করছে। আর সেই দিনটি হওয়ার কথা ছিল আজকে। তুমিই বিশ্বের সেরা এবং কোন ট্রফি এটা পরিবর্তন করতে পারবে না।”
ভিনিসিয়ুস নিজেও স্বাভাবিকভাবেই হতাশ এই ঘটনায়। ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়েও যে পেলেন না মহা আকাঙ্ক্ষিত খেতাবটির ছোঁয়া। তিনি ব্যালন ডি’অর পাবেন না জানার পর রিয়ালের পক্ষ থেকে কেউই যাননি অনুষ্ঠানে। পাশে দাঁড়িয়েছেন ক্লাব ও জাতীয় দলের ফুতবলারা।
আর ভিনিসিয়ুস ‘এক্স’ প্ল্যাটফর্মে পোস্ট করে লিখেছেন,
‘দরকার হলে আমি আরও ১০ গুণ ভালো করে দেখাব, তারা এটার জন্য প্রস্তুত নয়।
বৃহস্পতিবার বিকেএসপিতে দ্বিতীয়বারের মত সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবলে দলের ৫জন বিকেএসপির খেলোয়াড়দের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিথ আউয়াল।
চ্যাম্পিয়ন দলের হয়ে বিকেএসপির স্বপ্না রানী, আফইদা খন্দকার প্রান্তি, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা ও সাগরিকার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এ সময় তাঁর সাথে ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।
আরও পড়ুন
জুলাই গণঅভ্যূত্থানে আহত ৭ বীরের উপস্থিতিতে অনুপ্রাণিত হলেন বিকেএসপি’র প্রশিক্ষণার্থীবৃন্দ |
এছাড়া এদিন বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনালও অনুষ্ঠিত হয়। আসরে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি লাল দল। বিকেএসপি সবুজ দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
বিকেএসপি লাল দল খেলার প্রথমার্ধেই প্রধান্য বিস্তার করে খেলে ৩ গোলে এগিয়ে যায়। লাল দলের হয়ে ৩ টি গোল করেন নবীরণ খাতুন, তানজিলা আফরোজ হীরা ও মরিয়ম মান্নান।
খেলা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিথ আউয়াল পুরস্কার প্রাপ্তদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং মেডেল বিতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।
আরও পড়ুন
সিরিজের মাঝে বিকেএসপি গিয়ে মুশতাকের লোকাল স্পিনারদের সাথে কাজ |
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের লিমা। টুর্নামেন্টে ১০ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান বিকেএসপি লাল দলের সাগরিকা এবং সেরা গোলকিপার নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের সাগরিকা।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালো না হলেও, শেষ ৪ ম্যাচের ৩টিতে জিতে ব্রাজিল উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে। লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের তলায় থাকা ভেনেজুয়েলার বিপক্ষে পরের ম্যাচ ব্রাজিলের। দরিভাল জুনিয়রের দলে পরিবর্তন আসছে, সেটা ভিনিসিয়ুসের ফেরা আর রদ্রিগোর ইনজুরিতে থাকায় নিশ্চিত হয়ে গিয়েছিলো।
ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর দরিভাল জুনিয়রের কাছে চ্যালেঞ্জ ছিলো সঠিক কম্বিনেশনটা খুঁজে বের করা। অক্টোবর উইন্ডোতে পেরু ও চিলির বিপক্ষে টানা ২ জয়ে যেনো সেই কম্বিনেশন নিয়ে চিন্তার ভাঁজ কেটে গেছে ব্রাজিল কোচের। বিশেষ করে মিডফিল্ডে। গারসন ও ব্রুনো গুইমারেসে মন বসেছে দরিভালের। আন্দ্রে ও লুকাস পাকেতা থেকে এগিয়ে তারা। দরিভাল জানান-
“আন্দ্রে মাঠে যতক্ষণ থাকে ওর মধ্যে ভিন্নতা থাকে, পাকেতা নিজের সেরা সময়ে নেই, তবে ও আবার ফিরবে এটা জানি। গারসন ফ্ল্যামেঙ্গোতে যেভাবে খেলছে, সেরা।এই ম্যাচের জন্য মিডফিল্ডে কারা খেলবেন সেটা আগেই ঠিক করে ফেলেছিলাম।”
আরও পড়ুন
ভিনিসিয়ুস বনাম পুরো বিশ্ব, যে লড়াইটা ফুটবলের চেয়েও বড়… |
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
এদেরসন, অ্যাবনার, গ্যাব্রিয়েল, মার্কিনিয়োস, ভ্যানডারসন, গারসন, ব্রুনো গুইমারেস, সাভিনিয়ো, রাফিনিয়া, ভিনিসিয়ুস ও ইগোর হেসুস।
গারসন ও ব্রুনো গুইমারেসের সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন রাফিনিয়া। রদ্রিগোর ইনজুরিতে থাকায় ব্রাজিলের ’১০ নম্বর’ জার্সির নতুন প্রতিনিধি হচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনার এই ফুটবলার।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকলেও, নিজেদের ঘরের মাঠে সবশেষ ২ ম্যাচে উরুগুয়ে ও আর্জেন্টিনাকে আটকে দিয়েছিলো স্বাগতিক ভেনেজুয়েলা।
আরও পড়ুন
ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না জেতায় ফুটবলের ‘পরাজয়’ দেখছেন রিচার্লিসন |
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে
২৯ দিন আগে