ম্যাচ সামারি
শ্রীলঙ্কা ২০৯ (৪৩.৩ ওভার)
পেরেরা ৭৮ (৮২) জ্যাম্পা ৪/৪৭
নিসাঙ্কা ৬১ (৬৭) কামিন্স ২/৩২
অস্ট্রেলিয়া ২১৫/৫ (৩৫.২ ওভার)
ইংলিস ৫৮ (৫৯) মাদুশঙ্কা ৩/৩৮
লাবুশেন ৪০ (৬০) ওয়েললাগে ১/৫৩
ফল : অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়াকে কোনঠাসা করলের দুই শ্রীলঙ্কান ওপেনার৷ তাদের সেই ভিত কাজে লাগিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হলেন অন্য ব্যাটাররা। দুর্দান্ত ফাইটব্যাক দিলেন জ্যাম্পা-কামিন্সরা। শ্রীলঙ্কার সংগ্রহ কোনোমতে পার হল ২০০ রান। এক পর্যায়ে চাপে থাকলেও জস ইংলিসের দারুণ এক ফিফটিতে সহজ জয় পেল পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
দুই দলই বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল প্রথম দুই ম্যাচে হেরে। সোমবারের একমাত্র ম্যাচে শ্রীলঙ্কাকে হেসেখেলেই হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল। ২০৯ রান তাড়া করতে নেমে অজিরা ৫ উইকেট ও ৮৮ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে।
আগের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বিবর্ণ অস্ট্রেলিয়ার বোলাররা এই ম্যাচেও শুরুটা ভালো করতে পারেননি। সাথে যোগ হয় ইনিংসের প্রথম বলেই রিভিউ নষ্ট করা ও ক্যাচ মিসও। পাথুম নিসাঙ্কা ও কুসল পেরেরা দুজনই তুলে নেন ফিফটি। তাদের ১২৫ রানের জুটির ইতি টানেন কামিন্স। ৬১ রান করে আউট হন নিসাঙ্কা। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো উইকেটে এটি এখন চতুর্থ সর্বোচ্চ জুটি।
অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন পেরেরা। সেঞ্চুরির ভালো সম্ভাবনা জাগালেও ৭৮ রানে তাকেও ফেরান কামিন্স। পেরেরার ইনিংসে চারের মার ছিল ১২টি। প্রথম স্পেলে খরুচে অ্যাডাম জ্যাম্পা ফিরতি স্পেলে এসেই শিকার করেন দারুণ ছন্দে থাকা কুসল মেন্ডিসকে। প্রথম দুই ম্যাচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৭৬ ও ১২২।
আরও পড়ুন: ভালো শুরু করেও শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ২০৯ রানে
এক ওভার পর আবার আঘাত হানেন জ্যাম্পা। ৮ রান করে এলবিডব্লিউ হন সাদিরা সামারাবিক্রমা। ৩২.১ ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে কিছু সময়। সেই সময় শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ১৭৮। স্বল্প বিরতির পর খেলা শুরু হয় এবং যথারীতি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা।
ভয়াবহ ব্যাটিং ধসে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৪৩.৩ ওভারেই অলআউট হয়ে যায় ২০৯ রানে। শেষ ৯ উইকেটে হারায় মাত্র ৫২ রান। ৪৭ রানে ৪ উইকেট নেন লেগ স্পিনার জ্যাম্পা।
আরেক দফা বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হয় নির্ধারিত সময়ের পরে। ম্যাচ শুরু হলে প্রথম ওভারেই ১৫ রান নেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। আক্রমণে এসে প্রথম ওভারে জোড়া উইকেট শিকার করেন দিলশান মাদুশঙ্কা। ফিরিয়ে দেন ওয়ার্নার ও আরেক অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথকে।
আরও পড়ুন: ঢেউ তোলা কাশবনে উড়ুক বাংলাদেশের পতাকা
অন্য প্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন মার্শ। ফিফটি করার পরপরই অবশ্য রান আউট হয়ে যান এই অলরাউন্ডার। ৮৯ রানে ৩ উইকেট হারিয়ে তখন কিছুটা চাপের মুখে অস্ট্রেলিয়া। ক্রিজে গিয়ে প্রথম দুই বলেই চার মারেন জস ইংলিস।
চতুর্থ উইকেটে গুরুত্বপূর্ণ ৭৭ রান যোগ করেন মার্নাশ লাবুশেন ও ইংলিস। ৬০ বলে ৪০ রান করার পর মাদুশঙ্কার বলে ক্যাচ দিয়ে আউট হন লাবুশেন। ম্যাচের ফলাফলে অবশ্য এর প্রভাব পড়েনি কোনো৷ জয়ের কাছাকাছি গিয়ে ৫৮ রান করে সাজঘরে ফেরেন ইংলিসও।
গ্লেন ম্যাক্সওয়েলের ২১ বলে ৩১ ও মার্কাস স্টয়নিসের ১০ বলে ২০ রানের ইনিংসে ৩৫.২ ওভারে রান তাড়া করে ফেলে অস্ট্রেলিয়া। ফলে জয়ের পাশাপাশি নেট রানরেটও উন্নতি করতে পেরেছে তারা।
১৪ নভেম্বর ২০২৪, ৪:২২ পিএম
১৪ নভেম্বর ২০২৪, ৪:০৬ পিএম
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কি না তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এর পেছনের কারণ ভারতের সেখানে যেতে অনীহা। আর তাতে বেশ বেকায়দায় পড়েছে আইসিসি। ১১ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তা করতে পারেনি সংস্থাটি। তবে এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রোমো প্রকাশ করেছে আইসিসি। সেখানে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের নামই দেখা যায়। এতে করে ভারত না গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে- এমন ধারনা পাওয়া যাচ্ছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমোতে পুরুষ ও নারীদের প্রতিযোগিতার কথা বলা হয়েছে। পুরুষ বিভাগে আটটি দল ও নারীদের বিভাগে খেলবে ছ’টি দল। পুরুষদের লড়াই ৫০ ওভারের, আর নারীদের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এখন ভারত যদি না যায় তাহলে কি অন্য কোন দেশকে সুযোগ দেবে আইসিসি? পাকিস্তান ক্রিকেট বোর্ডও তো ভারতকে ছাড়ায় টুর্নামেন্ট আয়োজনের হুমকিও দিয়েছে।
মূলত আইসিসি পাকিস্তানকে জানিয়েছে যে ভারত সে দেশে খেলতে যেতে চাইছে না। পাকিস্তান বলছে খেলতে না যাওয়ার কারণ লিখিত আকারে জানাতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পাকিস্তানের সরকারের কাছেও পরামর্শ চেয়েছিল বোর্ড। নিজেদের কঠোর অবস্থান পরিস্কার করেছেন শাহবাজ শরিফ, স্পষ্ট জানিয়ে দিয়েছেন একটি ম্যাচও পাকিস্তানের বাইরে যেন না হয়!
ভারতের আবদারে ক্ষুব্ধ পাকিস্তান। এবার আর গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন করবে না পাকিস্তান। এই বিষয়ে আইসিসিকে পাল্টা চাপ দেওয়ার রাস্তা বেছে নিয়েছেন পাক ক্রিকেট কর্তারা। প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথও খোলা রাখছেন তাঁরা।
যদিও আইসিসি কর্তারা ভারতের ম্যাচগুলির জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা শুরু করেছেন। সেক্ষেত্রে আরব আমিরাতের ভেন্যুগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে। যদিও পাকিস্তান নাছোড়বান্দা! কোনরকমেই তারা পাকিস্তানের বাইরে কোন ম্যাচ আয়োজন করতে চায় না! আর এর মধ্যেই প্রতিযোগিতার প্রোমো প্রকাশ করে দিয়েছে আইসিসি। যাতে সঙ্কট আরও তীব্র হয়ে উঠেছে।
বৃহস্পতিবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে রংপুর। মোহাম্মদ আশরাফুলের অধীনে গ্লোবাল সুপার লিগের আগে প্রথম দিনের অনুশীলনে দলটা। ক্রিকেটার আশরাফুলের পরিচয় এখন বদলে গেছে, ক্রিকেটার থেকে কোচ বনেছেন এই ৪০ বছর বয়সী।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচ দেশের পাঁচটি ভিন্ন দল। কঠিন মনে হলেও গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই জানিয়েছেন আশরাফুল। তিনি বলেন, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে খেলোয়ড়রা এতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়। ’
এই সহকারী কোচ আরো যোগ করেন, ‘এটা একটা সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’
দলের প্রথম দিনের অনুশীলনে দেখা গেছে ভিন্ন এক জার্সি। জুলাইয়ে নিহত ছাত্র জনতার জন্য রংপুরের ছিল বিশেষ পরিকল্পনা। দলটার টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, ‘সবমিলিয়ে আমি মনে করি আমরা এই পুরো জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে
২৯ দিন আগে