গত ৫ আগস্ট অভূতপূর্ব এক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে পতন হয়েছে আগের সরকারের। ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থানকে সফল করতে গিয়ে জুলাই-আগস্ট প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। প্রথমবারের মত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে তাই সেটা ছাত্র-জনতাকেই উৎসর্গ করলেন বাংলাদেশ কোচ মারুফুল হক।
বাংলাদেশে সরকার পতনের আন্দোলনে এখন পর্যন্ত শত শত মানুষের প্রাণ হারানোর খবর এসেছে। আহত হয়েছেন হাজার হাজার ব্যক্তি। ফলে আনন্দের মাঝেও অনেকের মাঝেই রয়েছে চাপা কষ্ট। এমন সময়ে নেপালকে হারিয়ে বাংলাদেশ দলের এই শিরোপা জয় কিছুটা হলেও দেশবাসীকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে।
আরও পড়ুন: ইতিহাস গড়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা বাংলাদেশের
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাই কোচ মারুফুল হক সবার আগে স্মরণ করেছেন ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনকে। “প্রথমেই আমি বলতে চাই, আমাদের এই চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং আমাদের এই সাফল্য আমি দলের সবার পক্ষ থেকে গত মাস এবং এই মাসে যে অনেক ছাত্র-জনতা যে আত্নত্যাগ করেছে, তাদের উদ্দেশ্যে এটা উৎসর্গ করছি। এটা হল প্রথম মেসেজ। আর দ্বিতীয় মেসেজ হলো, আমরা এই ম্যাচের আগে রিকভারির জন্য মাঝে মাত্র একদিন সময় পেয়েছি। আমি আমার জায়গা থেকে সবরকম চেষ্টা করেছি খেলোয়াড়দের এই অল্প সময়ের জন্য প্রস্তুত করার।”
ফাইনালের মঞ্চে বাংলাদেশের জন্য কাজটা কঠিনই ছিল। গ্রুপ পর্বে এই দলটির কাছে হেরে যাওয়ার তেতো অভিজ্ঞতা ছিলই। সাথে ঘরের মাটিতে খেলা হওয়ায় দর্শক সমর্থন ছিল নেপালের দিকেই। প্রথম ১৫-২০ মিনিটে সেটা কাজে লাগিয়ে ভালো কিছু সুযোগও তৈরি করেছিল স্বাগতিকরা। তবে দ্রুতই ম্যাচের লাগাম নেওয়া বাংলাদেশ বিরতির ঠিক আগে লিড নেয় মিরাজুল ইসলামের গোলে। বিরতির পর লিড বাড়ান তিনিই। শেষ পর্যন্ত রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদের গোলে বাংলাদেশ জেতে ৪-১ স্কোরলাইনে।
যেভাবে চেয়েছেন, দলকে সেভাবে খেলাতে পেরে বাড়তি উচ্ছ্বাস মারুফুল হকের। “ম্যাচ শুরুর আগে আমি তাদের বলেছিলাম স্থির থাকার জন্য, যেহেতু এটা ওদের (নেপাল) ঘরের মাঠ, তাই তারা আক্রমণ করবেই। আমাদের তাই প্রস্তুত থাকতে হবে পাল্টা-আক্রমণের জন্য। প্রথম ১০-১২ মিনিটে যখন দেখলাম তারা হোম গ্রাউন্ডের চাপটা নিয়ে ফেলেছে, চাপ কাটিয়ে বের হতে পারেনি, তখন আমি খেলোয়াড় ডেকে বলি আর আমাদের স্ট্র্যাটেজি বদলে ফেলি। আর আমরা আক্রমণে চলে যাই। গত ১৫ দিনে আমি যা চেয়েছি, তা হল পাসিং ফুটবল খেলা আর ফাইনালে তারা সেটা খুব ভালোভাবে করেছে। আমি মনে করি এই কারণে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা রাখে।”
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে