মৌসুমের কেবল হয়েছে শুরু, রিয়াল মাদ্রিদ শিবিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে চোটের হানা। অনুশীলনে চোটের কবলে পড়েছেন মিডফিল্ডার জুড বেলিংহাম। তাতে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইংলিশ তারকা। শুক্রবার রিয়াল থেকে নিশ্চিত করা হয়েছে বেলিংহামের চোটের খবরটি।
গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক ছিলেন বেলিংহাম। লা লিগার মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। তবে ক্লাব আর জাতীয় দল মিলিয়ে টানা খেলার মধ্যে থাকায় তার চোটে পড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছিল বেশ। মৌসুম শুরু না হতেই সেই সম্ভাবনা রূপ নিয়েছে বাস্তবতায়।
কত দিনের জন্য বেলিংহাম মাঠের বাইরে থাকবেন তা স্পষ্ট করে জানায়নি রিয়াল। তবে ধারণা করা হচ্ছে, কমপক্ষে চার সপ্তাহ মাঠে ফেরা হচ্ছে না ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের। তাতে কমপক্ষে তিনটি ম্যাচ মিস করবেন রিয়ালের জার্সিত। আর থ্রি লায়ান্সদের হয়ে সামনের মাসে ইউয়েফা নেশন্স লিগে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের সাথে ম্যাচে দেখা মিলবে না বেলিংহামের।
গত মৌসুমেও চোটে পড়তে হয়েছে বেলিংহামকে। সব মিলিয়ে রিয়ালের হয়ে মিস করেছিলেন ১৩টি ম্যাচ। অবশ্য তাকে ছাড়া কোনো ম্যাচই গত মৌসুমে হারেনি লস ব্লাঙ্কোরা।
এর আগে অনুশীলনে চোটে পড়ে প্রায় ৭ সপ্তাহের জন্য মাঠের বাইরে যান রিয়ালের আরেক মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।। এই দুজনকে ছাড়াই রবিবার লা লিগায় রিয়াল ভায়াদোলিদের সাথে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৮ দিন আগে
২৯ দিন আগে