লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যস্ত দিন পার করেছে বাংলাদেশ দল। দিনটা ব্যস্ত হোক কিংবা আলস্যের, আলোচনার কেন্দ্রে সেই একজনই, তিনি সাকিব আল হাসান। বুধবারের লাহোরেও তাই। সবার আগ্রহে কানাডার ফেরত মিস্টার ‘সেভেন্টি ফাইভ’।
পাক্কা আড়াই ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশ। সাকিবও বড্ড ব্যস্ত সময় পার করেছেন। ব্যাটিংয়েই ছিল বিশেষ নজর। ব্যাট যে একটুও কথা শুনছে গত ওয়ানডে বিশ্বকাপে থেকে। তার ওপর চোখের সমস্যা ভোগাচ্ছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।
আরও পড়ুন: দর্শক উপস্থিতি ছাড়াই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
সাকিবের বয়স এখন ৩৭। অনেকেরই এটা থামার সময়। সাকিব অবশ্য এখনও ছুটে চলছেন। ব্যাটে রান নাই, সঙ্গে নানান সমালোচনা। সাকিব চাইবেন সব সমালোচনা উড়িতে ফেলতে লাহোরের রাবি নদীতে। যার জন্য কিন্তু পাকিস্তানের সাথে রান করতেই হচ্ছে। বড় চ্যালেঞ্জ সামনে...
দলের সবচেয়ে অভিজ্ঞদের একজন। কোচ হাথুরুসিংহেও জানেন। প্রধান কোচ আর এই অলরাউন্ডারের আলাদা আলাপও চলেছে গাদ্দাফি স্টেডিয়ামে।
লাল সবুজের হয়ে সাকিব শেষ টেস্ট খেলেছিলেন এই বছরের এপ্রিলের শুরুতে, শ্রীলঙ্কার বিপক্ষে। ব্যাটে কিংবা বলে সুবিধা করা হয়নি। এবার চাইবেন পাকিস্তানে নিজের চেনা সেরা রূপেই ফিরতে।
এর আগে অবশ্য কানাডায় ব্যস্ত ছিলেন। বল হাতে ৬ ম্যাচে ১৬ গড়ে ৭ উইকেট পেলেও ব্যাট হাতে ১১ গড়ের সাকিব একেবারেই অচেনা। এখানেও ভোগাচ্ছে সেই চোখের সমস্যাই।
লাহোরে যতোই ব্যস্ত সময় পার করুক সাকিব, মাঠে ভালো কিছু না করতে পারলে যে চেষ্টা বৃথাই যাচ্ছে। সাকিব তো জবাব দিতে পছন্দ করেন, গেল দেড় দশক তাই করে আসছেন। এবারও হবে তো?
১৪ নভেম্বর ২০২৪, ৬:৪৩ পিএম
ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রানে হেরেছে পাকিস্তান । ৭ ওভারের ম্যাচে প্রায় অলআউটই হয়ে যাচ্ছিল রিজওয়ানের দল। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৬৪ রানে থামে তারা।
বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচটি নেমে আসে ৭ ওভারে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই তোলে ১৬ রান। পরের ওভারে নাসিম শাহর ওভারে আরও ১৭। পুরোদমে ঝড়ো ইনিংস চলছিল দলটার। তবে ৩ ওভারের মাঝেই ২ ওপেনারকে ফেরান হারিস রউফ ও নাসিম শাহ।
আরও পড়ুন
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে বাবর-শাহিন-নাসিম |
এরপর কাজের কাজটা মূলত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ টি চার ও ৩ টি ছক্কায় ১৯ বলে খেলেন ৪৩ রানের ঝড়ো ইনিংস। তাকে সঙ্গ মার্কাস স্টোইনিস। ৭ বলে করেন ২১। ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বোর্ডে ওঠে ৯৩ রান।
৪২ বলে ৯৪ রানের লক্ষ্যটা পাকিস্তানের জন্য হয়ে পড়ে কঠিন। একের পর এক উইকেট হারিয়ে রিজওয়ানরা পড়েন আরো চাপে। পাকিস্তানের ইনিংসে হাসিবুল্লাহ খানের ১২, আব্বাস আফ্রিদির ২০ ও শাহিন শাহ আফ্রিদির ১১ ছাড়া বাকি সবার রান এক অঙ্কের ঘরে।
৭ ওভারেই ৯ উইকেট হারিয়ে দল থামে ৬৪ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি উইকেট নেন দুই পেসার জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস। অ্যাডাম জ্যাম্পা ২ টি ও স্পেন্সার জনসন নেন ১ টি উইকেট।
আরও পড়ুন
শাহিন-নাসিম-রউফ তোপে উড়ে গেল অস্ট্রেলিয়া, সিরিজ জয় পাকিস্তানের |
২৯ রানের এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০–তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
অস্ট্রেলিয়া: ৯৪/৪ (৭); (গ্লেন ম্যাক্সওয়েল ৪৩(১৯), মার্কাস স্টয়নিস ২১(৭)
আব্বাস আফ্রিদি ২/৯, হারিস রউফ ১/২১)
পাকিস্তান: ৬৪/৯ (৭); আব্বাস আফ্রিদি ২০*(১০), হাসিবউল্লাহ খান ১২(৮)
নাথান অ্যালিস ৩/৯, জাভিয়ের বার্টলেট ৩/১৩
পাকিস্তানে অনুষ্ঠিত হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। এবছরের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে এই ট্রফি ঘুরবে একাধিক দেশ। যেখানে থাকবে বাংলাদেশও।
এর আগে ক্রিকেট বিশ্বকাপের সময় একাধিক ট্রফি এসেছে ক্রিকেট জনপ্রিয়তার বাংলাদেশে। এবারও চ্যাম্পিয়ন ট্রফি আসবে বাংলাদেশে।
১০ ডিসেম্বর চ্যাম্পিয়নস ট্রফি আসবে ঢাকায়। থাকার কথা তিন দিন। ১১ ডিসেম্বর থেকে শুরু ১৩ ডিসেম্বর পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে থেকে ঘুরবে ঢাকা আর কক্সবাজার। বিসিবি সূত্র নিশ্চিত করেছে টি-স্পোর্টসকে।
৮ বছর পর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগ। এর আগে সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে