সময়ের হিসেবে এখনও ১৮ মাস বাকি পরবর্তী বিশ্বকাপের। তবে নেইমার এখনও আছেন চোট থেকে ফেরার লড়াইয়ে। এক বছরের বেশি সময় ছিলেন মাঠের বাইরে। ফিরে কয়েকটি ম্যাচ খেলেই আবার ছিটকে যান নতুন চোটে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল তারকার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে নেইমার সবই উড়িয়ে দিয়েছেন। আল হিলাল তারকা বলেছেন, বিশ্বকাপে চোখ রেখে প্রস্তুত হবেন তিনি।
চোট তো বটেই, নেইমারের পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরির কারণ তিনি নিজেও। ২০২২ বিশ্বকাপের পর বলেছিলেন, এটাই হয়ত তার শেষ বিশ্বকাপ উপস্থিতি ছিল। পরে ভিন্ন কথা বললেও ধাক্কা খান গত অক্টোবরে এসিএল চোটের শিকার হয়ে। ফিটনেসের অবস্থা নাজুক হওয়ায় আল হিলালও নাকি জানুয়ারিতে ছেড়ে দিতে চায় নেইমারকে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্নের মুখে তার আরেকটি বিশ্বকাপ খেলা।
এখন পর্যন্ত সেলেসাওদের হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন নেইমার। সম্প্রতি আরএমসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার ২০২৬ বিশ্বকাপ নিয়ে জানিয়েছেন আরেকটি বিশ্বকাপ নিয়ে তার পরিকল্পনা।
“বিশ্বকাপ খেলাটা প্রতিটা ফুটবলারেরই মূল লক্ষ্য থাকে। তিনটা বিশ্বকাপ আমি খেলেছি তবে চার নম্বরটা খেলতে মুখিয়ে আছি। সে জন্য আমাকে প্রস্তুত হতে হবে, নিজেকে আগের পর্যায়ে নিতে আমার ক্লাবে প্রস্তুতি নিতে হবে।”
চোট কাটিয়ে এই বছরের অক্টোবরে আল হিলালের হয়ে মাঠে ফেরেন নেইমার। কয়েকটি ম্যাচে বদলি হিসেবে খেলার পর ফের চোট পেয়েছেন তিনি। জানুয়ারিতে পুরোপুরি ফিট হয়ে নেইমার আবারও মাঠে নামতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে।
চোট থেকে পুরোপুরি সেরে উঠে নিজের সেরাটা দিতে চান নেইমার।
“আল হিলালের হয়ে আমি ভালো একটা মৌসুম কাটাতে চাই। কঠিন একটা চোট থেকে সেরে উঠার লড়াইয়ে আছি আমি। এখনো আমার মাঠে ফেরার জন্য কিছুটা সময় আছে এবং সবাইকে দেখানোর সুযোগ আছে আমি শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারি।”
রেকর্ড পরিমাণ বার্ষিক বেতনের অর্থ দিয়ে আল হিলাল দলে এনেছিল নেইমারকে। তবে চোটের কারণে এখন পর্যন্ত এর প্রতিদান দিতে পারেননি তিনি। সেই আক্ষেপও ঘোচাতে চান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
“আমার এখন মূল লক্ষ্য মানসিক ও শাররিকভাবে পুরোপুরি সেরে উঠা এবং খেলায় ফেরা। আমি আল হিলালের হয়ে ২০২৫ ক্লাব বিশ্বকাপটা খেলতা চাই, তাদের সাহায্য করতে চাই যেটা ক্লাবের জন্য বেশ গুরুত্বপূর্ণ।”
ব্রাজিলের হয়ে শেষ ১৪ ম্যাচে মাঠে নামা হয়নি নেইমারের। দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারকে ব্রাজিলের জার্সিতে দেখতে সমর্থকদেরও অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত।
৩০ ডিসেম্বর ২০২৪, ১:৫২ পিএম
দানি ওলমোকে মৌসুমের প্রথম ভাগের জন্য রেজিস্টার করলেও দ্বিতীয় ভাগে এখনো তাকে খেলানোর অনুমতি পায়নি বার্সেলোনা। তাতে আর্থিক জটিলতা কাটিয়ে নতুন উপায় খুঁজে বের করতে হতো কাতালান ক্লাবটির। স্প্যানিশ গণমাধ্যমগুলো দাবি করছে, সেই উপায় খুঁজে পেয়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যু-তে ভিআইপি বক্সের স্বত্ত্ব বিক্রি করার পথে হাঁটছে ক্লাব। যেখান থেকে বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগ মিলছে বার্সেলোনার।
মার্কা দাবি করছে, ক্যাম্প ন্যু -এর ভিআইপি বক্স স্বত্ত্বের জন্য প্রায় ১০০ মিলিয়ন ইউরো আয় করতে যাচ্ছে বার্সেলোনা। নাম প্রকাশ না করলেও মধ্যপ্রাচ্যের এক কোম্পানি এই বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছে মার্কা। এছাড়া আরেক স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত দাবি করছে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০ বছরের জন্য মধ্যপ্রাচ্যের কোম্পানিটি ক্যাম্প ন্যু-এর ভিআইপি বক্সের স্বত্ত্ব চাইছে। গণমাধ্যমগুলোর দাবি, বার্সা বোর্ড এই চুক্তি নিয়ে বেশ আগ্রহী। আর এমনটা হলে ওলমোর রেজিস্ট্রেশন নিয়ে বার্সেলোনার দুশ্চিন্তা দূর হবে।
গেল গ্রীষ্মে আরবি লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেন ওলমো। আর্থিক জটিলতায় স্প্যানিশ মিডফিল্ডারকে রেজিস্টার করতে তখন ভালো বিপদে পড়তে হয় বার্সাকে। তবে আন্দ্রেয়াস ক্রিশ্চেনসেনের ইনজুরির কারণে লা লিগার নিয়মের সুবিধা নিয়ে সে দফায় স্প্যানিশ মিডফিল্ডারকে রেজিস্ট্রেশন করানো গিয়েছিল। তবে এই ডিফেন্ডার চোট কাটিয়ে ফিরেছেন দলে। তাতে ওলমোকে রেজিস্ট্রেশন করতে বার্সাকে খুঁজে বের করতে হতো নতুন উপায়। তবে ভিআইপি বক্স বিক্রি নিয়ে একটা কূলকিনারা হলে সুসংবাদ অপেক্ষা করছে ব্লাউগ্রানাদের জন্য।
শেষ সাত মৌসুমে ছয়বারই প্রিমিয়ার লিগের শিরোপাটা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। তবে চলতি মৌসুমে সিটিজেনদের বেহাল দশা। শঙ্কা তৈরি হয়েছে সেরা চারে জায়গা পাওয়া নিয়েই। তাতে পেপ গার্দিওলা মৌসুমের মাঝপথে ছেড়ে দিয়েছেন প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন। সেই সাথে জানুয়ারির দলবদলে সাহায্য দরকার বলেও মনে করেছেন সিটি কোচ।
রবিবার রাতে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে সিটি। স্যাভিনিও ও আর্লিং হলান্ডের গোলে লেস্টার সিটির মাঠ থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফিরেছে তিন পয়েন্ট নিয়ে। তাতে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে গার্দিওলার দল। তবে শীর্ষে থাকা লিভারপুল থেকে এখনো ১৪ পয়েন্ট পিছিয়ে সিটি। তাতে শিরোপা জয়ের স্বপ্নটা বাদ দিয়েছেন গার্দিওলা।
“প্রিমিয়ার লিগ জেতা থেকে অনেক পিছিয়ে পড়েছি আমরা। এবার আর সুযোগ নেই, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু এফএ কাপ, সেরা চারে থাকা ও ম্যাচ জেতার জন্য দল লড়াই করে যাবে।”
শেষ ১৩ ম্যাচে কেবল এক জয়ই পেয়েছিল সিটি। লেস্টার ম্যাচের আগে তাই চাপ জেঁকে ধরেছিল গার্দিওলার দলকে। ম্যাচটা জিতে সেই চাপ কিছুটা হলেও কমাতে পারেছে তারা,
“এটা আমাদের জন্য স্বস্তি। আমরা অনেক ভালো কিছু করেছিলাম, তবে এখন ম্যাচ জিততেই কষ্ট হচ্ছে, এই জয়টা তাই আমাদের জন্য দারুণ স্বস্তি।”
চোটের হানায় গার্দিওলা মৌসুমের শুরু থেকেই পূর্ণ শক্তির দল পাচ্ছেন না। তাই জানুয়ারির দলবদলে নতুন ফুটবলার দরকার বলেই মানছেন এই স্প্যানিয়ার্ড,
“কয়েকটা জায়গায় আমাদের সাহায্য লাগবে। আমরা সবাই যখন একসাথে থাকি তখন দল হিসেবে খেলতে পারি, তবে গুরুত্বপূর্ণ ফুটবলাররা লম্বা সময় না থাকলে আমাদের জন্য কাজটা কঠিন হয়ে যায়।”
শুক্রবার দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ডে লিগ আঁ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ক্রিস্তিয়ানো রোনালদো। ঢিলটা যেহেতু ছুড়েছিলেন, পাটকেলটাও খেতে হলো রোনালদোকে– সেটাও লিগ আঁ’র এক্স হ্যান্ডলের অ্যাডমিনের কাছ থেকে। লিগ আঁ রোনালদোকে জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছে লিওনেল মেসিকে। রোনালদোর সবচেয়ে বড় প্রতিপক্ষের বিশ্বকাপ জয়ের ছবি দিয়েই রোনালদোকে জবাব দিয়েছে লিগ আঁ।
গ্লোব সকার অ্যাওয়ার্ড শুরুর আগে অতিথি হিসেবে থিবো কোর্তোয়ার সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলেন রোনালদো। সেই সাক্ষাৎকারে রোনালদো এক পর্যায়ে বলে বসেন, ফরাসি লিগ থেকে এগিয়ে সৌদি প্রো লিগ। যার কারণ হিসেবে পর্তুগাল অধিনায়ক দাঁড় করান আবহাওয়াকে। মধ্য প্রাচ্যের তপ্ত গরমে খেলাটা যে সহজ কাজ নয় সেটাই রোনালদো জানিয়েছেন। সেই সাথে পিএসজির একক আধিপত্যকেও লিগ আঁ-কে পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন আল নাসর তারকা।
অবশ্য এবারই প্রথম না, চলতি বছরের জানুয়ারিতেও রোনালদো একই ধরনের মন্তব্য করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনাই শুনতে হয়েছে রোনালদোকে। এবার শুধু সমালোচনাই না, লিগ আঁ থেকে জবাবও পেয়েছেন রোনালদো।
শনিবার রাতে লিগ আঁ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মেসির বিশ্বকাপ জয়ের ছবি দিয়ে লিখে,
“মেসি ৩৮ ডিগ্রি গরমে খেলেছে।”
লিগ আঁ-র সরাসরি খোঁচা, মেসি এই গরমে খেলেই একটা বিশ্বকাপ জিতেছেন, যেখানে রোনালদোর পর্তুগাল মরক্কোর কাছে হেরে বাদ পড়েছিল কোয়ার্টার ফাইনালে। রোনালদোর যুক্তির বিপরীতে লিগ আঁ’র এমন খোঁচা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে বেশ।
ডিসেম্বর মাসটা দারুণ কেটেছে জুড বেলিংহামের। গোল করা কিংবা করানো সব দিক থেকেই ইংলিশ মিডফিল্ডার ছিলেন দারুণ ছন্দে। তার পুরস্কারও অবশ্য বেলিংহাম পেয়েছেন। নির্বাচিত হয়েছেন ডিসেম্বরে লা লিগার সেরা ফুটবলার।
নভেম্বরে মাস সেরার খেতাবটা জিতেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ডিসেম্বরে পাঁচ ম্যাচে চার গোলের পাশাপাশি দুই অ্যাসিস্ট করে লা লিগার মাস সেরার মুকুটটা পরেছেন বেলিংহাম। চলতি মৌসুমে প্রথমবারই মাস সেরার পুরস্কার উঠেছে বেলিংহামের হাতে।
এবারের মৌসুমে বেলিংহামের শুরুটা হয়েছে ভিন্নরকম। কিলিয়ান এমবাপের আগমনে কার্লো আনচেলত্তি বদলেছেন তার রোল। তবে যেখানেই খেলেছেন রিয়াল তারকা নিজের সেরাটাই দিয়েছেন। লম্বা সময় গোল খরায় ভুগলেও মিডফিল্ডে নিজের কাজটা ঠিকই করে গেছেন।
গেল মৌসুমে একের পর এক গোল করা বেলিংহাম এবার গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে দুই মাসেরও বেশি সময়। ওসাসুনার বিপক্ষে গোল পাওয়ার পর অবশ্য টানা ছয় লা লিগা ম্যাচে গোলের দেখা পেয়েছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। সব মিলিয়ে চলতি মৌসুমে ২১ ম্যাচে সাত গোলের পাশাপাশি করেছেন ছয় অ্যাসিস্ট।
বছরের শেষটা বার্সেলোনার হয়েছে ভুলে যাওয়ার মতই। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। তারমধ্যে দলের সেরা পারফর্মার লামিন ইয়ামাল চোটের হানায় ছিটকে গেছেন। ফিরতে মাসখানেক লাগার কথা শোনা গেলেও তা কমে আসছে বলেই জানাচ্ছে মার্কা।
স্প্যানিশ গণমাধ্যমটি বলছে পরের সপ্তাহে দলের অনুশীলনে যোগ দিচ্ছেন ইয়ামাল। বারবাস্ত্রোর সাথে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল দিয়ে আবারও ম্যাচে ফিরবে বার্সেলোনা। তবে সেই ম্যাচে ইয়ামালকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।
পরের ম্যাচ আতলেতিক বিলবাওয়ের সাথে সুপার কাপের সেমিফাইনাল দিয়ে ইয়ামাল ফিরতে পারেন বলে জানাচ্ছে মার্কা। ম্যাচের শুরু থেকে না খেললেও বদলি হিসেবে মাঠে নামতে পারেন ১৭ বছর বয়সী এই তারকা।
গেল মৌসুমের মতো ইয়ামাল চলতি মৌসুমেও আছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে চলতি মৌসুমে ২১ ম্যাচ খেলে ছয় গোলের পাশাপাশি করেছেন ১২ অ্যাসিস্ট।
চোটের ধকলের মাঝে ইয়ামাল অবশ্য পেয়েছেন খুশির খবরও। শুক্রবার রাতে গ্লোব সকার অ্যাওয়ার্ডে জিতেছেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। দুবাইতে পুরস্কার হাতে নিয়ে শুনিয়েছেন চোট কাটিয়ে আর ভালোভাবে ফেরার কথা।
“আমি পুনর্বাসন পক্রিয়ায় আছি, কিন্তু এবার আরও শক্তিশালী হয়ে ফিরবো। আপনি যখন খেলার বাইরে থাকেন তখন বুঝতে পারবেন যে আপনি যা করছেন তা কতটা গুরুত্বপূর্ণ। ভাগ্য খারাপ চোটে পড়েছি আমি, তবে এমনটা যে কারও সাথেই হতে পারে।”