৩০ আগস্ট ২০২৪, ১০:১৩ এম
ভুটানের সাথে দুই প্রীতি ম্যাচ খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। দেশ ছাড়ার আগে এই সফর নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা ও মিডফিল্ডার সোহেল রানা। যেখানে দুজনই ইঙ্গিত দিয়েছেন স্বাগতিকদের হারিয়ে নিজেদের র্যাংকিংয়ে উন্নতির দিকে।
প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশের জন্য ম্যাচ দুটি বেশ গুরুত্বপূর্ণ। দুই ম্যাচ জিততে পারলে লাল-সবুজদের র্যাংকিংয়ে আসবে অদল-বদল। যা এশিয়ান কাপ বাছাইয়ের ও সাফের ড্র-তে বেশ বড় প্রভাব ফেলবে। তাই দুই ধাপ এগিয়ে থাকা ভুটানকে হারিয়ে র্যাংকিংয়ে উন্নতির দিকে নজর বাংলাদেশ কোচ কাবরেরার। “আমাদের মূল লক্ষ্য র্যাংকিংয়ে উন্নতি। আমরা বিশ্বকাপে বাছাইয়ে টানা চার ম্যাচে হেরেছি। যা স্বাভাবিকই তারা কঠিন প্রতিপক্ষ ছিল। এখন আমরা ভুটান থেকে পিছিয়ে আছি, এই সফরের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য র্যাংকিংয়ে তাদের পেছনে ফেলা।”
আরও পড়ুন: ছাত্র-জনতাকে শিরোপা উৎসর্গ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের
যদিও দুটি ম্যাচই হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভুটান বাংলাদেশে আসতে অপারগতা জানালে তাদের দেশেই খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে লম্বা সময় ধরেই বাংলাদেশের ফুটবলাররা খেলার মধ্যে নেই। ক্লাব ফুটবলের বিরতিতে ফুটবলাররা ছুটিতেই ছিলেন।
তাতে দলের ফিটনেস কিংবা প্রস্তুতির ঘাটতির কথা ঘুরে ফিরে এসেছে বেশ। সেই সাথে দেশটির আবহওয়া ও মাঠও বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জ।
তবে সব পেছনে ফেলে বাংলাদেশ ভালো করবে বলেই জানিয়েছেন কাবরেরা। “ফুটবলাররা ভালো অবস্থায় রয়েছে। ভালো প্রস্তুতিও সেরেছি আমরা। বসুন্ধরা কিংসে থাকা ফুটবলাররা কয়েক সপ্তাহ আগে থেকেই প্র্যাকটিস শুরু করেছে। অনূর্ধ্ব- ২০ দলের যারা সুযোগ পেয়েছে তারাও খেলার মধ্যে ছিলো। ভুটানের বিপক্ষে অবশ্যই আমরা দুটি ম্যাচই জিততে চাই। সেখানকার উচ্চতা এবং আর্টিফিসিয়াল টার্ফে খেলাটা বেশ চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা ভালো কিছু অর্জন করতে পারবো। এবং বাকি মৌসুমের জন্যও একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে।”
বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানাও তাগিদ দিয়ে র্যাংকিংয়ে উন্নতির দিকে। সেই সাথে আবহওয়ার সাথে মানিয়ে নেওয়াটা কঠিন হবে বলেও বলেছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। “এই দলটা আমরা একসাথে খেলছি। আমরা চাইবো ম্যাচগুলো জিততে, কারণ এটা র্যাংকিংয়ে উন্নতির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। লম্বা সময় ফুটবলাররাও বিশ্রামে ছিল, আমারা তাড়াতাড়ি ফিটনেসে উন্নতি করার চেষ্টা করবো। ওদের ওখানে ঠান্ডা, আর টার্ফের মধ্যে খেলতে হয় এটা কিছুটা সমস্যায় ফেলবে। আমাদের চেষ্টা থাকবে এগুলোর সাথে যত তাড়াতাড়ি মানিয়ে নেওয়া যায়, যাতে আমরা ম্যাচে ভালো করতে পারি।”
৫ ও ৮ সেপ্টম্বর মাঠে গড়াবে ম্যাচ দুটি।
১৩ নভেম্বর ২০২৪, ৬:৫৮ পিএম
আরেকবার গোল করতে না পারার আক্ষেপ সঙ্গী বাংলাদেশ। আরেকবার ঘরের মাঠে হার বাংলাদেশের। মালদ্বীপের সাথে বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার ০-১ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।
২০২১ সালের ১৩ নভেম্বরে ১৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কলম্বোতে মালদ্বীপকে হারিয়েছিল ২-১ গোলে। তবে আরেকবার সেই ১৩ নভেম্বরে মালদ্বীপকে ঘরের মাঠে পেয়ে হারাতে পারেনি বাংলাদেশ।
গেলো বছরের অক্টোবরে এই কিংস অ্যারেনায় মালদ্বীপকে বাংলাদেশ হারিয়েছিল ২-১ গোলে। এবার আর পারেনি স্বাগতিকরা। আক্ষেপ ঐ গোল না পাওয়াই।
আরও পড়ুন
হাফ ডজন অ্যাটাকের বাংলাদেশের হাফ-টাইমে মালদ্বীপের গোল |
প্রথমার্ধের দারুণ ফুটবল খেলেও গোল পায়নি বাংলাদেশ। উল্টো ১৮ মিনিটে ফাঁকায় হেড গোলে বাংলাদেশ দর্শকদের হৃদয় ভাঙেন এই ফরোয়ার্ড। গোলকিপার মিতুলের তাকিয়ে থাকা ছাড়া যে গোলে করার ছিলনা কিছুই।
এরপরে বার কয়েক চেষ্টা চালিয়ে গোলবারের খোঁজই মেলেনি স্বাগতিকদের।
৬৩ মিনিটে রাকিব বাঁচিয়েছেন বাংলাদেশকে। অথচ যার গোল করার উচিত ছিল। আলি ফাসিরের গোল না হওয়ার পুরো কৃতিত্ব রাকিবের।
৬৪ মিনিটে হাভিয়ের কাবরের আনেন তিন পরিবর্তন। যদিও তিন পরিবর্তন কাজের কাজ কিছুই করতে পারেননি।
৬৯ মিনিটে শাহরিয়ার ইমনের হেড জাল খুঁজে পায়নি। ৭৮ মিনিটে মোরসালিনও খুঁজলেন জাল তবে গল্পটা ঐ একই।
৮৬ মিনিটে মালদ্বীপ গোলকিপারের দারুণ সেইভে রক্ষা পায় সফরকারীরা। মোরসালিনের গোল না পাওয়ার পুরো কৃতিত্ব মালদ্বীপ গোলকিপার হুসেন শরিফের।
আরও পড়ুন
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বসুন্ধরায় মেমোরিয়াল কাপ |
৯০ মিনিটে আবারও বাংলাদেশ সামনের বাধার নাম ঐ শরিফ। রাকিবের এগিয়ে যাওয়া বলে মালদ্বীপ গোলকিপার ঠেকালেন দারুণভাবে। যোগ করা সময়েও রাকিবের গোল পাওয়া হয়নি।
পরের ম্যাচটা ১৬ নভেম্বর সন্ধ্যা ছয়টায় একই মাঠে নামবে দুদল। যেখানে বাংলাদেশের মেটাতে হবে গোল ক্ষুধা।
ঘরের মাঠে মালদ্বীপকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচের প্রথমার্ধে দারুন ফুটবল খেললেও কাজের কাজ গোলটা পাওয়া হয়নি বাংলাদেশের। তবে ঠিকই প্রথমার্ধে গোল আদায় করে নেয় সফরকারীরা।
কোচ হাভিয়ের কাবরেরা আজ প্রথম একাদশে রেখেছেন বাংলাদেশ পুলিশের মিডফিল্ডার কাজেম শাহ কিরমানিকে। আনিসুর রহমান জিকো থাকলেও কোচের আস্থা মিতুল মারমায়। সাথে একাদশে অভিষিক্ত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী শাকিল আহাদ।
আরও পড়ুন
যেভাবে পাবেন বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের টিকিট |
প্রথম পাঁচ মিনিটে অ্যাটাকিং বাংলাদেশের দেখাই মিলেছে। শেখ মোরসালিনের হেড ততক্ষণে বসুন্ধরা কিংস অ্যারেনার দর্শকদের দিচ্ছিল আশার বাতাস। গেলো এক বছরের গোল আক্ষেপের বাংলাদেশ কী তবে এবার পাবে গোল?
১৩ মিনিটে ছোট কর্ণারে এগিয়ে যাওয়ার পথেই ছিল মালদ্বীপ। মিতুলের হাত ফসকে গেলেও গোলটা জালে জড়ায়নি বাংলাদেশ ডিফেন্ডারদের কল্যাণে।
পরের মিনিটে বাংলাদেশের হয়ে নিজের পঞ্চম গোলটা করা হয়নি রাকিব হোসেনের। হেডে গোল মিসের আক্ষেপের রাকিবকে দেখে বোঝাই যাচ্ছিল, গোলটা করা উচিত ছিল!
ম্যাচের ডেডলক ভাঙা গোল আলি ফাসিরের। ১৮ মিনিটে ফাঁকায় হেড গোলে বাংলাদেশ দর্শকদের হৃদয় ভাঙেন এই ফরোয়ার্ড। গোলকিপার মিতুলের তাকিয়ে থাকা ছাড়া যে গোলে করার ছিলনা কিছুই।
আরও পড়ুন
জয়ের লক্ষ্য রেখেই মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, বললেন কাবরেরা |
ঠিক পরের মিনিটে গোল শোধের সুযোগ পেলেও কাজের কাজ গোল পাওয়া হয়নি বাংলাদেশের।
২৯ মিনিটে ম্যাচে সেরা সুযোগটা পেয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। হাফভলি বলে ফাহিমের চেষ্টা ছিক দেখার মতো। তবে এমন দারুণ শটেও আক্ষেপ বলের জাল খুঁজে না পাওয়া।
৩৪ মিনিটে আবারও সুযোগ বাংলাদেশের। রাকিবের বল দারুণভাবে ব্লক করেছেন মালদ্বীপ ডিফেন্ডার ইরুফান।
আরও পড়ুন
১ বছর ফুটবলের বাইরে থাকা মালদ্বীপকে আনছে বাংলাদেশ |
প্রথমার্ধের ঠিক আগে সোহেল রানার দারুণ সুযোগ ঠেকিয়ে দেন মালদ্বীপ গোলকিপার। প্রথমার্ধে দারুণ খেলা বাংলাদেশ কী পারবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে?
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে