ক্রিকেট

মুরালিধরণের শেষ পদচিহ্নের ভেন্যুতে স্মৃতিকাতর মুশফিক

 
শামীম চৌধুরী
শামীম চৌধুরী
ঢাকা

১৬ জুন ২০২৫, ৮:০৪ পিএম

news-details

ভারত মহাসাগরের দক্ষিণ উপকূল ঘেঁষে থাকা গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নিজস্ব ঐতিহ্যে সমৃদ্ধ। ষোড়শ শতাব্দীতে ডাচ কলোনী গড়ে উঠেছে এখানে, মহাসাগরের গর্জনের মধ্যেও এখনো পাঁচশ’ বছর আগের বাড়ি-ঘর, দূর্গ টিকে আছে। ২১ বছর আগে প্রলয়ঙ্কারী সুনামীর আঘাতে ভেসে যাওয়া জনপদ, ক্রিকেট স্টেডিয়াম আবারো মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ২৭ বছর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত হওয়া এই ভেন্যুটি এখন টেস্টের হাফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে। আর মাত্র ২টি টেস্ট হলেই শ্রীলঙ্কার প্রথম ভেন্যু হিসেবে টেস্ট ম্যাচের হাফ সেঞ্চুরি পূর্ণ করবে। 


এই স্টেডিয়াম স্মরণীয় হয়ে আছে বিশ্বের সর্বকালের সেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরণের অসামান্য কৃতি-তে। এই ভেন্যুতে মাত্র ১৫ টেস্টে ১১১ উইকেট শিকারী সাবেক এই অফস্পিনারের আবেগঘন ফেয়ারওয়েলের স্মৃতি এখনো চোখের সামনে ভেসে ওঠে। 


টেস্ট ইতিহাসে প্রথম এবং একমাত্র ৮০০ উইকেট ক্লাবের সদস্যপদটা পেয়েছেন তিনি এই ভেন্যুতেই। ভারত টেল এন্ড ব্যাটার  প্রাজ্ঞন ওঝাকে দারুণ এক ছোবলে স্লিপে মাহেলা জয়বর্ধনের হাতে ক্যাচ দিতে বাধ্য করে পূর্ণ করেছেন ৮০০তম উইকেট। 


১৫ বছর আগে সেই কৃতির স্বাক্ষর রাখা বলটি গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মিউজিয়ামে আছে সংরক্ষিত। এই স্টেডিয়ামে শ্রীলঙ্কার আর এক লিজেন্ডারি অ্যাঞ্জেলো ম্যাথুউসের ফেয়ারওয়েল মঞ্চ তৈরি করে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ৩৮ বছর পূর্ণ করে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর কাটিয়ে ফেয়ারওয়েলের সামনে দাঁড়িয়ে অলরাউন্ডার ম্যাথুউস। 


এই গল-এ কৃতিমানদের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের মুশফিকুর রহিমও। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ডটা তার এই ভেন্যুতে, ২০১৩ সালে। ৪৩৭ মিনিট স্থায়ীত্ব পাওয়া মুশফিকুর রহিমের সেই ডাবল, ৫ম উইকেট জুটিতে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে ২৬৩ রানের পার্টনারশিপে কী অসাধ্যই না সাধন করে বাংলাদেশ।


শ্রীলঙ্কা ৫৭০/৪ ডি. এর জবাব দিতে এসে যেখানে বড় ধরণের শঙ্কার মুখে পড়ার কথা, সেখানে প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নিয়ে উল্টো স্বাগতিক শ্রীলঙ্কাকেই কী না চাপের মুখে ফেলে দিয়েছিল বাংলাদেশ।


এক যুগ আগে গল-এ বীরত্বগাঁথা ৬৩৮ স্কোরের কল্যানে জয়ের সমান ড্র’র সেই সুখ স্মৃতি নিয়ে মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অবতীর্ন হবে নাজমুল হাসান শান্ত’র দল। এই টেস্ট দিয়ে চলমান চক্রে (২০২৫-২৭) আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হচ্ছে। যে চক্রে বাংলাদেশের জন্য বরাদ্দ ১২টি টেস্ট। সর্বশেষ চক্রে ১২ টেস্টে ৪ জয়ে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে ৭ম হওয়ার রেকর্ড থেকে টনিক নিয়ে পারফরমেন্সের গ্রাফ উর্ধ্বমুখী করার প্রত্যয় শান্তদের।


গল-এ ফেয়ারওয়েল টেস্টে মুরালীধরনের ৮০০ টেস্ট উইকেটের কৃতিত্ব নিয়ে শ্রীলঙ্কার বিভিন্ন দৈনিকের প্রথম পৃষ্ঠার রিপোর্ট।


গল-এ হয়ে যাওয়া ৪৮ টি টেস্টের রেকর্ড কথা বলেছে ব্যাটারদের পক্ষে। এই ভেন্যুতে ১৫টি ৫০০ প্লাস স্কোর, যার মধ্যে ৬টি-তে ৬শ। ব্যাটিং বান্ধব গল-এ প্রথম ইনিংসে গড়ে ৩৭৩ রানও কম নয়। এমন এক ব্যাটিং বান্ধব মাঠে টেস্টে ২ হাজার রান পূর্ণ করেছেন ইতোমধ্যে ৩ শ্রীলঙ্কান। মাহেলা জয়বর্ধনে ২৩ টেস্টে ২ হাজাত ৩৮২, অ্যাঞ্জেলো ম্যাথুউস ৩৩ টেস্টে ২ হাজার ২০৬, দিমুখ করুণারত্নে ২৪ টেস্টে ২ হাজার ৪০ রান করে গল-এ হল অব ফেম-এ জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ৮১ রান করতে পারলে চতুর্থ শ্রীলঙ্কান হিসেবে গল-এ ২ হাজারী ক্লাবের সদস্যপদ পাবেন দিনেশ চান্দিমাল।


গল-এ পেস বোলারদের নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এই ভেন্যুতে অতীতে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। এই ভেন্যুতে মুরালীধরন ১৫ টেস্টে পেয়েছেন ১১১ উইকেট, হেরাথ ১৯ টেস্টে ১০২ উইকেট। ভ্যাপসা গরমের পাশাপাশি বৃষ্টি আক্রান্ত করতে পারে এই টেস্টে। আবহাওয়ার পূর্বাভাস বলছে তা।  


এসব দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে স্মৃতিময় ভেন্যুতে ফর্মে ফেরার স্বপ্ন দেখছেন মুশফিকুর। গল-এ অনুশীলন করতে এসে দেখেছেন উইকেট। হাতের স্পর্শ দিয়ে বিশেষ কিছু অনুভবের চেষ্টা করেছেন। গত বছর বিসিবির সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহনের অভিষেকে লাহোরে ১৯১ রানের ইনিংস উপহারে দিয়েছিলেন মুশফিকুর রহিম অভিনন্দন। তবে টেস্টে প্রথম বাংলাদেশী হিসেবে ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করার আগে নার্ভাস নাইনটিজ জুজু-তে ভুগছেন মুশফিকুর। লাহোর টেস্টে ম্যাচ উইনিং ১৯১’র পর ৭ টি টেস্টে তার রানের সমষ্টি মাত্র ১৯৮! সর্বশেষ ১৩ ইনিংসে তার গড় ১৫.২৩!


২০১৩ সালে গল-এ  ৫ম উইকেট জুটিতে ২৬৩ রানের পথে আশরাফুল-মুশফিকুরের চওড়া হাসি।


টেস্ট ক্যারিয়ারে ২ দশক পূর্ণ করে বিগউলের সুর যখন শুনতে পাচ্ছেন, তখন টেস্টে বাংলাদেশের একমাত্র ৬ হাজার ক্লাবের সদস্য ৯৮তম টেস্টে স্ব মহিমায় উদগ্রীব হবেন, এটাই স্বাভাবিক। এক যুগ আগের সুখস্মৃতি থেকে টনিক নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটা হোক আশা জাগানিয়া, সে অপেক্ষায় এখন বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী।

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

‘৪০০ রানের সুযোগ একবারই আসে, কিংবদন্তি হতে হলে রেকর্ড ভাঙতেই হবে’

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৯ জুলাই ২০২৫, ৯:১৬ পিএম

news-details

জিম্বাবুয়ের সাথে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট শেষ হয়ে গেছে দুই দিন হয়েছে। তবে এখনও আলোচনা চলছে ভিয়ান মুল্ডারের এক সিদ্ধান্ত নিয়ে, যেখানে সুযোগ পেয়েও তিনি টেস্ট ইতিহাসের সর্বোচ্চ স্কোর নিজের দখলে নেওয়ার চেষ্টা করেননি। দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার এর পেছনে তুলে ধরেন রেকর্ডটির মালিক ব্রায়ান লারার প্রতি শ্রদ্ধার কথা, যা একেবারেই ভালো লাগেনি ক্রিস গেইলের। সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা বরং সমালোচনা করে বলেছেন, এমন সুযোগ মুল্ডার আর কখনই হয়ত পাবেন না।


চলতি সপ্তাহে জিম্বাবুয়ের সাথে ক্যারিয়ারের ২১তম টেস্ট খেলতে নামা মুল্ডার ওয়ানডে মেজাজে ব্যাট করে প্রথম দিন শেষে ২৬৪ রানে অপরাজিত ছিলেন। পরদিন হাশিম আমলাকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর নিজের করে নেন ট্রিপল সেঞ্চুরিতে। ৩৩৪ বলে ৪৯টি চার ও ৪টি ছক্কায় ৩৬৭ রানে অপরাজিত থেকে ভালোভাবেই ছিলেন লারার করা ৪০০ রানের রেকর্ড ভাঙার পথে। তবে বিস্ময়ের জন্ম দিয়ে ওই স্কোরেই ইনিংস ঘোষণা করে দেন মুল্ডার, যা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব।


আরও পড়ুন

৪ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন আর্চার ৪ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন আর্চার


টকস্পোর্টে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি মুল্ডারের ইনিংস ঘোষণার সিদ্ধান্তের সমালোচনা করেছেন গেইল। 

“এমন একটা সুযোগ জীবনে একবারই আসে। সে সেটাই পেয়েছিল। সে হয়তো ঘাবড়ে গিয়েছিল, তাই ঠিক কী করা উচিত ওই অবস্থায়, সেটা বুঝতে পারেনি। আমি যদি ৪০০ রানের কাছাকাছি যেতে পারতাম, আমি রেকর্ড নিজের করেই মাঠ ছাড়তাম। আবার কবে ৪০০ রান করার সুযোগ পাবেন, সেটা কিন্তু আপনি জানেন না।”


সেই ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লারা করেন অপরাজিত ৪০০ রান, যা আজও রয়ে গেছে টেস্টের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। মুল্ডারের সিদ্ধান্ত নিয়ে অনেকেই হতাশ ম্যাচের প্রেক্ষাপটের কারণে। মাত্র চলছিল দ্বিতীয় দিন, বিশাল লিড হয়ে গেছে। ফলে তিন দিন হাতে রেখে অনায়াসেই জয় ধরা দিত তিনি লারার রেকর্ডের পেছনে ছুটলেও।


আরও পড়ুন

ইতিহাস গড়া ইনিংসের পর ব্যাটিং-অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বড় লাফ মুল্ডারের ইতিহাস গড়া ইনিংসের পর ব্যাটিং-অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বড় লাফ মুল্ডারের


মুল্ডার অবশ্য জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবেই লারার রেকর্ডের প্রতি সম্মান জানিয়ে ৩৬৭ রানে ইনিংস ঘোষণা করেছেন। গেইলের কাছে অবশ্য এটি যৌক্তিক নয়। 

“আপনি যখন ৩৬৭ রানে অপরাজিত আছেন, তখন আপনাকে চেষ্টা করতেই হবে ৪০০ করার। আপনি যদি কিংবদন্তি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই রেকর্ডের পেছনে ছুটতে হবে।”


অনেকেই মনে করেন, প্রতিপক্ষ দুর্বল জিম্বাবুয়ে বলেই হয়ত মুল্ডার রেকর্ডটা নিজের দখলে নিতে চাননি। তবে টেস্ট ক্রিকেটে একটি ট্রিপল সেঞ্চুরি করা গেইলের কাছে এটিও খোঁড়া যুক্তি। 

“সে বড় ধরনের ভুল করেছে। এমন একটা সুযোগ কিন্তু বারবার আসে না। আপনি জানেন না যে, শেষ পর্যন্ত ৪০০ করতে পারতেন কিনা। কিন্তু ৩৬৭ রানে ইনিংস ঘোষণা করে দেওয়া… এটা একেবারে ভুল সিদ্ধান্ত ছিল। আর টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষ বড় কথা না। জিম্বাবুয়ের বিপক্ষেও কিন্তু আপনি এক রান করতে হিমশিম খেতে পারেন। এটা টেস্ট ক্রিকেট, এখানে সেঞ্চুরি, ডাবল, ট্রিপল সেঞ্চুরি বা ৪০০ রান - সবই সমান গুরুত্বপূর্ণ।”
bottom-logo

ক্রিকেট

৪ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন আর্চার

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৯ জুলাই ২০২৫, ৭:৫৫ পিএম

news-details

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আগেই। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যস্ত সময় কাটালেও জোফরা আর্চার দীর্ঘ সময় ধরেই ছিলেন টেস্টের বাইরে। অবশেষে ফুরাচ্ছে সেই প্রতীক্ষা। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের একাদশে জায়গা মিলেছে গতিময় এই পেসারের।


লর্ডসে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টকে সামনে রেখে বুধবার আর্চারকে রেখে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এর মধ্য দিয়ে চার বছর পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে তার।


২০১৯ সালে এই লর্ডসেই টেস্ট অভিষেক হয়েছিল আর্চারের, লম্বা বিরতির পর এই ফরম্যাটে ফিরছেন সেখানেই। আর তাকে জায়গা করে দিতে একাদশ থেকে সরে যেতে হয়েছে জশ টাংকে। দুই ম্যাচে সিরিজের সর্বোচ্চ ১১ উইকেট নেওয়া এই পেসারকে ইংল্যান্ড বিশ্রাম দিয়েছে।


আরও পড়ুন

ইতিহাস গড়া ইনিংসের পর ব্যাটিং-অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বড় লাফ মুল্ডারের ইতিহাস গড়া ইনিংসের পর ব্যাটিং-অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বড় লাফ মুল্ডারের


আর্চার ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ১৩ টেস্টে মাত্র ৩১.০৪ গড়ে নেন ৪২ উইকেট। ২০১৯ অ্যাশেজে তার ২০ উইকেট শিকার করেছিলেন মাত্র ২০.২৭ গড়ে। তবে টানা ম্যাচ খেলার কারণে পিঠে চোট পান ২০২১ সালে, যা তাকে একটা বড় সময়ের জন্যই ছিটকে দেয় টেস্ট ক্রিকেট থেকে।


এই গ্রীষ্মেও ইংল্যান্ড আর্চারকে খুব সতর্কভাবে ফিরিয়েছে। আঙুলের চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি, দ্বিতীয় টেস্টে ফিট থাকলেও না খেলিয়ে আরও এক সপ্তাহ বেশি অনুশীলন করানো হয়।


আর্চারের ফেরার ম্যাচে ইংল্যান্ড একাদসে আর পরিবর্তন নেই। পাঁচ ম্যাচের সিরিজে সমতা ১-১ ব্যবধানে।

bottom-logo

ক্রিকেট

ইতিহাস গড়া ইনিংসের পর ব্যাটিং-অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বড় লাফ মুল্ডারের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৯ জুলাই ২০২৫, ৬:৩৫ পিএম

news-details

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক এক ইনিংস খেলে টেস্টের দুই ক্যাটাগরিতে ক্যারিয়ার সেরা অবস্থান অর্জন করলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলে টেস্ট ব্যাটারদের তালিকায় ৩৪ ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে উঠে এসেছেন তিনি।


বুধবার আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে মুল্ডার উন্নতি করেছেন অলরাউন্ডারদের তালিকাতেও। ১২ ধাপ এগিয়ে এখন ৩ নম্বরে অবস্থান করছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।


চলতি সপ্তাহে জিম্বাবুয়ের সাথে টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলা মুল্ডার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাট হাতে তোলেন ঝড়। ওয়ানডে মেজাজে ব্যাট করে প্রথম দিনেই করে ফেলেন ডাবল সেঞ্চুরি। এর দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে করেন ট্রিপল সেঞ্চুরি। দলীয় ইনিংস ঘোষণার সময় তার রান ছিল অপরাজিত ৩৬৭, যা টেস্টের ইতিহাসের ইতিহাসের এখন চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর এখন মুল্ডারের দখলেই। 


আরও পড়ুন

‘৪০০ রানের সুযোগ একবারই আসে, কিংবদন্তি হতে হলে রেকর্ড ভাঙতেই হবে’ ‘৪০০ রানের সুযোগ একবারই আসে, কিংবদন্তি হতে হলে রেকর্ড ভাঙতেই হবে’


সাথে বল হাতেও ভালো করেন মুল্ডার। ডানহাতি পেসে দুই ইনিংসে তুলে নেন ৩ উইকেট, যা তাকে জায়গা করে দিয়েছে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে। ভারতের রবীন্দ্র জাদেজা তালিকায় শীর্ষে আছেন, দুইয়ে আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।


শ্রীলঙ্কার সাথে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে পারফরম্যান্সের সুবাদে মিরাজ সহ অন্যদের র‍্যাঙ্কিংয়ের অবস্থানে এসেছে রদবদল। তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত ছয় ধাপ পিছিয়ে চলে গেছেন ৩৪তম অবস্থানে। সিরিজে দুই ফিফটি করা তাওহীদ হৃদয় সাত ধাপ উন্নতি করেছেন, তিনি আছেন ৫১-তে।


বোলারদের মধ্যে এই সিরিজ দিয়ে চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ ২৮ থেকে উঠে এসেছেন ২৬ নম্বরে। এক ধাপ নিচে নেমে গেছেন অধিনায়ক মিরাজ, তিনি আছেন ২৯ নম্বরে। বড় অবনমন হয়েছে মুস্তাফিজুর রহমানের। ১১ ধাপ নিচে নেমে গেছেন অভিজ্ঞ এই পেসার। এখন তার অবস্থান ৪৬তম।

bottom-logo

ক্রিকেট

ইতিহাস লিখতে পারেনি বাংলাদেশ, শেষ ম্যাচে বড় হার

 
শামীম চৌধুরী
শামীম চৌধুরী
ঢাকা

৮ জুলাই ২০২৫, ১১:৩২ পিএম

news-details

জিতলেই ইতিহাস। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে সিরিজ জয়ের উৎসব। কলম্বোর প্রেমাদাসায় প্রথম দুই ম্যাচের ফল ১-১এ অমিমাংসিত থাকায় ক্যান্ডির পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচটি রূপ পেয়েছে ফাইনাল। পাল্লেকেলেতে অতীত সুখস্মৃতি আছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়টা সূচিত হয়েছে এই মাঠেই। ২০১৩ সালে ৩ উইকেটে জয় থেকে সিরিজ জয়ের সেই  টনিক নিয়ে শ্রীলঙ্কার মাঠে স্বাগতিক দলের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের উৎসবে ফেটে পড়বে মিরাজের দল, এমন স্বপ্নই দেখেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।তবে ১৯ মাস আগে দিল্লীতে ২৮২ রান তাড়া করে ৫৩ বল হাতে রেখে ৩ উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে শান্ত, মিরাজ, তানজিদ, তানজিমদের সেই গৌরবগাঁথা পাল্লেকেলের মাঠে পুনরাবৃত্তি হয়নি। সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮৬ রানের চ্যালেঞ্জটা নিতেই পারেনি বাংলাদেশ দল। ৯৯ রানে হেরে সিরিজের শেষের ছবিটা হয়েছে হতাশার। 



প্রেমাদাসার উইকেট অনেকটা মিরপুরের মতো। রান করতে হয় কষ্ট করে। প্রথমে ব্যাট করে আড়াইশ স্কোরকে যথেষ্ট মনে হয়েছে। কিন্তু পাল্লেকেলের উইকেটের বৈশিষ্ট্য একটু আলাদা। উইকেটে বল পড়ে ব্যাটে ঠিকঠাক মতো এসেছে। এমন সুবিধাজনক ব্যাটিং ফ্রেন্ডলি পিচ পেয়ে কুশল মেন্ডিজের ব্যাট উঠেছে জ্বলে। তার সেঞ্চুরিতে (১১৪  বলে ১৮ বাউন্ডারিতে ১২৪) ভর করে ২৮৫/৭ স্কোর করেছে শ্রীলঙ্কা। 



ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্পিনারদের সাপুড়ে নৃত্য দেখে ভয় পেয়েছে শ্রীলঙ্কা। হয়তবা সে কারণেই স্লো উইকেট প্রস্তুত করার আইডিয়া থেকে সরে দাঁড়িয়ে ব্যাটারদের পক্ষে অবস্থান নিয়েছেন পাল্লেকেলের কিউরেটর। 



বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে রেকর্ডটা দারুণ কুশল মেন্ডিজ-আসালাঙ্কার। দু'জনেই ছিল ইতোপূর্বে সেঞ্চুরি-আসালাঙ্কার দুটি, কুশল মেন্ডিজের ১টি। এই সিরিজের প্রথম ম্যাচে ম্যাচ উইনিং সেঞ্চুরির তরতাজা স্মৃতি নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে নেমেছেন অধিনায়ক আসালাঙ্কা। ২০১৭ সালে ডাম্বুলায় বাংলাদেশের বিপক্ষে কুশল মেন্ডিজের সেঞ্চুরির অতীত সুখস্মৃতি তো আছেই, চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিফটি থেকেও নিয়েছেন টনিক। চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশ বোলারদের নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছে এই জুটি। ১১৭ বলে যোগ করেছে তারা ১২৪ রান। 


ম্যাচের হাইলাইটস দেখুন


গত বছর ডাম্বুলায় নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজের সর্বোচ্চ ১৪৫ রানের ইনিংস ছাড়িয়ে নতুন রেকর্ডের নেশায় বিভোর কুশল মেন্ডিজ এদিন শুরু থেকে করেছেন ইতিবাচক ব্যাটিং। তানজিম হাসান সাকিবকে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারির চুমোয় ইনিংস শুরু করে ৫৮ বলে ফিফটি এবং ৯৫ বলে ওডিআই ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি উদযাপন করেছেন কুশল মেন্ডিজ। দ্বিতীয় ফিফটিতে লেগেছে তার মাত্র্র ৩৭টি বল। ৯০'র ঘরে এসে রানের জন্য ধুঁকতে হয়নি তাকে। শেষ ১০ রান নিতে লেগেছে তার মাত্র ৬টি বল। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি ইনিংসকে টেনে নিয়েছেন ১২৪ পর্যন্ত। ওডিআই ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসে ১০৮.৭৭ স্ট্রাইক রেটে করেছেন রান। যে ইনিংসে মেরেছেন তিনি ১৮টি বাউন্ডারি। ব্রেক থ্রু দিয়েছেন অকেশনাল স্পিনার শামীম পাটোয়ারী। তার চতুর্থ ওভারে পুল করতে যেয়ে রিটার্ন ক্যাচে থেমেছেন কুশল মেন্ডিজ। শেষ পাওয়ার প্লে'র প্রথম ওভারে আসালাঙ্কাকে (৬৮ বলে ৯ বাউন্ডারিতে ৫৮) পুল শটে খেলার ফাঁদে ফেলে দিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচে থামিয়েছেন তাসকিন। 
তিনশ ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস ছিল যে ইনিংসে, সেই ইনিংসটা থেমেছে ২৮৫/৭-এ। শেষ পাওয়ার প্লে'র ৬০ বলে বাংলাদেশ বোলাররা ৬২ রানের বেশি শ্রীলঙ্কার স্কোরশিটে যোগ করতে দেননি। ওই ১০ ওভারে শ্রীলঙ্কার ৪ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ বোলাররা। 



মিরাজ এদিন ছিলেন সবচেয়ে মিতব্যয়ী (১০-০-৪৮-২)। পেসার তাসকিনও ছিলেন সফল (২/৫২)। আগের ম্যাচের ফাইফার বাঁ হাতি স্পিনার তানভির এদিন মার খেয়েছেন (৬-০-৪১-১)। তবে অকেশনাল স্পিনার শামীম পাটোয়ারী সিক্সথ বোলারের অভাব ঠিকই পূরণ করেছেন (৪-০-৩০-১)।
তবে যে পিচে প্রথম ইনিংসে লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা, টপ অর্ডার কুশল মেন্ডিজের ব্যাটে ফুলকি উঠেছে, সেই পিচই বাংলাদেশের ইনিংসে দেখিয়েছে উল্টা চরিত্র। স্পিনারদের বল কখনো থেমে, কখনো অপ্রত্যাশিত লো বাউন্স করে বাংলাদেশ ব্যাটারদের কাজটা কঠিন করে দিয়েছে। ইনিংসের মাঝপথে বাঁ হাতি স্পিনার ওয়েল্লালাগে (২/৩৩), লেগ স্পিনার হাসারাঙ্গার (২/৩৩) বল স্বাভাবিকভাবে খেলতে পারেনি বাংলাদেশের মিডল এবং লোয়ার অর্ডাররা। পুরো ইনিংসে পার্টনারশিপ বলতে দুটি-৪২ ও ৪৩ রানের! 



বাংলাদেশের ইনিংসে প্রথম ধাক্কাটা দিয়েছেন লঙ্কান পেসার আসিথা। তার ইনসুইংয়ে বোল্ড তানজিদ হাসান তামিম (১৩ বলে ৩ বাউন্ডারিতে ১৭)। আর এক পেসার চামিরার বলে প্লেড অন শান্ত (৩ বলে ০)। ৪২ রানের জুটিটা লম্বা করতে পারেননি পারভেজ ইমন। ওয়েল্লালাগেকে সুইপ করতে যেয়ে ফাইন লেগে দিয়েছেন ক্যাচ (৪৪ বলে ৪ বা্উন্ডারিতে ২৮)। অধিনায়কোচিত ইনিংস খেলবেন বলে পন করেও দলের উপকারে আসতে পারেননি মিরাজ। ওয়েল্লালাগেকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে লং অনে দিয়েছেন ক্যাচ (২৫ বলে ৪ চার, ১ ছক্কায় ২৮)। শামীম পাটোয়ারিও ভরসা দিতে পারেননি। হাসারাঙ্গাকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে স্ট্যাম্পিংয়ে কাটা পড়েছেন (১৮ বলে ১ বাউন্ডারিতে ১২)। 


টাইগারদের বিপক্ষে আসিথা ফার্নান্দর ৩ উইকেট শিকার


এক এন্ডে টিমমেটদের আসা-যাওয়ার মিছিল দেখেও হতোদ্যম হননি হৃদয়। তবে ফিফটি পূর্ন করে থেমেছেন তিনি। চামিরার অন এন্ড অফ পিচিং ডেলিভারিতে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে মিডল স্ট্যাম্প উড়ে গেছে তার (৭৮ বলে ৩ চার, ১ ছক্কায় ৫১)। শেষ স্পেলে সেই চামিরার ১৪৬ কিলোমিটার গতির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তানজিম হাসান সাকিব (৮ বলে ৫)। হারের ব্যবধান কমানোর চেষ্ঠা থেমেছে জাকের আলী অনিকের ২৭ রানের মাথায় এসে। আসিথার বলে ক্রস খেলতে যেয়ে হয়েছেন বোল্ড। এক ইনিংসে ৪টি বোল্ড! কৃতিত্ব যতোটা না  লঙ্কান বোলারদের, তার চেয়ে ঢের বেশি অপরাধী বাংলাদেশ ব্যাটাররা। এমন এক ম্যাচে শ্রীলঙ্কার দুই পেসার আসিথা (৩/৩৩)-চামিরা (৩/৫১) দিয়েছেন টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান। তবে ব্যবধানটা গড়ে দিয়েছেন কুশল মেন্ডিজের সেঞ্চুরি।

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

ব্যাটারদের ব্যর্থতায় সিরিজ হার বাংলাদেশের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৮ জুলাই ২০২৫, ১১:২৭ পিএম

news-details

উইকেটে বোলারদের জন্য সহায়তা কিছু ছিল বটে, তবে সেটা আহামরি কিছু যে নয়, তা প্রমাণ করে দিয়েছিলেন কুসাল মেন্দিস। তার দুর্দান্ত এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তিনশ’র কাছাকাছি টার্গেট দেওয়ার পরও তাই আশা ছিল বাংলাদেশ শিবিরে। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও ভেঙে পড়ল ব্যাটিং অর্ডার। এক তাওহীদ হৃদয় যা কিছুটা লড়লেন, যা কেবল হতাশাই বাড়াল। বিশাল পরাজয়ে টেস্টের পর ওয়ানডে সিরিজেও হারল বাংলাদেশ।


পাল্লেকেল্লেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা জিতেছে ৯৯ রানে। স্বাগতিকদের ৭ উইকেটে ২৮৫ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই। শ্রীলঙ্কা সিরিজ জিতল ২-১ ব্যবধানে। এর আগে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা।


কন্ডিশন বিবেচনায় এই রান তাড়া করাটা মোটেও সহজ হওয়ার ছিল না। বাংলাদেশকে তাই শুরু থেকেই রান তুলতে হত দ্রুত। সেই আভাস ছিল তানজিদ হাসান তামিমের ব্যাটে, তবে পারেননি ইনিংস বড় করতে। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে তিনটি চারের মারে করেন ১৭ রান।


প্রথম দুই ম্যাচে ব্যর্থ নাজমুল হোসেন শান্তর কাছ থেকে একটা দায়িত্বশীল ইনিংসের আশায় ছিল বাংলাদেশ। তবে আরও একবার দলকে হতাশ করেন এই সিরিজের আগে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া এই ব্যাটার। দুশমান্থ চামিরার বলে লাইন মিস করে বোল্ড হন রানের খাতা খোলার আগেই।


২০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ। তাতে রান হয় বটে, তবে কমে যায় রানের গতি। ফলে ক্রমেই জয়ের জন্য ওভার প্রতি রানের লক্ষ্য যায় বেড়ে, যা চাপ তৈরি করে দুই ব্যাটারের ওপর। দারুণ কিছু শট খেললেও তাই ডট বলের চাপে পড়ে যান ইমন, যা সরাতে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন ৩৩ বলে ২৬ রানের ইনিংস খেলে।


এরপর তাওহীদ ও মিরাজের ব্যাটে কিছুটা গতি ফেরে বাংলাদেশের ইনিংসে। চতুর্থ উইকেটে দুজন মিলে ৩৯ বলে গড়েন ৪০ রানের জুটি। তবে সেটাও যথেষ্ট ছিল না। দুনিথ ওয়েলালাগের বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় লং অফে ক্যাচ দিয়ে থামে বাংলাদেশ অধিনায়কের ইনিংস। ৪ চার ও এক ছক্কায় মিরাজের ব্যাট থেকে আসে ২৮ রান।

২৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে মাত্র ১২১ রান। তাওহীদ একপ্রান্ত আগলে রাখলেও বড় জুটি না হওয়ায় চাপ প্রতি ওভারেই বেড়ে যায়। আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে স্টাম্পড হন শামীম (১২ রান)।


আগের ম্যাচে লড়িয়ে ফিফটি রানের ইনিংস খেলা তাওহীদ ধীরলয়ে তুলে নেন আরেকটি অর্ধশতক। ৭৫ বলে ৩ চার ও ১ ছক্কায় পা রাখেন ক্যারিয়ারের নবম ফিফটিতে। তবে আরও একবার ব্যর্থ হন ইনিংস লম্বা করতে। বোল্ড করে দেন চামিরা। এর আগে তরুন এই ব্যাটার ৭৮ বলে করেন ৫১ রান।


বাংলাদেশের জয়ের আশাও সেখানেই শেষ হয়ে যায়। জাকের আলি অনিককে একপ্রান্তে রেখে এক ডিজিটে সাজঘরের পথ ধরেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। কিছু বড় শট খেলে জাকেরের ২৭ রানের ইনিংসের ইতি ঘটে আসিথার বলে বোল্ড হয়ে। এরপর বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতার।


এর আগে দিনের শুরুতে এক পরিবর্তন নিয়ে নিয়ে নামা বাংলাদেশ টস হেরে আগে বোলিং পায়। আর সেটা দারুণভাবেই কাজে লাগান তানজিম। ইনিংসের চতুর্থ ওভারে  নিশান মাদুশকাকে ফিরিয়ে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দেন এই ডানহাতি পেসার। অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে।



ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo