১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩:০৩ এম
চলতি মৌসুমে লা লিগায় শুরু থেকেই রিয়াল মাদ্রিদের খেলায় ধারাবাহিকতার অভাব দৃশ্যমান। ফলাফলেও এর প্রভাব দেখা যাচ্ছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। জয় পেলেও তাই মন ভরেনি কোচ কার্লো আনচেলত্তির। ইতালিয়ান কোচ সাফ বলে দিয়েছেন, জয়টা তাদের প্রাপ্য নয়।
গত শনিবারের ম্যাচে রিয়াল জিতেছে ২-০ গোলে। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে দ্বিতীয়ার্ধে। গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপে। এই জয়ের মধ্য দিয়ে লা লিগায় টানা ৩৭ ম্যাচ ধরে হারের মুখ দেখেনি রিয়াল। স্পেনের শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ৩৮ ম্যাচের। তবে সোসিয়েদাদের বিপক্ষে রক্ষণ ও আক্রমণ দুই বিভাগেই সংগ্রাম করতে হয়েছে মাদ্রিদের ক্লাবটিকে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি তাই রাখঢাক না রেখে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন। “এটা একটা জটিল ম্যাচ ছিল। আমরা জেতার যোগ্য ছিলাম না, কারণ রিয়াল সোসিয়েদাদ আমাদেরকে ভীষণ চাপে ফেলে দিয়েছিল। আমরা এই ম্যাচ নিয়ে বিশ্বের সব সমস্যা নিয়ে কথা বলতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল জয় নিয়ে মাঠ ছাড়া।”
এই ম্যাচে রিয়ালের জন্য স্বস্তির খবর এমবাপের গোল পাওয়া এবং ক্লাবের জার্সিতে ফর্ম ধরে রাখা। ক্লাবটিতে যোগ দিয়ে প্রথম কয়েকটি ম্যাচে গোলের দেখা না পাওয়ার পাশাপাশি স্ট্রাইকার হিসেবেও যথেষ্ট কার্যকর হতে পারছিলেন না ফরাসি তারকা। তবে সবশেষ দুটি ম্যাচ বলছে, নতুন ক্লাবে নিজেকে ভালোই মানিয়ে নিচ্ছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
এমবাপের পারফরম্যান্স সন্তুষ্ট করছে আনচেলত্তিকেও। “আমি এমবাপেকে আরও সতেজ, আরও সক্রিয় হতে দেখছি। সে খুব বিপজ্জনক। ভিনিসিয়ুস ও অন্যান্য ফরোয়ার্ডদের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। সে অনেক উন্নতি করছে। তার খেলা আমার অনেক ভালো লেগেছে।”
৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লা লিগায় দুইয়ে আছে রিয়াল। আর চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, যারা আজ রাতে মাঠে নামবে জিরোনার বিপক্ষে।
দীর্ঘ পাঁচ মাস পর আবারও নিজেদের হোম ভেন্যুতে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে মোরসালিন-রাকিবরা। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে সরাসরি টি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচগুলো। দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আর যারা মাঠে এসে ম্যাচ দেখতে চান, তাদের টিকিট সংগ্রহ করতে হবে ব্যাংক থেকে। বসুন্ধরা আবাসিক এলাকার স্যোশাল ইসলামী ব্যাংক ও সাউথ ইষ্ট ব্যাংক থেকে পাওয়া যাবে বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের টিকেট। স্টেডিয়াম থেকে টিকিট সংগ্রহের কোন সুযোগ থাকছে না।
আরও পড়ুন
তাবিথ আউয়ালের পরিকল্পনায় জামাল-তারিকের মতো প্রবাসী ফুটবলার |
সাধারণ দর্শকদের জন্য টিকিট রাখা হয়েছে তিন ক্যাটাগরির। ভিআইপি টিকিটের জন্য গুনতে হবে ৮০০ টাকা, ক্যাটাগরি-১ টিকিটের দাম ৫০০, আর সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাবে ক্যাটাগরি-২ টিকিট।
গত সোমবার বাংলাদেশে পৌঁছেছে এক বছর ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা মালদ্বীপ। গেল বছরের অক্টোবরে বসুন্ধরা কিংস অ্যারেনাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাই ছিলো মালদ্বীপ জাতীয় দলের সবশেষ ম্যাচ। সেই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছিলো বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে।
আরও পড়ুন
বজ্রপাতে ম্যাচ চলাকালীন ফুটবলারের মৃত্যু |
এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আগামী বছরের মার্চ থেকে। বাছাইপর্বের আগে বাংলাদেশ-মালদ্বীপ দুই দলের জন্যই শেষ প্রস্তুতি ম্যাচও এটি। এই ম্যাচের ফল প্রভাব ফেলবে ফিফা র্যাঙ্কিংয়ে। মালদ্বীপের ফিফা র্যাঙ্কিং ১৬৩, বাংলাদেশের ১৮৫। এই দুই ম্যাচের জিতলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এগিয়ে যেয়ে উঠে যেতে পারবে এশিয়ান কাপ বাছাইপর্বের তিন নম্বর পটে। বাংলাদেশের লক্ষ্য থাকবে সেটা অর্জন করা।
আসন্ন অস্ট্রেলিয়া সফরে দেশটিতে ৫৭ দিন অতিবাহিত করবে ভারতীয় দল, অর্থাৎ প্রায় দু’ মাস। কিন্তু খেলবে মাত্র ২৮ দিন। সিরিজের প্রথম টেস্টের পর একমাত্র প্রস্তুতি ম্যাচটি তিন দিনের। ২২ নভেম্বর থেকে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফি, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ১০ নভেম্বর অস্ট্রেলিয়ায় পৌঁছেছে দল। অর্থাৎ ভারতীয় দল প্রায় ১১ দিন অতিবাহিত করার পর প্রথম ম্যাচ খেলতে নামবে, আর এটাতেই ঘোরতর আপত্তি জানিয়েছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। এই দীর্ঘ সময়ে কেন প্রস্তুতি ম্যাচ নেই সেই প্রশ্ন তাঁর।
আরও পড়ুন
‘বাংলাদেশকে হালকভাবে নিও না’, ভারতকে সতর্ক করলেন গাভাস্কার |
ভারতের সাবেক অধিনায়কের মতে নেটে অনুশীলন এবং ম্যাচ খেলার মধ্যে অনেক তফাত রয়েছে। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ম্যাচ খেলার বিকল্প নেই। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় হারের পরেও ভারতীয় দল কেন অস্ট্রেলিয়ায় গিয়ে শুধু নেটে অনুশীলন করবে, সেই প্রশ্ন তুলেছেন গাভাস্কার। তিনি ভারতীয় এক সংবাদমাধ্যমে বলেছেন,
“পার্থে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় দলের অনুশীলন ম্যাচ বাতিলের সিদ্ধান্তটা মেনে নেওয়া কঠিন। ম্যাচ খেলার থেকে ভাল অনুশীলন কিছু হতে পারে না। নেটে যতই অনুশীলন করা হোক, ম্যাচের মতো হয় না”
গাভাস্কার খুব কঠিন ভাষায় ভারত কেন সিরিজের শুরুতে পিছিয়ে পড়ে তার ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর দাবি
“অনেক ক্ষণ নেটে সময় কাটানোর পরেও ম্যাচ খেলতে নেমে অল্প রানে আউট হয় ব্যাটাররা। যে কারণে ভারত বিদেশের মাটিতে বার বার প্রথম টেস্ট হারে। তার পর সিরিজ়ে ফেরে। এই কারণেই অনুশীলন ম্যাচ খেলাটা জরুরি ছিল।”
আরও পড়ুন
বিশ্বকাপ জয়ী দ্রাবিড়কে ‘ভারত রত্ন’ দেওয়ার দাবি গাভাস্কারের |
নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার পর এমনিতেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন রোহিত-কোহলিরা। এখন পাঁচ টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ না খেলায় দেশেই উঠেছে তর্ক-বিতর্ক। সবমিলে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে চাপ বাড়ছে ভারতীয় দলের ওপর। ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ, আর সেখানকার বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়ান পেসাররা যে ছড়ি ঘোরাবেন সেটা নিশ্চিত জেনেই অস্বস্তিতে রয়েছেন গাভাস্কারের মত লিজেন্ডরা। এজন্য ক্রিকেটারদের ম্যাচ না খেলে শুয়ে-বসে থাকা পছন্দ হচ্ছে না তাঁর।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে