১১ মার্চ ২০২৫, ৩:০৮ পিএম
গত বছরও দেখা গিয়েছিল এই চিত্রটি। এবারও হচ্ছে সেটাই। আইপিএল খেলার কারণে নিউজিল্যান্ড জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবেন না একাধিক তারকা খেলোয়াড়। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করছেন অধিনায়ক মিচেল স্যান্টনারও। দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।
মঙ্গলবার সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। খর্বশক্তির দলে নেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা অনেকেই।
আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের জন্য এই সিরিজ খেলবেন না ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার। আর এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আইপিএলে দল না পাওয়া অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনও।
আরও পড়ুন
নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়েই আইপিএল থেকে সরে গেলেন ব্রুক |
![]() |
এই সিরিজটি দিয়ে দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করবেন ব্রেসওয়েল। এর আগে ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান সফরের সময় প্রথমবার দলটির নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন পেসার বেন সিয়ার্স, যিনি ফিরেছেন হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ হয়ে। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজটি মিস করা লেগ স্পিনার ইশ সোধি।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা দুই পেসার কাইল জ্যামিসন এবং উইল ও'রউর্ককে কেবল প্রথম তিনটি ম্যাচের জন্য দলে রাখা। কারণ, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড চেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা পেসারদের ওয়ার্কলোড ম্যানেজ করতে, এমনটাই বলা হয়েছে বিবৃতিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে কাঁধে চোট পেয়ে ফাইনাল মিস করেন পেসার ম্যাট হেনরি। তাকে রাখা হয়েছে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টির দলে। ব্যাটার ফিন অ্যালেন, অলরাউন্ডার জেমস নিশাম এবং ব্যাটার টিম সিফার্টকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
৮ বছর বিশ্ব শাসন করবে ভারত : কোহলি |
![]() |
পুরো সিরিজ খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা দুই ব্যাটার ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান।
আগামী ১৬ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি।
১২ মার্চ ২০২৫, ৪:০১ পিএম
১১ মার্চ ২০২৫, ৭:৪৭ পিএম
জোর গুঞ্জন ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ইতি টানবেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। সেটা না হওয়ায় আভাস ছিল আরও কিছুদিন খেলার। তবে অভিজ্ঞ মাহমুদউল্লাহ আচমকাই ঘোষণা দিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের, যার মধ্য দিয়ে শেষ হল একটি বর্নিল অধ্যায়ের।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
“সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সমস্ত সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন যুগিয়েছেন। আমার বাবা-মাকে বড় একটা ধন্যবাদ, আমার আমার শ্বশুর এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে আমার ভাই এমদাদউল্লাহ, যিনি আমার কোচ এবং পরামর্শদাতা হিসাবে শৈশবকাল থেকেই আমাকে গাইড করেছেন। অবশেষে আমার স্ত্রী এবং বাচ্চাদের যারা সব কঠিন সময়ে আমার পাশে ছিল।”
২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ মাঝে একটা লম্বা সময় বাইরে ছিলেন বাকি দুই ফরম্যাটের দলে। তবে ২০২৩ বিশ্বকাপের আগে ফেরার পর বিশ্ব সেরার মঞ্চে উপহার দেন দুর্দান্ত পারফরম্যান্স। যার ফলে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি দলেও আবার হন নিয়মিত। ছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও।
আরও পড়ুন
পরের ম্যাচেই মাহমুদউল্লাহকে পাওয়ার আশা বাংলাদেশের |
![]() |
গত বছর অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ইতি টানেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের। তবে ওয়ানডেতে ছিলেন দারুণ ফর্মেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের কারণে প্রথম ম্যাচ মিসের আগে টানা চার ম্যাচে করেছিলেন ফিফটি।
এরপরও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৪ বলে ৪ রানে আউট হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ। অবসরের গুঞ্জনও বাতাসে ভাসছিল বেশ। সবশেষ বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার অনুরোধ জানান অভিজ্ঞ এই ক্রিকেটার।
তার কদিন বাদেই এল অবসরের ঘোষণা। ওয়ানডে ২৩৯ ম্যাচে ৩৬.৪৬ গড়ে মাহমুদউল্লাহর রান ৫ হাজার ৬৮৯। ফিফটি করেছেন ৩২টি। সেঞ্চুরি চারটি, এর মধ্যে রয়েছে ২০১৫ বিশ্বকাপে টানা দুটি শতক। উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহই। সবশেষ ২০২৩ বিশ্বকাপেও করেন আরেকটি সেঞ্চুরি।
মাহমুদউল্লাহর ঠিক কয়েকদিন আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ফলে ব্যাটিং অর্ডারে বড় একটা শূন্যতাই তৈরি হল বাংলাদেশের জন্য।
আরও পড়ুন
টানা ৩ ফিফটিতে অবিশ্বাস্য গড় নিয়েই সিরিজ শেষ করলেন মাহমুদউল্লাহ |
![]() |
মার্চ মাসের শুরুটা ব্যক্তিগতভাবে খুব ভালো না হলেও ফেব্রুয়ারিতে ছিলেন সেরা ছন্দে। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শুবমান গিলই তাই হয়েছেন আইসিসির মাস সেরা ক্রিকেটার। সব মিলিয়ে এই নিয়ে তৃতীয়বার এই সম্মান পেলেন ডানহাতি এই ওপেনার।
বুধবার আইসিসির ওয়েবসাইটে গত মাসের সেরা হিসেবে ঘোষণা করা হয় ভারত ব্যাটারের নাম। লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে।
গিল এর আগে মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ২০২৩ সালের জানুয়ারী এবং সেপ্টেম্বরে।
আরও পড়ুন
ভারতকে শিরোপা জিতিয়ে সেরা তিনে রোহিত |
![]() |
গত ফেব্রুয়ারিতে গিল মোট পাঁচটি ওয়ানডে খেলেছেন। ৪০৬ রান করেছেন ৯৪.১৯ স্ট্রাইট রেট আর অবিশ্বাস্য ১০১.৫০ গড়ে।
এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ, যেখানে গিল খেলেন টানা তিনটি ফিফটি প্লাস রানের স্কোর।
প্রথম দুই ম্যাচে ৮৭ ও ৬০ রানের পর শেষ ম্যাচে আহমেদাবাদে শেষ ম্যাচে ১০২ বলে করেন ১১২ রান। জেতেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরষ্কার।
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচে রান তাড়ায় খেলেন অপরাজিত ১০১ রানের ইনিংস। এরপর পাকিস্তানের বিপক্ষে গিলের ব্যাট থেকে আসে ৪৬ রান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অপরাজিত থেকে শিরোপা জয়ের পথে ফাইনালে হয়েছেন ম্যাচ সেরা। দুর্দান্ত এক ইনিংস খেলার স্বীকৃতি হিসেবে ভারত অধিনায়ক রোহিত শর্মা আইসিসির ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে করেছেন উন্নতি। অভিজ্ঞ এই ওপেনার উঠে এসেছেন তৃতীয় অবস্থানে। উন্নতি করেছেন তার সতীর্থরাও বেশ।
বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয় হালনাগাদে রোহিত দুই ধাপ উন্নতি করেছেন। ফাইনালে ডানহাতি এই ব্যাটার খেলেন ৭৬ রানের ইনিংস।
ফাইনালে সেরা ছন্দে না থাকলেও টুর্নামেন্টে দুর্দান্ত কয়েকটি ইনিংস খেলা আরেক ভারত ওপেনার শুবমান গিল ধরে রেখেছেন শীর্ষস্থান। দ্বিতীয় স্থান পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের।
আরও পড়ুন
‘আর্থিক কারণে’ আফগানিস্তানের সাথে ৩ ফরম্যাট সিরিজ বাতিল আয়ারল্যান্ডের |
![]() |
এক সেঞ্চুরি সহ টুর্নামেন্টে ২১৮ রান করা ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি আছেন ৫ নম্বরে। মিডল অর্ডারে নেমে গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস উপহার দেওয়া আরেক ভারত ব্যাটার শ্রেয়াস আইয়ার ধরে রেখেছেন ৮ নম্বর স্থান।
ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রাখেন স্পিনাররা। সেই চারজনের দুজন ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে স্থান করে নিয়েছেন। ফাইনালে ফর্মে থাকা রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনকে আউট করা বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ ইয়াদাভ তৃতীয় স্থানে উঠে এসেছেন। স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আছেন দশে। টুর্নামেন্টে তার দেওয়া ওভার প্রতি ৪.৩৫ রানই ছিল সবচেয়ে হিসেবী ইকোনমি রেট।
৪ উইকেটে হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ডের খেলোয়াড়রাও উল্লেখযোগ্য উন্নতি করেছে। অধিনায়ক মিচেল স্যান্টনার ওয়ানডে বোলারদের তালিকায় ৬ ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই স্পিনার টুর্নামেন্টে নয়টি উইকেট নিয়েছেন, আর ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৪.৮০ রান।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছেন স্যান্টনার। ফাইনালে ফিফটি করা মাইকেল ব্রেসওয়েল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন, তিনি অলরাউন্ডারদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন।
টুর্নামেন্টের সেরা খেলোয়ার হওয়া রাচিন রবীন্দ্র ছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রহকারীও। ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৪ নম্বরে আছেন এখন তরুণ এই ব্যাটার। স্পিন বোলিংয়ে আসরে তিন উইকেট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে অষ্টম স্থানে আছেন এখন।
আরও পড়ুন
টেস্টের ১৫০ বছর পূর্তির ম্যাচ হবে গোলাপি বলে |
![]() |
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। চার ধাপ পিছিয়ে বাঁহাতি এই ব্যাটার নেমে গেছেন ৩১তম অবস্থানে। এক ধাপ করে উন্নতিতে যথক্রমে ৪১ ও ৪৩তম স্থান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর।
বোলারদের মধ্যে সেরা যৌথভাবে ৩১তম স্থানে থাকা পেসার তাসকিন আহমেদ ও স্পিনার মেহেদি হাসান মিরাজ। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজ ধরে রেখেছেন তৃতীয় স্থান।
আর্থিক সমস্যার কারণে এর আগেও পূর্ব ঘোষিত সিরিজ আয়োজন থেকে সরে আসার রেকর্ড আছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের। সেই ধারায় এবার যোগ হল এই বছর আফগানিস্তানের সাথে দেশটির ছেলেদের দলের তিন ফরম্যাটের সিরিজও।
গত মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেত্র বোর্ড এই ঘোষণা না দিলেও, এটা বলা হয়নি যে এই ম্যাচগুলোও আবার পরে কখনও হবে কিনা।
তবে গ্রীষ্মের ব্যস্ত সময়সূচীতে ইংল্যান্ড ছেলেদের টি-টোয়েন্টি দলের আয়ারল্যান্ড সফর অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন
আইপিএল ব্যস্ততায় পাকিস্তানের বিপক্ষে খর্বশক্তির নিউজিল্যান্ড দল |
![]() |
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বোর্ড রাজনৈতিক কারণে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলায়, আয়ারল্যান্ডও তাদের পথে হাঁটল কিনা, সেই প্রশ্ন উঠছে। কারণ, এই সপ্তাহের শুরুতে, হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার লঙ্ঘনের জন্য আফগানিস্তানের আইসিসি সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছে আইসিসির কাছে। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জোর দিয়ে বলেছেন যে, এটি রাজনৈতিক কারণে নয়, বরং সিরিজ বাতিল হয়েছে তাদের আর্থিক কারণে।
আয়ারল্যান্ডের ছেলেদের দল যথাক্রমে মে এবং জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে। আর ইংল্যান্ড সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে গিয়ে তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলবে যাবে, সেখানে থাকবে তিনটি ম্যাচ।
২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য হওয়ার পর থেকে আয়ারল্যান্ড মাত্র ১০টি টেস্ট খেলেছে। তার মধ্যে মাত্র দুটি টেস্ট তারা ঘরের মাঠে আয়োজন করেছে। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তারা টেস্টে নিজেদের প্রথম জয় পায়।
চার বছরের বেশি পার হয়ে গেছে পরপারে পাড়ি জমানোর। তবে ফুটবল গ্রেট দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে এখনও রয়ে গেছে রহস্য। গুরুতর অভিযোগ, মেডিকেল টিমের অবহেলার কারণে অকালেই চলে যেতে হয়েছে তাকে। চলতি সপ্তাহে চিকিৎসায় অবহেলায় ম্যারাডোনাকে হত্যার অভিযোগে বিচার শুরু করবে আর্জেন্টিনার আদালত। আর এই ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনায় দেখা দিয়েছে ক্ষোভ, কারণ দেশটির জনগণের অনেকেই এটিকে স্রেফ একটি হত্যাকাণ্ড হিসেবে দেখেন।
২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। এর কয়েকদিন আগে মস্তিষ্কের অস্ত্রোপচারের করা আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। সেই সময় তার চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে মেডিকেল টিমের দিকে। তবে বরাবরই তারা সেটা প্রত্যাখ্যান করে আসছে।
আরও পড়ুন
‘ইউনাইটেডে অনেকেই মানসম্পন্ন নয়, কেউ কেউ পাচ্ছে অতিরিক্ত বেতন’ |
![]() |
সেই অভিযোগের জেরে চার বছরেরও বেশি সময় ধরে চলা বিচার কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হচ্ছে, যা আগামী কয়েক মাস চলবে বলে ধারণা করা হচ্ছে।
বিচারকে সামনে রেকে বার্তা সংস্থা রয়টার্সকে আর্জেন্টিনার ব্যবসায়ী লুইস আলবার্তো সুয়ারেজ বুয়েনস জানিয়েছেন কড়া প্রতিক্রিয়া। “আমি আশা করি ন্যায়বিচার হব। কারণ তারা তাকে হত্যা করেছে। দিয়েগোর (ম্যারাডোনা) বেঁচে থাকা উচিত ছিল। তারা তার সঠিক যত্ন নেয়নি।”
ম্যারাডোনার মেডিকেল টিমের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তাকে ‘সাধারণ হত্যা’ করার অভিযোগ আনা হয়েছে। এই বিচার প্রক্রিয়ায় বুয়েনস আইরেসের উপকণ্ঠে সান ইসিদ্রোর একটি আদালত প্রায় ১২০ জনের সাক্ষ্য গ্রহণ করবে।
মৃত্যুর বেশ আগে থেকেই ম্যারাডোনা অ্যালকোহল এবং মাদকাসক্তির সাথে লড়াই করেছিলেন। বিশৃঙ্খল জীবন যাপনের জন্য অনেকবারই সমালোচিত হয়েছিলেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। তবে প্রায় একক কৃতিত্বে ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর কারণে আর্জেন্টিনায় ম্যারাডোনা পেয়েছেন ইশ্বর সমতুল্য মর্যাদা।
আর সেই কারণেই লাতিন আমেরিকার দেশের মানুষের মাঝে তার অকাল প্রয়াণের কারণে চিকিৎসকদের বিরুদ্ধে রয়েছে তীব্র ক্ষোভ। সেটার মাত্রা বেড়ে যায় ২০২১ সালে, যখন তদন্তের জন্য নিযুক্ত একটি মেডিকেল বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছে যে, ম্যারাডোনা মারা যাওয়ার আগে মেডিকেল টিম ‘অনুপযুক্ত, প্রশ্নবিদ্ধ এবং বেপরোয়া আচরণ’ করেছে।
আরও পড়ুন
এমবাপের চেয়ে বেশি বেতন পাচ্ছেন ‘বুড়ো’ লেভানডফস্কি |
![]() |
আর্জেন্টিনার একটি বেসরকারি সংস্থার কর্মী মার্টিন মাইলি তাই মনে করছেন, সঠিক তদন্ত ও বিচার হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। “আমি কেবল বাইরে থেকে যা দেখি, কেবল সেটাই বলতে পারি। তবে আমরা বলতে পারি না যে তারা ভুল ছিল কি না। তবে এটা তো মানতেই হবে যে, তারা সবকিছু লেজেগোবরে করে ফেলেছিল।”
৪ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
১০ দিন আগে
১১ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
১৯ দিন আগে
২০ দিন আগে
২০ দিন আগে
২০ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে