শুরুর ৩০ মিনিটে দুই অভিজ্ঞ মুমিনুল হক আর মুশফিকুর রহিমকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ দল। বাংলাদেশ ৮২ রানে চার উইকেট হারিয়েছিল দল। এরপরে বেশিক্ষণ টিকতে পারেননি শাহাদাত হোসেন দীপু আর মেহেদী হাসান মিরাজও। দীপুর ব্যাটে ৪ আর মিরাজ ফিরেছেন ৩ রানে।
মিচেল স্যান্টনারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় দীপুর। অন্যদিকে এজাজ প্যাটেলের আউটসাইড অফের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেছেন মিরাজ। ৯৭ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
দলকে একই রানে রেখে ফিরেছেন নুরুল হাসান সোহানও। এই ব্যাটার লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেছেন শূন্য রানে।
২৫ ওভার শেষে ৯৭ রানে ৭ উইকেট হারিয়েছে দল। ৯০ রানের লিড বাংলাদেশের।
যে অপরাধে আর যেভাবে শাস্তি পেয়েছিলেন, তাতে কাগিসো রাবাদা বড় শাস্তি পাবেন বলেই মনে হচ্ছিল। তবে অল্পেই পার পেয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই পেসার। বছরের শুরুতে নিয়ম ভঙ্গ করে মাদক ব্যবহারের জন্য শুরুতে তিন মাসের জন্য নিষিদ্ধ হলেও তা কমিয়ে আনা হয়েছে এক মাসে।
সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ ফ্রি স্পোর্টস (এসএআইডিএস) এর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, এসএ-২০ চলাকালীন গত ২১ জানুয়ারি এমআই কেপ টাউন এবং ডারবান সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচের পর ডোপিং পরীক্ষায় ব্যর্থ হন রাবাদা। আইপিএল খেলতে ভারতে অবস্থান করার সময় গত ১ এপ্রিল তাকে ফলাফল সম্পর্কে অবহিত করা হয়।
এর দুই দিন পর তার দল গুজরাট টাইটান্স জানায়, মাত্র দুই ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন রাবাদা। কারণ বলা হয় ব্যক্তিগত।
এসএআইডিএস আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে রাবাদা মাদকের অপব্যবহার রোধ করার জন্য একটি শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই কারণে তার শাস্তি কমানো হয়েছে। ফলে তিনি এখন থেকে ফের স্বীকৃত ক্রিকেট খেলতে পারবেন, যা হতে পারে এই সপ্তাহে আইপিএলে মুম্বাই ইন্ডীয়ান্সের বিপক্ষে গুজরাটের ম্যাচ দিয়ে।
গত শনিবার এই ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করে বিশাল এক বিবৃতি দেন রাবাদা। ধারণা করা হচ্ছে, তার ওপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আর কোনও শাস্তি আরোপ করবে না।
শাস্তির বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় রাবাদার আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করায় আর বাধা রইল না। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে মাত্র ১৯.৯৭ গড়ে ৪৭ উইকেট নিয়ে রাবাদা দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী বোলার।
অভিজ্ঞতার বিচারে দুই দলের ব্যবধান অনেক বেশি। বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজে মূলত খেলছেন জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়রাই। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচে নিরঙ্কুশ প্রাধান্য দেখাল স্বাগতিকরা। বল হাতে জ্বলে উঠলেন খালেদ আহমেদ, তানভীর ইসলামরা। মামুলি টার্গেটে ব্যাটারদের কেউ বড় স্কোর না পেলেও ধরা দিল অনায়াস জয়ই।
সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নুরুল হাসান সোহানের দল জিতেছে ৭ উইকেটে। ১৪৮ রান তাড়া করে ফেলেছে মাত্র ২৭.২ ওভারেই।
নিউজিল্যান্ড দল বলা যায় ম্যাচ থেকে ছিটকে যায় প্রথম দশ ওভারেই। দুই প্রান্ত থেকে শরিফুল ইসলাম ও খালেদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে যায় দলটি। রান তুলতেই সংগ্রাম করার পাশাপাশি যোগ হয় নিয়মিত বিরতিতে উইকেট হারানো। দলটির প্রথম পাঁচ ব্যাটারের চারজনই আউট হন ‘ডাক’ মেরে।
ওপেনার রিস মারিউই একা যা একটু লড়াই চালান। তবে অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে সেটাও রাখতে পারেনি তেমন অবদান। দলীয় ৫৮ রানে ষষ্ঠ উইকেট হিসেবে তিনি যখন সাজঘরে ফেরেন, তখন তার একার রানই ৪২।
মাঝের ওভারগুলতে ইবাদত হোসেন ও তানভীর মিলে আরও চাপে ফেলে দেন দলটিকে। ৬২ রানেই চলে যায় ৮ উইকেট। সেখান থেকে প্রায় দেড়শ ছুঁইছুঁই স্কোর করার পেছনে বড় অবদান আটে নামা ডিন ফক্সকোর্টের।
দশম উইকেটে যোগ করেন গুরুত্বপূর্ণ ৬২ রান। ইবাদতের দ্বিতীয় শিকার হওয়ার আগে খেলেন ৬৪ বলে ৭২ রানের দারুণ এক ইনিংস, যা তিনি সাজান ৬টি চার ও চারটি ছক্কায়।
৭ ওভারে ২ মেডেন সহ ২৭ রানে ৩ উইকেট নেন খালেদ। বাঁহাতি স্পিনার তানভীর ১০ ওভারে ২ মেডেন সহ ৪৭ রানে নেন সমান তিন উইকেট। দুটি করে উইকেট যায় শরিফুল ও ইবাদতের ঝুলিতে।
ছোট রান তাড়ায় পারভেজ হোসেন ইমন শুরুটা করেন উরন্ত। রান বের করছিলেন কেবল চার মেরেই। ক্রিস্টিয়ান ক্লার্কের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে মাত্র ১২ বলে ৬টি বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ২৪ রান।
আরেক ওপেনার নাঈম শেখ থামেন ১৮ রানে। তিনে নেমে এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে জয়ের পথ সুগম করে দেন এনামুল হক বিজয়। দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ৫৫ রান, যা শেষ হয় বিজয়ের আউটে। তবে তার আগে ৮৪.৫৫ স্ট্রাইক রেটে খেলেন ৫ চারে ৩৮ রানের ইনিংস।
এরপর বাকি আনুষ্ঠানিকতা সারেন অঙ্কন ও অধিনায়ক সোহান। দুজন অপরাজিত থাকেন যথাক্রমে (৬১ বলে ৪২) ও (২৬ বলে ২০) রানে।
লা লিগায় কয়েক রাউন্ড বাকি থাকতেই অনেকেই শিরোপা দেখছেন বার্সেলোনার হাতেই। রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের চার পয়েন্টে এগিয়ে থাকার সাথে এতে যোগ হয়েছে কার্লো আনচেলত্তির দলের লম্বা চোটের মিছিল। তবে আশা ছাড়ছেন না ইতালিয়ান কোচ। তিনি বরং মনে করেন, মৌসুমের শেষ এল ক্লাসিকোতেই শিরোরার লড়াইয়ের মীমাংসা হবে।
তবে চলতি মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে মুখোমুখি লড়াইয়ে অভিজ্ঞতা ভীষণ তেতোই রিয়ালের। লা লিগায় প্রথম সাক্ষাতে হারের পর হান্সি ফ্লিকের দলের কাছে ফাইনালে হারতে হয়েছে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালেও। ফলে ১১ মে-তে দুই দলের পরের ম্যাচেও ফেভারিট ধরা হচ্ছে বার্সেলোনাকে। সেল্টা ভিগোকে টেনেটুনে ৩-২ গোলে হারিয়েও তাই লা লিগার শিরোপা ধরে রাখার কাজটা বেশ কঠিনই রিয়ালের জন্য।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি অবশ্য শেষ চেষ্টাটা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। “অবশ্যই আমাদের আশা টিক্র আছে। আমি বলব না যে রবিবারের ম্যাচটি (এল ক্লাসিকো) পার্থক্য গড়ে দেবে। তবে সেটা প্রায় সেদিকেই এগিয়ে যাচ্ছে... আমরা যদি ম্যাচটা জিততে পারি, তাহলে আমরা বার্সেলোনার চেয়ে একট পয়েন্ট পিছিয়ে থাকব। লিগ এরপরও বার্সেলোনার হাতেই থাকবে, তবে আমাদের সামনেও একটা সুযোগ থাকবে।”
আনচেলত্তি আশাবাদী হলেও তিন এল ক্লাসিকোতে যে পারফরম্যান্স রিয়ালের, তাতে কাজটা বেশ কঠিনই। তিন লড়াইয়ে তার দল হজম করেছে ১২ গোল (৪-০, ৫-২ ও ৩-২)। স্পষ্টতই ম্যাচগুলোতে ভুগেছে রিয়ালের ডিফেন্স। আর নিয়মিত ডিফেন্ডারদের সবাই এই মূহুর্তে চোটে ছিটকে যাওয়ায় রক্ষণভাগ ভীষণ নাজুক হয়ে গেছে আনচেলত্তির দলের। সেল্টার বিপক্ষে তাই ৩-০ গোলে এগিয়ে গিয়ে এক সময়ে জেগেছিল ড্র করার সম্ভাবনা।
এরপরও বার্সেলোনা ম্যাচ নিয়ে ইতিবাচক রিয়াল কোচ।
“আমরা গত সপ্তাহে তাদের বিপক্ষে খেলেছি, আর ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই ছিল। আমরা জয়ের খুব কাছাকাছিই ছিলাম। আমাদের খুব সিরিয়াস একটা ম্যাচ খেলতে হবে। আমরা নিজেদের ওপর পূর্ণ আস্থা নিয়েই খেলব।”
প্রথমে পেয়েছিলেন নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দায়িত্ব। এবার চারদিনের ম্যাচের সিরিজেও নেতৃত্বের ভার পেলেন নুরুল হাসান সোহান। সাথে আরও পেয়েছেন তৃতীয় ওয়ানডেরও অধিনায়কত্বও।
দুই ম্যাচের চারদিনের সিরিজের দলে সোহান দলে পাবেন জাতীয় দলের আরও কয়েকজনকেও। যেখানে উল্লেখযোগ্য নাম সদ্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা ওপেনার এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়রাও। ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে এই দলে উল্লেখযোগ্য নাম অমিতে হাসান, যিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট ও সদ্য শেষ হওয়া ডিপিএলে ছিলেন রানের মধ্যেই।
জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকা সোহানের জন্য দুই ফরম্যাটে অধিনায়কত্ব পাওয়াটা তার জন্য বড় এক পরীক্ষাই। এই সিরিজে ভালো পারফর্ম করে এই কিপার-ব্যাটারের জন্য জাতীয় দলের দরজাও।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৫, ৭ ও ১০ মে। সবগুলো ম্যাচই হবে সিলেটে। একই ভেন্যুতে ১৪ থেকে ১৭ মে মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। আগামী ২১ থেকে ২৪ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ।
দুই ফরম্যাটের সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। এছাড়া খেলা দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড (চার দিনের ম্যাচ) :
নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, অমিতে হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাসুম আহমেদ, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ, মোহাম্মদ এনামুল হক।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড (তৃতীয় ম্যাচ) :
নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাঈম হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা।
একই সময়ে আইপিএল ও পিএসএল হওয়ায় দুই লিগে অংশ নিচ্ছেন ভিন্ন ভিন্ন খেলোয়াড়রা। তবে ব্যতিক্রম হতে যাচ্ছে মিচেল ওয়েনের ক্ষেত্রে। এই মূহুর্তে পিএসএলে ব্যস্ত অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে আইপিএলের শেষের অংশের জন্য চুক্তিবদ্ধ করেছে পাঞ্জাব কিংস।
মিচেল স্থলাভিষিক্ত হলেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের। চোটের কারণে এই আসর থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
পাঞ্জাব কিংস (পিবিকেএস) মিচেল ওভেনকে নিয়ে এসেছেন, গ্লেন ম্যাক্সওয়েলের জন্য তাদের চোটের প্রতিস্থাপন হিসাবে, যিনি আঙুল ভাঙার পরে আইপিএল 2025 এর বাইরে ছিলেন।
ওভেন পিএসএল -এর চলমান মৌসুমে আইএনআর 3 কোটি টাকার জন্য পেশোয়ার জালমির সাথে তাঁর পদক্ষেপের শেষে পিবিকেএসে যোগ দেবেন।
ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পিএসএলে পেশোয়ার জালমির অভিযান শেষেই আইপিএল খেলতে ভারতে পাড়ি জমাবেন ওয়েন।
জালমি টুর্নামেন্টে এই পর্যায়ে ছয়টি দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। আগামী ৯ মে তারা নিজেদের শেষ গ্রুপ ম্যাচটি খেলবে। দলটি যদি শেষ পর্যন্ত প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে ১৮ মে ফাইনাল পর্যন্ত ওয়েনকে থাকতে হতে পারে পিএসএলে। আর পাঞ্জাব তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৬ মে।
গত বছরের শেষের দিকে আইপিএলের মেগা নিলামের জন্য নিবন্ধভুক্ত থাকলেও চূড়ান্ত তালিকায় বাদ পড়েন ওয়েন। এবার প্রথমবারের মত আইপিএলে ডাক পেলেন বদলি হিসেবে।
তাসমানিয়ার ২৩ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার ওয়েন বিবিএল-এর সবশেষ আসর দিয়ে নজর কাড়েন। ফাইনালে রেকর্ড ৩৯ বলের সেঞ্চুরিতে হোবার্ট হারিকেন্সকে জেতান শিরোপা। সব মিলিয়ে ১১ ইনিংস থেকে ৪৫২ রান করেন ৪৫.২০ গড় আর অবিশ্বাস্য ২০৩.৬০ স্ট্রাইক রেটে!
পিএসএলেও ওয়েন ডাক পান বদলি হিসেবে। কর্বিন বোশ শেষ সময়ে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লেখালে তাকে দলে নেয় জালমি। বল হাতেও অবদান রাখতে পারেন তিনি৷ পার্ট টাইম মিডিয়াম পেস করা ওয়েন টি-টোয়েন্টিতে ১০ ইনিংস নিয়েছেন ২০ উইকেট।
৪ দিন আগে
৭ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
১৬ দিন আগে
১৬ দিন আগে
১৬ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে
২৮ দিন আগে
২৮ দিন আগে
২৯ দিন আগে