ফুটবল

এবার মেসির কাছে রেফারির জার্সির আবদার

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২০ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৮ পিএম

news-details

লম্বা ক্যারিয়ারে প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে এমন আবদার পান হরমেশাই। ইতিহাসের অন্যতম সেরা লিওনেল মেসির জার্সি যে সবার কাছেই এক আরাধ্য বিষয়। রেফারিরাও যে তার ব্যতিক্রম নন, তার প্রমাণ মিলেছে ইন্টার মায়ামির শেষ ম্যাচে। স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচের পর মেক্সিকান রেফারি মার্কো আন্তোনিও জার্সি চান মেসির কাছ থেকে!


বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ঘটেছে এই ঘটনাটি। পুরো ৯০ মিনিটই মাঠে থাকা মেসি ৫৬তম মিনিটে পান গোলের দেখা। তার দল ম্যাচ জেতে ১-০ ব্যবধানে।


আরও পড়ুন

রিয়ালে ইতিহাস গড়ার পথেই আছেন এমবাপে, বিশ্বাস আনচেলত্তির রিয়ালে ইতিহাস গড়ার পথেই আছেন এমবাপে, বিশ্বাস আনচেলত্তির


ম্যাচের শেষ বাঁশি বাজিয়েই রেফারি আন্তোনিও মেসির কাছে গিয়ে তার জার্সির আবদার করেন। তাকে কিছুটা সময় অবশ্য অপেক্ষাই করতে হয়েছে অমূল্য এই জার্সির জন্য। কারণ, মাঠে নয়, ড্রেসিংরুমে গিয়ে আর্জেন্টিনা কিংবদন্তি রেফারিকে জার্সি প্রদান করেন।


রেফারির পাশাপাশি ম্যাচেও গোল করে ও দলকে জিতিয়ে মেসি খুশি করেছেন মায়ামির সমর্থকদেরও। কানসাস সিটির বিপক্ষে গোলটি ছিল ২০২৫ সালে সাবেক বার্সেলোনা তারকার প্রথম গোল।

bottom-logo

ফুটবল

‘আগের সপ্তাহ ভুলে যান’, বার্সা লড়াইয়ের আগে ইন্তার কোচের বার্তা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩০ এপ্রিল ২০২৫, ৪:৪৫ পিএম

news-details

এক সপ্তাহের ব্যবধানে রাতারাতি ইন্তার মিলানের চিত্র বদলে গেছে। ট্রেবল জয়ের লড়াইয়ে থাকা দলটির সামনে শঙ্কা শিরোপাহীন থাকারও। গেল সাত দিনে তিন ম্যাচ হেরে টালমাটাল অবস্থায় সেরি আ ক্লাবটি এখন খেলতে ফর্মে থাকা বার্সেলোনার বিপক্ষে। শেষ চারের মহারণের আগে ইন্তার কোচ সিমোন ইনজাগি তাই দলকে দেখতে চান পুরবো ছন্দে। আর সেটা করতে হলে কঠিন সপ্তাহটি ভুলে যেতে হবে বলেই মনে হচ্ছে তার।


বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে মাঠে নামবে ইন্তার। আর এই ম্যাচের আগে ২০১৭ সালের পর প্রথমবার টানা তিন ম্যাচ হেরেছে মিলানের ক্লাবটি। কোপ্পা ইতালিয়া থেকে বাদ পড়ার পর সেরি আয় দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নেমে গেছে দুইয়ে।


এক সপ্তাহ আগে একটি ট্রেবল জয়ের আশায় থাকা একটা দলের জন্য এটা বড় ধাক্কাই। বার্সেলোনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অবশ্য ইনজাগি এরপরও ইতিবাচকই থাকার চেষ্টা করলেন। “গত সপ্তাহের সব কিছু ভুলে যান। গত চার বছর ধরে এই খেলোয়াড়রা দুর্দান্ত কাজ করছে এবং তারা সেটা এখনও চালিয়ে যাচ্ছে। এক সপ্তাহের বাজে ফলাফল তা মুছে দিতে পারে না। আমাদের জন্য এটা দারুণ একটা মৌসুম ছিল। আমরা শেষ তিনটি ম্যাচ বিশ্লেষণ করেছি, আমাদের আরও ভালো করতে হবে।”


আরও পড়ুন

দেম্বেলের গোল আর দোনারুম্মার প্রায়শ্চিত্তে ফাইনালের আরও কাছে পিএসজি দেম্বেলের গোল আর দোনারুম্মার প্রায়শ্চিত্তে ফাইনালের আরও কাছে পিএসজি


চ্যাম্পিয়ন্স লিগে সাম্প্রতিক সময়ে ইন্তারের রয়েছে ভালো ইতিহাস। ২০২৩ সালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে রানার্সআপ হয় ক্লাবটি। এই প্রতিযোগিতায় শিরোপা জয় না হলেও ইনজাগির হাত ধরে যিনি একটি সেরি আ এবং দুটি কোপ্পা ইতালিয়া জিতেছে।


টানা তিন ম্যাচ হেরে বেকায়দায় পড়ে গেলেও দল নিয়ে গর্বিত ইনজাগি। “গত সপ্তাহ পর্যন্ত আমরা প্রতিটি শিরোপার জন্য লড়াই করছিলাম, যেখানে কেউ কেউ বলেছিল যে ইতালিয়ান লিগে শীর্ষ চারে থাকাই কঠিন হবে। আপনি আমাকে এই ছেলেদের এবং দল নিয়ে কোনো খারাপ কথা বলতে শুনবেন না।”

bottom-logo

ফুটবল

নিষেধাজ্ঞা কাজে লাগিয়ে রুডিগারের অস্ত্রোপচার, শাস্তি এড়ালেন বেলিংহাম

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩০ এপ্রিল ২০২৫, ৩:১০ পিএম

news-details

কোপা দেল রের ফাইনালে যেভাবে রেফারিকে আক্রমণ করেছেন, তাতে বড় একটা শাস্তি প্রাপ্যই ছিল আন্টোনিও রুডিগারের। শেষ পর্যন্ত ছয় ম্যাচের বিশাল নিষেধাজ্ঞাও পেয়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। তবে তাতে খুব ক্ষতি হচ্ছে না তার। শাস্তির এই সময়টা কাজে লাগাতে হাঁটুর অস্ত্রোপচার করেছেন রুডিগার, যা তাকে প্রায় দুই মাসের জন্য ছিটকে দিতে পারে বলেই খবর।


চলতি মৌসুমে রিয়ালের ম্যাচ বাকি আছে আর পাঁচটি, সবগুলোই লা লিগায়৷ বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে রেফারিকে আক্রমণ ও লাল কার্ড দেখার কারণে তিনি যে নিষেধাজ্ঞা পেয়েছেন, সেটা কার্যকর হবে লা লিগার এই ম্যাচগুলোতেই। ফলে চোটে মাঠের বাইরে থাকার সময়েই পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলবেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। বাকি ম্যাচটি কার্যকর হবে আবার আগামী মৌসুমে রিয়ালের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে।


আরও পড়ুন

দেম্বেলের গোল আর দোনারুম্মার প্রায়শ্চিত্তে ফাইনালের আরও কাছে পিএসজি দেম্বেলের গোল আর দোনারুম্মার প্রায়শ্চিত্তে ফাইনালের আরও কাছে পিএসজি


৩-২ গোলে হেরে যাওয়া সেই ফাইনালে লাল কার্ড দেখেছিলেন জুড বেলিংহামও। তবে রেফারির রিপোর্টের প্রেক্ষিতে ইংলিশ মিডফিল্ডারের শাস্তি মওকুফ করা হয়েছে। তবে নিষিদ্ধ হয়েছেন লাল কার্ড দেখা রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেজ। তার শাস্তি দুই ম্যাচের।


তবে রিয়ালের জন্য গেল ২৪ ঘন্টা আরও নানা কারণেই চিন্তার। রুডিগারের পাশাপাশি ভিন্ন ভিন্ন চোটে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার ডেভিড আলাবা ও ফেরলন্ড মন্ডিও। এই মৌসুমে তাদের আর খেলার সম্ভাবনা নেই।

bottom-logo

ফুটবল

দেম্বেলের গোল আর দোনারুম্মার প্রায়শ্চিত্তে ফাইনালের আরও কাছে পিএসজি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩০ এপ্রিল ২০২৫, ৯:৩৬ এম

news-details

ডেইলি মিররের হেডলাইন প্যারিস চুপ করিয়ে দিল গানারদের, লেকিপ বলছে তারকা হওয়ার আরও কাছে দেমবেলে… দুই দেশের দুই পত্রিকার হেডলাইনে জয়গান পিএসজির। এমিরেটসে গানারদের ১-০ গোলে হারিয়ে ফাইনালের আরও কাছে ফরাসি ক্লাবটা। 


মারদাঙ্গা লড়াই, দুই দলের সমর্থকদের পাগলামো, মিডফিল্ড ব্যাটেলে ম্যাচ জমে হয়েছেছে ক্ষীর। যেখানে শেষ পর্যন্ত নায়ক একজন, ওসমান দেমবেলে। তার একমাত্র গোলই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। 


পুরো ম্যাচে দুই দলই লড়েছে সমান তালে। পরিসংখ্যান অন্তত তাই বলছে। বলের দখলে পিএসজি এগিয়ে থাকলেও বাকি সব জায়গায়ই দুই দল ছিল সমানে সমান।


আরও পড়ুন

শ্রাবণ বীরত্বে ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরা কিংসের শ্রাবণ বীরত্বে ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরা কিংসের


গানারদের শক্তির জায়গা রক্ষণ, যা ভাঙতে রিয়ালকে রীতিমত হিমশিমই খেতে হয়েছিল। তবে লুইস এনরিকের পিএসজি তা করে দেখিয়েছে মোটে চার মিনিটে। কাভারেস্কেলিয়ার একটা পাস, আর দেমবেলের নিখুঁত ফিনিশিংয়ে শুরুতেই গানারদের চমকে দেয় পিএসজি। 


ইফ উই ডোন্ট হ্যাভ দ্য বল, উই ডাই… ম্যাচ শুরুর আগে ডেকলাইন রাইস কথাগুলো বলেছিলেন সতীর্থদের উদ্দেশ্য। কে জানে সেটা হয়তো শুনে নিয়েছে পিএসজি ফুটবলাররাও। তাইতো শুরু থেকেই বলের নিয়ন্ত্রণটা রেখেছে তাদের কাছে। প্রথম ১৫ মিনিটে ৭৫ শতাংশ বলই ছিল তাদের কাছে, একের পর এক আক্রমণে কাপিয়ে দিয়েছে আর্সেনালকে। 


তবে সময়ের সঙ্গে আর্তেতার দলও ফিরে পায় ম্যাচের নিয়ন্ত্রণ। মিডফিল্ড ব্যাটেলে টেক্কা দেয় পিএসজিকে। ঘুছিয়ে উঠে আক্রমণেও, তবে দোনারুম্মা আর পিএসজির রক্ষণ দেয়াল টপকানোর সুযোগ তাদের মেলেনি প্রথমার্ধ্বে। 


আরও পড়ুন

ক্লাব বিশ্বকাপের আগেই রিয়ালের চাকরি ‘ছাড়ছেন’ আনচেলত্তি ক্লাব বিশ্বকাপের আগেই রিয়ালের চাকরি ‘ছাড়ছেন’ আনচেলত্তি


দ্বিতীয়ার্ধে ফিরতেই মিকেল মেরিনোর গোল। সেট পিসের সেই ক্যালমা। তবে অফ সাইড সেটা টিকতে দেয়নি, লম্বা ভিএআর চেকে হয়েছে বাতিল। তাতে হাফ ছেড়ে বাছে পিএসজি। যদিও এরপর একের পর আক্রমণে তাদের বিপাকে ফেলে আর্সেনাল। ট্রসার্ড, মার্তিনেল্লিদের একের পর এক শট আটকে যায় দোনারুম্মা নামক দেওয়ালের কাছে। 


সব মিলিয়ে পাঁচ সেইভ করে যেন প্রাশ্চিত্তই করলেন দুনারুম্মা। দুই দলের আগের দেখায় ২-০ গোলের হার দেখেছিল পিএসজি যেখানে বাজে গোলকিপিংয়ে বেশ সমালোচনায়ই পড়তে হয়েছিল ইতালিয়ান এই গোলকিপারকে, তবে এদিন সেই সমালোচনাকে প্রশংসায় রূপ দিলেন তিনি। সেই সাথে লিভারপুল, অ্যাস্টন ভিলার পর আরও এক ইংলিশ ক্লাবের সামনে দাঁড়িয়ে গেলেন চীনের প্রাচীর হয়ে। 


সুযোগ অবশ্য দ্বিতীয়ার্ধে পেয়েছে পিএসজিও। তবে বারকোলা শট যায় বাইরে দিয়ে, আর গঞ্জালো রামোসের শট আটকে গেছে পোস্টের বাঁধায়। তাতে ব্যবধান ১-০ নিয়ে মাঠ ছেড়েছে তারা। আর নাটকের বাকি অংশ তোলা থাকলো পার্ক দ্য প্রিন্সেসের জন্য। 

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

শ্রাবণ বীরত্বে ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরা কিংসের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৯ এপ্রিল ২০২৫, ৫:২৬ পিএম

news-details

মেহেদী হাসান শ্রাবণ যেন বনে গেলেন এমিলিয়ানো মার্তিনেজ, আর ভ্যালেরিউ তিতা যেন কার্লো আনচেলত্তি। ফেডারেশন কাপের ট্রফিটা জিতে তার আনন্দের নেই সীমা। মৌসুমের দ্বিতীয় ট্রফিটা জেতার উদ্‌যাপনে সব সমালোচনা হয়ে গেল ম্লান। ফুটবলাররাও তাকে ঘিরে আনন্দে আত্মহারা, চতুর্থবারের মত ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলছে বসুন্ধরার ক্লাবটা।


তিরে এসে আরও একবার তরি ডুবলো আবাহনীর। শিরোপার খুব কাছে গিয়ে ছুঁয়ে দেখা হলো না তাদের। ২০২৩ সালে মোহামেডানের কাছে পেনাল্টি শুটআউটে হারের ক্ষতটা যেন আরও একবার ফিরে এলো। তাতে গেল তিন মৌসুমের মধ্যে দুইবারই আকাশী-নীলদের সন্তুষ্ট থাকতে হলো রানার্স আপ হয়েই।


দুই দিনে শেষ হওয়া ১২০ মিনিটের লড়াই ১-১ সমতার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপাটা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। সেই সঙ্গে তারা হয়ে গেছে আবাহনী ও মোহামেডানের পর সবচেয়ে বেশি ফেডারেশন কাপ জেতা দলও। কোয়ালিফায়ারের প্রথম লেগে আবাহনীর কাছে শুটআউটে হারের তেতো স্বাদটাই যেন মারুফুল হকের দলকে ফিরিয়ে দিয়েছে তিতার কিংস।


গেল মঙ্গলবার যার শুরু, তার সমাপ্তি ঘটেছে এই মঙ্গলবারে এসে। মাঝে ঝড়ের বাগড়া, রেফারি বিতর্ক, আর কার্ডের বন্যা তো ছিলই। সাথে বদলে যায় স্টেডিয়ামের নামও। এত সব নাটকীয়তার পরও আলাদা করা যায়নি দুই দলকে। শেষ পর্যন্ত টাইব্রেকারেই দেখা মেলে সমাপ্তি। যেখানে কিংসের সুপার হিরো শ্রাবণ, আর মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানোকে। 


টেবিল বদলে এদিন ট্রফি উঠেছে পোডিয়ামে। দর্শকের সংখ্যাটা কমলেও শেষ ১৫ মিনিটে উত্তেজনার ছিল না কমতি। যেখানে দশজনের কিংস চাপ সামলে ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। আর সেখানে এমেকার শট ঠেকিয়ে মৌসুমজুড়ে সমালোচনা সঙ্গী হওয়া শ্রাবণই বনে গেছেন নায়ক। 


এর আগে গেল মঙ্গলবার ১-১ এর সমতায় ১০৫ মিনিটে আলোক স্বল্পতায় মাঠ ছাড়ে দুই দল। কিংসের হয়ে গোলটা করেছিলেন লেসকানো, আর আবাহনীর হয়ে সমতা টেনেছিলেন ইব্রাহিম।


ফেডারেশন কাপের সেরা ফুটবলারের পুরষ্কারটা উঠেছে তপু বর্মনের হাতে। গোলের সাথে রক্ষণ দুটি সমান তালে সামলানোর পুরষ্কারই পেলেন কিংস অধিনায়ক। তিন গোল করে ইব্রাহিম আর তপু দু’জন আবার সেরা গোলস্কোরারের পুরস্কারটা জিতেছেন। আর দুর্দান্ত ছন্দে থাকা মিতুল মারমা হয়েছেন টুর্নামেন্টের সেরা গোলকিপার।

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

রিয়ালকে হারানোর অনুপ্রেরণায় পিএসজিকে ছিটকে দিতে চায় আর্সেনাল

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৯ এপ্রিল ২০২৫, ২:৪৬ পিএম

news-details

আন্ডারডগ হিসেবে নেমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে প্রথম লেগে যে ফলাফল ছিল, তা অনেকের কাছেই ছিল অঘটনের শামিল। তবে ফিরতি লেগেও আর্সেনাল প্রমাণ করে, চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটির বিপক্ষে নিজেদের সেরা ফুটবল উপহার দেওয়ার সামর্থ্য তাদের আছে। ফাইনালে যাওয়ার পথে মিকেল আর্তেতার দলের বাধা এখন দুরন্ত ফর্মে থাকা পিএসজি। তবে আর্সেনাল কোচ মনে করেন, রিয়ালকে হারানোর কারণে তাদের আর কাউকে নিয়ে চিন্তার কিছু নেই।

 

শেষ আটের প্রথম লেগে ঘরে মাঠে রিয়ালকে ৩-০ গোলে হারিয়ে দেয় আর্সেনাল। তবে ফিরতি লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ায় অনেকেই ভেবেছিলেন, এবার হয়ত আর পারবে না ইংলিশ ক্লাবটি। তবে এই লড়াইয়েও ২-১ গোলে জিতে যায় আর্সেনাল। শক্তিধর রিয়ালকে যেভাবে দুই লেগে নাকানিচুবানি খাইয়েছে তারা, তাতে শিরোপার জোর দাবিদার হিসেবে নিজেদের রাখতেই পারে লন্ডনের ক্লাবটি।


এর মধ্যে লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়ে যাওয়া পিএসজির সাথে সেমিফাইনালের প্রথম লেগের আগেও তাই বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন আর্তেতা। 

“আমি মনে করি বার্নাব্যুতে যাওয়া সম্ভবত সেখানকার সামগ্রিক ইতিহাসে, সাম্প্রতিক ইতিহাস এবং সেখানে ঘটে যাওয়া অনেক ঘটনার কারণে একটা ইউরোপিয়ান দল হিসেবে আপনার সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে। আমি মনে করি আমরা সেই ম্যাচটি (দ্বিতীয় লেগ) খুব খুব ভালোভাবে সামাল দিয়েছি। আমি মনে করি এটা একটা দলের মাঝে এমন আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা নিয়ে আসে, যা আমাদের মত অধিকাংশ দলের আগে কখনই ছিল না।”

আর্সেনালের মত পিএসজিও এখনও পায়নি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। ফরাসি ক্লাবটি ২০২০ সালে ফাইনালে খেললেও আর্সেনালের জন্য শেষ চারে আসা জায়গা করে নেওয়াটাই ভিন্ন এক অভিজ্ঞতা। ২০০৯ সালের পর এই নিয়ে মাত্র তৃতীয়বার দলটি খেলছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।

 

ফলে রিয়ালকে হারিয়ে উড়তে থাকা আর্সেনালের জন্য বড় পরীক্ষা হতে পারে অচেনা মঞ্চে স্নায়ুচাপ ধরে রাখা। আর সেটা ভালোভাবেই টের পাচ্ছেন আর্তেতা। 

“আমি সবাইকে বলব বর্তমান নিয়েই থাকুন। আমরা খুবই ভাগ্যবান। আমরা যে অবস্থানে আছি, তা অর্জন করার জন্য আমরা অনেক কিছুই করেছি। আমরা অনেক পরিশ্রম দিয়ে, উৎসাহ দিয়ে এটা অর্জন করেছি। কারণ, এই পথচলায় আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং দশ মাস ধরে সর্বোচ্চ স্তরে লড়াই করতে পেরেছি। তাই আমাদের জন্য এটা একটা সুন্দর মুহূর্ত।”

bottom-logo