ফলাফল
বার্সেলোনা ২-১ পর্তো
ম্যচের তখন ৫৬ মিনিট। জোয়াও কানসেলোর পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বার্সেলোনাকে এগিয়ে দিলেন জোয়াও ফেলিক্স। ধারাভাষ্যকক্ষ থেকে থেকে ধারাভাষ্যক বলে উঠলেন “ হয়তো বার্সেলোনার এই মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটাই করে ফেললেন ফেলিক্স।” এই কথা বলার একটাই কারণ, আগের দুই মৌসুমেই বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে। আজ হারলে সেই শঙ্কা অনেকটাই জেঁকে বসতো। তবে দুই পর্তুগিজের যুগলবন্দীতে তা হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা। সেই সাথে গ্রুফ ‘এইচ’ এ ১২ পয়েন্ট নিয়ে টেবিল টপার জাভির দল।
দুই দলের শেষ দেখায় জয় পেয়েছিল বার্সেলোনাই। নিজেদের ঘরের মাঠে বার্সার কাছে ১-০ গোলে হেরেছিল পর্তুগালের ক্লাবটির। তাই এই ম্যাচটা অনেকটা প্রতিশোধেরও ছিল তাদের জন্য। সেই লক্ষ্যে শুরুটা খারাপ করেনি তারা। ম্যাচের ত্রিশ মিনিটে ব্রাজিলিয়ান উইংগার পেপের গোলে এগিয়েও গিয়েছিল সফরকারীরা।
তবে তাদের সেই এগিয়ে থাকা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিটের ব্যবধানে বার্সাকে সমতায় ফেরান এই মৌসুম ম্যানচেস্টার সিটি থেকে ধারে খেলতে আসা ফুলব্যাক জোয়াও কানসেলো। অনেকটা একেক নৈপূর্ণে বার্সাকে সমতায় ফেরান কানসেলো। বাঁ প্রান্ত থেকে পেদ্রির বাড়ানো বল থেকে পর্তোর কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শটে গোল করেন কানসেলো। তার এমন গোল দেখার পর বোঝার উপায় ছিল না তিনি যে একজন ডিফেন্ডার। এতটা নিখুঁত ফিনিশিংয় দেখে জাভিও বেশ উচ্ছ্বাস দেখিয়েছেন।
আরও পড়ুনঃ ১০০ তম ম্যাচে ১০০তে 'ম্যাক্সওয়েল ম্যাজিক'
প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউ। তবে বিরতি থেকে ফিরে বার্সেলোনার আক্রমণে বাড়ে গতি। দুই মিনিটের মাথায়ই ফেলিক্সের জোরালো শট আটকে যায় গোল পোস্টে। তবে ৫৭ মিনিটে আর পোস্ট বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি ফেলিক্সের জন্য। এখানেও অবশ্য জড়িয়ে আছে কানসেলোর নাম। বামপ্রান্ত দিয়ে আবারো ঢুকে পড়েন তিনি। নিখুঁত এক পাসে খুঁজে নেন স্বদেশী ফেলিক্সকে। বল পেয়ে দেরি করেননি ফেলিক্স। আড়াআড়ি শটে খুঁজে নেন জাল। সেই সাথে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা। আরও একটা ধারাও তারা অব্যাহত রাখতে পেরেছে। পর্তুগাল ক্লাবগুলোর বিপক্ষে ঘরের মাঠে টানা ৭ ম্যাচ না হারার রেকর্ডটা আটে নিয়ে গেছে বার্সা।
আরও পড়ুনঃ আক্ষেপ থাকলেও স্পিনারদের ওপর ভরসা রাখতে চান জয়
এই জয়ে বার্সার শেষ ১৬ যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। আন্টোয়ার্পের বিপক্ষে তাই পরের ম্যাচ নির্ভার হয়েই খেলতে নামবে তারা। তবে গ্রুপ এইচে দ্বিতীয় হওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে। ৫ ম্যাচ শেষে পর্তো ও শাখতার দোনেৎস্কের পয়েন্ট সমান। শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। যারাই জিতবে তারাই বার্সার সঙ্গে যোগ দিবে শেষ ১৬ তে।
No posts available.
১০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৩ পিএম
১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫০ পিএম
১০ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৭ পিএম
গ্যালারিতে বসে বর্ণবাদী আচরণের মাশুল দিলেন স্পেনের এক দর্শক। কিলিয়ান এমবাপেকে উদ্দেশ্য করে বর্ণবাদী অঙ্গভঙ্গি ও আওয়াজ করায় গ্রেপ্তার করা হয়েছে ওই দর্শকের। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে এই খবর।
স্প্যানিশ লা লিগার ম্যাচে গত ২৪ আগস্ট রিয়েল ওভেইদোর মাঠে খেলতে যায় রিয়াল মাদ্রিদ। নবাগত দলটির বিপক্ষে এমবাপের জোড়া গোলে ৩-০ ব্যবধানের সহজ জয় পায় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
বুধবার স্পেনের পুলিশ জানিয়েছে, ওই ম্যাচের এক পর্যায়ে এমবাপেকে উদ্দেশ্য করে বানরের আওয়াজ ও অঙ্গভঙ্গি করেন এক দর্শক। ম্যাচের ৩৭ মিনিটে এমবাপের প্রথম গোলের পর এই কাজটি করেই অভিযুক্ত সেই দর্শক।
আরও পড়ুন
যত বেশি টাকা, তত বেশি সমস্যা: এমবাপে |
![]() |
গ্যালারিতে থাকা দর্শকদের প্রতিক্রিয়ার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই দর্শককে চিহ্নিত করেছে পুলিশ। ম্যাচের পরপরই এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ। প্রায় দুই সপ্তাহ পর সেই দর্শককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পরে এই মামলাটি পাঠিয়ে দেওয়া হয়েছে বিদ্বেষমূলক অপরাধের আদালতে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হতে পারে ৩ বছরের কারাদণ্ড এবং ৬০ হাজার থেকে ৬ লাখ ৫০ হাজার ইউরো পর্যন্ত আর্থিক জরিমানা।
সাম্প্রতিক মৌসুমগুলোতে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। ২০২৩ সালে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। পরে ওই ঘটনায় তিন দর্শককে কারাদণ্ড দেওয়া হয়।
সবশেষ মৌসুমে চোটের কারণে বড় মূল্য চুকাতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে। গুরুত্বপূর্ণ সদস্যদের চোটে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়তে হয় ইংলিশ ক্লাবটিকে। এবার নতুন মৌসুম শুরু হতে না হতেই ফের ইনজুরি হানা দিল পেপ গার্দিওলার শিবিরে।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে বুরকিনো ফাসোর বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়েছেন ম্যান সিটির মিশরিয়ান ফরোয়ার্ড ওমর মারমুশ। এরই মধ্যে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যানচেস্টারে ফিরছেন ২৬ বছর বয়সী ফুটবলার।
আরও পড়ুন
যত বেশি টাকা, তত বেশি সমস্যা: এমবাপে |
![]() |
প্রাথমিক স্ক্যানে চোট গুরুতর বলে নিশ্চিত করেছে ম্যান সিটি। তাতে আগামী রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে সিটির।
আনুষ্ঠানিক বিবৃতিতে মারমুশের সবশেষ অবস্থা জানিয়েছে সিটি।
“ওমর মারমুশ মিশরের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে হাঁটুর চোট পেয়েছেন। প্রাথমিকভাবে মিশরে করা স্ক্যান অনুযায়ী, তিনি রোববারের ম্যানচেস্টার ডার্বিতে খেলতে পারবেন না। তিনি এখন ম্যানচেস্টারে ফিরছেন, যেখানে আরও পরীক্ষা হবে এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।”
আরও পড়ুন
একটি নয়, অনেক ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখি: ইয়ামাল |
![]() |
সিটি কোচ গার্দিওলার জন্য মারমুশের এই চোট বড় ধাক্কা হয়েই এলো। এর আগে ইনজুরিতে দল থেকে ছিটকে পড়েছেন মাতেও কোভাচিচ, যোস্কো গাভার্দিওল, সাভিনহো, রায়ান চেরকি, আব্দুকাদির খুসানোভ, রিকো লুইস ও নিকো ও’রেইলি।
এর আগে সিটি ডিফেন্ডার জন স্টোন্স ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের ক্যাম্পে যোগ দিলেও পেশির চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই ফেরত আসেন।
তারকা ফুটবলারদের চাকচিক্যময় জীবন নিয়ে সমর্থকদের আগ্রহ থাকে সবসময়ই। ইউরোপীয় ফুটবল কিংবা বর্তমানে মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোয় ফুটবলারদের পেছনে কাড়িকাড়ি অর্থ ঢালছে। তাতে দ্রুতই জীবন বদলে যাচ্ছে তরুণ অনেক ফুটবলারদের। বিলাসী জীবনে অভ্যস্ত হতে শুরু করেন তারা।
তবে সবকিছুরই তো নেতিবাচকতা আছে। দূর থেকে ফুটবলারদের জীবন আর্কষণীয় মনে হলেও মুদ্রার উল্টো পিঠও নাকি আছে। রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে তেমনটাই বলছেন।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যাক্তিগত জীবনের পর্দার আড়ালের কথা বলেন তিনি। নিজের সন্তানদেরও নাকি কখনও ফুটবলকে বেছে নেওয়ার উপদেশ দেবেন না এমবাপে।
আরও পড়ুন
একটি নয়, অনেক ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখি: ইয়ামাল |
![]() |
ফুটবলকে মনে প্রাণে ধারণ করেন বলেই সব নেতিবাচকতা ভুলে থাকছেন এমবাপে।
“খেলাটার প্রতি এই টানটা যদি না থাকত, তাহলে ফুটবলের দুনিয়ার অন্ধকার দিকগুলো আমাকে বহু আগেই দূরে সরিয়ে দিত।”
মাঠের খেলার বাইরেও অনেক দিক থাকে যা সমর্থকদের ধারণার মধ্যে থাকে না। দর্শকদের এসব বিষয় দেখতে হয় না বলে তাদের সৌভাগ্যবান বলে মনে করেন এমবাপে।
“আমি সবসময় বলি, যারা স্টেডিয়ামে এসে শুধু খেলা দেখতে পারে, তারা খুব সৌভাগ্যবান কারণ তারা জানে না এর পেছনে কী চলে, কোন গোপন জগৎ আছে।”
আরও পড়ুন
দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, জিমে সময় কাটালেন ফুটবলাররা |
![]() |
যে অঢেল অর্থের হাতছানি ফুটবলারদের জীবনে বড় প্রভার রাখে, সেই টাকাই যত নষ্টের গোড়া বলে মনে করেন ফরাসি তারকা।
“যত বেশি টাকা, তত বেশি সমস্যা। আমি আমার সন্তানদের কখনও ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে বলব না।”
মূলত গত মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পরই যত ঝামেলায় পড়েন এমবাপে। গত জুলাইয়ে পিএসজির বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগ (যেখানে তিনি হয়রানি ও ব্ল্যাক মেইলের অভিযোগ এনেছিলেন) প্রত্যাহার করে নেন।
তবে এমবাপে এখনও দাবি করছেন তার ৫৫ মিলিয়ন ইউরো বেতন ও বোনাস ফরাসি ক্লাবটি বকেয়া রেকেছে। সেই অর্থ আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন।
আরও পড়ুন
রেফারির সিদ্ধান্তে খুশি নন মার্তিনেজ |
![]() |
অবশ্য সাবেক ক্লাবের সঙ্গে কোনো বিদ্বেষ নয়, শুধু প্রাপ্য অর্থটাই ফেরত চান এমবাপে।
“পিএসজির প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আমি ক্লাবটিকে ভালোবাসি, এখনও সেখানে আমার বন্ধুরা আছে। কিন্তু এই পথটাই একমাত্র উপায়, আমার প্রাপ্যটা ফেরত পাওয়ার জন্য।”
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আইসল্যান্ডের বিপক্ষে পরশু ২-১ গোলের জয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন এমবাপে।
ম্যাচে পেনাল্টি থেকে গোল করে জাতীয় দলের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক রিয়াল তারকা। থিয়েরি হেনরিকে ছাপিয়ে ফ্রান্সের হয়ে তার গোল এখন ৫২, শীর্ষে থাকা অলিভার জিরুর গোল ৫৭।
কথায় বলে, স্বপ্ন সবসময় বড় দেখতে হয়। সেই দলে আছেন লামিন ইয়ামাল। ফুটবল ক্যারিয়ারে দারুণ শুরু করা স্প্যানিশ এই ফরোয়ার্ডের স্বপ্ন তাই অনেকগুলো ব্যালন ডি'অর জেতা।
ফ্রান্সের প্যারিসে আগামী ২২ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডিঅর পুরস্কার। পিএসজির ফরাসি তারকা ওসমান দেম্বেলের পাশাপাশি ইয়ামালও এবারের ব্যালন জয়ের অন্যতম দাবীদার।
সেই আলোচনা চলার মাঝেই এক পডকাস্টে ইয়ামাল জানিয়েছেন নিজের স্বপ্নের কথা।
আরও পড়ুন
প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে দুই ‘জুজু’ |
![]() |
“আমি আমার বন্ধুদের বলেছি, আমি একটি ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখি না। আমি অনেকগুলো ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখি।”
এখন পর্যন্ত বার্সেলোনা ও স্পেনের হয়ে ইয়ামালের যেমন পারফরম্যান্সে, তাতে এই স্বপ্ন দেখা অবশ্যই যৌক্তিক। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার হয়ে একশর বেশি ম্যাচ খেলে ফেলেছেন ইয়ামাল। গত মৌসুমে ১৮ গোলের সঙ্গে করেছেন ২৫টি অ্যাসিস্ট।
গোল-অ্যাসিস্টের বাইরেও স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কোপা জয়ে বড় অবদান রাখেন ইয়ামাল।
আরও পড়ুন
বাংলাদেশকে নিয়ে কথা বলার কিছু নেই: অশ্বিন |
![]() |
সেই একই ছন্দ ধরে রেখে নতুন মৌসুমের শুরুটাও করেছেন উড়ন্ত। লা লিগায় প্রথম তিন ম্যাচে দুই গোল করে ফেলেছেন ইয়ামাল। তার মতে, শেষ পর্যন্ত ব্যালন জিততে না পারলে, দায়টা থাকবে তার ওপরেই।
“আমার মতে, আমি এটি (ব্যালন ডি অর) জেতার মতো একজন ফুটবল। আর এটি যদি না হয়, তার মানে দাঁড়াবে আমি সব কিছু ঠিকভাবে করিনি অথবা আমি সব কিছু করতে চাইনি।”
“আমি অনেকগুলো ব্যালন ডি অর জিততে চাই এবং যখন এই দিন আসবে, আমি অনেক খুশি হবো।”
তবে ব্যক্তিগত সাফল্যের আগে দলকে অনেক কিছু জেতাতে চান ইয়ামাল।
“আমি শুধু জিততে থাকতে চাই। ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক কিছু জিততে চাই।”
নেপালে সরকারবিরোধী আন্দোলনে একরকম অবরুদ্ধ অবস্থায় পড়ে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর বিমানবন্দর বন্ধ থাকায় তাদের দেশে ফেরা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এর মাঝেও নিজেদের ফিটনেসের টুকটাক কাজ করেছেন ফুটবলাররা।
ফুটবলারদের সবশেষ অবস্থার তথ্য জানিয়ে ছোট্ট এক বার্তা দিয়েছেন বার্তা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
“বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ সকাল ১১টা থেকে টিম হোটেলে জিম সেশন সম্পন্ন করেছে। নেপালের বর্তমান পরিস্থিতিতেও পুরো দল নিরাপদে রয়েছে। টিম বাংলাদেশ শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে ভালো আছে।”
আরও পড়ুন
রেফারির সিদ্ধান্তে খুশি নন মার্তিনেজ |
![]() |
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার কথা বলা হলেও, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন জামাল ভূঁইয়া, রাকিব হোসেনরা। বাফুফের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে দেশে ফেরার ব্যবস্থা নিতে।
এছাড়া ফুটবলারদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
নেপাল থেকে টি স্পোর্টসের প্রতিনিধি মোমিন রোহন জানিয়েছেন, অনেকটাই জনমানবশূন্য হয়ে পড়েছে কাঠমাণ্ডু। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। কেউ বের হলেও যথাযথ প্রমাণ দেখিয়ে তবেই মুভমেন্ট করতে পারছেন।
এমতাবস্থায় বুধবার বাংলাদেশ দলের ফুটবলার বা সেখানে উপস্থিত সাংবাদিকদের দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। বিমানবন্দরের কার্যক্রম শুরু হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন
ব্রাজিল সঠিক পথেই আছে, দাবি আনচেলত্তির |
![]() |
এর আগে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নেপাল-বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়। সামাজিক যোগযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতিবিরোধী আন্দালনে উত্তপ্ত নেপালের রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে নেপাল সরকার। প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।