২৬ জানুয়ারি ২০২৪, ১:০২ পিএম
২৬৬ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সকালে ব্যাট করতে নেমে দলটা যোগ করেছে আরো ৪৫ রান। শেষ পর্যন্ত ৩১১ রানে অল আউট হয়েছে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩৫ রানের লিড নিয়ে।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াও অবশ্য খুব একটা ভালো সময় কাটায়নি। মাত্র ৬ রানের মাথায় অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে স্টিভেন স্মিথের উইকেট। মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রীন, ট্রাভিস হেডরা করতে পারেননি দুই অংকের স্কোরও। তবে অস্ট্রেলিয়ার হয়ে একপ্রান্ত আগলে রেখেছিলেন উসমান খাজা।
আরও পড়ুন: ইংল্যান্ডে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
উসমান খাজার ব্যাট থেকে এসেছে ১৩১ বলে ৭৫ রানের ইনিংস। খাজাকে যথাযথ সঙ্গ দিয়েছেন অ্যালেক্স ক্যারি। মাত্র ৪৯ বল থেকে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। ব্যাটিং করেছেন ১৩২.৬৫ স্ট্রাইকরেট নিয়ে।
পরে দলটার অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাট থেকেও এসেছে ৬৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান করে ইনিংস ঘোষণা করেছে অজিরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ নিয়েছেন ৪ উইকেট। কেমার রোচ নিয়েছেন ৩ টি উইকেট।
আরও পড়ুন: হাফ ডজনের বেশি নতুন মুখে অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ
শেষ বেলায় ব্যাটিং করতে নেমে একটা উইকেট হারাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ৭.৩ ওভার ব্যাটিং করে ১১ রান যোগ করেছে দলটা। একমাত্র উইকেটটা নিয়েছেন জশ হ্যাজলউড। এর আগে প্রথম ইনিংসে ৩১১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
১৪ নভেম্বর ২০২৪, ৪:২২ পিএম
১৪ নভেম্বর ২০২৪, ৪:০৬ পিএম
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কি না তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এর পেছনের কারণ ভারতের সেখানে যেতে অনীহা। আর তাতে বেশ বেকায়দায় পড়েছে আইসিসি। ১১ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তা করতে পারেনি সংস্থাটি। তবে এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রোমো প্রকাশ করেছে আইসিসি। সেখানে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের নামই দেখা যায়। এতে করে ভারত না গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে- এমন ধারনা পাওয়া যাচ্ছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমোতে পুরুষ ও নারীদের প্রতিযোগিতার কথা বলা হয়েছে। পুরুষ বিভাগে আটটি দল ও নারীদের বিভাগে খেলবে ছ’টি দল। পুরুষদের লড়াই ৫০ ওভারের, আর নারীদের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এখন ভারত যদি না যায় তাহলে কি অন্য কোন দেশকে সুযোগ দেবে আইসিসি? পাকিস্তান ক্রিকেট বোর্ডও তো ভারতকে ছাড়ায় টুর্নামেন্ট আয়োজনের হুমকিও দিয়েছে।
মূলত আইসিসি পাকিস্তানকে জানিয়েছে যে ভারত সে দেশে খেলতে যেতে চাইছে না। পাকিস্তান বলছে খেলতে না যাওয়ার কারণ লিখিত আকারে জানাতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পাকিস্তানের সরকারের কাছেও পরামর্শ চেয়েছিল বোর্ড। নিজেদের কঠোর অবস্থান পরিস্কার করেছেন শাহবাজ শরিফ, স্পষ্ট জানিয়ে দিয়েছেন একটি ম্যাচও পাকিস্তানের বাইরে যেন না হয়!
ভারতের আবদারে ক্ষুব্ধ পাকিস্তান। এবার আর গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন করবে না পাকিস্তান। এই বিষয়ে আইসিসিকে পাল্টা চাপ দেওয়ার রাস্তা বেছে নিয়েছেন পাক ক্রিকেট কর্তারা। প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথও খোলা রাখছেন তাঁরা।
যদিও আইসিসি কর্তারা ভারতের ম্যাচগুলির জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা শুরু করেছেন। সেক্ষেত্রে আরব আমিরাতের ভেন্যুগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে। যদিও পাকিস্তান নাছোড়বান্দা! কোনরকমেই তারা পাকিস্তানের বাইরে কোন ম্যাচ আয়োজন করতে চায় না! আর এর মধ্যেই প্রতিযোগিতার প্রোমো প্রকাশ করে দিয়েছে আইসিসি। যাতে সঙ্কট আরও তীব্র হয়ে উঠেছে।
বৃহস্পতিবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে রংপুর। মোহাম্মদ আশরাফুলের অধীনে গ্লোবাল সুপার লিগের আগে প্রথম দিনের অনুশীলনে দলটা। ক্রিকেটার আশরাফুলের পরিচয় এখন বদলে গেছে, ক্রিকেটার থেকে কোচ বনেছেন এই ৪০ বছর বয়সী।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচ দেশের পাঁচটি ভিন্ন দল। কঠিন মনে হলেও গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই জানিয়েছেন আশরাফুল। তিনি বলেন, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে খেলোয়ড়রা এতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়। ’
এই সহকারী কোচ আরো যোগ করেন, ‘এটা একটা সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’
দলের প্রথম দিনের অনুশীলনে দেখা গেছে ভিন্ন এক জার্সি। জুলাইয়ে নিহত ছাত্র জনতার জন্য রংপুরের ছিল বিশেষ পরিকল্পনা। দলটার টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, ‘সবমিলিয়ে আমি মনে করি আমরা এই পুরো জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৮ দিন আগে
২৯ দিন আগে