২২ বছর বয়স সবে। কৈশোর ছুটিতে পাঠিয়েছেন এইতো সেদিন। বগুড়ার তাওহীদ হৃদয় এখন বাংলাদেশের হৃদয়। একটু বাড়িয়ে বলা হলো কী? সম্ভবত না। বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করা মানে তো বাংলাদেশের হয়ে যাওয়াই। সেটাও আবার ওয়ানডে বিশ্বকাপে, ভারতে। ২২ বছরের হৃদয়ের কাঁধেও পড়ে গেছে বিশাল দায়িত্ব। তবে ইচ্ছেশক্তি দিয়েই হৃদয় জিততে চান সেই চাপ।
১৫ ওয়ানডে ইনিংস আর ছয় মাসের বাংলাদেশের জার্সির বয়স। দূর থেকে যখনই অনুশীলনে দেখা মেলে, কিট ব্যাগের বাংলাদেশের লোগোটাও যেনো নতুন, জানায় নতুনত্বের কথা। তবে হৃদয় অন্তত নতুন থেকে 'জুনিয়র' ট্যাগ নিয়ে পড়ে থাকতে চাইছেন কী?
১৫ ওয়ানডে ইনিংসে ৩৭.০০ গড় আর ৮৬.৩৩ স্ট্রাইক রেটে ৫১৮ রান বলে ভিন্ন কথা। ১৫ ইনিংসের পাঁচটায় আবার পেয়েছেন অর্ধশতক। সবে শুরু!
ভারতে দল দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছেন। শ্রীলঙ্কার সঙ্গে শূন্য আর আফগানিস্তানের বিপক্ষে পাঁচ রানের ইনিংস। তবে দলের আস্থা ঠিকই আছে হৃদয়ে।
সাকিব আল হাসান, দলের ওয়ানডে অধিনায়ক। হৃদয় নিয়ে প্রশংসা করে যান। বগুড়ার হৃদয় নিয়ে প্রশংসার স্তুতি শোনা যায় প্রায়শই নানান বিদেশির মুখেও।
বিশ্বকাপ শুরুর আগেই হৃদয় টি স্পোর্টসকে জানিয়ে রেখেছিলেন নিজ লড়াইয়ের কথা, 'আসলে দেখুন, বিশ্বকাপ হোক বা যে ম্যাচই হোক আমি বড় চিন্তা করি না। আমি আসলে দিনের মধ্যে থাকতে পছন্দ করি, যেমন আজকের দিনটা। সামনে যে দিনগুলো আসবে ঐ দিনগুলো যে চ্যালেঞ্জ ডিমান্ড করবে সে অনুযায়ী চেষ্টা করব। ঐ দিনটা একেবারে ভালো করে কাজে লাগানোর।'
এমনকি সব দিন না পারলেও হৃদয় যেদিন শুরু পাবেন সে দিন যেনো তারই হয়, বলে রেখেছিলেন সেসব। এই ব্যাটার টি স্পোর্টসকে জানিয়েছিলেন, 'আন্তর্জাতিক ম্যাচে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সবাই ফলাফল চায়, পারফর্ম করা অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি এখানে সব ম্যাচেই পারফর্ম করা অনেক চ্যালেঞ্জিং। সবাই চায় পারফর্ম করতে। আমি সব ম্যাচেই অবদান রাখতে চাই। কিন্তু সব ম্যাচ তো পারব না, আমি চাই যেদিন খেলব সেদিন আমি যেনো বড় রান করতে পারি।'
হৃদয়ের এ এক অন্যরকম শুরুও। বিশ্বকাপের শুরু। যুব বিশ্বকাপটা জিতেছেন, রাঙিয়েছেন। বড়দের বিশ্বকাপেও তেমন কিছু? রাঙাবেন? প্রচণ্ড ইচ্ছেশক্তিতে কিনা হয়। তাওহীদ হৃদয় বোধহয় তা জানেন।
১৪ নভেম্বর ২০২৪, ৬:৪৩ পিএম
ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রানে হেরেছে পাকিস্তান । ৭ ওভারের ম্যাচে প্রায় অলআউটই হয়ে যাচ্ছিল রিজওয়ানের দল। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৬৪ রানে থামে তারা।
বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচটি নেমে আসে ৭ ওভারে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই তোলে ১৬ রান। পরের ওভারে নাসিম শাহর ওভারে আরও ১৭। পুরোদমে ঝড়ো ইনিংস চলছিল দলটার। তবে ৩ ওভারের মাঝেই ২ ওপেনারকে ফেরান হারিস রউফ ও নাসিম শাহ।
আরও পড়ুন
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে বাবর-শাহিন-নাসিম |
এরপর কাজের কাজটা মূলত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ টি চার ও ৩ টি ছক্কায় ১৯ বলে খেলেন ৪৩ রানের ঝড়ো ইনিংস। তাকে সঙ্গ মার্কাস স্টোইনিস। ৭ বলে করেন ২১। ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বোর্ডে ওঠে ৯৩ রান।
৪২ বলে ৯৪ রানের লক্ষ্যটা পাকিস্তানের জন্য হয়ে পড়ে কঠিন। একের পর এক উইকেট হারিয়ে রিজওয়ানরা পড়েন আরো চাপে। পাকিস্তানের ইনিংসে হাসিবুল্লাহ খানের ১২, আব্বাস আফ্রিদির ২০ ও শাহিন শাহ আফ্রিদির ১১ ছাড়া বাকি সবার রান এক অঙ্কের ঘরে।
৭ ওভারেই ৯ উইকেট হারিয়ে দল থামে ৬৪ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি উইকেট নেন দুই পেসার জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস। অ্যাডাম জ্যাম্পা ২ টি ও স্পেন্সার জনসন নেন ১ টি উইকেট।
আরও পড়ুন
শাহিন-নাসিম-রউফ তোপে উড়ে গেল অস্ট্রেলিয়া, সিরিজ জয় পাকিস্তানের |
২৯ রানের এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০–তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
অস্ট্রেলিয়া: ৯৪/৪ (৭); (গ্লেন ম্যাক্সওয়েল ৪৩(১৯), মার্কাস স্টয়নিস ২১(৭)
আব্বাস আফ্রিদি ২/৯, হারিস রউফ ১/২১)
পাকিস্তান: ৬৪/৯ (৭); আব্বাস আফ্রিদি ২০*(১০), হাসিবউল্লাহ খান ১২(৮)
নাথান অ্যালিস ৩/৯, জাভিয়ের বার্টলেট ৩/১৩
পাকিস্তানে অনুষ্ঠিত হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। এবছরের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে এই ট্রফি ঘুরবে একাধিক দেশ। যেখানে থাকবে বাংলাদেশও।
এর আগে ক্রিকেট বিশ্বকাপের সময় একাধিক ট্রফি এসেছে ক্রিকেট জনপ্রিয়তার বাংলাদেশে। এবারও চ্যাম্পিয়ন ট্রফি আসবে বাংলাদেশে।
১০ ডিসেম্বর চ্যাম্পিয়নস ট্রফি আসবে ঢাকায়। থাকার কথা তিন দিন। ১১ ডিসেম্বর থেকে শুরু ১৩ ডিসেম্বর পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে থেকে ঘুরবে ঢাকা আর কক্সবাজার। বিসিবি সূত্র নিশ্চিত করেছে টি-স্পোর্টসকে।
৮ বছর পর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগ। এর আগে সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
১৯ দিন আগে