টেস্ট ক্রিকেট একটানা হয়, এটাই এই ফরম্যাটের নিয়ম। বিশেষ কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। বিরল সেই ঘটনাটি লম্বা সময় বাদে আবার দেখা যাবে শ্রীলঙ্কার মাটিতে দেশটির নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একটি টেস্টের মাঝে একদিনের বিরতি রাখার ঘোষণা এসেছে।
আগামী ১৮ সেপ্টেম্বর গলে শুরু হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই ম্যাচের জন্য পাঁচদিনের জায়গায় বরাদ্ধ রাখা হয়েছে ছয়দিন। এর কারণ হল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন। আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ৪ ফিফটিতে বাংলাদেশের দুর্দান্ত ফাইটব্যাক
শেষবার এমন ঘটনা দেখা গিয়েছিল বাংলাদেশে এবং সেখানেও জড়িয়ে আছে শ্রীলঙ্কার নাম। ২০০৮ সালে বাংলাদেশের সংসদ নির্বাচনের কারণে এই দলের মধ্যকার টেস্টে একদিন বিরতি রাখা হয়।
আর শ্রীলঙ্কার মাটিতে সবশেষ এভাবে টেস্টের মাঝে একদিন বিশ্রামের ঘটনা হয়েছিল ২০০১ সালের ডিসেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে। এই টেস্টের মাঝে একদিন ছিল ‘ফুল মুন’, যা বৌদ্ধ ধর্মাবলম্বী জাতিতে একটি সরকারী ছুটির দিন।
টেস্টে ক্রিকেটের ইতিহাসে একটা সময় অবশ্য নিয়ম করেই একদিন বিরতি রাখা হত। নব্বই দশকে ইংল্যান্ডে হওয়া টেস্টে রবিবার ছিল বিশ্রামের দিন।
১৬ জুলাই ২০২৫, ৪:৩১ পিএম
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্স টুর্নামেন্টে তাদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর।
প্রথম দুই ম্যাচ জেতা রংপুর নিজেদের প্রথম ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিওর্সের সাথে ৮ রানের দারুণ এক জয় পায় রংপুর। পরের ম্যাচে ধরা দেয় আও রোমাঞ্চকর এক জয়। বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের বিপক্ষে অবিশ্বাস্যভাবে দলটি ম্যাচ জেতে মাত্র এক রানে।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে রংপুরের প্রতিপক্ষ দুবাই ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। এই দলটির হয়ে খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি দলটির প্রথম ম্যাচে চার উইকেট ও ফিফটি করে হন ম্যাচ সেরা।
এবার সাকিব খেলবেন বিপিএলে তার সাবেক দল রংপুরের বিপক্ষে, যা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি দেখতে চোখ রাখুন টি স্পোর্টসের পর্দায়।
রংপুর রাইডার্স একাদশ : ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার, কাইল মায়ার্স, আজমাতউল্লাহ ওমরজাই, সাইফ হাসান, নুরুল হাসান (অধিনায়ক), ইফতেখার আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, তাবরাইজ শামসি, খালেদ আহমেদ।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির আগে বড় সুসংবাদ পেলেন রিশাদ হোসেন। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখে টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১২ ধাপ উন্নতি করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই লেগ স্পিনার। এর মাধ্যমে জায়গা করে নিয়েছেন শীর্ষ বিশের মধ্যে।
বুধবার আইসিসি প্রকাশিত নতুন টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১৭ নম্বর স্থানে উঠে এসেছেন রিশাদ। এই ফরম্যাটে এটি তার ক্যারিয়ার সেরা অবস্থান।
শ্রীলঙ্কা সফরের আগে পাকিস্তানের সাথে সিরিজে রিশাদের পারফরম্যান্স ভালো ছিল না একেবারেই। তাতে তিনি নেমে গিয়েছিলেন ২৯ নম্বরে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক চলমান সিরিজে, বিশেষ করে দ্বিতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট নিয়ে র্যাংকিংয়ে বড় লাফিয়ে দিয়েছেন তরুণ এই লেগ স্পিনার।
রিশাদ ছাড়াও বড় উন্নতি হয়েছে শরিফুল ইসলামেরও। সিরিজের প্রথম ম্যাচে না খেলা বাঁহাতি এই পেসার দারুণ বোলিং করেন একাদশে ফিরেই। ১২ রানে নেন দুই উইকেট, যার মাধ্যমে ২০ ধাপ উন্নতি করে তিনি এখন উঠে এসেছেন ৫৭তম স্থানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে আর কারও উন্নতি হয়নি। ২৬তম স্থানেই আছেন মুস্তাফিজুর রহমান। চার ধাপ নেমে গেছেন শেখ মাহেদি হাসান (২৫তম)। তাসকিন আহমেদ ২৪ থেকে চলে গেছেন ২৮ নম্বরে। দুই ধাপ নেমে হাসান মাহমুদের অবস্থান ৩৬তম আর তানজিম হাসান সাকিব ৪৩ থেকে নেমে গেছেন ৪৬তম স্থানে।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে অবশ্য বাংলাদেশের চিত্র খুব একটা সুবিধার নয়। শীর্ষ ১০০ জনের মধ্যেই আছেন কেবল ৬ জন ব্যাটার। তাদের মধ্যে সবার ওপরে আছেন তাওহীদ হৃদয় (৪১তম)। অন্যরা হলেন লিটন দাস (৪৪তম), তানজীদ হাসান তামিম (৫৫তম), নাজমুল হোসেন শান্ত (৬৭তম), জাকের আলী অনিক (৭০তম) ও পারভেজ হোসেন ইমন (৮৫তম)।
দুই দফায় পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। সকালে প্রথম দলটি আর বিকেলে এসেছে দ্বিতীয় দলটি। অধিনায়ক সালমান আলী আগা সহ সকালে ঢাকায় এসে পৌঁছান অন্তত ৭ ক্রিকেটার, বাকিরা এসেছেন সন্ধ্যায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় তারা।
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল নিয়ে সমীহ দেখিয়েছেন সালমান, “নিজেদের কন্ডিশনে বাংলাদেশ দারুণ এক দল। রেকর্ড বলে হোমে ওরা অনেক বড় দলকে হারিয়েছে। আমাদের অনেক কঠিন সময় যেতে পারে সেখানে এবং এজন্য আমরাও প্রস্তুতি নিয়েছি”। অধিনায়ক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রত্যাশা অনেক তার ওপর, সেই চ্যালেঞ্চ জিততে চান সালমান।
দুবাই হয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানী ক্রিকেটাররা। আগামী ২০,২২ ও ২৪ জুলাই সিরিজের তিন টি-টোয়েন্টি, সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে। প্রায় সাড়ে তিন বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। ২০২১ সালের নভেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল মিরপুরে, সেই সিরিজ ৩-০ তে জিতেছিল পাকিস্তান। ঐ সফরে দুই টেস্টের সিরিজও খেলেছিল দু’দেশ। পাকিস্তান জয় পেয়েছিল ২-০ ব্যবধানে।
একদিন বিশ্রামের পর ১৮ জুলাই অনুশীলন শুরু করবে পাকিস্তান দল, সিরিজ শেষে দুই ভাগে ২৫ ও ২৬ তারিখ ঢাকা ছাড়বে আগা সালমানের দল।
ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে নাটকীয় জয় পেলেও ধীরগতির ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছে ইংল্যান্ডকে। তৃতীয় টেস্টে নির্ধারিত সময়ে নির্ধারিত ওভার শেষ করতে না পারায় টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ পয়েন্ট কর্তন করা হয়েছে বেন স্টোকসের দলের।
বুধবার আইসিসির দেওয়া এই শাস্তির ফলে ইংল্যান্ডের মোট পয়েন্ট ২৪ থেকে কমে এখন দাঁড়িয়েছে ২২ পয়েন্টে। প্রভাব পড়েছে শতকরা পয়েন্টের হারেও। ৬৬.৬৭ শতাংশ থেকে কমে সেটা হয়েছে ৬১.১১ শতাংশ। এতে টেবিলের দ্বিতীয় স্থান থেকে নেমে এসেছে তৃতীয় স্থানে নেমে গেছে ইংলিশরা। এছাড়া শাস্তির অংশ হিসেবে ইংল্যান্ড খেলোয়াড়দের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানাও গুনতে হয়েছে।
আরও পড়ুন
তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনে অনুপস্থিত শামীম |
![]() |
ওভার রেট নিয়ে আইসিসির নিয়ম অনুযায়ী, ইনিংসের ওভার শেষ করা সময় হিসাব করে যত ওভার কম হয়, সেটা ধরে প্রতি ওভারের জন্য বোলিং করা দলের এক পয়েন্ট করে কাটা হয়। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন, যার ফলে আর আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।
অবশ্য ইংল্যান্ড লর্ডস টেস্ট যে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্য দিয়ে খেলে জিতেছে, তাতে ওভার রেটের বিষয়টির দিকে মনযোগ দেওয়ার সুযোগ কমই ছিল তাদের সামনে। প্রথম ইনিংসে দুই দলই করেছিল ৩৮৭ রান করে। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে বেশ চাপে পড়ে যায় ভারত। এরপর রবীন্দ্র জাদেজার অপরাজিত ফিফটিতে জয়ের খুব কাছাকাছি গিয়ে মাত্র ২২ রানে হারে দলটি।
এই জয়ে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
খেলোয়াড়ি জীবন বলুন কিংবা কোচিং, মুশতাক আহমেদের দু'টি ক্যারিয়ারই হাই-প্রোফাইল। বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ হিসেবে এখন দেখাচ্ছেন ক্যারিশমা! খুশি বিসিবি, আর তাই বেড়েছে সম্মানী।
পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচে ৩৪১ উইকেট পেয়ে নিজেকে চিনিয়েছেন। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের ট্রফি জয়ী দলে করেছেন প্রতিনিধিত্ব। ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের ঘরের ছেলে হয়ে যাওয়া এই সাবেক লেগ স্পিনার ৩০৯টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ১৪০৭ উইকেট। প্লেয়িং ক্যারিয়ারের বিশাল প্রোফাইল ঝেড়ে ফেলে এক সময় কোচিংয়ে মনোযোগী হয়েছেন মিলেছে সেখানেও সাফল্য! দীর্ঘ ১৭ বছরের কোচিং ক্যারিয়ারের পুরোটাই স্পিন বোলারদের দিয়েছেন তালিম। এই লম্বা সময়ে ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ হয়ে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন।
আরও পড়ুন
সততা নিয়ে জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যেতে চান সালাহউদ্দিন |
![]() |
স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদকে বিসিবি দু'দফায় নিয়োগ দিয়েছে । ২০২৪ সালে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৬৫ দিনের জন্য পেয়েছিলেন প্রথম দফায় স্পিন বোলিং কোচের দায়িত্ব। খণ্ডকালীন সেই চুক্তিতে প্রতিদিন সম্মানী হিসেবে পেয়েছেন ৬৫০ মার্কিন ডলার করে। তার ওই ৬৫ দিনের ঘষামাজায় বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন নিজেকে শাণিত করেছেন । ঐ সময় ১৫ টি-টোয়েন্টি ম্যাচে ২৩ উইকেট পেয়েছেন রিশাদ। যার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ১৪!মূলত রিশাদকে বিশেষ যত্নে শাণিত করায় দ্বিতীয় দফায় মুশতাককে চুক্তিবদ্ধ করেছে বিসিবি।
হেড কোচ ফিল সিমন্স, পেস বোলিং কোচ শন টেইট, সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিনের সঙ্গে বিসিবি যেখানে চুক্তি করেছে ২০২৭ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত (নভেম্বর), সেখানে এ বছরের ২৬ মে থেকে ২০২৬ সালের নভেম্বর, এই ১৮ মাসের জন্য মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। তবে এই ১৮ মাসের পুরোটা সময় কিন্তু বাংলাদেশের স্পিনাররা কাছে পাচ্ছেন না মুশতাককে। ইংলিশ কাউন্টি ক্রিকেট এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিংয়ের হাতছানি থাকায় এই লিজেন্ডারি লেগ স্পিনার এ বছর সময় দিতে পারবেন মোটে ১৩২ দিন।
দ্বিতীয় দফায় স্পিন বোলিং কোচ হিসেবে নিজের দামদর বাড়িয়েছেন মুশতাক আহমেদ। প্রথম দফায় খণ্ডকালীন মেয়াদে যেখানে প্রতিদিন সম্মানী পেতেন ৬৫০ মার্কিন ডলার, সেখানে দ্বিতীয় দফায় পাবেন দিনে ৭০০ মার্কিন ডলার। অর্থাৎ এই ১৮ মাসে সম্মানী বাবদ মুশতাক আহমেদের অ্যাকাউন্টে ঢুকবে ১ লাখ ৮৩ হাজার ৪০০ মার্কিন ডলার, বাংলাদেশী মুদ্রায় ২ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন
তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনে অনুপস্থিত শামীম |
![]() |
হাই-প্রোফাইল এই স্পিন বোলিং কোচের সম্মানীর বিপরীতে সকল ট্যাক্স পরিশোধ করবে বিসিবি। দৈনিক সম্মানীর বাইরে পাবেন আবাসনের জন্য ফার্নিশ ফ্লাট, ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ী। বিসিবির হিসেবে তার সকল সুযোগ সুবিধার পেছনে খরচ হবে প্রতিদিন ১ হাজার মার্কিন ডলার। এর বাইরে সিরিজ কিংবা টুর্নামেন্টকে সামনে রেখে কোচিংয়ের জন্য দলের সঙ্গে যুক্ত হতে পাবেন আকাশপথে ঢাকা-লাহোর-ঢাকা রিটার্ন টিকিট। তবে টার্মিনেশন নোটিশ যেখানে ফিল সিমন্সের জন্য ৬ মাস, ফিল্ডিং কোচ শন টেইটের জন্য ২ মাস, সেখানে মুশতাক আহমেদের নোটিশ পিরিয়ড মাত্র ১ মাসের। গত ৩০ জুন বিসিবির পরিচালনা পরিষদের সভায় মুশতাক আহমেদের সঙ্গে চুক্তির বিস্তারিত অনুমোদিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
১ দিন আগে
১০ দিন আগে
১১ দিন আগে
১১ দিন আগে
২২ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে
২৫ দিন আগে
২৫ দিন আগে