ইউরোপা লিগের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে আয়াক্স-প্যানাথিনাইকসের দ্বিতীয় লেগের ম্যাচে দেখা মিলেছে দারুণ নাটকীয়তা। ম্যাচটির নিষ্পত্তি হয়েছে ৩৪টি পেনাল্টির পর। যেখানে শেষ হাসি আয়াক্সের। ৩৪ শটের টাইব্রেকারে প্যানাথিনাকসকে ১৩-১২ গোলে হারিয়েছে আয়াক্স। এতে ইউরোপা লিগের মূল পর্বে খেলার স্বপ্ন টিকে রয়েছে ডাচ ক্লাবটির।
প্রথম লেগে ১-০ গোলে জিতে কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল আয়াক্স। দ্বিতীয় লেগ গোলশূন্য ড্রয়ের দিকে যাচ্ছিল। কিন্তু ৮৯ মিনিটে গোল ফেরত দিয়ে বসে প্যানাথিনাইকস। দুই লেগ মিলিয়ে ফল দাঁড়ায় ১-১। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ভাঙেনি সমতা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই দেখা মেলে মহাথ্রিলারের।
আরও পড়ুন: জিশানের ফিফটিতে দুই ম্যাচ পর জয়ের ধারায় এইচপি
ইউরোপিয়ান প্রতিযোগিতায় পেনাল্টি শুট আউটের দিক থেকে এটা দ্বিতীয় সর্বোচ্চ। টাইব্রেকে দুই দল মিলে গোল মিস করেছে নয়টি। একটা পর্যায়ে মনে হচ্ছিল পেনাল্টির লড়াই বোধহয় অনন্তকাল ধরে চলবে! শেষ অবধি অবশ্য ৩৪তম শটে গিয়ে ভাগ্য নির্ধারণ হলো।
আয়াক্সের জয়ের নায়ক ৪০ বছর বয়সী গোলরক্ষক রেমকো পাসভির। পাঁচটি পেনাল্টি ঠেকিয়েছেন তিনি। নিজেও স্পট কিক থেকে করেছেন এক গোল।
এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে জয়ের পর আয়াক্স কোচ ফ্রান্সেসকো ফারিওলি ছিলেন দারুণ খুশি। “অবিশ্বাস্য। দলের উদ্দীপনা ও নিবেদন ছিল অসাধারণ। আমরা নিখুঁত ছিলাম, তবে এটা বলতে পারি না যে, খেলোয়াড়রা তাদের সবটুকু দেয়নি। এমন একটি ম্যাচের পর পেনাল্টি শুটআউটে যাওয়াটা কঠিন। হয়তো একটু বেশি সময় লেগেছে। তবে আত্মবিশ্বাসের জন্য এটা খুবই জরুরি।“
৮ নভেম্বর ২০২৪, ৮:০৪ পিএম
৮ নভেম্বর ২০২৪, ৬:০০ পিএম
এর আগে একই ঘটনার কারণে শাস্তি পেতে হয়েছিল আরেকটি ক্লাবকে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলাকালীন সমর্থকরা গ্যালারিতে ইসরায়েলের আঘাতে যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনের পক্ষে ব্যানার প্রদর্শন করলেও শাস্তির মুখে পড়তে হচ্ছে না পিএসজিকে বলে জানিয়েছেন ইউয়েফা।
গত বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গ্যালারিতে দেখা যায় ‘ফ্রি ফিলিস্তিন’ লিখা বিশাল এক ব্যানার। সেই ব্যানারে একটি অংশ পুরোটাই ঢেকে যায়।
আরও পড়ুন
ফিলিস্তিনের জয়ের রাতে উড়ে গেলো ইসরাইল |
ইয়েফার একজন মুখপাত্র বলেছেন যে, পিএসজি শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি না হওয়ার কারণ, তারা শুধুমাত্র অপমানজনক বা উসকানিমূলক বলে মনে করা রাজনৈতিক বার্তাকেই নিষিদ্ধ করেছে।
আর পিএসজি এই ঘটনার প্রেক্ষিতে জানিয়েছিলে যে, তারা ‘এই ধরনের বার্তা প্রদর্শনের কোন পরিকল্পনার ব্যাপারে অবগত ছিল না।’
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলিউ এই ব্যানার উন্মোচনকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি পিএসজির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইবেন কিনা, জানতে চাইলে এক রেডিও অনুষ্ঠানে বলেছেন, ‘আমি কিছু অস্বীকার করছি না। আমি পিএসজির কাছে এর ব্যাখ্যা চাইব।’
ফ্রেঞ্চ ফেডারেশন (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকের জন্য তলব করেছেন। ফরাসি টিভি চ্যানেল বিএফএম জানিয়েছে, পিএসজির মহাপরিচালক ভিক্টোরিয়ানো মেলেরোকেও এখানে ডাকা হয়েছে।
আরও পড়ুন
জিকোকে ছাড়াই ফিলিস্তিনের বিপক্ষে নামছে বাংলাদেশ |
পিএসজির কট্টরপন্থী ‘আউতেউলি কপ’ গ্রুপের ভক্তরা ফিলিস্তিনের পক্ষে সেই বিশাল ব্যানারটি এনেছিল স্টেডিয়ামে। উল্লেখ্য, চলতি মাসেই প্যারিসে ইসরায়েলের সাথে ইউএয়ফা নেশন্স লিগের ম্যাচ খেলবে ফ্রান্স।
আতলেতিকো ও পিএএসজির সেই ম্যাচ চলাকালীন ‘আউতেউলি কপ’ আরেকটি বার্তা তুলে ধরেছিল, যাতে লেখা ছিল-
“গাজায় একটি শিশুর জীবন কি অন্যদের চেয়ে কম মূল্যবান?”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল সামরিক আক্রমণ চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলাকালীন সেল্টিকের সমর্থকরা গ্যালারিতে ফিলিস্তিনি পতাকা নেড়েছিল। সেই কারণে ক্লাবটিকে ইউয়েফা জরিমানা করে ১৭ হাজার ৫০০ ইউরো।
সময় যখন খারাপ যায়, সবদিক থেকেই যায়। কিলিয়ান এমবাপের বেলায় এই মুহূর্তে ঠিক সেটাই চলছে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে খুব একটা খারাপ না খেললেও প্রত্যাশার পাহাড়ের কারণে সমালোচনা হচ্ছে অহরহ। দুঃসময় কাটিয়ে উঠতে যে জাতীয় দলের হয়ে খেলবেন, সেই পথও হয়ে গেছে আপাতত বন্ধ। চলতি মাসের দুটি ম্যাচের জন্য তিনি খেলতে চাইলেও ফরাসি তারকাকে দলের বাইরেই রেখেছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। তবে কী দ্বন্দে জড়িয়ে পড়েছেন দুজন? স্পষ্ট না বললেও কিছু বিষয়ে অমত যে হচ্ছে, তার আভাস ঠিকই দিয়েছেন দেশম।
গত মাসে আন্তর্জাতিক বিরতিতে নিজেই ফ্রান্সের হয়ে খেলা থেকে বিরত থাকেন এমবাপে। যদিও ঠিক তার আগে চোট কাটিয়ে রিয়ালের হয়ে খেলেন কিছু ম্যাচ। সেই কারণে নিজ দেশে প্রবল তোপের মুখে পড়েন তিনি। তবে চলতি মাসে ইউয়েফা নেশন্স লিগে ইসরায়েল ও ইতালির বিপক্ষে তিনি খেলতে চেয়েছিলেন। তবে এবার তার অনুরোধ উপেক্ষা করে রিয়াল ফরোয়ার্ডকে দলের বাইরে রেখেছেন দেশম।
আরও পড়ুন
নৈশক্লাবে এমবাপে কী করছেন, তা নিয়ে চিন্তা নেই ফ্রান্স কোচের |
দলের অধিনায়ক ফিট থাকার পরও দলে জায়গা না পাওয়ায় তাই উঠছে নানা প্রশ্ন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সেই পালে হাওয়া না দিলেও বাতাসে যা ভাসছে, তার কিছুটা যে সত্যি তা ফুটে উঠেছে ফ্রান্স কোচের কণ্ঠে-
“আমি তার সাথে কথা বলেছি। কিলিয়ান আসতে চেয়েছিল। এটা এমন একটা সিদ্ধান্ত যা আমি শুধুমাত্র এই দুই ম্যাচের জন্য নিয়েছি। কাইলিয়ান আসতে চেয়েছিল।”
পিএসজি থেকে রিয়ালে এই মৌসুমে নাম লেখানো এমবাপে এখন পর্যন্ত ১০ ম্যাচে গোল করেছেন ছয়টি। তবে এল ক্লাসিকো ও এসি মিলানের বিপক্ষে টানা দুটি হাইভোল্টেজ ম্যাচে তার মলিন পারফরম্যান্স স্পেনে জন্ম দিয়েছে তীব্র সমালোচনার। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে গোলের দেখা না পাওয়া এমবাপে অফসাইড হন ৮ বার, যা গত ১৫ বছরে লা লিগায় এক ম্যাচে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ অফসাইড হওয়ার রেকর্ড।
আরও পড়ুন
এমবাপের জায়গায় ফ্রান্সের অধিনায়কত্ব পেলেন রিয়াল মিডফিল্ডার |
কঠিন সময়ে বরাবরই এমবাপেকে আগলে রাখা দেশমও যেন কিছুটা দূরত্বে চলে গেছেন-
“আমরা সবকিছুতেই একমত নাও হতে পারি। আমি খেলোয়াড়দের সাথে আলোচনা করতেই পারি। আমি এখানে খেলোয়াড়দের এটা বলার জন্য আসিনি যে, ‘আমি সেরা এবং সবচেয়ে সুদর্শন।’ আমি তাদের কথাও শুনি। আর এই আলোচনাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। সবদিক বিবেচনায় এরপর আমি সেই সিদ্ধান্তগুলি নিই, যা আমার কাছে সবচেয়ে ভালো বলে মনে হয়।”
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে