দিনের হিসেবে একদিন, তারপরেই বেজে যাবে ইউরো শুরুর ঘণ্টা। ইউরোর উদ্দেশ্যে জার্মিনিও সেজেছে নতুন রূপে। ২০০৬ বিশ্বকাপের পর আবারও দেশটিতে শুরু হতে যাচ্ছে ফুটবলীয় মহরণ। তার আগে কাঁটাছেড়া করে নেওয়া যাক গ্রুপ গুলোর।
প্রথম পর্বে থাকছে গ্রুপ ‘এ’:
জার্মানি
নামে-ভারে কিংবা শক্তিমত্তার বিচারে সবার কাছেই এই গ্রুপে জার্মানিই ফেভারিট। সেই সাথে বাড়তি প্রেরণা ঘরের মাঠে খেলা। জুলিয়ান নাগেলসমানের অধীনে দলটাও ঘুচিয়ে উঠছে। আবার অবসর কাটিয়ে দলে যুক্ত হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুসের নাম। ডিফেন্স লাইন থেকে মিডফিল্ড কিংবা ফরোয়ার্ড সবখানেই আছে বেশ দারুণ সব ফুটবলার। তাতে জার্মানিকেই গ্রুপ সেরা হিসেবে রাখা যায় বিবেচনায়। শেষ তিনটি মেজর টুর্নামেন্টের দুটিতেই গ্রুপ পর্বে বিদায় নেওয়া জার্মানি এবার চাইবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো করতে।
হাঙ্গেরি
হাঙ্গেরি আছে দারুণ ফর্মে। কোনো ম্যাচ না হেরে গ্রুপ সেরা হয়েই তারা বাছাই পর্ব উতরে জায়গা করে নিয়েছে ইউরোর মূল পর্বে। মার্কো রসসির অধীনে তারা গেল কয়েক বছর ধরেই দারুণ ফুটবল খেলছে। বিশেষ করে ‘ট্রানজিশনে’ তারা যে কাউকে চমকে দিতে পারে। জার্মানির জন্য তাই হাঙ্গেরি বড় হুমকিই বলা যায়। নাগেলসমানে দল যেহেতু বল দখল করেই খেলবে সেহেতু ট্রানজেশনে হাঙ্গেরিকে আটকানো তাদের জন্য কঠিন চ্যালেঞ্জই হবে।
দলটির মূল আলো থাকবে ডমিনিক সবজলাইকে ঘিরেই। তার পারফরম্যান্সের ওপর নির্ভর করবে হাঙ্গেরির ভাগ্য। ইউরোর এই আসরে তাদের ‘ডার্ক হর্স’ হিসেবেও ধরা হচ্ছে।
স্কটল্যান্ড
নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়েই তারা জায়গা করে নিয়েছে ইউরোর মূল পর্বে। অবশ্য একটা রেকর্ড তারা এবারই করেছে প্রথম। টানা দ্বিতীয়বারের মতো ইউরো খেলার রেকর্ডটা তারা প্রথমবারই করতে পেরেছে। জন ম্যাকগিন আর স্কট ম্যাকটমিনে হতে যাচ্ছে দলটির মূল ভরসা।
বাছাইপর্বের শুরুটা দারুণ করলেও গেল কয়েক ম্যাচ স্কটলেন্ড মন ভরাতে পারেনি। শেষ ম্যাচে ফিনল্যান্ডের সাথে ২-০ গোলে এগিয়ে থেকেও ড্র নিয়েই ছাড়তে হয়েছে মাঠ। ডিফেন্স লাইনের দূর্বলতা বেশ ভালো ভাবেই এসেছে নজরে, আর স্ট্রাইকারে অভাবতো আছেই। তবে মূল ভরসার জায়গা মিডফল্ড। সেদিক থেকেই তারা চমকে চাইবে অন্য দলগুলোকে।
সুইজারল্যান্ড
গেল আসরে সুইজারল্যান্ড চমকে দিয়েছিল সবাইকে। শেষ ষোলোতে তারা শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল। কোয়ার্টার ফাইনালেও তারা স্পেনের সাথে লড়েছিল বেশ, তবে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল। এই আসরে সুইজারল্যান্ড অবশ্য শক্তিমত্তার দিক থেকে কিছু টা পিছিয়েই গ্রুপের অন্য দলগুলোর তুলনায়। গ্রানিত শাকা ও শাকিরির সাথে গোলকিপার ইয়ান সোমারকে ঘিরেই থাকবে তাদের মূল আলোচনা।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে