ফুটবলারদের প্লে-স্টেশন নিয়ে সময় কাটানো নতুন কিছু না। বিশেষ করে অনেক বড় বড় তারকাকেই ফিফা গেমস খেলতে দেখা যায়। আবার অনেক ফুটবলার ভিন্ন ভিন্ন গেমসেও আসক্ত হয়ে পড়েন। বেশ সময় নষ্ট করেন এর পেছনে। ইতালির খেলোয়াড়রাও এর ব্যতিক্রম নন। আর এটা রীতিমতো বিরক্ত ইতালির কোচ লুসিয়ানো স্পালোত্তি।
ইতালির অনেক ফুটবলার রাত জেগে সময় নষ্ট করেন প্লে-স্টেশনে। যার প্রভাব ফুটবলারদের খেলার মধ্যে পড়ে বলেও মনে করেন স্পালোত্তি। ফুটবলারদের এমন কর্মকাণ্ডে একেবারেই ভালো লাগছে না সাবেক নাপোলি কোচের।
আন্তর্জাতিক বিরতি শুরুর আগে সংবাদ সম্মেলনে ঝেড়েছেন ক্ষোভ। “আপনি একজন খেলোয়াড়কে কেবল তার মাঠের দুই ঘণ্টা দিয়েই শুধু মূল্যায়ন করতে পারেন না, সে বাকি ২২ ঘণ্টা কিভাবে কাটায়, সেটাও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। খেলোয়াড়রা কিভাবে সময় কাটায়, তাতে আমার কিছু আসে যায় না, যতক্ষণ না একটা নির্দিষ্ট সময় তারা ঘুমায়।”
গত বছর ইউরো কোয়ালিফায়ারের ম্যাচে উক্রেনের সাথে ম্যাচে বেশ কয়েকজন ফুটবলার রাত জেগে প্লে-স্টেশনে সময় কাটিয়েছে। যা মোটেও ভালোভাবে নেননি স্পালোত্তি। “ইউক্রেন ম্যাচের আগের রাতে কয়েকজন খেলোয়াড় জেগেছিল এবং এটা আমার দৃষ্টিতে মোটেও ভালো কাজ নয়।”
এমন ঘটনা যাতে আর না ঘটে তাই নতুন সমাধান নিয়ে এসেছেন স্পালোত্তি। ইউরো শুরু হওয়ার আগে যা কার্যকর করার চিন্তায় আছেন তিনি। “আমরা একটি গেম রুম সেট করবো যা সবাই একসাথে ব্যবহার করতে পারবে, কারণ সময় কাটানো এবং সবার এক সাথে থাকাটাও বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে ১২:৩০ বাজলে সবাই নিজের রুমে ফিরে যাবে এবং ঘুমাবে।”
বর্তমানে ইতালি দল অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। যেখানে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে ইকুয়েডোর ও ভেনেজুয়েলার সাথে।
২ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
১৯ দিন আগে