৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৫ পিএম
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসবে আরচ্যারীর চূড়ান্ত পর্ব ঐতিহাসিক পল্টন ময়দানে শেষ হয়েছে।
দিনব্যাপী নানা আয়োজনে আরচ্যারী প্রতিযোগিতা ছাড়াও ছিল পিঠা উৎসব, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হয় কার্যক্রম।
এরপর চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান, আর্চারি ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহফুজুর রহমান সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ফারুক ঢালী, কোষাধ্যক্ষ আনিসুর রহমান ও জাতীয় দলের হেড কোচ মার্টিন ফ্রেডরিক।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী আর্চারি ফেডারেশনের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আন্তর্জাতিক অঙ্গনে আরচ্যারীর সাফল্যের প্রশংসা করেন তিনি। পদক জয়ের ক্ষেত্রে দেশের অন্য যে কোন খেলার চেয়ে আর্চারি এগিয়ে বলে উল্লেখ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। এই খেলার উন্নয়নে সরকারের সহযোগিতার কথা জানান তিনি।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান। আন্তর্জাতিক অঙ্গনে আর্চারির যে সাফল্য তাতে এই ফেডারেশন জাতীয় সম্মান পাওয়ার যোগ্যতা রাখে বলে মনে করেন তিনি। উদাহরণ হিসেবে ২০১৯ সাউথ এশিয়ান গেমসে আরচ্যারীর ১০টি সোনার মধ্যে বাংলাদেশের সবকটি জয়ের কথা তুলে ধরেন তিনি।
এছাড়া অলিম্পিক গেমসে বাংলাদেশের আর্চারদের সরাসরি অংশগ্রহণ অন্য ফেডারেশন থেকে আরচ্যারীকে আলাদা করেছে বলে জানান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জসহ মোট ১০ টি পদক জিতেছে বিকেএসপির আরচ্যাররা। দুটি স্বর্ণ ও একটি রৌপ্য সহ মোট তিনটি পদক জিতে দ্বিতীয় হয়েছে নড়াইল জেলা। আর তৃতীয় হয়েছে ফরিদপুর জেলা।
মোট আটটি ইভেন্টে হয়েছে প্রতিযোগিতা। আটটি দলের ছেলে ও মেয়ে মিলে মোট ৫৯ জন আরচ্যার অংশ নেয় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায়।
বিকেলে হয়েছে সমাপণী অনুষ্ঠান। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।
সমাপণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম , যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, আরচ্যারী ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহফুজুর রহমান সিদ্দিকী, কোষাধ্যক্ষ আনিসুর রহমান ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ফারুক ঢালী।
তারুণ্যের উৎসবকে ধারণ করে চূড়ান্ত পর্বের আগে নীলফামারী, ফরিদপুর, টঙ্গীর আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র, নাটোরের খুবজীপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, রাজশাহী ও চট্টগ্রামে নানা আয়োজন সম্পন্ন করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। গত ১৫ জানুয়ারী নীলফামারী থেকে শুরু হয়েছিল আর্চারি ফেডারেশনের তারুণ্যের উৎসব।
২ মে ২০২৫, ১০:৪১ পিএম
২৭ এপ্রিল ২০২৫, ৭:৫৩ পিএম
২৬ এপ্রিল ২০২৫, ৩:০২ পিএম
ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফিদুল আলম, সু্যোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৬ টি শারীরিক শিক্ষা কলেজের প্রায় ১২০ জন বালক ও বালিকা।
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং দলের নেতৃত্বে আকবর |
![]() |
এই প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌঁড়, বর্শা নিক্ষেপ, ভলিবল, ব্যাডমিন্টনসহ ৯টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
সবচেয়ে বেশি পদক জেতার মুন্সিয়ানা দেখিয়েছে স্বাগতিক ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজ। ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখায় বাকি দলগুলোও।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখে খুশি অতিথিরাও। এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে আরোবেশি পরিনত হয়ে উঠবে প্রতিযোগিরা। তাদের হাত ধরে সাফল্য আসবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে, প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় রোববার দিনিব্যাপী ‘স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস সাইকোলজি, সাইন্স অব স্পোর্টস ট্রেনিং ও স্পোর্টস সাইন্স’ বিষয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়।
এই ওয়ার্কশপে ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক, খেলোয়াড় ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ওয়ার্কশপটি পরিচালনা করেন বিকেএসপির সিনিয়র গবেষণা কর্মকর্তা জনাব আবু তারেক, স্পোর্টস মেডিসিন বিভিাগের পরিচালক ড. এ.এফ.এম সামির উল্লাহ, সিনিয়র গবেষণা কর্মকর্তা জনাব এস এম জাহাঙ্গীর আলম রনি ও বিকেএসপির স্পোর্টস সাইন্স বিভাগের স্পোর্টস সাইকোলজিস্ট জনাব মো: শফিকুল ইসলাম।
আরও পড়ুন
জিম্বাবুয়ে দলকে আতিথ্য দিয়ে লাভ কী? |
![]() |
ওয়ার্কশপে মৌলভিবাজার ক্লাব, ফেনি অফিসার্স ক্লাব, বাংলাদেশ নেভি, ডাচ ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, বিকেএসপি ও জাতীয় টেনিস কমপ্লেক্স থেকে ২৪জন প্রশিক্ষক, খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ জনাব এম এ জিন্নাহসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বয়সভিত্তিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায়।
শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।
আরও পড়ুন
এফএ কাপ জিতে ‘বড় ক্ষতি’ এড়াতে চান গার্দিওলা |
![]() |
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের চারটি ক্যাটাগরিতে মোট ১৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১০০ খেলোয়াড় অংশ নেয় এই প্রতিযোগিতায়।
প্রতিযোগিতা থেকে প্রতিভাবান ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। বাছাইকৃত এই খেলোয়াড়দের নিয়ে শনিবার থেকে মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজনের কথা জানান কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে শুরু হলো মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। বৃহস্পতিবার বিকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর-রশীদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ কে এম মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। সভাপতির বক্তব্যে আল-আমিন জানান, ২০০১ সাল থেকে ময়মনসিংহে সুইমিং কমপ্লেক্স এর যাত্রা হলেও এখনো ভালো মানের সাঁতারু তৈরি হয়নি। তাই ভালো মানের সাঁতারু তৈরি করতে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তেব্যে মুফিদুল আলম জানান, সাঁতার না জানার কারনে দিন দিন পানিতে পরে মৃত্যুর হার বাড়ছে । তাই যারা এখানে প্রশিক্ষণ পাবে তারা নিজেরা ভালো সাঁতারু হওয়ার চেষ্টা করবে; একই সাথে নিজ এলাকায় সাঁতার শেখানোয় মানুষকে উদ্বুদ্ধ করবে।
সাঁতার প্রশিক্ষণে অংশ নিতে ১২০ জন বালক ও বালিকা হাজির হয়েছিলো ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে। প্রাথমিক বাছাই শেষে ৩২ জন বালক এবং ৮ জন বালিকা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এই ৪০ জন সাঁতারুদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। কোচের দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ জেলা সাঁতার কোচ মোঃ আব্দুস সামাদ কাজল।
পুরো বিশ্বের মত রোমান ক্যাথলিক চার্চের প্রথম পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইতালিতেও। এর বাইরে নেই ইতালিয়ান ফুটবলও। শোক পালনে সোমবারের সেরি আয়ের সবগুলো ম্যাচ বাতিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
সোমবার সেরি আয় ছিল চারটি ম্যাচ, যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল তরিনো-উদিনেস, কাগলিয়ারি-ফিওরেন্তিনা, জেনোয়া-লাৎসিও এবং পার্মা-য়্যুভন্তুসের।
লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে।
“মহান পোপের মৃত্যুর পর লেগা নাজিওনাল প্রফেশনালস সেরি আ নিশ্চিত করতে পারে যে, সেরি আ এবং প্রাইমাভেরা ১-এর আজকের লিগ ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।”
এছাড়াও ইতালির অলিম্পিক কমিটি ঘোষণা দিয়েছে, চলতি সপ্তাহে দেশটির সব ধরণের ক্রীড়া ইভেন্ট শুরু হওয়ার আগে পোপের স্মৃতিতে এক মিনিটের নিরবতা পালন করা হবে।
আরও পড়ুন
৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব |
![]() |
গত কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পোপ। এরপর সম্প্রতি ভ্যাটিকানে ফেরেন এক যুগেরও বেশি সময় ধরে রোমান ক্যাথলিকদের শীর্ষ পদের দায়িত্বে থাকা ৮৮ বছর বয়সী পোপ। গেল রোববার হুইলচেয়ারে বসে বারান্দা থেকে সবাইকে ইস্টারের শুভেচ্ছা জানান তিনি।
তার প্রয়াণের খবরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো শোক বার্তা দিয়েছে, যেখানে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও।
৮ দিন আগে
১১ দিন আগে
১৯ দিন আগে
১৯ দিন আগে
১৯ দিন আগে
২০ দিন আগে
২০ দিন আগে
২০ দিন আগে
২২ দিন আগে
২২ দিন আগে