বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২৩-২৪ শুরু হতে না হতেই হেড কোচ পরিবর্তন করলো রহমতগঞ্জ এমএফসি। কামাল বাবুর জায়গায় দায়িত্ব নিয়েছেন জাহিদুর রহমান মিলন। পুরনো ঢাকার ক্লাবের হয়ে পরের ম্যাচ থেকেই ডাগআউটে থাকবেন তিনি।
৫৩ বছর বয়সী এই কোচ এর আগে সামলেছেন প্রিমিয়ার লিগের ক্লাব আরামবাগ, ফেনী সকার ও উত্তর বারিধারার দায়িত্ব। দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে ফর্টিস এফসি আর ব্রাদার্স ইউনিয়নকেও প্রিমিয়ারে উত্তীর্ণ করার কারিগরও তিনি।
আরও পড়ুন: পুলিশকে হারিয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনলে রহমতগঞ্জ
এর আগে গেল সিজনের শুরুতে সৈয়দ গোলাম জিলানীর স্থলাভিষিক্ত হয়েছিলেন কামাল বাবু। রেলিগেশন জোনের শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ৮ম হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুম শেষ করে রহমতগঞ্জ।
তবে, নতুন মৌসুম ২৩-২৪’র শুরু থেকে চমক দেখায় রহমতগঞ্জ। ১৩ দলের স্বাধীনতা কাপের সেমিফাইনাল পর্যন্ত রেসে টিকে ছিলো দলটি। তবে, মোহামেডানকে হারিয়ে প্রথমবারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে জায়গা করা নেয় হয়নি ক্লাবটির।
কোয়ার্টার ফাইনালের আগে হেড কোচের পদ থেকে অব্যাহতি দেয়া হয় কামাল বাবুকে। গোলরক্ষক কোচ হুমায়ন এরপর ৪ ম্যাচ সামলেছেন আন্ডারডগদের। অন্তবর্তীকালীন কোচের অধীনে প্রিমিয়ার লিগ ফুটবল আর ফেডারেশন কাপের শুরুটা ভালো হয়েছে রহমতগঞ্জের। এরইমাঝে প্রিমিয়ার লিগে আবাহনীকে রুখেও দিয়েছে নাঈম-সুশান্তরা। ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সাথে ম্যাচও। ফেডারেশন কাপেও শক্তিশালী পুলিশ এফসির সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে রহমতগঞ্জের।
জাতীয় নির্বাচনের কারণে ২ রাউন্ড শেষ হওয়ার পর বিরতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ১২ জানুয়ারি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়েই তাই রহমতগঞ্জের হয়ে ডাগআউটে অভিষেক হচ্ছে জাহিদুর রহমান মিলনের।
দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
No posts available.
১৭ অক্টোবর ২০২৫, ৮:২২ পিএম
ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। অবনতি হয়েছে ব্রাজিলের।
র্যাঙ্কিং হালনাগাদের আগে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার একটিতে হেরেছে এবং অন্যটিতে ড্র করেছে। হংকং ও চায়নার বিপক্ষে হোম ম্যাচে ৪–৩ গোলে হেরেছেন জামাল ভূঁইয়ারা। হংকংয়ে গিয়ে করেছেন ১–১ ড্র।
র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও পয়েন্ট কমেছে বাংলাদেশের। লাল-সবুজ দলের আগে পয়েন্ট ছিল ৮৯৯.২৪, বর্তমানে তা ৮৯৪.৪। অর্থাৎ, বাংলাদেশের পয়েন্ট কমেছে ৫.১৮। মূলত ব্রুনেই দারুসসালাম ১৯ পয়েন্ট হারিয়ে ২ ধাপ নিচে (১৮৫ নম্বরে) নেমে যাওয়াতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন
বার্সেলোনা ছাড়ছেন লেভানডফস্কি |
![]() |
বাংলাদেশ এগোলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়েছে। ১৪৬ নম্বর থেকে ১৪৮ নম্বরে নেমেছে দলটি। যদিও তাদের পয়েন্ট ৫.১৮ বেড়ে এখন হয়েছে ১০৫২.৫৪। দলটির আগের পয়েন্ট ১০৪৭.৩৬।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আর্জেন্টিনা ৩ নম্বর থেকে উঠে এসেছে ২ নম্বরে। দুই থেকে তিনে নেমে গেছে ফ্রান্স। ৪ থেকে ৭ নম্বর অবস্থানে কিছুটা পরিবর্তন এসেছে। ২.৭৫ পয়েন্ট হারিয়ে ব্রাজিল ৬ থেকে ৭–এ নেমেছে, আর ৬–এ উঠে এসেছে নেদারল্যান্ডস। ইংল্যান্ড ও পর্তুগাল আগের অবস্থান যথাক্রমে ৪ ও ৫ নম্বরে।
স্প্যানিশ তরুণ ফুটবলার ল্যান্ড্রি ফারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। ২০২৮ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবে থাকবেন এই ডিফেন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।
সাত বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন ফারে। তাকে ক্লাবের সম্ভাবনাময় খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়। ১৮ বছর বয়সী এই তরুণের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি আস্থা প্রকাশ করেছে ক্লাবটি।
সেন্টার-ব্যাক ও ফুল-ব্যাক—দুই পজিশনেই খেলতে পারেন ফারে। গত মৌসুমে উয়েফা ইউথ লিগ জয়ী দলে ছিলেন এই ডিফেন্ডার। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রথম দলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন, যদিও এখনো মাঠে নামার সুযোগ পাননি। বার্সেলোনার হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন ফারে।
ফারের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের যুব ফুটবলের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক জোয়ান সোলার এবং যুব ফুটবলের পরিচালক হোসে রামোন আলেক্সাঙ্কো।
৩৭ বছর বয়সেও দিব্যি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন অনেক ফুটবলার। তবে ওয়ার্কলোড বিবেচনায় বেশ সতর্ক থাকতে হয় ৩৫-উর্ধ্ব ক্রীড়াবিদদের। পরিবেশ, প্রতিপক্ষ ও অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হয় তাদের। শত প্রতিবন্ধকতার মাঝেও অনেকেই আলোচনায় থাকেন, দ্যুতি ছড়ান সবুজ গালিচায়।
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর পথের পথিক রবার্ট লেভানডফস্কি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পছন্দের ক্লাব ছাড়তে হয়েছে এদের অনেককেই। তখন নাম–খ্যাতি থাকলেও বর্তমান ক্লাবের নজরে থাকে তরুণ প্রতিভা। মেসিকে যেমন ছাড়তে হয়েছিল প্রিয় ক্লাব বার্সেলোনা, তেমনি রোনালদোকেও ত্যাগ স্বীকার করতে হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন লেভানডফস্কি।
২০২২ সালে স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন পোলিশ স্ট্রাইকার। আট বছর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে মাতিয়ে তোলার পর কাতালান শিবিরে যোগ দেন লেভা। সেখানে তিনি ১৫৬ ম্যাচে মাঠে নেমে ১০৫টি গোল করেছেন। নতুন মৌসুমেও তার পায়ের জাদু অব্যাহত রয়েছে—৭ ম্যাচে করেছেন ৪টি গোল।
আরও পড়ুন
পালমারকে নিয়ে বড় দুঃসংবাদ |
![]() |
মেসিদের মতোই, ৩৭ বছর বয়সী লেভানডফস্কিকেও বিদায় নিতে হতে পারে তার স্বপ্নের ক্লাব বার্সেলোনা থেকে। কথা উঠেছে, চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তার সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করবে না বার্সা।
পোলিশ স্পোর্টস সাংবাদিক ও ফুটবল কমেন্টেটর মাতেউশ শ্ভিয়েঁৎস্কি জানিয়েছেন, আতলেতিকো মাদ্রিদে যোগ দিতে পারেন লেভানডফস্কি। তিনি বলেন, ‘সম্ভবত ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিতে পারেন লেভা। তবে আমার কাছে মনে হচ্ছে, সে আতলেতিকোতেই যোগ দেবে। সে সেখানে সফল হতে পারবে। কারণ এর আগে ডেভিড ভিয়া ও লুইস সুয়ারেজও সেখানে সফল ছিলেন।’
লেভানডফস্কির সঙ্গে ইতালির এসি মিলান ও সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাবের যোগাযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী আগস্টে তিনি ৩৮ বছরে পা দিলেও খেলা চালিয়ে যাবেন।
লেভার দলবদল বা চুক্তির বিষয়ে মাতেউশ শ্ভিয়েঁৎস্কি কোনো নির্দিষ্ট সূত্র বা প্রমাণ উল্লেখ করেননি। তবুও পোলিশ এই তারকা যে শিগগিরই ন্যু ক্যাম্প ছাড়তে পারেন, সে বিষয়ে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ইউরোপা লিগে অংশ নিতে আগামী মাসে বার্মিংহামে পৌঁছাবে ইসরায়েলের অন্যতম সফল ক্লাব ম্যাকাবি তেল আবিব। আগামী ৬ নভেম্বর ভিলা পার্কে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে দলটি। তবে এই ম্যাচে ইসরায়েলি সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বার্মিংহাম প্রশাসন।
২০২৪ সালে আমস্টারডামে ইউরোপার একটি ম্যাচকে ঘিরে আয়াক্স ও ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। গাজা ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলি সমর্থক ও প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
সতর্কতার অংশ হিসেবে অ্যাস্টন ভিলা ও ম্যাকাবির মধ্যকার ম্যাচে অতিথি দলের সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এই সিদ্ধান্তের ওপর তাৎক্ষণিক তদন্তের অনুরোধ জানিয়েছে ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ ও অপরাধ কমিশনার।
বার্মিংহাম সিটির কাউন্সিলর জন কটন এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে "ভুল" বলে উল্লেখ করেছেন। তিনি বলেন,
"হুমকি বা সহিংসতার কারণে শহরের কোনো ফুটবল ম্যাচে দর্শকদের প্রবেশে বাধা দেওয়া উচিত নয়।"
তিনি আরও বলেন, "আমি সেফটি অ্যাডভাইজরি গ্রুপের স্বাধীনতাকে সম্মান করি, তবে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করছি।"
ম্যাকাবি সমর্থকদের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন লন্ডনের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষও করেছেন অনেকে।
কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি বাডেনক বলেছেন, "এটি একটি জাতীয় লজ্জা। তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন, "ইহুদি সমর্থকরা যেন দেশের যেকোনো ফুটবল স্টেডিয়ামে নিশ্চিন্তে প্রবেশ করতে পারেন—এটি তিনি যেন নিশ্চয়তা দেন।"
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা এড ডেভি বলেছেন, "এই সিদ্ধান্তটি যত দ্রুত সম্ভব পরিবর্তন করা উচিত। এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত।"
ইহুদি লিডারশিপ কাউন্সিল একে বলেছে "বিকৃত" সিদ্ধান্ত, অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী একে "লজ্জাজনক" বলে মন্তব্য করে।
একটা ক্ষীণ সম্ভাবনা ছিল কোল পালমারকে ঘিরে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কুঁচকির চোটে পড়া ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার শিগগিরই ফিরবেন— এমন প্রত্যাশা ছিল খোদ কোচ এনজো মারেস্কার। যদিও শেষ পর্যন্ত জানা গেল, সেটি আর হচ্ছে না।
ফিফা উইন্ডো শেষে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ জানিয়েছেন, কুঁচকির চোটের কারণে প্রায় ছয় সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে কোল পালমারকে।
গত ২০ সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে আছেন পালমার। কোনো ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে এ সময়ে নামা হয়নি তার। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে তিনটি ম্যাচ খেলেছেন পালমার। তাতেই ইংল্যান্ড দলের কোচ টমাস টুখেলের শর্টলিস্টে ঢুকে পড়েছেন। ২০২৬ বিশ্বকাপের জন্য বেশ ভালোভাবেই বিবেচনায় আছেন ইংল্যান্ডের এই তরুণ মিডফিল্ডার।
আরও পড়ুন
জানুয়ারিতে ক্লাব ছাড়তে পারেন রিয়ালের যে চার তারকা |
![]() |
চেলসির চাওয়া, আগামী নভেম্বরে ফিফা উইন্ডো পর্যন্ত বিশ্রামে থাকুক ২৩ বছর বয়সি পালমার। তবে কোচ মারেস্কা তাকে দ্রুতই মাঠে দেখতে চেয়েছিলেন। আগামী মাসের শুরুতেই পালমারকে মাঠে দেখতে চেয়েছিলেন তিনি। যদিও মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলার পর তার সে চাওয়া আক্ষেপে রূপ নিয়েছে।
শনিবার প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে চেলসির ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মারেস্কা বলেছেন, ‘আমি ভুল করেছিলাম। আসলে তার ছয় সপ্তাহের বেশি সময় লাগবে মাঠে ফিরতে। এটাই সর্বশেষ আপডেট।’
প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ সিজনে ১৫টি গোল করেছেন পালমার। নিঃসন্দেহে নতুন মৌসুমেও তার প্রয়োজনীয়তা অনেক। কারণ, এই মুহূর্তে সাত ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে দ্য ব্লুজরা। এমন সময়ে প্রিয় শিষ্যকে না পাওয়াটা বড় ধাক্কা মারেস্কার জন্য।
ইতালিয়ান কোচ আরও বলেছেন, ‘যতটা সম্ভব আমরা পালমারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। তবে আশার দিক হলো, যখন সে মাঠে ফিরবে, তখন পুরোপুরি সুস্থ হয়েই ফিরবে।’
অনেকেই বলছেন, শিগগিরই ফিরবেন পালমার। কারণ, তাকে এই মুহূর্তে দলের খুব প্রয়োজন। এ নিয়ে ভিন্নমত রয়েছে মারেস্কার। তিনি বলেছেন,‘মেডিক্যাল স্টাফরা কোনো ম্যাজিশিয়ান নয়। আশা করি ছয় সপ্তাহ যথেষ্ট সময়। ধাপে ধাপে সে সুস্থতার পথে এগোচ্ছে। এমনকি ভালোভাবেই সুস্থতার পথে পালমার।’
একমাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকবেন চেলসির এই অ্যাটাকিং মিডফিল্ডার। তার জায়গায় কে খেলবেন বা কাকে খেলানো হবে—এ বিষয়ে সূক্ষ্ম মন্তব্য মারেস্কার,‘পালমারের রিপ্লেসমেন্ট পাওয়া কঠিন। সে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড়। তাই তার জায়গায় অন্য কাউকে খেলানো কঠিন। পালমারের মতো এমন কেউ নেই দলে। কারণ, কোল (পালমার) ইউনিক।’