২৪ মে ২০২৪, ৬:৩৯ পিএম
লুসিয়ানো স্পালেত্তি কোচ হওয়ার পর থেকেই ইতালি দলে একরকম ব্রাত্য হয়ে গেছেন দুই অভিজ্ঞ ফুটবলার মার্কো ভেরাত্তি ও চিরো ইমোবিলে। সেই ধারাবাহিকতায় এবার ইউরো ২০২৪-এর প্রাথমিক স্কোয়াডেও জায়গা মেলেনি তাদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়রা দলে ফিরিয়েছে দারুণ ফর্মে থাকা স্ট্রাইকার জিয়ানলুকা স্কামাকাকে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইতালি ফুটবল ফেডারেশন ৩০ জনের স্কোয়াড ঘোষণা করেছে।
আরও পড়ুন: ফুটবলারদের প্লে-স্টেশনে আসক্তি নিয়ে চটেছেন ইতালির কোচ
গত মার্চে ভেনিজুয়েলা এবং ইকুয়েডরের সাথে প্রীতি ম্যাচের দলে বাদ পড়েছিলেন স্কামাকা৷ তবে সেই মাস থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১১টি গোল করা আতালান্তার এই ফুটবলার যে ছন্দে আছেন, তাতে তাকে এড়িয়ে যাওয়াটা আর সম্ভব হয়নি স্পালেত্তির। ইতালিয়ান ক্লাবটির হয়ে সম্প্রতি জেতেন ইউরোপা লিগ।
গত সেপ্টেম্বরে সবশেষ ইতালির জার্সিতে খেলেছিলেন ইউরো ২০২০ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ইমোবিলে। আর গত আগস্টে স্পালেত্তি কোচ হওয়ার পর থেকে ইতালি দলে আর ডাক পাননি অভিজ্ঞ মিডফিল্ডার ভেরাত্তি। ফরোয়ার্ড দোমিনিকো বেরার্দিরও জায়গা মেলেনি স্কোয়াডে।
শেষ ইউরোতে দারুণ খেলা ম্যানুয়েল লোকাতেল্লিও ডাক পাননি৷ দল ঘোষণার পর প্রতিবাদ জানিয়ে জুভেন্টাস ফুটবলার ইনস্টাগ্রামে একটি কালো পর্দার ছবি ছবি পোস্ট করে তার হতাশা প্রকাশ করেছেন।
তিন বছর আগে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ী সেই দল থেকে বড় নামের মধ্যে আর নেই অবসর নেওয়া সাবেক অধিনায়ক জর্জিও চেল্লাইনি, তার সেন্টার-ব্যাক সঙ্গী লিওনার্দো বোনুচ্চি এবং উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়ে।
আগামী ৬ জুন ইউরোর চূড়ান্ত দল ঘোষণা করবেন স্পালেত্তি। গ্রুপ ‘বি’-তে স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার বিপক্ষে খেলবে ইতালি।
৩০ এপ্রিল ২০২৫, ৪:৪৫ পিএম
৩০ এপ্রিল ২০২৫, ৩:১০ পিএম
খেলোয়াড়, কোচ থেকে শুরু করে সব একই, তবে প্রিমিয়ার লিগ আর ইউরোপা লিগের ম্যানচেস্টার ইউনাইটেড যেন দুই মেরুর দুই ক্লাব। একটিতে টেনেটুনে টিকে থাকতে হচ্ছে লিগে, আর অন্যটিতে অদম্য গতিতে ছুটছে দলটি। ইউরোপার ফাইনালে এক পা রেখে কোচ রুবেন আমোরিমও বললেন, তিনিও বিষয়টি মেলাতে পারছেন না।
গত বৃহস্পতিবার রাতে আথলেতিক বিলবাওকে সেমির প্রথম লেগে ৩-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। এর মধ্য দিয়ে এই মৌসুমে একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অপরাজিত রইল আমোরিমের দল। সেই একই মৌসুমে আবার ইউনাইটেড পার করছে প্রিমিয়ার লিগে নিজেদের সবচেয়ে বাজে মৌসুম, এই কিছুদিন আগে নিশ্চিত হয়েছে রেলিগেশন এড়ানো।
আরও পড়ুন
রেকর্ডের ম্যাচে নতুন উচ্চতায় ‘অলরাউন্ডার’ মিরাজ |
![]() |
দুই প্রতিযোগিতায় পারফরম্যান্সের বৈপরিত্য নিয়ে ধোয়াশায় থাকার কথা ম্যাচের পর সংবাদ সম্মেলনে বললেন আমোরিম।
“আসলে এটা ব্যাখ্যা করা কঠিন। আমরা শেষ ম্যাচগুলোতে উন্নতি করেছি। আমি কেবল ফলাফলের দিকেই তাকাই না। এমন কিছু ম্যাচ ছিল যেখানে আমরা ভালো খেলেও হেরেছি, আবার কিছু ম্যাচে ভালো না খেলেও জিতেছি। কখনও কখনও আপনার কিছুটা ভাগ্যের সহায়তাও প্রয়োজন হয়। আমি জানি এটা বোঝানোটা কঠিন কাজ। তবে কখনও কখনও ব্যাপারগুলো এমনই হয়, এভাবেই দেখতে হয় এগুলো।”
সেমিফাইনালের প্রথম লেগে প্রিমিয়ার লিগের হতাশা কাটিয়ে এই মৌসুমে ইউনাইটেডের সামনে সুযোগ রয়েছে ইউরোপা লিগ জেতার। ৩-০ ব্যবধানে জেতায় ফাইনালে যেতে দ্বিতীয় লেগে দলটির কাজ সহজ হওয়ার কথা। কারণ, এখন পর্যন্ত ইউরোপিয়ান প্রতিযোগিতায় নকআউট পর্বে ১৩৩টি দল প্রতিপক্ষের মাঠে ৩ বা তার বেশি গোলে জেতার পর আর হারেনি।
এরপরও ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে চ্যালেঞ্জ দেখছেন আমোরিম।
“আমি আসলেই করি আমাদের দ্বিতীয় লেগ নিয়েও চিন্তা করতে হবে। আর অন্য ম্যাচগুলোর চেয়ে এই ম্যাচে প্রথম ২০ মিনিটে আরও বেশি সাবধানী হতে হবে, কারণ ম্যাচটা আসলেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। বেশি কিছু ভাবার দরকার নেই, খেলোয়াড়দের প্রতি এটাই আমার বার্তা।”
ইন্তার মিলানের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার চিন্তার কারণ হয়েই মাঠ ছেড়েছিলেন৷ চোটটা শেষ পর্যন্ত গুরুতরই ছিল জুলস কুন্দের। ফর্মে থাকা এই ডিফেন্ডারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগ মিস করাটা তাই নিশ্চিত বলেই খবর। কমপক্ষে দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে, যা ছিটকে দিতে পারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও।
গত বৃহস্পতিবার বার্সেলোনা নিশ্চিত করেছে যে, ইন্তারের সাথে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন কুন্দে। ক্লাবটি তার ফেরার সময় না জানালেও সুত্রের বরার দিয়ে ইএসপিএনের দাবি, আগামী সপ্তাহে দ্বিতীয় লেগ খেলা হবে না ফরাসি ফুটবলারের।
আরও পড়ুন
৬ গোলের মহারণে বার্সা-ইন্তার উপহার দিলো মৌসুম সেরা ম্যাচ |
![]() |
শুধু তাই নয়, সেখানে আরও বলা হয়েছে, ১১ ই মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার এল ক্লাসিকোতেও কুন্দের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সব ঠিক থাকলে মৌসুমে একেবারের শেষের দিকে ফিরবেন ২৬ বছর বয়সী কুন্দে। যেখানে তার নজর থাকবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দিকে, যা মাঠে গড়াবে ৩১ মে। ইন্তার বাধা টপকাতে পারলে শিরোপার লড়াইয়ে বার্সেলোনার প্রতিপক্ষ হবে পিএসসি বা আর্সেনাল।
কুন্দের এই চোটের পেছনে তার বিরতিহীন খেলার একটা বড় প্রভাব থাকতেও পারে। গত সপ্তাহে লা লিগায় মায়োর্কার সাথে ম্যাচের আগে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮৬টি ম্যাচ খেলেন তিনি।
অ্যাবসুলেট সিনেমা….বার্সেলোনা ইন্তারের ম্যাচের পারফেক্ট হেডলাইন। যেন দম ফেলার নেই ফুসরত। যার শুরু প্রথম মিনিটে, চলেছে ৯০ মিনিট পর্যন্ত। নান্দনিক ফুটবল, ৬ গোলের মোহারণ, আর ১৭ বছর বয়সী এক তরুণের সব আলো কেড়ে নেওয়া। ক্লাসিক চ্যাম্পিয়নস লিগ নাইট যেমন হয় আর কী। যেই রাত ফুটবল সমর্থকদের মনে দাগ কেটে যাবে লম্বা সময়।
দিয়ারিও স্পোর্টসের ফ্রন্ট পেইজ বলছে, সব কিছুই সম্ভব ইয়ামালকে নিয়ে… নিজের শততম ম্যাচটাকে এতটাই রাঙিয়েছেন এই তরুণ। দারুণ একটা গোল, আর তার বা পায়ের জাদুতে ক্ষণে ক্ষণে সমর্থকদের ভাসিয়েছেন উচ্ছ্বাসে, আর নিয়েছেন ইন্তার ডিফেন্ডারদের কঠিন পরীক্ষা। এমনকি ইংল্যান্ডে বসা আর্লিং হলান্ডকে পর্যন্ত বাধ্য করেছেন তাকে নিয়ে পোস্ট দিতে।
এই ম্যাচে নায়ক আছে আরও একজন…ডেঞ্জেল ডামপ্রিস। দুই গোলের সঙ্গে, এক অ্যাসিস্ট সেই সাথে রক্ষণ সামলানোর ধকল তো ছিলই। এত সব তারকার ভিড়ে ডাচ ডিফেন্ডার নিজেকে চিনিয়েছেন নতুন করেই।
আরও পড়ুন
নিষেধাজ্ঞা কাজে লাগিয়ে রুডিগারের অস্ত্রোপচার, শাস্তি এড়ালেন বেলিংহাম |
![]() |
বল দখলের লড়াই, শট অন টার্গেট কিংবা পাস সব খানেই ইন্তার থেকে বেশ এগিয়ে ছিল বার্সা। বার্সার অল অ্যাটাকের জবাবে ইন্তারের অস্ত্র ছিল কাউন্টার অ্যাটাক। যেখানে দলটা ছিল বেশ সফল।
এদিন খেলার বয়স ৩০ সেকেন্ড না হতেই বার্সাকে চমকে দেয় ইন্তার। ডামপ্রিসের পাস থেকে দারুণ এক ব্যাকহিলে বল জালে জড়ান থুরাম। যা আবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল, বার্সার বিপদ বাড়ে ২১ মিনিটে, এবার গোলের খাতায় নাম তোলেন ডামপ্রিস নিজেই। চোখ ধাঁধানো এক ওভারহেড কিকে স্তব্ধ করে দেন অলিম্পিক স্টেডিয়ামকে।
স্তব্ধ অলিম্পিক স্টিডিয়ামকে জাগিয়ে তুলতে ইয়ামাল সময় নিয়েছে মোটে তিন মিনিট। ২৪ মিনিটের মাথায় পাঁচ ইন্তার ডিফেন্ডারকে বোকা বানিয়ে বা পায়ের আড়াআড়ি এক শটে বল জড়ান জালে। বার্সেলোনা সমর্থকেরা এমন একটা গোল নিশ্চিতই বারেবারে খুঁজে ফিরে দেখবেন।
৩৮ মিনিটে বার্সাকে সমতায় ফেরায় ফেরান তোরেস। যার পেছনের কারিগর পেদ্রি ও রাফিনিয়া। স্প্যানিশ মিডফিল্ডারের মাপা ক্রস খুঁজে নেয় রাফিনিয়াকে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেডে সেটা বাডিয়ে দেন ফাঁকা জায়গায় দাঁড়ানো তোরসের দিকে। সহজ কাজটুকু করতে ভুল করেননি তোরস। তাতে ২-২ এর সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন
কোপা দেল রের ফাইনালে ‘অনিশ্চিত’ লেভানদভস্কি |
![]() |
বিরতি থেকে ফিরেও খেলা চলে একই তালে। ৬৪ মিনিটে আবারও সেই ডামপ্রিস হৃদয় ভাঙে বার্সার। কর্নার থেকে ভেসে আসা বল এবার হেডে জালে জড়ান ডাচ ডিফেন্ডার। তবে সেই লিড টেকে মোটে ১২০ সেকেন্ট। ইন্তারের সেট পিসের জবাব বার্সাও দিয়েছে সেট পিস থেকেই। কর্নার থেকে আসা বল ইয়ামাল ‘ডামি’ করে ছেড়ে দিলে ফাঁকায় পেয়ে যান রাফিনিয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বুলেট গতির শটে বল পাঠান জালের দিকে। তবে নিজেকে কিছুটা হতভাগা ভাবতেই পারেন রাফিনিয়া। ইয়ান সোমারের পিঠে লেগে বল জালে প্রবেশ করায় গোলটা কাউন্ট হয়েছে আত্মঘাতী গোল হিসেবেl হিসেবে।
৭২ মিনিটে অবশ্য আরও একবার গোলের দেখা পায় ইন্তার। তবে মেখেতেরিয়ানের গোল কাটা পড়ে অফ সাইডে। শেষ দিকে ইয়ামালও দারুণ একটা গোল করেই ফেলছিলেন, তবে পোস্টের বাঁধায় তা শেষ হয়নি। তাতে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। আর অ্যাবসুলেট সিনেমার পরের পর্বের অ্যাকশন তোলা থাকে সান সিরোর জন্য।
এক সপ্তাহের ব্যবধানে রাতারাতি ইন্তার মিলানের চিত্র বদলে গেছে। ট্রেবল জয়ের লড়াইয়ে থাকা দলটির সামনে শঙ্কা শিরোপাহীন থাকারও। গেল সাত দিনে তিন ম্যাচ হেরে টালমাটাল অবস্থায় সেরি আ ক্লাবটি এখন খেলতে ফর্মে থাকা বার্সেলোনার বিপক্ষে। শেষ চারের মহারণের আগে ইন্তার কোচ সিমোন ইনজাগি তাই দলকে দেখতে চান পুরবো ছন্দে। আর সেটা করতে হলে কঠিন সপ্তাহটি ভুলে যেতে হবে বলেই মনে হচ্ছে তার।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে মাঠে নামবে ইন্তার। আর এই ম্যাচের আগে ২০১৭ সালের পর প্রথমবার টানা তিন ম্যাচ হেরেছে মিলানের ক্লাবটি। কোপ্পা ইতালিয়া থেকে বাদ পড়ার পর সেরি আয় দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নেমে গেছে দুইয়ে।
এক সপ্তাহ আগে একটি ট্রেবল জয়ের আশায় থাকা একটা দলের জন্য এটা বড় ধাক্কাই। বার্সেলোনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অবশ্য ইনজাগি এরপরও ইতিবাচকই থাকার চেষ্টা করলেন। “গত সপ্তাহের সব কিছু ভুলে যান। গত চার বছর ধরে এই খেলোয়াড়রা দুর্দান্ত কাজ করছে এবং তারা সেটা এখনও চালিয়ে যাচ্ছে। এক সপ্তাহের বাজে ফলাফল তা মুছে দিতে পারে না। আমাদের জন্য এটা দারুণ একটা মৌসুম ছিল। আমরা শেষ তিনটি ম্যাচ বিশ্লেষণ করেছি, আমাদের আরও ভালো করতে হবে।”
আরও পড়ুন
দেম্বেলের গোল আর দোনারুম্মার প্রায়শ্চিত্তে ফাইনালের আরও কাছে পিএসজি |
![]() |
চ্যাম্পিয়ন্স লিগে সাম্প্রতিক সময়ে ইন্তারের রয়েছে ভালো ইতিহাস। ২০২৩ সালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে রানার্সআপ হয় ক্লাবটি। এই প্রতিযোগিতায় শিরোপা জয় না হলেও ইনজাগির হাত ধরে যিনি একটি সেরি আ এবং দুটি কোপ্পা ইতালিয়া জিতেছে।
টানা তিন ম্যাচ হেরে বেকায়দায় পড়ে গেলেও দল নিয়ে গর্বিত ইনজাগি। “গত সপ্তাহ পর্যন্ত আমরা প্রতিটি শিরোপার জন্য লড়াই করছিলাম, যেখানে কেউ কেউ বলেছিল যে ইতালিয়ান লিগে শীর্ষ চারে থাকাই কঠিন হবে। আপনি আমাকে এই ছেলেদের এবং দল নিয়ে কোনো খারাপ কথা বলতে শুনবেন না।”
কোপা দেল রের ফাইনালে যেভাবে রেফারিকে আক্রমণ করেছেন, তাতে বড় একটা শাস্তি প্রাপ্যই ছিল আন্টোনিও রুডিগারের। শেষ পর্যন্ত ছয় ম্যাচের বিশাল নিষেধাজ্ঞাও পেয়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। তবে তাতে খুব ক্ষতি হচ্ছে না তার। শাস্তির এই সময়টা কাজে লাগাতে হাঁটুর অস্ত্রোপচার করেছেন রুডিগার, যা তাকে প্রায় দুই মাসের জন্য ছিটকে দিতে পারে বলেই খবর।
চলতি মৌসুমে রিয়ালের ম্যাচ বাকি আছে আর পাঁচটি, সবগুলোই লা লিগায়৷ বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে রেফারিকে আক্রমণ ও লাল কার্ড দেখার কারণে তিনি যে নিষেধাজ্ঞা পেয়েছেন, সেটা কার্যকর হবে লা লিগার এই ম্যাচগুলোতেই। ফলে চোটে মাঠের বাইরে থাকার সময়েই পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলবেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। বাকি ম্যাচটি কার্যকর হবে আবার আগামী মৌসুমে রিয়ালের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে।
আরও পড়ুন
দেম্বেলের গোল আর দোনারুম্মার প্রায়শ্চিত্তে ফাইনালের আরও কাছে পিএসজি |
![]() |
৩-২ গোলে হেরে যাওয়া সেই ফাইনালে লাল কার্ড দেখেছিলেন জুড বেলিংহামও। তবে রেফারির রিপোর্টের প্রেক্ষিতে ইংলিশ মিডফিল্ডারের শাস্তি মওকুফ করা হয়েছে। তবে নিষিদ্ধ হয়েছেন লাল কার্ড দেখা রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেজ। তার শাস্তি দুই ম্যাচের।
তবে রিয়ালের জন্য গেল ২৪ ঘন্টা আরও নানা কারণেই চিন্তার। রুডিগারের পাশাপাশি ভিন্ন ভিন্ন চোটে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার ডেভিড আলাবা ও ফেরলন্ড মন্ডিও। এই মৌসুমে তাদের আর খেলার সম্ভাবনা নেই।
১ দিন আগে
৪ দিন আগে
১২ দিন আগে
১২ দিন আগে
১২ দিন আগে
১৩ দিন আগে
১৩ দিন আগে
১৩ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
২৫ দিন আগে
২৫ দিন আগে
২৬ দিন আগে
২৯ দিন আগে
৩০ দিন আগে