আর কয়েক ঘন্টা পরই বেজে যাবে ইউরো ২০২৪ শুরুর ঘণ্টা। ইউরোর উদ্দেশ্যে জার্মানি সেজেছে নতুন রূপে। ২০০৬ বিশ্বকাপের পর আবারও দেশটিতে যে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল মহরণ। তার আগে কাঁটাছেড়া করে নেওয়া যাক গ্রুপ গুলোর।
এই পর্বে থাকছে গ্রুপ ‘এফ’ :
পর্তুগাল
এই ইউরোর অন্যতম ফেভারিট ধরা হচ্ছে পর্তুগালকে। ক্রিস্তিয়ানো রোনালদো, পেপের মতো অভিজ্ঞদের সাথে দলে আছেন রাফায়েল লেয়াও, দিয়াগো জটার মতো তরুণরা। সব পজিশনেই বেশ কয়েকজন ফুটবলার আছে দলে। নতুন কোচ রবের্তো মার্তিনেজের অধীনে তারা খেলেছেও ছন্দময় ফুটবল। বাছাই পর্বে একমাত্র দল হিসেবে সব ম্যাচেই জিতে মূল পর্বে এসেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: ইউরো ২০২৪ : মুখোমুখি জার্মানি-স্কটল্যান্ড
তুরস্ক
টানা তৃতীয়বারের মতো ইউরো খেলবে তুরস্ক। দল হিসেবে যে কাউকেই চমকে দিতে পারে তারা। ইন্টার মিলানের এই মৌসুমে সেরি আ জেতার অন্যতম কারিগর হাকান চুনুলুলু কিংবা রিয়াল মাদ্রিদের হয়ে নজর কাড়া আর্দা গুলেররা আছেন তুরস্কর হয়ে নজর কাড়তে। শক্তিমত্তা বিবেচনায় পর্তুগালের সঙ্গী হয়ে পরের পর্বে যাওয়ার কথা তাদেরই।
জর্জিয়া
প্রথমবারের মতো জর্জিয়া খেলবে ইউরোর মূল পর্বে। প্লে অফে অবশ্য বেশ কাঠপোড় পুড়েই তারা জায়গা করে নিয়েছে ইউরোতে। মূল আলো থাকবে নাপোলির হয়ে ছন্দে থাকা খাভালেশখেলিয়ার দিকে। শক্তিমত্তা বিবেচনায় গ্রুপ পর্ব পার করা কঠিন কাজই তাদের জন্য।
চেক প্রজাতন্ত্র
বাচাইপর্বে খুব একটা নজর কাড়তে পারেনি চেক প্রজাতন্ত্র। ইভান হাসেকের অধীনে তারা কিছুটা সামলে উঠছে তা। লেভারকুসেনের হয়ে দারুণ মৌসুম কাটানো পেট্রিক শিকের দিকেই থাকবে নজর। তবে পর্তুগাল ও তুরস্কে টপকে তাদের গ্রুপ পর্ব পার করাটা বেশ কঠিনই হবে।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে