আবারো বেজে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সেখানে ফ্র্যাঞ্চাইজি গুলো গুছিয়ে নিয়েছে তাঁদের দল। আগে থেকেও কিছু ক্রিকেটার চুক্তিবদ্ধ করে রেখেছিল দলগুলো। সবমিলিয়ে কোন দল কেমন হল চলুন দেখে আসি এক নজরে।
রংপুর রাইডার্স
রিটেইন ক্রিকেটার (দেশি) - নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ
রিটেইন ক্রিকেটার (বিদেশি) - আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান
সরাসরি চুক্তি (দেশি) - সাকিব আল হাসান
সরাসরি চুক্তি (বিদেশি) - বাবর আজম(পাকিস্তান), এহসানউল্লাহ(পাকিস্তান), মাথিশা পাথিরানা(শ্রীলঙ্কা), ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)।
ড্রাফট - রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদ, মাইকেল রিপন(নিউজিল্যান্ড), ইয়াসির মোহাম্মদ (আমেরিকা), আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।
সিলেট স্ট্রাইকার্স
রিটেইন ক্রিকেটার (দেশি) - মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব।
সরাসরি চুক্তি (দেশি) - নাজমুল হোসেন শান্ত
সরাসরি চুক্তি (বিদেশি) - রায়ান বার্ল(জিম্বাবুয়ে), বেন কাটিং(অস্ট্রেলিয়া),
ড্রাফট - মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা(জিম্বাবুয়ে), দুশান হেমন্ত(শ্রীলঙ্কা), নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন।
ফরচুন বরিশাল
রিটেইন ক্রিকেটার (দেশি) - মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ।
রিটেইন ক্রিকেটার (বিদেশি) - ইবরাহিম জাদরান।
সরাসরি চুক্তি (দেশি) - তামিম ইকবাল
সরাসরি চুক্তি (বিদেশি) - শোয়েব মালিক(পাকিস্তান), পল স্টার্লিং(আয়ারল্যান্ড), ফখর জামান(পাকিস্তান), মোহাম্মদ আমির(পাকিস্তান), আব্বাস আফ্রিদি(পাকিস্তান), দুনিথ ওয়াল্লালাগে(শ্রীলঙ্কা)
ড্রাফট - মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ(ওয়েস্ট উন্ডিজ), কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দিনেশ চান্দিমাল(শ্রীলঙ্কা)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রিটেইন ক্রিকেটার (দেশি) - লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।
রিটেইন ক্রিকেটার (বিদেশি) - মোহাম্মদ রিজওয়ান(পাকিস্তান), সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)।
সরাসরি চুক্তি (দেশি) - তাওহিদ হৃদয়।
সরাসরি চুক্তি (বিদেশি) - মঈন আলি(ইংল্যান্ড), আন্দ্রে রাসেল(ওয়েস্ট ইন্ডিজ), ইফতেখার আহমেদ(পাকিস্তান), জামান খান(পাকিস্তান), খুশদিল শাহ(পাকিস্তান), জনসন চার্লস(ওয়েস্ট ইন্ডিজ), নূর আহমেদ, নাসিম শাহ(পাকিস্তান), রশিদ খান(আফগানিস্তান)।
ড্রাফট - মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাকিম কর্নওয়াল(ওয়েস্ট ইন্ডিজ), ম্যাথু ওয়াটলার ফোর্ড(ওয়েস্ট ইন্ডিজ), ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
রিটেইন ক্রিকেটার - শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান
সরাসরি চুক্তি (দেশি) - শহিদুল ইসলাম।
সরাসরি চুক্তি (বিদেশি) - মোহাম্মদ হারিস(পাকিস্তান), নাজিবউল্লাহ জাদরান(আফগানিস্তান), মোহাম্মদ হাসনাইন(পাকিস্তান), স্টিভ এসকানজি।
ড্রাফট - তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার(আয়ারল্যান্ড), বিলাল খান(ওমান), শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
দুর্দান্ত ঢাকা
রিটেইন ক্রিকেটার - তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল
সরাসরি চুক্তি (দেশি) - মোসাদ্দেক হোসেন সৈকত।
সরাসরি চুক্তি (বিদেশি) - চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা), স্যাম আইয়ুব(পাকিস্তান), উসমান কাদির(পাকিস্তান)।
ড্রাফট - সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন(শ্রীলঙ্কা), সাদিরা সামারাবিক্রমা(শ্রীলঙ্কা), নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।
খুলনা টাইগার্স
রিটেইন ক্রিকেটার - নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।
সরাসরি চুক্তি (দেশি) - এনামুল হক বিজয়।
সরাসরি চুক্তি (বিদেশি) - এভিন লুইস(ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ(পাকিস্তান), ধনঞ্জয়া ডি সিলভা(শ্রীলঙ্কা)।
ড্রাফট - আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা(শ্রীলঙ্কা), দাসুন শানাকা(শ্রীলঙ্কা), মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।
১৪ নভেম্বর ২০২৪, ৪:২২ পিএম
১৪ নভেম্বর ২০২৪, ৪:০৬ পিএম
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কি না তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এর পেছনের কারণ ভারতের সেখানে যেতে অনীহা। আর তাতে বেশ বেকায়দায় পড়েছে আইসিসি। ১১ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তা করতে পারেনি সংস্থাটি। তবে এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রোমো প্রকাশ করেছে আইসিসি। সেখানে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের নামই দেখা যায়। এতে করে ভারত না গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে- এমন ধারনা পাওয়া যাচ্ছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমোতে পুরুষ ও নারীদের প্রতিযোগিতার কথা বলা হয়েছে। পুরুষ বিভাগে আটটি দল ও নারীদের বিভাগে খেলবে ছ’টি দল। পুরুষদের লড়াই ৫০ ওভারের, আর নারীদের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এখন ভারত যদি না যায় তাহলে কি অন্য কোন দেশকে সুযোগ দেবে আইসিসি? পাকিস্তান ক্রিকেট বোর্ডও তো ভারতকে ছাড়ায় টুর্নামেন্ট আয়োজনের হুমকিও দিয়েছে।
মূলত আইসিসি পাকিস্তানকে জানিয়েছে যে ভারত সে দেশে খেলতে যেতে চাইছে না। পাকিস্তান বলছে খেলতে না যাওয়ার কারণ লিখিত আকারে জানাতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পাকিস্তানের সরকারের কাছেও পরামর্শ চেয়েছিল বোর্ড। নিজেদের কঠোর অবস্থান পরিস্কার করেছেন শাহবাজ শরিফ, স্পষ্ট জানিয়ে দিয়েছেন একটি ম্যাচও পাকিস্তানের বাইরে যেন না হয়!
ভারতের আবদারে ক্ষুব্ধ পাকিস্তান। এবার আর গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন করবে না পাকিস্তান। এই বিষয়ে আইসিসিকে পাল্টা চাপ দেওয়ার রাস্তা বেছে নিয়েছেন পাক ক্রিকেট কর্তারা। প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথও খোলা রাখছেন তাঁরা।
যদিও আইসিসি কর্তারা ভারতের ম্যাচগুলির জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা শুরু করেছেন। সেক্ষেত্রে আরব আমিরাতের ভেন্যুগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে। যদিও পাকিস্তান নাছোড়বান্দা! কোনরকমেই তারা পাকিস্তানের বাইরে কোন ম্যাচ আয়োজন করতে চায় না! আর এর মধ্যেই প্রতিযোগিতার প্রোমো প্রকাশ করে দিয়েছে আইসিসি। যাতে সঙ্কট আরও তীব্র হয়ে উঠেছে।
বৃহস্পতিবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে রংপুর। মোহাম্মদ আশরাফুলের অধীনে গ্লোবাল সুপার লিগের আগে প্রথম দিনের অনুশীলনে দলটা। ক্রিকেটার আশরাফুলের পরিচয় এখন বদলে গেছে, ক্রিকেটার থেকে কোচ বনেছেন এই ৪০ বছর বয়সী।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচ দেশের পাঁচটি ভিন্ন দল। কঠিন মনে হলেও গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই জানিয়েছেন আশরাফুল। তিনি বলেন, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে খেলোয়ড়রা এতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়। ’
এই সহকারী কোচ আরো যোগ করেন, ‘এটা একটা সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’
দলের প্রথম দিনের অনুশীলনে দেখা গেছে ভিন্ন এক জার্সি। জুলাইয়ে নিহত ছাত্র জনতার জন্য রংপুরের ছিল বিশেষ পরিকল্পনা। দলটার টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, ‘সবমিলিয়ে আমি মনে করি আমরা এই পুরো জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।
২ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
১৯ দিন আগে