আবারো বেজে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সেখানে ফ্র্যাঞ্চাইজি গুলো গুছিয়ে নিয়েছে তাঁদের দল। আগে থেকেও কিছু ক্রিকেটার চুক্তিবদ্ধ করে রেখেছিল দলগুলো। সবমিলিয়ে কোন দল কেমন হল চলুন দেখে আসি এক নজরে।
রংপুর রাইডার্স
রিটেইন ক্রিকেটার (দেশি) - নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ
রিটেইন ক্রিকেটার (বিদেশি) - আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান
সরাসরি চুক্তি (দেশি) - সাকিব আল হাসান
সরাসরি চুক্তি (বিদেশি) - বাবর আজম(পাকিস্তান), এহসানউল্লাহ(পাকিস্তান), মাথিশা পাথিরানা(শ্রীলঙ্কা), ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)।
ড্রাফট - রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদ, মাইকেল রিপন(নিউজিল্যান্ড), ইয়াসির মোহাম্মদ (আমেরিকা), আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।
সিলেট স্ট্রাইকার্স
রিটেইন ক্রিকেটার (দেশি) - মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব।
সরাসরি চুক্তি (দেশি) - নাজমুল হোসেন শান্ত
সরাসরি চুক্তি (বিদেশি) - রায়ান বার্ল(জিম্বাবুয়ে), বেন কাটিং(অস্ট্রেলিয়া),
ড্রাফট - মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা(জিম্বাবুয়ে), দুশান হেমন্ত(শ্রীলঙ্কা), নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন।
ফরচুন বরিশাল
রিটেইন ক্রিকেটার (দেশি) - মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ।
রিটেইন ক্রিকেটার (বিদেশি) - ইবরাহিম জাদরান।
সরাসরি চুক্তি (দেশি) - তামিম ইকবাল
সরাসরি চুক্তি (বিদেশি) - শোয়েব মালিক(পাকিস্তান), পল স্টার্লিং(আয়ারল্যান্ড), ফখর জামান(পাকিস্তান), মোহাম্মদ আমির(পাকিস্তান), আব্বাস আফ্রিদি(পাকিস্তান), দুনিথ ওয়াল্লালাগে(শ্রীলঙ্কা)
ড্রাফট - মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ(ওয়েস্ট উন্ডিজ), কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দিনেশ চান্দিমাল(শ্রীলঙ্কা)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রিটেইন ক্রিকেটার (দেশি) - লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।
রিটেইন ক্রিকেটার (বিদেশি) - মোহাম্মদ রিজওয়ান(পাকিস্তান), সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)।
সরাসরি চুক্তি (দেশি) - তাওহিদ হৃদয়।
সরাসরি চুক্তি (বিদেশি) - মঈন আলি(ইংল্যান্ড), আন্দ্রে রাসেল(ওয়েস্ট ইন্ডিজ), ইফতেখার আহমেদ(পাকিস্তান), জামান খান(পাকিস্তান), খুশদিল শাহ(পাকিস্তান), জনসন চার্লস(ওয়েস্ট ইন্ডিজ), নূর আহমেদ, নাসিম শাহ(পাকিস্তান), রশিদ খান(আফগানিস্তান)।
ড্রাফট - মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাকিম কর্নওয়াল(ওয়েস্ট ইন্ডিজ), ম্যাথু ওয়াটলার ফোর্ড(ওয়েস্ট ইন্ডিজ), ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
রিটেইন ক্রিকেটার - শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান
সরাসরি চুক্তি (দেশি) - শহিদুল ইসলাম।
সরাসরি চুক্তি (বিদেশি) - মোহাম্মদ হারিস(পাকিস্তান), নাজিবউল্লাহ জাদরান(আফগানিস্তান), মোহাম্মদ হাসনাইন(পাকিস্তান), স্টিভ এসকানজি।
ড্রাফট - তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার(আয়ারল্যান্ড), বিলাল খান(ওমান), শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
দুর্দান্ত ঢাকা
রিটেইন ক্রিকেটার - তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল
সরাসরি চুক্তি (দেশি) - মোসাদ্দেক হোসেন সৈকত।
সরাসরি চুক্তি (বিদেশি) - চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা), স্যাম আইয়ুব(পাকিস্তান), উসমান কাদির(পাকিস্তান)।
ড্রাফট - সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন(শ্রীলঙ্কা), সাদিরা সামারাবিক্রমা(শ্রীলঙ্কা), নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।
খুলনা টাইগার্স
রিটেইন ক্রিকেটার - নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।
সরাসরি চুক্তি (দেশি) - এনামুল হক বিজয়।
সরাসরি চুক্তি (বিদেশি) - এভিন লুইস(ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ(পাকিস্তান), ধনঞ্জয়া ডি সিলভা(শ্রীলঙ্কা)।
ড্রাফট - আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা(শ্রীলঙ্কা), দাসুন শানাকা(শ্রীলঙ্কা), মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।
১৪ নভেম্বর ২০২৪, ৬:৪৩ পিএম
ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রানে হেরেছে পাকিস্তান । ৭ ওভারের ম্যাচে প্রায় অলআউটই হয়ে যাচ্ছিল রিজওয়ানের দল। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৬৪ রানে থামে তারা।
বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচটি নেমে আসে ৭ ওভারে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই তোলে ১৬ রান। পরের ওভারে নাসিম শাহর ওভারে আরও ১৭। পুরোদমে ঝড়ো ইনিংস চলছিল দলটার। তবে ৩ ওভারের মাঝেই ২ ওপেনারকে ফেরান হারিস রউফ ও নাসিম শাহ।
আরও পড়ুন
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে বাবর-শাহিন-নাসিম |
এরপর কাজের কাজটা মূলত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ টি চার ও ৩ টি ছক্কায় ১৯ বলে খেলেন ৪৩ রানের ঝড়ো ইনিংস। তাকে সঙ্গ মার্কাস স্টোইনিস। ৭ বলে করেন ২১। ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বোর্ডে ওঠে ৯৩ রান।
৪২ বলে ৯৪ রানের লক্ষ্যটা পাকিস্তানের জন্য হয়ে পড়ে কঠিন। একের পর এক উইকেট হারিয়ে রিজওয়ানরা পড়েন আরো চাপে। পাকিস্তানের ইনিংসে হাসিবুল্লাহ খানের ১২, আব্বাস আফ্রিদির ২০ ও শাহিন শাহ আফ্রিদির ১১ ছাড়া বাকি সবার রান এক অঙ্কের ঘরে।
৭ ওভারেই ৯ উইকেট হারিয়ে দল থামে ৬৪ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি উইকেট নেন দুই পেসার জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস। অ্যাডাম জ্যাম্পা ২ টি ও স্পেন্সার জনসন নেন ১ টি উইকেট।
আরও পড়ুন
শাহিন-নাসিম-রউফ তোপে উড়ে গেল অস্ট্রেলিয়া, সিরিজ জয় পাকিস্তানের |
২৯ রানের এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০–তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
অস্ট্রেলিয়া: ৯৪/৪ (৭); (গ্লেন ম্যাক্সওয়েল ৪৩(১৯), মার্কাস স্টয়নিস ২১(৭)
আব্বাস আফ্রিদি ২/৯, হারিস রউফ ১/২১)
পাকিস্তান: ৬৪/৯ (৭); আব্বাস আফ্রিদি ২০*(১০), হাসিবউল্লাহ খান ১২(৮)
নাথান অ্যালিস ৩/৯, জাভিয়ের বার্টলেট ৩/১৩
পাকিস্তানে অনুষ্ঠিত হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। এবছরের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে এই ট্রফি ঘুরবে একাধিক দেশ। যেখানে থাকবে বাংলাদেশও।
এর আগে ক্রিকেট বিশ্বকাপের সময় একাধিক ট্রফি এসেছে ক্রিকেট জনপ্রিয়তার বাংলাদেশে। এবারও চ্যাম্পিয়ন ট্রফি আসবে বাংলাদেশে।
১০ ডিসেম্বর চ্যাম্পিয়নস ট্রফি আসবে ঢাকায়। থাকার কথা তিন দিন। ১১ ডিসেম্বর থেকে শুরু ১৩ ডিসেম্বর পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে থেকে ঘুরবে ঢাকা আর কক্সবাজার। বিসিবি সূত্র নিশ্চিত করেছে টি-স্পোর্টসকে।
৮ বছর পর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগ। এর আগে সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
২ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
১৯ দিন আগে