৮ জানুয়ারি ২০২৪, ৩:২১ পিএম
‘আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি?’ ব্রাজিল আর ব্রাজিল ভক্তরা ডুকরে ডুকরে নিশ্চয়ই রবীন্দ্রনাথের এই বুলিই আওড়াচ্ছে। আর তাদের এই ‘বাকির’ খোঁজ দিতে মঞ্চে আসছে, দরিভাল জুনিয়র।
প্রায় ১৩ মাস অস্থায়ী কোচের অধীনে চলা দলটার কোচের দায়িত্বে আসছেন দরিভাল। অফিশিয়াল ঘোষণা না আসলেও ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যমসহ নানা প্রান্ত থেকেই নিশ্চিত এ খবর। দরিভালের সদ্য সাবেক হওয়া ক্লাব সাও পাওলোও নিশ্চিত করেছে বিষয়টি।
আরও পড়ুন: আনচেলত্তিকে না পেয়ে দরিভালের কাঁধেই ব্রাজিলের দায়িত্ব
দরিভালের আসার খবরে চাউর হয়েছে এবার একটা প্রশ্ন। নেইমারকে কি সামলানো যাবে? কেননা ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের সঙ্গে একটা পুরোনো দেওয়া-নেওয়া যে আছে দরিভালের। সালটা ২০১০, ১৮ বছরের নেইমার তখন ‘ওয়ান্ডার কিড’। সান্তোসে দরিভালের অধীনেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার।
সান্তোস আর আতলেতিকো গয়ানিয়ানসের এক ম্যাচে পেনাল্টি নিতে চান নেইমার। তবে কোচ দরিভাল পেনাল্টি নিতে বলেন দলটির নিয়মিত পেনাল্টি শুটার মার্সেলোকে। এতে রেগে গিয়ে কোচ আর সতীর্থদের সঙ্গে বাজে ব্যবহার করেন নেইমার।
নেইমারের ওই দুর্ব্যবহারের জন্য দরিভাল তাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেন। কিন্তু নেইমার তখন ইয়াং সেনসেশন, সান্তোসের ট্রাম্পকার্ড। তাই সান্তোস কর্তৃপক্ষ নেইমারের পক্ষ নিয়ে কোচের পদ থেকে বরখাস্ত করে দেয় দরিভালকেই। অবশ্য পরবর্তীতে সেজন্য ক্ষমাও চেয়েছিলেন নেইমার। সেই ঘটনাকে মনে করে এখন অনেকেই উন্মুখ দরিভাল আর নেইমারের টক-ঝাল পুর্নমিলন দেখতে।
আরও পড়ুন: আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুংসংবাদ পেলো ব্রাজিল
নেইমারের কি হবে তা তো দেখাই যাবে তবে আসল কথা ব্রাজিলের কি হবে? বিশ্বকাপে হট ফেভারিট থাকা দলটার বিদায় ঘন্টা বেজে যায় কোয়ার্টার-ফাইনাল থেকে। এরপর তিতের পদত্যাগ, দিনিসের অস্থায়ী কোচ হওয়া। ডাগআউটে চেহারা বদলানোর সাথে সাথে ব্রাজিলেরও রুপ বদলায়; তবে তা ভয়ংকর খারাপ ভাবে।
বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ব্রাজিল ম্যাচ খেলেছে মোট ৯টা। যেখানে মরক্কো, গিনি আর সেনেগালের সঙ্গে তিনটা প্রীতি ম্যাচের দুইটাতেই হার। এরপর ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে উরুগুয়ে, কলম্বিয়া আর আর্জেন্টিনার কাছে টানা তিন ম্যাচ হেরে ১০ দলের টেবিলের মাত্র ৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এমন পরিস্থিতিতে কোচের জায়গায় রদবদল তো আনতেই হতো। তবে ব্রাজিলের ভাষ্য মতে খারাপ পারফরমেন্সের চাপে না মূলত স্থায়ী কোচ নেওয়ার তাগিদেই এ উদ্যোগ। দায়িত্ব পেয়ে দরিভাল বলেছিলেন তার স্বপ্ন সত্যি হয়েছে। তবে ব্রাজিলের কি হলো?
আরও পড়ুন: হেরে গিয়েও ব্রাজিলের পারফরম্যান্সকে সেরা বলছেন দিনিজ
ব্রাজিলের মন তো পড়ে ছিল কার্লো আনচেলত্তির দিকেই। সিবিএফ তো একরকম নিশ্চিতই ছিল, এ বছরের মাঝামাঝিতে ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি। কিন্তু ইতালিয়ান এই কোচ রিয়াল মাদ্রিদে ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করায় বাধ্য হয়েই দরিভালেই নজর দিতে হয়েছে ব্রাজিলকে।
অবশ্য তার ওপর চোখ ছিল আগে থেকেই। তিতে চলে যাওয়ার পর তখনও নাম উঠেছিল এই অভিজ্ঞ কোচের। তবে এবার আর গুঞ্জনে না, জায়গা মিলছে ডাগআউটেই। প্রশ্ন হলো, ডাগআউটে এসে কাজের কাজ ঠিকঠাক কতটা হবে? ব্রাজিলের বর্তমান নড়বড়ে অবস্থায় যে দরকার একটা শক্তপোক্ত হাত।
আরও পড়ুন: ফিফা র্যাংকিংয়ে পয়েন্ট বাড়ল বাংলাদেশ-আর্জেন্টিনার কমল ব্রাজিলের
ফুটবল পরিবার থেকেই উঠে আসা দরিভালের। তাঁর চাচা দুদু ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত খেলেছেন ব্রাজিল জাতীয় দলে। তাছাড়া অভিজ্ঞতায় টইটম্বুর দরিভালের কোচিং ক্যারিয়ারও। ২২ বছরে ডাগআউটে দাঁড়ানো হয়েছে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের। এবার পালা দেশের হয়ে ভাল কিছু করে দেখানোর।
ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো হবে আগামী মার্চে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন। দরিভালের চ্যালেঞ্জ শুরু তবে সেখান থেকেই।
১৩ নভেম্বর ২০২৪, ৬:৫৮ পিএম
আরেকবার গোল করতে না পারার আক্ষেপ সঙ্গী বাংলাদেশ। আরেকবার ঘরের মাঠে হার বাংলাদেশের। মালদ্বীপের সাথে বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার ০-১ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।
২০২১ সালের ১৩ নভেম্বরে ১৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কলম্বোতে মালদ্বীপকে হারিয়েছিল ২-১ গোলে। তবে আরেকবার সেই ১৩ নভেম্বরে মালদ্বীপকে ঘরের মাঠে পেয়ে হারাতে পারেনি বাংলাদেশ।
গেলো বছরের অক্টোবরে এই কিংস অ্যারেনায় মালদ্বীপকে বাংলাদেশ হারিয়েছিল ২-১ গোলে। এবার আর পারেনি স্বাগতিকরা। আক্ষেপ ঐ গোল না পাওয়াই।
আরও পড়ুন
হাফ ডজন অ্যাটাকের বাংলাদেশের হাফ-টাইমে মালদ্বীপের গোল |
প্রথমার্ধের দারুণ ফুটবল খেলেও গোল পায়নি বাংলাদেশ। উল্টো ১৮ মিনিটে ফাঁকায় হেড গোলে বাংলাদেশ দর্শকদের হৃদয় ভাঙেন এই ফরোয়ার্ড। গোলকিপার মিতুলের তাকিয়ে থাকা ছাড়া যে গোলে করার ছিলনা কিছুই।
এরপরে বার কয়েক চেষ্টা চালিয়ে গোলবারের খোঁজই মেলেনি স্বাগতিকদের।
৬৩ মিনিটে রাকিব বাঁচিয়েছেন বাংলাদেশকে। অথচ যার গোল করার উচিত ছিল। আলি ফাসিরের গোল না হওয়ার পুরো কৃতিত্ব রাকিবের।
৬৪ মিনিটে হাভিয়ের কাবরের আনেন তিন পরিবর্তন। যদিও তিন পরিবর্তন কাজের কাজ কিছুই করতে পারেননি।
৬৯ মিনিটে শাহরিয়ার ইমনের হেড জাল খুঁজে পায়নি। ৭৮ মিনিটে মোরসালিনও খুঁজলেন জাল তবে গল্পটা ঐ একই।
৮৬ মিনিটে মালদ্বীপ গোলকিপারের দারুণ সেইভে রক্ষা পায় সফরকারীরা। মোরসালিনের গোল না পাওয়ার পুরো কৃতিত্ব মালদ্বীপ গোলকিপার হুসেন শরিফের।
আরও পড়ুন
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বসুন্ধরায় মেমোরিয়াল কাপ |
৯০ মিনিটে আবারও বাংলাদেশ সামনের বাধার নাম ঐ শরিফ। রাকিবের এগিয়ে যাওয়া বলে মালদ্বীপ গোলকিপার ঠেকালেন দারুণভাবে। যোগ করা সময়েও রাকিবের গোল পাওয়া হয়নি।
পরের ম্যাচটা ১৬ নভেম্বর সন্ধ্যা ছয়টায় একই মাঠে নামবে দুদল। যেখানে বাংলাদেশের মেটাতে হবে গোল ক্ষুধা।
ঘরের মাঠে মালদ্বীপকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচের প্রথমার্ধে দারুন ফুটবল খেললেও কাজের কাজ গোলটা পাওয়া হয়নি বাংলাদেশের। তবে ঠিকই প্রথমার্ধে গোল আদায় করে নেয় সফরকারীরা।
কোচ হাভিয়ের কাবরেরা আজ প্রথম একাদশে রেখেছেন বাংলাদেশ পুলিশের মিডফিল্ডার কাজেম শাহ কিরমানিকে। আনিসুর রহমান জিকো থাকলেও কোচের আস্থা মিতুল মারমায়। সাথে একাদশে অভিষিক্ত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী শাকিল আহাদ।
আরও পড়ুন
যেভাবে পাবেন বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের টিকিট |
প্রথম পাঁচ মিনিটে অ্যাটাকিং বাংলাদেশের দেখাই মিলেছে। শেখ মোরসালিনের হেড ততক্ষণে বসুন্ধরা কিংস অ্যারেনার দর্শকদের দিচ্ছিল আশার বাতাস। গেলো এক বছরের গোল আক্ষেপের বাংলাদেশ কী তবে এবার পাবে গোল?
১৩ মিনিটে ছোট কর্ণারে এগিয়ে যাওয়ার পথেই ছিল মালদ্বীপ। মিতুলের হাত ফসকে গেলেও গোলটা জালে জড়ায়নি বাংলাদেশ ডিফেন্ডারদের কল্যাণে।
পরের মিনিটে বাংলাদেশের হয়ে নিজের পঞ্চম গোলটা করা হয়নি রাকিব হোসেনের। হেডে গোল মিসের আক্ষেপের রাকিবকে দেখে বোঝাই যাচ্ছিল, গোলটা করা উচিত ছিল!
ম্যাচের ডেডলক ভাঙা গোল আলি ফাসিরের। ১৮ মিনিটে ফাঁকায় হেড গোলে বাংলাদেশ দর্শকদের হৃদয় ভাঙেন এই ফরোয়ার্ড। গোলকিপার মিতুলের তাকিয়ে থাকা ছাড়া যে গোলে করার ছিলনা কিছুই।
আরও পড়ুন
জয়ের লক্ষ্য রেখেই মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, বললেন কাবরেরা |
ঠিক পরের মিনিটে গোল শোধের সুযোগ পেলেও কাজের কাজ গোল পাওয়া হয়নি বাংলাদেশের।
২৯ মিনিটে ম্যাচে সেরা সুযোগটা পেয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। হাফভলি বলে ফাহিমের চেষ্টা ছিক দেখার মতো। তবে এমন দারুণ শটেও আক্ষেপ বলের জাল খুঁজে না পাওয়া।
৩৪ মিনিটে আবারও সুযোগ বাংলাদেশের। রাকিবের বল দারুণভাবে ব্লক করেছেন মালদ্বীপ ডিফেন্ডার ইরুফান।
আরও পড়ুন
১ বছর ফুটবলের বাইরে থাকা মালদ্বীপকে আনছে বাংলাদেশ |
প্রথমার্ধের ঠিক আগে সোহেল রানার দারুণ সুযোগ ঠেকিয়ে দেন মালদ্বীপ গোলকিপার। প্রথমার্ধে দারুণ খেলা বাংলাদেশ কী পারবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে?
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে