কাল রাতে শুরু হয়ে যাচ্ছে লা লিগা। নতুন মৌসুম শুরুর প্রাক্কালে লিগের দুই জায়ান্টের অবস্থান দুই মেরুতে। গত মৌসুমে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা রিয়ালের আত্ববিশ্বাস তুঙ্গে। সাথে কিলিয়ান এমবাপের যুক্ত হওয়া রিয়ালকে আরও শক্তিশালী করে তুলেছে।
বিপরীতে শিরোপাহীন মৌসুম কাটানো বার্সেলোনা আছে নিজেদের নতুন করে ফিরে পাওয়ার আশায়। যার গুরুদায়িত্ব পড়েছে নতুন কোচ সাবেক জার্মানি ও বায়ার্ন মিউনিখ কোচ হান্সি ফ্লিকের কাঁধে। তারুণ্য নির্ভর দলটির মূল আলো লামিন ইয়ামালকে ঘিরে। ১৭ বছর বয়সী এই তরুণ ছিলেন স্পেনের ইউরো জয়ের অন্যতম কারিগর। তার সাথে যুক্ত হয়েছেন আরেক স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো।
তারুণ্য নির্ভর এই বার্সেলোনা টক্কর দিতে হবে তারকায় ভরপুর রিয়ালের সাথে। লা-লিগার হারানো মুকুট ফিরিয়ে আনতে ফ্লিককে টেকনিক্যাল দিক থেকে লড়তে হবে মাস্টারমাইন্ড কোচ আনচেলত্তির সাথে। ডাগআউটে নিতান্তই ভদ্রলোক তকমা পাওয়া দুই কোচের লড়াইটাও এবার থাকবে আলোচনায়।
আরও পড়ুন: বার্সায় ফিরবেন নাকি সিটিতেই থাকবেন কানসেলো?
নতুন করে যারা এলেন:
গত কয়েক মৌসুম ধরেই আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। ফুটবলার কেনার চেয়ে বিক্রির দিকে তাদের নজর দিতে হচ্ছে বেশি। এই মৌসুমে দলবদলে তারা তাই খুব একটা সরব ছিল না। এখন পর্যন্ত কেবল দানি ওলমোকে দলের সাথে যুক্ত করেছে দলটি। সাথে জিরোনা থেকে স্ট্রাইকার পাও ভিক্টরকে জিরোনাকে থেকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি।
এছাড়া বেশ কয়েকজন তরুন ফুটবলার অন্য ক্লাবে ধারের মেয়াদ চুকিয়ে ফিরেছেন দলে। সব মিলিয়ে দলবদলে এখন পর্যন্ত বার্সার প্রায় ৫৮ মিলিয়ন ইউরো।
ক্লাব ছাড়লেন যারা:
মার্কোস আলোনসো ও সার্হিও রোবের্তোর সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মৌসুমে। তবে অভিজ্ঞ দুই ফুটবলারকে নতুন চুক্তি অফার করেনি ক্লাব। তাতে তাদের ক্লাব ছাড়া অনেকটাই নিশ্চিত। এছাড়া ধারে থাকা দুই পর্তুগিজ ফুটবলার জোয়াও ফিলিক্স ও জোয়াও কানসেলোকে নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় বার্সা বোর্ড। কাতালান গণমাধ্যমগুলো বলছে কানসেলোকে ধরে রাখলেও ফিলিক্সকে হয়তো ফিরে যেতে হতে পারে তার পুরনো ক্লাব আতলেতিকো মাদ্রিদে।
এছাড়া বেশ কয়েকজন ধারে থাকা ফুটবলারকে বিক্রি করেছে ক্লাব। যেখান থেকে ১৮ মিলিয়ন ইউরোর মতো আয় করেছে ক্লাবটি।
শক্তির জায়গা:
আক্রমণভাগই বার্সেলোনার এই দলের সবচেয়ে শক্তির জায়গা। যেখানে লামিন ইয়ামাল, দানি ওলমো, রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, ফেরান তোরেস, ভিতর রকের মতো সম্ভাবনাময় ফুটবলার রয়েছে। গত মৌসুমের শুরুটা লেভানদফস্কি খুব একটা ভালো করতে পারেননি, মাঝে ফর্ম খুঁজে পেলেও শেষ দিকে আবারও নিজের ছায়া হয়ে ছিলেন পোল্যান্ড তারকা। বয়স বিবেচনায় তিনি এবারও কেমন সেদিকে লক্ষ্য থাকবে বেশ।
তবে আক্রমণভাগে মূল দায়িত্বটা থাকবে লামিন ইয়ামালের কাঁধে। তরুণ এই ফরোয়ার্ডের সাথে ওলমোর জুটি হয়ে ওঠতে পারে অন্যদলগুলোর জন্য হুমকি।
দূর্বলতা:
গত মৌসুমে মাঝমাঠে ও রক্ষণ দুই জায়গায়ই ভুগতে হয়েছে বার্সাকে। এই মৌসুমেও তাদের চিন্তার কারণ হতে পারে এই দুই পজিশন। চোটের হানায় তো গত মৌসুম পুরটাই মাঠের বাইরে থাকতে হয়েছে গাভিকে। এছাড়া পেদ্রি ও ডি ইয়ংও বারেবারে পড়েছেন চোটে। এবার গাভি চোট কাটিয়ে ফিরলেও বাকি দুজনই এখনও আছেন ফেরার লড়াইয়ে।
রক্ষণে তো বার্সেলোনা গত মৌসুমে তালগোলই পাকিয়ে ফেলে। যেখানে ২০২২/২৩ মৌসুমে লা-লিগায় তারা গোল হজম করেছে ২০টি, গেল মৌসুমে সেই সংখ্যা হয়েছে দ্বিগুণেরও বেশি। গেল মৌসুমে শুধু লা লিগায়ই বার্সেলোনা গোল হজম করেছে ৪৪টি।
এবারও রক্ষণে খুব একটা অদল বদল আনেনি ক্লাবটি। তাতে গতবারের মতো হযবরল অবস্থা দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
কবে থেকে শুরু হবে বার্সেলোনার নতুন মৌসুম?
বার্সেলোনার মৌসুম শুরু আগামী রবিবার থেকে। লা লিগায় ভ্যালেন্সিয়ার সাথে ম্যাচ দিয়ে সেদিন তাদের লা লিগা শিরোপা পুনরুদ্ধারের লড়াই শুরু হবে।
আরও পড়ুন: ৩৪ পেনাল্টির থ্রিলারে শেষ হাসি আয়াক্সের
কেমন হবে বার্সেলোনার এবারের একাদশ?
৪-২-৩-১ ফরমেশনে বার্সেলোনাকে খেলাতে পারেন ফ্লিক। যেখান গোলবারের দায়িত্বে দেখা যাবে মার্ক আন্দ্রে টের-স্টেগানকে। রক্ষণে রোনালদ আরাউহোর সাথে পাও কুবরাসিকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। রাইট ব্যাক হিসেবে জুলস কুন্দেই হয়তো প্রথম পছন্দ হবেন ফ্লিকের। ল্যাফট-ব্যাক হিসেবে দেখা যেতে পারে বালদেকে।
দুই হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ইলকাই গুন্দুয়ান ও ফ্রেংকি ডি ইয়ংকে রাখার সম্ভাবনাই বেশি। এটাকিং মিডফিল্ডার হিসেবে মাঝে জায়গাটাতে খেলাতে পারেন ফ্লিক। আর এক উইংয়ে ইয়ামালে, অন্যটিতে গাভি সবার সামনে স্ট্রাইকারের ভূমিকায় লেভানদফস্কি।
সব বিবেচনায় এই মৌসুমে রিয়াল অনেক এগিয়ে বার্সেলোনা থেকে। তবে নতুন কোচের নতুন প্লেনে বার্সেলোনাও চমকে দিতে পারে। অবশ্য এই মৌসুমে শিরোপা জেতা যেমন গুরুত্বপূর্ন, তেমনি ছন্দ হারানো বার্সার ছন্দ খুঁজে পাওয়ার কাজটাও করতে হবে ফ্লিকের।
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে