ক্রিকেট

ভোট না দিতে পাপন ভাই এবং জনপ্রশাসন মন্ত্রী ডিসিদের নির্দেশ দিয়েছেন : পাইলট

 
শামীম চৌধুরী
শামীম চৌধুরী
ঢাকা

২১ এপ্রিল ২০২৫, ৪:৫৮ পিএম

news-details

বিসিবির সবশেষ পরিচালনা পরিষদের নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে নির্বাচন করে হেরে গিয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। যে নির্বাচনে হেরে যাওয়ার পেছনে প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল বিসিবির তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপন এবং জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের - টি-স্পোর্টসের শামীম চৌধুরীকে দেয়া সাক্ষাতকারে নির্বাচনে হেরে যাওয়ার সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলেছেন খালেদ মাসুদ পাইলট। 


টি-স্পোর্টস : সাবেক ক্রিকেটারদের জন্য ক্যাটাগরি-থ্রি থাকতে বিসিবির সর্বশেষ নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে আপনি নির্বাচন করেছেন?


পাইলট : ইচ্ছা ছিল, ক্রিকেট যখন খেলেছি, রিটায়ার করার পর ক্রিকেটিং নলেজ কাজে লাগাবো। তাই রাজশাহী বিভাগ থেকে নির্বাচন করতে চেয়েছি।  রাজশাহী বিভাগকে আমি পাইলট প্রজেক্ট হিসেবে নিতে চেয়েছি। রাজশাহী বিভাগের ক্রিকেটকে একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করার প্লান ছিল। যেনো রাজশাহী বিভাগের ক্রিকেট কর্মকান্ড দেখে অন্য বিভাগগুলো দৌড়ায়, তাদের কাজ বেড়ে যায়।


টি-স্পোর্টস : বিসিবির নির্বাচনে দাঁড়িয়ে তো আপনি একটা শিক্ষা পেয়েছেন নিশ্চয়ই?   


পাইলট : রাজশাহী বিভাগ থেকে আমাকে বিসিবির কাউন্সিলরশিপ দেওয়া হয়। এই বিভাগে বিসিবির একটি পরিচালক কোটার বিপরীতে ভোট ৯টি। ১টি বিভাগ থেকে, অন্য ৮টি জেলা থেকে। আমি ২টি ভোট পেয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী স্বপন ভাই পেয়েছেন ৭টি ভোট। কিন্তু নির্বাচনে দেখলাম  আমার প্রতিপক্ষ প্রার্থী টাকা পয়সা বিনিয়োগ করেছেন। নির্বাচনে টাকা-পয়সা যখন বিনিয়োগ করবো, তখন তো বোর্ডে যেয়ে টাকা ইনকাম করতে হবে। বিসিবির গঠণতন্ত্র এতোটাই দুর্বল যে এমনভাবে করা হয়েছে যে কেউ টাকা খরচ করে নির্বাচন করে এখানে জিতে যাবে। ক্রিকেটিং নলেজের দরকার নেই এখানে।


টি-স্পোর্টস : শোনা গেছে, জেলা-বিভাগের কাউন্সিলররা একজোট হয়ে আপনাকে হারিয়ে দিয়েছে। নির্বাচনে হেরে যাওয়ার পেছনে আরও কি কারণ আছে?


পাইলট :  নির্বাচনের তিন-চারদিন আগে টের পেলাম, আমি পাস করতে পারবো না। বেশ ক'জন কাউন্সিলর আমাকে বলেছেন, আপনি উপর মহলের সঙ্গে কথা বলেন। ডিসিরাও বলেছেন, আমাদের খুব ইচ্ছা আপনি যেনো জয়ী হন। কিন্তু জানতে পারলাম বিসিবি সভাপতি পাপন ভাই ডিসিদের বলেছেন, আমার প্রতিপক্ষ প্রার্থী যেনো পাস করেন। ডিসিদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরের ছেলে, উনি ডিসিদেরকে ফোন দিয়ে এমন নির্দেশ দিয়েছেন। ইমরুল কায়েসের বাড়ি মেহেরপুরে। ওর সঙ্গে কথা বলে জনপ্রশাসন মন্ত্রীর পিএস-কে ফোন দিয়ে মন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করলাম। উনি আমাকে খুব সম্মান করেছেন। উনি আমার কথা শুনে বললেন-' আমার দুর্ভাগ্য যে আপনার জন্য কিছুই করতে পারছি না। আমার সিনিয়র রাজণীতিবিদের কথা শুনতে পালন করতে হচ্ছে।' পাপন সাহেবের বাবা সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান ওনার উকিল বাবা, সেই দায়িত্ববোধ থেকে উনি পাপন সাহেবের নির্দেশ পালন করেছেন, তা বুঝতে পারলাম। উনি পরিষ্কার করে বললেন-' পাপন সাহেব যদি বলেন, তাহলে ডিসিদের সেই নির্দেশ না দিয়ে কী উপায় আছে ? আপনি বরং পাপন ভাইকে ঠিক করেন। বাকিটা আমি ঠিক করে দিব।'


টি-স্পোর্টস : বিসিবি সভাপতি নিজেই তাহলে নির্বাচনে হার-জিত নির্ধারণ করে দিয়েছেন? 


পাইলট : মন্ত্রানালয় থেকে বেরিয়ে এসে পাপন ভাই-কে ফোন দিলাম। উনি বললেন-' আমি বেক্সিমকোতে আছি, তুমি চলে এসো। ওনার সঙ্গে প্রায় দেড়-দুই ঘন্টা কথা হলো। উনি বললেন-' বিসিবির পরিচালক হতে চাও, এ কথা যদি তুমি আগে বলতে তাহলে তোমাকে ক্লাব থেকে ব্যবস্থা করে দিতাম।' আমি বললাম আমি কেনো আপনাকে তিন মাস আগে বলবো। আমি সিম্পল ওয়েতে নির্বাচনে যাবো। আমার কথা শুনে উনি বললেন-' স্বপন সাহেব আমাকে দিয়ে সব ম্যানেজ করেছেন। তখন বুঝলাম আগে থেকে সব কিছু ম্যানেজ হয়েছে। তারপরও আমি বললাম, আপনি যদি ডিসিদের নিরপেক্ষ থাকতে বলেন, তাহলে খুশি হবো।


টি-স্পোর্টস : যখন জানতে পারলেন, নির্বাচনে আপনি জিততে পারবেন না, তখন কেনো প্রার্থীতা প্রত্যাহার করলেন না ? 


পাইলট :  অনেকের সঙ্গে এসব বিষয় শেয়ার করলে তারা আমাকে বলেছেন-' আপনি জাতীয় দলের সাবেক ক্রিকেটার, অধিনায়ক। তাই মান-সম্মানের ব্যাপার। আপনি বরং নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেন। আমি তাদেরকে বলেছি-একজন ব্যবসায়ীর কাছে এভাবে হার মেনে নেয়া যায় না। যার জন্য নির্বাচন করেছি। মাথা উঁচু করে হাসতে হাসতে হেরেছি। নির্বাচনে আমি হেরে যাওয়ার পর মানুষজন বলেছেন-যার ক্রিকেট নলেজ নেই, তার কাছে একজন সাবেক অধিনায়ক হেরে গেলো। ভোটারদেরও বিবেক বলে কিছু নেই।


টি-স্পোর্টস : বিসিবি সভাপতির ফেভার নিয়ে যিনি পরিচালক পদে নির্বাচিত হলেন, রাজশাহী বিভাগের ক্রিকেটে ওনার ভুমিকা কেমন ? 


পাইলট : রাজশাহী বিভাগের কথা বাদ দেন, যে জায়গা থেকে উনি কাউন্সিলরশিপ পেয়ে নির্বাচনে জিতেছেন, সেই পাবনা জেলায় গত ১০ বছর ধরে ক্রিকেট লিগ হয় না। তাও আবার উনি বিসিবির পরিচালক থাকা অবস্থায়। 


টি-স্পোর্টস : টাকা-পয়সা এবং প্রশাসনের কাছে আপনি হেরেছেন ? তামিমও তো বিসিবিতে আসতে চাইছেন। তাকেও কী এমন প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে না?


পাইলট :  বিসিবির বর্তমান গঠনতন্ত্রটা সেভাবে করা হয়নি। যে কেউ টাকা খরচ করে নির্বাচিত হয়ে আসতে পারবে। তামিমের মতো ক্রিকেটারও যদি চট্টগ্রাম বিভাগ থেকে বিসিবি কোটায় পরিচালক পদে নির্বাচিত হয়ে আসতে চায়, তা পারবে না। টাকা-পয়সা খরচ করা ছাড়া সম্ভব নয়। অথচ ভাবুন তো। তামিম যদি ভারত কিংবা নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে, তাহলে ব্যাপারটা বিসিবির জন্য কতোটা ভাল হবে। সাকিব যদি খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়ে আসতে চায়, তার বেলায়ও এমনটাই হবে। সাকিব-তামিম তো চুরি করার জন্য আসবে না। আমার প্রশ্ন, কেনো এমন হবে?

সর্বশেষ খবর
N/A
৬ গোলের মহারণে বার্সা-ইন্তার উপহার দিলো মৌসুম সেরা ম্যাচ

৮ দিন আগে

N/A
তাইজুলের ফাইফারে শেষে বিকেলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

১০ দিন আগে

N/A
কোপা দেল রের ফাইনালে ‘অনিশ্চিত’ লেভানদভস্কি

১৮ দিন আগে

N/A
৭ গোলের থ্রিলারে জিতে উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ

১৮ দিন আগে

N/A
রিয়াল অধ্যায় শেষে সেই ব্রাজিলই হচ্ছে আনচেলত্তির গন্তব্য?

১৮ দিন আগে

N/A
বিশ্বকাপে বাংলাদেশ, নিজেদের দোষে বাদ পড়ার হতাশায় ক্যারিবিয়ানরা

১৯ দিন আগে

N/A
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফর্মে ফেরার আশায় শান্ত

১৯ দিন আগে

N/A
মেজর লীগ ক্রিকেটে দল পেলেন ওয়ার্নার

১৯ দিন আগে

N/A
উইন্ডিজের কাছে হেরে এবার সমীকরণের মারপ্যাচে বাংলাদেশ

২১ দিন আগে

N/A
শততম ম্যাচে ‘১০০’ নম্বর জার্সি গায়ে নেইমারের সঙ্গী অশ্রু

২১ দিন আগে

bottom-logo

ক্রিকেট

অবসরে যাওয়া রোহিতের কাছে টেস্ট খেলাটাই ‘সর্বোচ্চ সম্মান’

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ মে ২০২৫, ৯:২৯ পিএম

news-details

টেস্ট ফর্মটা ভালো না হলেও অধিনায়ক হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার ছিল জোর সম্ভাবনা৷ তবে সময়ের ডাকে সাড়া দিলেন রোহিত শর্মা৷ লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।


গত বছর জুড়েই দেশে ও দেশের বাইরে টেস্টে ভীষণ মলিন পারফরম্যান্স ছিল রোহিতের। এক-দুটি ক্যামিও ইনিংস খেলেছেন বটে, তবে ব্যাটে ছিল না সেই চেনা ধার। ফর্ম নিয়ে প্রবল চাপের মুখে অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়ক হয়েও নিজেকে সরিয়ে নেন একাদশ থেকে। এরপর রঞ্জি ট্রফিতে খেলায় আশা ছিল ইংল্যান্ড সিরিজ খেলার।


তবে বুধবার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে রোহিত জানিয়েছেন, তার টেস্ট অধ্যায় শেষ। “আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করা ছিল আমার জন্য সর্বোচ্চ  সম্মান। বছরের পর বছর ধরে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।”


গত বছর ভারতকে টি -টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন। এই বছরের শুরুতে তার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন ট্রফি জেতে ভারত। তবে গেল বছর টেস্ট অধিনায়ক হিসেবে তার রেকর্ড ভালো ছিল না। ভারত নিউজিল্যান্ডের কাছে হোম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়। এরপর বর্ডার-গাভাস্কার ট্রফিও ধরে রাখতে ব্যর্থ হয় ভারত। যদিও পাঁচ ম্যাচের মধ্যে তিনি নেতৃত্ব দেন তিন ম্যাচে। ওপেনিং ছেড়ে ব্যাট করেন মিডল অর্ডারে।


শেষটা মলিন হলেও টেস্টে রোহিতের অভিষেকটা ছিল স্মরণীয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১৭৭ রান। ক্যারিয়ারের শুরুর বছরগুলোতে মিডল-অর্ডারে ব্যাটিংয়ের পর ২০১৯ সালে টেস্টে ওপেনার হিসেবে যাত্রা শুরু হয় ডানহাতি এই ব্যাটারের।  


বিরাট কোহলি ২০২২ সালে টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার পরে রোহিত ভারতের লাল দলের কাপ্তান হন। তার অধিনায়কত্বে ভারত ২০২৩ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল। 


রোহিত খেলেছেন মোট ৬৭টি টেস্ট। রান করেছেব ৪ হাজার ৩০১। গড় ৪০.৫৭। সেঞ্চুরি ১২টি আর ফিফটি ১৮টি।

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

রিশাদ-নাহিদদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে বিসিবি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ মে ২০২৫, ৩:২৬ পিএম

news-details

খুব দ্রুতই বদলে যাওয়া ভারত ও পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ছে দুই দেশের মধ্যকার অন্যান্য সম্পর্কে। সবশেষ পাকিস্তানে ভারত হামলা চালানোর পর দেশটির নিরাপত্তা নিয়ে জেগেছে সংশয়, যেখানে স্বাভাবিকভাবেই উঠে আসছে পিএসএল খেলতে অবস্থান করা বিদেশী খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি। বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে নিয়ে তাই উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা তাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে এখন।

 

এক বিবৃতিতে বুধবার বিসিবি জানিয়েছে, পাকিস্তানে গত ২৪ ঘন্টা ধরে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। বর্তমানে পিএসএলের অংশ বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে বোর্ড অগ্রাধিকার দিয়ে দেখছে।


আরও পড়ুন

পাকিস্তানের সাথে ভারতের খেলাই উচিত না : গম্ভীর পাকিস্তানের সাথে ভারতের খেলাই উচিত না : গম্ভীর


বিবৃতিতে বলা হয়েছে, লেগ স্পিনার রিশাদ ও নাহিদ রানার সাথে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবেও সেখানকার পরিস্থিতির ওপর নজর রাখছেন। দুই বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের সিইও সালমান নাসির এবং রিশাদের সাথে সরাসরি কথাও বলেছেন।

 

বিসিবি বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সাথে সমন্বয় করে যোগাযোগ রাখছে, যা সামনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

বুধবার রাতে পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর, পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরসহ ছয়টি স্থানে হামলা চালায় ভারত। এর প্রতিশোধ হিসেবে বুধবার ভোর রাতে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এরপর করাচিতে সব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।


আরও পড়ুন

অল্প সাজাতেই পার পেলেন রাবাদা অল্প সাজাতেই পার পেলেন রাবাদা


দুই দেশের মধ্যকার এই যুদ্ধময় আবহের সূত্রপাত গত ২২শে এপ্রিল। সেদিন কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠেছে। বুধবারের হামলার পর তাই পিএসএলে অংশ নেওয়া খেলোয়াড়দের নিরাপত্তার দিকটি বড় এক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্ব জুড়েই।

bottom-logo

ক্রিকেট

পাকিস্তানের সাথে ভারতের খেলাই উচিত না : গম্ভীর

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ মে ২০২৫, ১২:৪২ পিএম

news-details

সাবেক খেলোয়াড়ের সাথে রয়েছে রাজনৈতিক পরিচিতিও। এরপরও ভারত জাতীয় দলের প্রধান কোচ হওয়ায় পাকিস্তানের সাথে দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে তার অবস্থান নিরপেক্ষ থাকবে বলেই মনে করা হচ্ছিল। তবে সেই পথে হাঁটলেন না সাবেক এই ওপেনার। সাফ জানিয়ে দিলেন, প্রতিবেশী দেশের সাথে আপাপত কোনো টুর্নামেন্টেই খেলার পক্ষে নন তিনি।

 

গত ২২শে এপ্রিল কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। এরপর থেকে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি শক্ত পদক্ষেপ ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, আটারি সীমান্ত ক্রসিং বন্ধ রাখা এবং কূটনৈতিক সম্পর্কের রাশ টেনে ধরা। স্বাভাবিকভাবেই এতে চলে আসছে এই বছরের এশিয়া কাপের প্রসঙ্গ, যেখানে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই দেশের।


আরও পড়ুন

অল্প সাজাতেই পার পেলেন রাবাদা অল্প সাজাতেই পার পেলেন রাবাদা


গত মঙ্গলবার দিল্লিতে এবিপির এক অনুষ্ঠানে ভারতের নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের সাথে খেলা চালিয়ে যাওয়া উচিত কিনা, এই প্রশ্নে সপাটে ব্যাট চালান গম্ভীর। 

“এই ব্যাপারে আমার ব্যক্তিগত উত্তর হল একেবারেই না। যতক্ষণ পর্যন্ত না এই (সন্ত্রাসবাদ) বন্ধ হয়, ততক্ষণ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও সম্পর্কই থাকা উচিত নয়।”


২০১৩ সালের জানুয়ারির পর পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে বিরত রয়েছে ভারত। এই দুই দল এরপর থেকে কেবল খেলে আসছে এশিয়া কাপ এবং আইসিসি ইভেন্টেই। এই বছরের শুরুতে দুই দেশ সবশেষ দুবাইয়ে মুখোমুখি হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যে টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। সামনে ছেলেদের এশিয়া কাপ, নারী ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের দুই দেশের একে অপরের মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন

খালেদ-তানভীরদের তোপে প্রথম ম্যাচে ‘এ’ দলের বড় জয় খালেদ-তানভীরদের তোপে প্রথম ম্যাচে ‘এ’ দলের বড় জয়


ভারতের হয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতা গম্ভীর অবশ্য মনে করেন, নিকট ভবিষ্যতে পাকিস্তানের সাথে না খেলাই উত্তম। 

“দেখুন, শেষ পর্যন্ত আমরা তাদের সাথে খেলব কি খেলব না, এটা সরকারের সিদ্ধান্ত। আমি আগেও বলেছি, কোনো ক্রিকেট ম্যাচ, বলিউড বা দুই দেশের মধ্যকার অন্য যেকোনো কর্মকাণ্ড ভারতীয় সৈন্য এবং ভারতীয় নাগরিকদের জীবনের চেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এসব ম্যাচ চলতেই থাকবে, সিনেমাও তৈরি হবে, গায়করা এখানে এসে পারফর্ম করে যাবেন… তবে প্রিয়জনকে হারানোর সাথে কিছুরই তুলনা চলে না। সরকার যেই সিদ্ধান্ত নেবে, আমাদের এতে পুরোপুরি সম্মত থাকা উচিত।”
bottom-logo

ক্রিকেট

অস্ত্রোপচার ছাড়াই পুনর্বাসন প্রক্রিয়ায় তাসকিন

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৬ মে ২০২৫, ৭:০৪ পিএম

news-details

চোট নিয়ে দীর্ঘ সময় ধরে ভুগছিলেন বলেই প্রয়োজন স্থায়ী সমাধানের। সেই কারণেই তাসকিন আহমেদ লন্ডনে গেছেন গোড়ালির আঘাত সারাতে, যেখানে ধারণা করা হচ্ছিল করানো হবে তার অস্ত্রোপচার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অস্ত্রোপচার ছাড়াই বাংলাদেশ পেসারকে সেরে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।


বিবৃতিতে বিসিবি জানিয়েছে, লন্ডনে অ্যাকিলিস টেন্ডন চোট নিয়ে চিকিৎসা বিশেষজ্ঞদের একটি দলের সাথে পরামর্শ করেছেন তাসকিন। সেখানে তার সাথে ছিলেন বিসিবির সিনিয়র চিকিৎসক ডাঃ দেবাশিস চৌধুরী। একজন গোড়ালি সার্জন, একজন স্পোর্টস চিকিৎসক এবং একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট তাসকিনের মূল্যায়ন করেছেন।


আরও পড়ুন

খালেদ-তানভীরদের তোপে প্রথম ম্যাচে ‘এ’ দলের বড় জয় খালেদ-তানভীরদের তোপে প্রথম ম্যাচে ‘এ’ দলের বড় জয়


দুই পক্ষের মধ্যে বিস্তারিত মূল্যায়নের পর চিকিৎসদের পক্ষ থেকে এই পর্যায়ে তাসকিনের চোট সারাতে অস্ত্রোপচার ছাড়াই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 


সেটা মেনে তাসকিনের সুস্থ হওয়ার জন্য একটি বড় ধরনের পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।


বিবৃতিতে বিসিবি ডাঃ দেবাশিস চৌধুরী বলেছেন, 

“বিশেষজ্ঞরা মনে করেন যে এই সময়ে তাসকিনের জন্য অস্ত্রোপচার ছাড়াই এভাবে পুনর্বাসন পদ্ধতিই সম্ভাব্য সেরা পদক্ষেপ। পুনর্বাসন প্রক্রিয়াটি ধীরে ধীরে তার ফিটনেস পুনরুদ্ধার এবং টেন্ডনের অবস্থা কার্যকরভাবে পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। আমরা তার ফিটনেসের উন্নতির ব্যাপারে আশাবাদী। পুনর্বাসন সফলভাবে সম্পন্ন হবে ধরে রেখে তাসকিন জুনের প্রথম দিকে ম্যাচ ফিটনেস ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।”


তাসকিন যদি জুনের মধ্যে ফিটনেস ফিরে পান, তাহলে তার সামনে ভালো সম্ভাবনা থাকবে আগামী জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। সেই সময়ে শ্রীলঙ্কার সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।


আরও পড়ুন

লিটনই টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটনই টি-টোয়েন্টির নতুন অধিনায়ক


bottom-logo

ক্রিকেট

অল্প সাজাতেই পার পেলেন রাবাদা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৫ মে ২০২৫, ৭:১৭ পিএম

news-details

যে অপরাধে আর যেভাবে শাস্তি পেয়েছিলেন, তাতে কাগিসো রাবাদা বড় শাস্তি পাবেন বলেই মনে হচ্ছিল। তবে অল্পেই পার পেয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই পেসার। বছরের শুরুতে নিয়ম ভঙ্গ করে মাদক ব্যবহারের জন্য শুরুতে তিন মাসের জন্য নিষিদ্ধ হলেও তা কমিয়ে আনা হয়েছে এক মাসে।


সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ ফ্রি স্পোর্টস (এসএআইডিএস) এর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, এসএ-২০ চলাকালীন গত ২১ জানুয়ারি এমআই কেপ টাউন এবং ডারবান সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচের পর ডোপিং পরীক্ষায় ব্যর্থ হন রাবাদা। আইপিএল খেলতে ভারতে অবস্থান করার সময় গত ১ এপ্রিল তাকে ফলাফল সম্পর্কে অবহিত করা হয়। 


আরও পড়ুন

ব্রাজিল নয়, জাতীয় দলে রাফিনিয়ার প্রথম পছন্দ ছিল ইতালি! ব্রাজিল নয়, জাতীয় দলে রাফিনিয়ার প্রথম পছন্দ ছিল ইতালি!


এর দুই দিন পর তার দল গুজরাট টাইটান্স জানায়, মাত্র দুই ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন রাবাদা। কারণ বলা হয় ব্যক্তিগত।


এসএআইডিএস আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে রাবাদা মাদকের অপব্যবহার রোধ করার জন্য একটি শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই কারণে তার শাস্তি কমানো হয়েছে। ফলে তিনি এখন থেকে ফের স্বীকৃত ক্রিকেট খেলতে পারবেন, যা হতে পারে এই সপ্তাহে আইপিএলে মুম্বাই ইন্ডীয়ান্সের বিপক্ষে গুজরাটের ম্যাচ দিয়ে।


গত শনিবার এই ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করে বিশাল এক বিবৃতি দেন রাবাদা। ধারণা করা হচ্ছে, তার ওপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আর কোনও শাস্তি আরোপ করবে না।


আরও পড়ুন

পিএসএলের মাঝেই আইপিএলে চুক্তিবদ্ধ মিচেল ওয়েন পিএসএলের মাঝেই আইপিএলে চুক্তিবদ্ধ মিচেল ওয়েন


শাস্তির বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় রাবাদার আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করায় আর বাধা রইল না। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে মাত্র ১৯.৯৭ গড়ে ৪৭ উইকেট নিয়ে রাবাদা দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। 

bottom-logo