সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন মেজর টুর্নামেন্টের ফাইনালে হার, হৃদয় ভেঙেছিল কোটি সমর্থকের। তা হয়তো নিতে পারেননি লিওনেল মেসি নিজেই। কান্না ভেজা চোখে একবার বিদায়ও নিয়েছিলেন জাতীয় দল থেকে। তবে দেশের টানে আবার ফিরেও আসেন, দুনিয়া জুড়ে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকদের ভাঙা হৃদয় জোড়া লাগাতে। কাতার বিশ্বকাপটা উঁচিয়ে ধরে সেই স্বপ্নটা পূরণও করেছেন পরে। তাতে দীর্ঘ দিনের ঋণ শোধ হয়েছে বলেই মনে করছেন মেসি।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদকে সবার সেরা মানার কারণ জানালেন মেসি
২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে সেভাবে খেলারই সুযোগ মেলেনি সাবেক বার্সেলোনা তারকার। এরপর সেরা ফর্মে থেকেও ২০১০ বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেননি। ভালো খেলেও ২০১৪ সালে হতে হয় রানার্সআপ। আর ২০১৮-তে মোটামুটি মানের একটা দল নিয়ে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়। এসবের মাঝে দুটি কোপা আমেরিকার ফাইনালে হেরে নিয়েছিলেন অবসর। তবে ২০২২ কাতার বিশ্বকাপ আর হতাশ করেনি মেসি কিংবা আর্জেন্টিনাকে।
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মেসির অধিনায়কত্বে তৃতীয়বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সম্প্রতি মিয়ামি ভিত্তিক গণমাধ্যম ইনফোবে-তে এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জেতাটা তার জন্য কতটা স্বস্তির তাই তুলে ধরেছেন মেসি। “বিশ্বচ্যাম্পিয়ন হতে পেরে আমি স্বস্তি বোধ করছি, কারণ আমার পরিবার, আমার দেশ এবং সমস্ত সমর্থকদের কাছে আমার যে ঋণ ছিল তা পরিশোধ করা হয়েছে। কিন্তু জীবন এগিয়ে চলে, আমিও চাই আবার কোপা আমেরিকা জিততে।”
এক বিশ্বকাপ জয় মেসি যেমন স্বপ্ন পূরণ করেছেন কোটি সমর্থকদের, তেমনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ক্লাব কিংবা জাতীয় দল সবখানেই তার সাফল্য ছাড়িয়ে গেছে অন্যদের। অবশ্য শুধুই কী বিশ্বকাপ? ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মত স্বাদ পান কোপা আমেরিকার শিরোপারও।
সামনে সুযোগ আসছে আবারও কোপার শিরোপা জয়ের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সেই মিশন শুরু হবে আগামী ২১ জুন, কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে।
১৩ নভেম্বর ২০২৪, ৬:৫৮ পিএম
আরেকবার গোল করতে না পারার আক্ষেপ সঙ্গী বাংলাদেশ। আরেকবার ঘরের মাঠে হার বাংলাদেশের। মালদ্বীপের সাথে বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার ০-১ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।
২০২১ সালের ১৩ নভেম্বরে ১৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কলম্বোতে মালদ্বীপকে হারিয়েছিল ২-১ গোলে। তবে আরেকবার সেই ১৩ নভেম্বরে মালদ্বীপকে ঘরের মাঠে পেয়ে হারাতে পারেনি বাংলাদেশ।
গেলো বছরের অক্টোবরে এই কিংস অ্যারেনায় মালদ্বীপকে বাংলাদেশ হারিয়েছিল ২-১ গোলে। এবার আর পারেনি স্বাগতিকরা। আক্ষেপ ঐ গোল না পাওয়াই।
আরও পড়ুন
হাফ ডজন অ্যাটাকের বাংলাদেশের হাফ-টাইমে মালদ্বীপের গোল |
প্রথমার্ধের দারুণ ফুটবল খেলেও গোল পায়নি বাংলাদেশ। উল্টো ১৮ মিনিটে ফাঁকায় হেড গোলে বাংলাদেশ দর্শকদের হৃদয় ভাঙেন এই ফরোয়ার্ড। গোলকিপার মিতুলের তাকিয়ে থাকা ছাড়া যে গোলে করার ছিলনা কিছুই।
এরপরে বার কয়েক চেষ্টা চালিয়ে গোলবারের খোঁজই মেলেনি স্বাগতিকদের।
৬৩ মিনিটে রাকিব বাঁচিয়েছেন বাংলাদেশকে। অথচ যার গোল করার উচিত ছিল। আলি ফাসিরের গোল না হওয়ার পুরো কৃতিত্ব রাকিবের।
৬৪ মিনিটে হাভিয়ের কাবরের আনেন তিন পরিবর্তন। যদিও তিন পরিবর্তন কাজের কাজ কিছুই করতে পারেননি।
৬৯ মিনিটে শাহরিয়ার ইমনের হেড জাল খুঁজে পায়নি। ৭৮ মিনিটে মোরসালিনও খুঁজলেন জাল তবে গল্পটা ঐ একই।
৮৬ মিনিটে মালদ্বীপ গোলকিপারের দারুণ সেইভে রক্ষা পায় সফরকারীরা। মোরসালিনের গোল না পাওয়ার পুরো কৃতিত্ব মালদ্বীপ গোলকিপার হুসেন শরিফের।
আরও পড়ুন
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বসুন্ধরায় মেমোরিয়াল কাপ |
৯০ মিনিটে আবারও বাংলাদেশ সামনের বাধার নাম ঐ শরিফ। রাকিবের এগিয়ে যাওয়া বলে মালদ্বীপ গোলকিপার ঠেকালেন দারুণভাবে। যোগ করা সময়েও রাকিবের গোল পাওয়া হয়নি।
পরের ম্যাচটা ১৬ নভেম্বর সন্ধ্যা ছয়টায় একই মাঠে নামবে দুদল। যেখানে বাংলাদেশের মেটাতে হবে গোল ক্ষুধা।
ঘরের মাঠে মালদ্বীপকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচের প্রথমার্ধে দারুন ফুটবল খেললেও কাজের কাজ গোলটা পাওয়া হয়নি বাংলাদেশের। তবে ঠিকই প্রথমার্ধে গোল আদায় করে নেয় সফরকারীরা।
কোচ হাভিয়ের কাবরেরা আজ প্রথম একাদশে রেখেছেন বাংলাদেশ পুলিশের মিডফিল্ডার কাজেম শাহ কিরমানিকে। আনিসুর রহমান জিকো থাকলেও কোচের আস্থা মিতুল মারমায়। সাথে একাদশে অভিষিক্ত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী শাকিল আহাদ।
আরও পড়ুন
যেভাবে পাবেন বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের টিকিট |
প্রথম পাঁচ মিনিটে অ্যাটাকিং বাংলাদেশের দেখাই মিলেছে। শেখ মোরসালিনের হেড ততক্ষণে বসুন্ধরা কিংস অ্যারেনার দর্শকদের দিচ্ছিল আশার বাতাস। গেলো এক বছরের গোল আক্ষেপের বাংলাদেশ কী তবে এবার পাবে গোল?
১৩ মিনিটে ছোট কর্ণারে এগিয়ে যাওয়ার পথেই ছিল মালদ্বীপ। মিতুলের হাত ফসকে গেলেও গোলটা জালে জড়ায়নি বাংলাদেশ ডিফেন্ডারদের কল্যাণে।
পরের মিনিটে বাংলাদেশের হয়ে নিজের পঞ্চম গোলটা করা হয়নি রাকিব হোসেনের। হেডে গোল মিসের আক্ষেপের রাকিবকে দেখে বোঝাই যাচ্ছিল, গোলটা করা উচিত ছিল!
ম্যাচের ডেডলক ভাঙা গোল আলি ফাসিরের। ১৮ মিনিটে ফাঁকায় হেড গোলে বাংলাদেশ দর্শকদের হৃদয় ভাঙেন এই ফরোয়ার্ড। গোলকিপার মিতুলের তাকিয়ে থাকা ছাড়া যে গোলে করার ছিলনা কিছুই।
আরও পড়ুন
জয়ের লক্ষ্য রেখেই মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, বললেন কাবরেরা |
ঠিক পরের মিনিটে গোল শোধের সুযোগ পেলেও কাজের কাজ গোল পাওয়া হয়নি বাংলাদেশের।
২৯ মিনিটে ম্যাচে সেরা সুযোগটা পেয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। হাফভলি বলে ফাহিমের চেষ্টা ছিক দেখার মতো। তবে এমন দারুণ শটেও আক্ষেপ বলের জাল খুঁজে না পাওয়া।
৩৪ মিনিটে আবারও সুযোগ বাংলাদেশের। রাকিবের বল দারুণভাবে ব্লক করেছেন মালদ্বীপ ডিফেন্ডার ইরুফান।
আরও পড়ুন
১ বছর ফুটবলের বাইরে থাকা মালদ্বীপকে আনছে বাংলাদেশ |
প্রথমার্ধের ঠিক আগে সোহেল রানার দারুণ সুযোগ ঠেকিয়ে দেন মালদ্বীপ গোলকিপার। প্রথমার্ধে দারুণ খেলা বাংলাদেশ কী পারবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে?
১৪ ঘণ্টা আগে
১৬ ঘণ্টা আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
১৮ দিন আগে
২৮ দিন আগে