গত দুই মৌসুম ধরেই ধারে খেলে বেড়াচ্ছেন পর্তুগাল ডিফেন্ডার জোয়াও কানসেলো। বায়ার্ন মিউনিখ থেকে গত মৌসুমে এসেছিলেন বার্সেলোনায়। এবার বার্সা থেকে আবারও ফিরেছেন পুরনো ক্লাব ম্যানচেস্টার সিটিতে। অবশ্য সেখানেও থাকবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। সিটি কোচ পেপ গার্দিওলাও এখনো তাকে নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার কথাই জানিয়েছেন।
গত মৌসুমে বার্সেলোনায় খুব একটা খারাপ করেননি কানসেলো। জাভি হার্নান্দেসের আস্থা জিতে নিয়েছেন বেশ। তবে নতুন কোচ হান্সি ফ্লিক খুব একটা আগ্রহ দেখাননি তাকে নিয়ে। তাতে ফিরতে হয়েছে সিটিতে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরাও অবশ্য কানসেলোকে নিয়ে আছে দ্বিধা-দ্বন্দে।
আরও পড়ুন: লা লিগা প্রিভিউ: হান্সি ফ্লিকে ভাগ্য বদল হবে বার্সার?
যা ফুটে ওঠেছে কোচ পেপ গার্দিওলার কথায়। “সে আমাদের সাথে অনুশীলন করছে। দেখি কী হয়। সে হয়তো থাকতেও পারে, আবার ধারেও যেতে পারে। তার ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।“
মাঝে গুঞ্জন ওঠেছিল বার্সেলোনা স্থায়ীভাবে কানসেলোকে কিনে নিতে চায়। শেষ পর্যন্ত নাকি দুই পক্ষ আর্থিক সমাঝোতায় পৌঁছাতে না পারায় এই দলবদল আটকে যায় বলেই জানায় বেশ কিছু কাতালান গণমাধ্যম।
তাতে কানসেলোর ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিয়তার মধ্যেই আছে। তবে গার্দিওলা বলছেন কানসেলোর ভবিষ্যৎ নির্ভর করছে তার ওপরই। “কী ঘটতে যাচ্ছে, সেটা নির্ভর করছে তার এজেন্ট এবং ক্লাবের ওপর। শেষ পর্যন্ত, যদি সে থাকে তবে আমরা তাকে অন্য সব খেলোয়াড়ের মতো সম্মানের সাথে সুযোগ দিবো। তার সেরাটা বের করে নেওয়ার চেষ্টা করব।“
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে