দুর্দান্ত এক স্পেলে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে মাঠ ছাড়ার এই সময়টা একটু বেশিই বিশেষ লাগারই কথা হাসান মাহমুদের জন্য… ইতিহাসের সাক্ষী হওয়া বলে কথা। তার হাত ধরেই যে প্রথমবার কোনো বাংলাদেশি পেসার পাকিস্তানের মাটিতে শিকার করলেন ৫ উইকেট।
প্রথম তো আরো ছিল হাসানের। ‘লক্ষীপুর এক্সপ্রেস’ তার ক্যারিয়ারে লাল বলের ক্রিকেটেই এবারই প্রথম নিলেন পাঁচ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটেও ৪ বার চার উইকেট পেলেও কখনই পাওয়া হয়নি পাঁচ উইকেট। অবশেষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন পেলেন সেই স্বাদ।
পেসাদের জন্য একটু ব্যতিক্রমী স্বভাবের হাসান বেশ চুপচাপ স্বভাবের। তিনি সেই পেসার, যিনি এর আগে উইকেট পেয়ে উদযাপন না করার কারণ হিসেবে বলেছেন ব্যাটারদের আঘাত না দেওয়াকে। এবার অবশ্য উদযাপন করতে শিখে গেছেন তরুণ এই পেসার। এই সিরিজে দেখা মিলছে ভিন্ন এক হাসানের, ভিন্ন এক মাহমুদে। আগ্রাসনে, উইকেটে, উদযাপনে, সব জায়গাতেই…
আরও পড়ুন: হাসান-নাহিদের উড়ন্ত স্পেল, রাওয়ালপিন্ডিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
এমনিতে টেস্ট বাংলাদেশ পেসারেদের ইনিংসে পাঁচ উইকেটের গল্পটা খুব বেশি না। সবমিলিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১১ বারই ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন টাইগাররা পেসাররা। বিদেশে সেই সংখ্যাটা মোটে আট। যার সবশেষ পিন্ডিতে লক্সক্সীপুর এক্সপ্রেসের ১০.৪ ওভারে এক মেডেন ওভারে ৪৩ রান দিয়ে ৫ পাকিস্তানি ব্যাটারের উইকেট।
আগের দিনে দুই উইকেটে হাসান জানিয়ে রেখেছিলেন, চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। আগুন ঝড়ানো এক স্পেলে ৩ রানে ২ উইকেট হাসান তুলে দিনটা করেছিলেন বাংলাদেশের।
সকাল থেকে অবশ্য দিনটা নাহিদ রানার। কেবল গতি দিয়েই বারবার ভড়কে দিয়েছিলেন পাক ব্যাটারদের। শান মাসুদ, বাবর আজম থেকে শুরু হয়ে সৌদ শাকিল, এক স্পেলেই কুপোকাত ঘরের মাঠে পাকিস্তান। হাসানকে যোগ্য সঙ্গ দিয়েছেন ২১ বছর বয়সী নাহিদ।
ইতিহাসও গড়েছে হাসান, নাহিদ ও আরেক পেসার তাসকিন আহমেদ মিলে এই প্রথম নিজেদের টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে প্রতিপক্ষের ১০ ব্যাটারের সবগুলো উইকেট পেয়েছে বাংলাদেশ পেস বোলিং ইউনিট। এর আগে ওয়ানডেতে দুইবার পেলেও, টেস্টে এবারই প্রথম।
নাহিদের জন্যও বিশেষ এক দিন। সিলেটে ইনিংসে তিন উইকেট পেলেও পিন্ডিতে তুললেন চার ব্যাটার। ১১ ওভারে এক মেডেন ওভারে ৪৪ রান দিয়ে রানার নামের সঙ্গে ৪ উইকেট।
পাকিস্তানকে ১৭২ রানে থামিয়ে জয়ের টোন অনেকটাই সেট করে দিয়েছে পেসাররা। সঙ্গে জানান দিয়ে গেলেন, যে যা বলে বলুক, স্পিনারদের দেশে বাংলাদেশ পেসাররাও পারেন। সুযোগ পেলে পেসাররাও পারেন।
২ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
২০ দিন আগে