ফুটবল

দর্শকবিহীন মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ জুলাই ২০২৫, ৯:১৯ পিএম

news-details

চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর আগামী বৃহস্পতিবারের (১৭ জুলাই) দুটি ম্যাচের কন্ডিশনে সামান্য পরিবর্তন আনা হয়েছে। বসুন্ধরা স্পোর্টস সিটির গ্রাউন্ড-২ এ অনুষ্ঠিত হওয়া দিনের এই দুই ম্যাচ হবে দর্শকবিহীন মাঠে।


বৃহস্পতিবারের দুটি ম্যাচে মুখোমুখি হবে নেপাল-শ্রীলঙ্কা ও বাংলাদেশ-ভুটান।


ম্যাচগুলোর জন্য টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু শর্ত, যা হল : 


* এই ম্যাচগুলোর জন্য ব্যবস্থা থাকবে অস্থায়ী প্রেস বক্সের

* ম্যাচের সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং পূর্বনির্ধারিত সময় অনুযায়ীই খেলা শুরু হবে।  

* ম্যাচের ভিডিও ধারণ করা যাবে না।


টুর্নামেন্টে এখন পর্যন্ত উড়ন্ত ফর্মে আছে বাংলাদেশ। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে পিটার বাটলারের দল, যার ফলে স্বাগতিকরা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেপালের মেয়েরা।


bottom-logo

ফুটবল

সাগরিকা ঝড়ে উড়ে গেল নেপাল, অপরাজিত চ‍্যাম্পিয়ন বাংলাদেশ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ জুলাই ২০২৫, ৯:৩০ পিএম

news-details

ড্র করলেই শিরোপা নিশ্চিত। আর জিতলে তো অপরাজিত চ্যাম্পিয়ন। এমন সমীকরণের ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা উদযাপন করল বাংলাদেশের মেয়েরা। বসুন্ধরা কিংস আ‍্যরেনায় নেপালকে নিয়ে ছেলে খেলায়ই মেতেছিল বাংলাদেশ। ৪-০ গোলের বিশাল ব‍্যবধানে জিতে আফঈদারা ঘরে তুলেছে সাফ অনূর্ধ-২০ নারী চ‍্যাম্পিয়নশিপের শিরোপা। 


ড্র করলেই শিরোপা নিশ্চিত। আর জিতলে তো অপরাজিত চ্যাম্পিয়ন। এমন সমীকরণের ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা উদযাপন করল বাংলাদেশের মেয়েরা। বসুন্ধরা কিংস আ‍্যরেনায় নেপালকে নিয়ে ছেলে খেলায়ই মেতেছিল বাংলাদেশ। ৪-০ গোলের বিশাল ব‍্যবধানে জিতে আফঈদারা ঘরে তুলেছে সাফ অনূর্ধ-২০ নারী চ‍্যাম্পিয়নশিপের শিরোপা।

আরও পড়ুন

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: পয়েন্টে এগিয়ে বাংলাদেশ, গোল গড়ে নেপাল সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: পয়েন্টে এগিয়ে বাংলাদেশ, গোল গড়ে নেপাল


বাংলাদেশের সবগুলো গোলই এসেছে সাগরিকার কাছ থেকে। নেপালের সঙ্গে আগের ম‍্যাচে লাল কার্ড দেখে তিন ম‍্যাচ মাঠের বাইরে ছিলেন বাংলাদেশি এই ফরোয়ার্ড। সোমবার অলিখিত ফাইনালে সেই শোধটাই তুনলেন। পূর্ণ করেছেন গোলের হালি, আর বাংলাদেশকে এনে দিয়েছেন শিরোপা।


শোকাবহ পরিবেশেই আজ মাঠে নামেন মেয়েরা। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা এক মিনিটের নীরবতা পালন করেন। সেই শোককে শক্তিতে পরিণত করতেও সময় লাগেনি। আট মিনিটে স্বপ্নার ডিফেন্স চেড়া থ্রু ধরে বাংলাদেশকে এগিয়ে দেন সাগরিকা। প্রথমর্ধের বাকি সময় বাংলাদেশ একের এক আক্রমণ চালিয়ে গেলেও মেলেনি গোলের দেখা।


দ্বিতীয়ার্ধে বাংলাদেশ শুরু করে একই তালে। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সাগরিকা। সেটিও দুর্দান্ত এক ফিনিশিংয়ে। উমেলা মারমার পাস ধরেই শরীরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়কে পায়ের জাদুতে ধোঁকা দিয়ে ডান পায়ের দারুণ শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৬ মিনিট পর পেয়ে যান টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিকও। জয়নব বিবির পাসে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়ান জালে।


৭৭ মিনিটে চতুর্থ গোল পায় বাংলাদেশ। মুনকি আক্তারের থ্রু বল ধরে বক্সের ওপরে বল পেয়ে সাগরিকা দারুণ ফিনিশিং করেন। তাতে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে নেপাল সুযোগ পেলেও গোল শোধ দিতে পারেনি। তাতে শিরোপা উঠে বাংলাদেশের হাতে। লাল কার্ড দেখে তিন ম‍্যাচ মাঠের বাইরে ছিলেন বাংলাদেশি এই ফরোয়ার্ড। সোমবার অলিখিত ফাইনালে সেই শোধটাই তুনলেন। পূর্ণ করেছেন গোলের হালি, আর বাংলাদেশকে এনে দিয়েছেন শিরোপা।


শোকাবহ পরিবেশেই আজ মাঠে নামেন মেয়েরা। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা এক মিনিটের নীরবতা পালন করেন। সেই শোককে শক্তিতে পরিণত করতেও সময় লাগেনি। আট মিনিটে স্বপ্নার ডিফেন্স চেড়া থ্রু ধরে বাংলাদেশকে এগিয়ে দেন সাগরিকা। প্রথমর্ধের বাকি সময় বাংলাদেশ একের এক আক্রমণ চালিয়ে গেলেও মেলেনি গোলের দেখা।


আরও পড়ুন

দর্শকবিহীন মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ দর্শকবিহীন মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ


দ্বিতীয়ার্ধে বাংলাদেশ শুরু করে একই তালে। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সাগরিকা। সেটিও দুর্দান্ত এক ফিনিশিংয়ে। উমেলা মারমার পাস ধরেই শরীরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়কে পায়ের জাদুতে ধোঁকা দিয়ে ডান পায়ের দারুণ শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৬ মিনিট পর পেয়ে যান টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিকও। জয়নব বিবির পাসে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়ান জালে।


৭৭ মিনিটে চতুর্থ গোল পায় বাংলাদেশ। মুনকি আক্তারের থ্রু বল ধরে বক্সের ওপরে বল পেয়ে সাগরিকা দারুণ ফিনিশিং করেন। তাতে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে নেপাল সুযোগ পেলেও গোল শোধ দিতে পারেনি। তাতে শিরোপা উঠে বাংলাদেশের হাতে। 


bottom-logo

ফুটবল

বার্সায় নাম লেখানোর আরও কাছাকাছি রাশফোর্ড

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ জুলাই ২০২৫, ১:৩৯ পিএম

news-details

গত কয়েকদিন ধরে চলমান গুঞ্জনকে সত্যি করে মার্কাস রাশফোর্ড ঠিকানা বদলের জন্য স্পেনের বার্সেলোনায় পা রেখেছেন। সব ঠিকঠাক মত এগিয়ে গেলে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড চলতি সপ্তাহেই বার্সেলোনার খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা ও ইউনাইটেডের মধ্যে চুক্তির সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।


ক্লাব বদলকে সামনে রেখে ২৭ বছর বয়সী রাশফোর্ড গত রোববার বার্সেলোনায় চলে গেছেন। সোমবার বা মঙ্গলবার তিনি চুক্তির আগের শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন। আর সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার বার্সেলোনার এশিয়া সফরের আগেই তাকে দলের সঙ্গে যুক্ত করা হবে। লা লিগা চ্যাম্পিয়নরা এই সফরে জাপান ও দক্ষিণ কোরিয়া নতুন মৌসুমের প্রস্তুতি নেবে।


ইএসপিএন-এর দাবি, রাশফোর্ডকে আপাতত এক মৌসুমের জন্য ধারের চুক্তিতে দলে নিচ্ছে বার্সেলোনা। তবে চুক্তিতে একটি বাই-আউট ক্লজ যুক্ত রয়েছে, যার মাধ্যমে আগামী গ্রীষ্মে হান্সি ফ্লিকের দল চাইলেরি চুক্তি স্থায়ী করতে পারবে। আর সেটা কার্যকর করতে মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ৩০ মিলিয়ন ইউরো।


এই গ্রীষ্মে বার্সেলোনার মূল লক্ষ্য অবশ্য ছিল একজন উইঙ্গার দলে টানার। নিকো উইলিয়ামস ও লুইস দিয়াজের জন্য চেষ্টাও চালিয়েছিল তারা। তবে নিকো নতুন করে চুক্তি করেন আথলেতিক বিলবাওয়ের সাথে, লিভারপুল ফিরিয়ে দিয়েছে দিয়াজের জন্য বার্সার দেওয়া প্রস্তাব। ফলে শেষ পর্যন্ত ক্লাবটি আগ্রহী হয় অভিজ্ঞ ফরোয়ার্ড রাশফোর্ডকে নিয়ে।


তাছাড়া রাশফোর্ড বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য তার বার্ষিক বেতনের একটি বড় অংশ ছাড় দিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। উল্লেখ্য, রাশফোর্ড গত জানুয়ারিতে অ্যাস্টন ভিলায় ছয় মাসের জন্য ধারের চুক্তিতে নাম লেখান। তবে সেখানে ইউনাইটেডের নির্ধারিত করে দেওয়া ৪০ মিলিয়ন পাউন্ডের চুক্তিটি স্থায়ী হয়নি। তখন থেকেই নাকি তিনি বার্সেলোনায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

bottom-logo

ফুটবল

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: পয়েন্টে এগিয়ে বাংলাদেশ, গোল গড়ে নেপাল

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ জুলাই ২০২৫, ১:১৬ পিএম

news-details

কে জিতবে শিরোপা? বাংলাদেশ নাকি নেপাল? মীমাংসা হওয়ার দিন আজ। আক্ষরিক অর্থেই ১২ ম্যাচের এই টুর্নামেন্টের শেষ ম্যাচটি হয়ে যাচ্ছে ‘অঘোষিত ফাইনাল’! ডাবল লেগের এই আসরের আজ শেষদিন! ইতিমধ্যে শিরোপা লড়াই থেকে অনেক দূরে চলে গেছে ভূটান ও শ্রীলঙ্কা! এখন পর্যন্ত এই দু’টি দেশ প্রতিপক্ষকে গোল উপহার দেয়ার মহড়া দিয়েছে, অন্যদিকে আসরের সেরা ম্যাচটি হয়েছে বাংলাদেশ ও নেপালের মাঝে, শেষ মিনিটের গোলে বাংলাদেশ ৩-২ ব্যবধানে হারায় নেপালকে।


সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শত্রু হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, ইতিমধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনার আউটার মাঠে হয়ে গেছে ৬টি ম্যাচ! তবে মাঠ পরিস্থিতির উন্নতি হওয়ায় শেষ দিনের ম্যাচগুলো হবে কিংস অ্যারেনায়।


আরও পড়ুন

দর্শকবিহীন মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ দর্শকবিহীন মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ


পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৫, আর নেপালের ১২! তবে বাংলাদেশ গোল করেছে ২৪টি, আর হজম করেছে ৪টি! অন্যদিকে নেপাল গোল করেছে ৩০টি, আর তাদের জালে বল ঢুকেছে ৪টি! গোলগড়ে (+৬) ভাল যায়গায় নেপাল, তাদের জয় দরকার; পক্ষান্তরে ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে বাইলজ বলছে গোলগড়ের আগে ‘হেড টু হেড’ বিবেচনায় নেয়া হবে। সেখানে সমতা থাকলে ‘টাইব্রেকারে’র কথা বলা হয়েছে। তবে সেটি গোলগড় সমান হলে কিনা সেটি পরিস্কার নয়!


বাংলাদেশ কোচ পিটার বাটলার গত তিন ম্যাচে তাঁর সেরা একাদশ মাঠে নামাননি! আজ নিশ্চিত সেরা একাদশই মাঠে নামাবেন। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে স্ট্রাইকার সাগরিকা মাঠে নামবেন আজ। প্রথম ম্যাচে ৪ গোল করেছিলেন তিনি। আসরের সর্বোচ্চ ১০ গোল করেছেন নেপালী স্ট্রাইকার পূর্ণিমা রায়, ৭টি গোল আছে মিনা দেউবার।

bottom-logo

ফুটবল

পেনাল্টি ছাড়া গোলের রেকর্ডেও রোনালদোকে পেছনে ফেললেন মেসি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২০ জুলাই ২০২৫, ৯:১৯ পিএম

news-details

এমএলএসে যেন গোলবন্যা বইয়ে দিচ্ছেন লিওনেল মেসি। শেষ সাত ম্যাচে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি অধিনায়ক করেছেন ১২ গোল। এক ম্যাচে বাদে বাকি ছয় ম্যাচেই দেখা পেয়েছেন জোড়া গোলের। তাতে গড়েছেন দারুণ এক রেকর্ডও। লম্বা সময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানোর রোনালদো থেকে পেনাল্টি ছাড়া ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন। 


লিওনেল মেসির বর্তমান ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৪-এ। যেখানে ১১০ গোল মেসি করেছেন পেনাল্টি থেকে, বাকি ৭৬৪ গোল এসেছে পেনাল্টি ছাড়া। অন্যদিকে রোনালদোর মোট গোল সংখ্যা ৯৩৮, যেখানে পেনাল্টিহীন গোলের সংখ্যা ৭৬৩। নতুন এই রেকর্ডে পর্তুগাল অধিনায়ককে টপকে যেতে মেসি ম্যাচ কম খেলেছেন ১৬৭টি। 


দুজন বর্তমানে দুই মহাদেশে খেললেও প্রতিটা ম্যাচেই যেন তাদের নিয়ে চলে তুলনা। রেকর্ড গড়া ভাঙার খেলায় তারা এখনো চালিয়ে যাচ্ছে সমানে সমান লড়াই। বয়স বেড়ে চললেও মাঠের ফুটবলে দুজনই নিজ নিজ ক্লাব ও জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। 


মাঝে অবশ্য গুঞ্জন উঠেছিল আবারও দুই তারকার লড়াই দেখার। মেসিকে কিনতে আল আহলি বেশ বড় অঙ্কের অর্থ প্রস্তাবের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এমনটা যে আর হচ্ছে না, তা এখন প্রায় নিশ্চিত। আসছে ডিসেম্বরে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। গুঞ্জন রয়েছে, দুই পক্ষ এরই মধ্যে নতুন চুক্তিতে সমঝোতায় পৌঁছেছে। খুব শীঘ্রই সেটা বাস্তবতায় রূপ নিবে বলেই জানাচ্ছে মায়ামি ভিত্তিক সংবাদমাধ্যমগুলো। 


অন্যদিকে রোনালদো সাম্প্রতিক সময়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে আল নাসরের সঙ্গে। এই চুক্তি অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেতন পাওয়া ফুটবলার এখন সাবেক রিয়াল মাদ্রিদ তারকাই।

bottom-logo

ফুটবল

রদ্রিগোকে নিয়ে ত্রিমুখী লড়াইয়ে দলবদলের বাজারে ‘বন্ধু’ রিয়াল-বার্সা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২০ জুলাই ২০২৫, ৮:২৫ পিএম

news-details

মাঠে ও মাঠের বাইরে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এবার আবির্ভূত হচ্ছে ভিন্ন রুপেই। এক পক্ষ খেলোয়াড় বিক্রিতে মনোযোগী, অন্য পক্ষ্য ব্যস্ত আক্রমণভাগে শক্তি বাড়াতে। তবে তাদের মেলবন্ধন ঘটাতে তৃতীয় পক্ষ হিসেবে হাজির হয়েছে লিভারপুল, যার কেন্দ্রবিন্দুতে আছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।


নতুন মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে ২৩৩ মিলিয়নের বেশি খরচ করে চমক দেখিয়েছে লিভারপুল। জেরেমি ফ্রিমপং, ফ্লোরিয়ান ভির্টজ ও মিলোস কেরকেজকে দলে টানার পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের নজর আরও বড় কিছুর দিকেই। আর এখানেই চলে আসছে রিয়াল ও বার্সেলোনার প্রসঙ্গ। 


ত্রিমুখী এই লড়াইয়ের শুরুটা করা যাক লুইস দিয়াজকে দিয়ে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের আগ্রহ থাকলেও লিভারপুল এখনও তাকে ছাড়তে নারাজ। কলম্বিয়ান উইঙ্গারের জন্য সম্প্রতি বায়ার্নের প্রায় ৭৮.৭৫ মিলিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। দিয়াজ নিজেও ক্লাব ছাড়তে আগ্রহী। অন্যদিকে মার্কাস রাশফোর্ডকে ধারে দলে নেওয়ার কাছাকাছি চলে যাওয়া বার্সেলোনা তার প্রতি আগ্রহ হারায়নি।


একই সময়ে দলবদলের বাজারে আলোচিত নাম রদ্রিগো। ক্লাব বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল না আহামরি। তার সাথে যোগ হয়েছে জাবি আলোনসোর একাদশে জায়গার জন্য লড়াই করার বিষয়টি। আর্সেনালের পাশাপাশি সম্প্রতি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে লিভারপুলও। 


ফলে বার্সেলোনা যদি দিয়াজকে দলে টানতে পারে যথাযথ মূল্য পরিশোধ করে, তাহলে লিভারপুল সেই অর্থ দিয়ে রদ্রিগোকে রিয়াল থেকে নিজেদের শিবিরে যোগ করতে পারবে। আর এতে তিন পক্ষই লাভবান হবে বেশ। বার্সেলোনা ও লিভারপুল পাবে তাদের পছন্দ অনুযায়ী ফরোয়ার্ড, আর রিয়াল পাবে কোচ আলোনসোর প্রজেক্টে নতুন করে বিনিয়োগের একটা সুযোগ।


তবে এখানে আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, আর তা হল - ২৩৩ মিলিয়নেরও বেশি খরচের পরও লিভারপুল কীভাবে আবার রদ্রিগোর মাপের একজন খেলোয়াড়কে ৮০ মিলিয়নের বেশি দিয়ে কিনতে পারে? সেক্ষেত্রে আবার চলে আসছে দারউইন নুনেজের নাম। লিভারপুল এখন পর্যন্ত তাকে ধরে রাখার পক্ষপাতী হলেও ভালো প্রস্তাব পেলে ছেড়ে দিতেও প্রস্তুত বলেই খবর। আর সেটা হলে রদ্রিগোর পেছনে ছোটা তাদের জন্য খুব একটা কঠিন হবে না।

bottom-logo