জাতীয় দলের মত চলতি মাসে ব্যস্ত সময় আসছে বাংলাদেশ ইমার্জিং দলেরও। তাদের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলার জন্য এই সপ্তাহেই বাংলাদেশে পা রাখছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল, নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের নেতৃত্ব পেয়েছেন আকবর আলি।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সফরে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে প্রোটিয়া যুবারা।
আগামী রোববার ঢাকায় পা রেখে একইদিনে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে সফরকারীরা। এরপর দুই দিন বিশ্রামের পর চলবে দুই দিনের অনুশীলন।
আরও পড়ুন
শান্তদের ব্যস্ত সূচিতে যোগ হল আরেকটি টি-টোয়েন্টি সিরিজ |
![]() |
ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই, যার প্রথম ম্যাচ আগামী ১২ মে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৪ ও ১৬ মে। সবগুলো ম্যাচই হবে রাজশাহীত শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে।
প্রথম চারদিনের ম্যাচ হবে চট্টগ্রামে, আগামী ২০ থেকে ২৩ মে। আর শেষ ম্যাচটি হবে মিরপুরে, যা চলবে ২৭ থেকে ৩০ মে পর্যন্ত।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড :
আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, রায়হান রাফসান রহমান, মাহফিজুল ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল, আসাদুজ্জামান, আহরার আমিন, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী।
১৯ জুন ২০২৫, ৬:৪৭ পিএম
১৭ জুন ২০২৫, ৭:৫২ পিএম